MMC.fm - Your Campus Radio

MMC.fm - Your Campus Radio Official page for
"MMC.fm - Your Campus Radio" This is coming soon.....
Stay connected wi

04/06/2024

This is a short film about awareness for air pollution, under an event organised by BMSS. This short film is also a part of interLC/intermedical competition. React, comment and share the main post to make our medical college win.

আমাদের সকলের শ্রদ্ধাভাজন,অধ্যাপক ডা. Habib Tarek   স্যার (গ্রেড-৩) উপাধ্যক্ষ হিসেবে  ময়মনসিংহ মেডিকেল কলেজ এ পদায়িত হওয...
12/02/2024

আমাদের সকলের শ্রদ্ধাভাজন,
অধ্যাপক ডা. Habib Tarek স্যার (গ্রেড-৩)
উপাধ্যক্ষ হিসেবে ময়মনসিংহ মেডিকেল কলেজ এ পদায়িত হওয়ায় অনেক অনেক অভিনন্দন ও শুভকামনা।

11/03/2023

স্বাগতম ময়মনসিংহ মেডিকেল বিশ্ববিদ্যালয়,
জয় বাংলা।

07/08/2022

Sky View...
From Magbul Hossein Hall (Anatomy)

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন(বি এম এ) এর ময়মনসিংহ জেলা শাখার সংগ্রামী সভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ(স্বাচিপ) ময়মনসিংহ জ...
12/07/2022

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন(বি এম এ) এর ময়মনসিংহ জেলা শাখার সংগ্রামী সভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ(স্বাচিপ) ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক,ময়মনসিংহের চিকিৎসক সমাজের অভিভাবক,ডা. Matiur Rahman Bhuiyan স্যার,করোনা পজিটিভ হয়েছেন।

আল্লাহপাক স্যারকে দ্রুত সুস্থতা দান করুন।সবার কাছে স্যারের জন্য দোয়া চাই।

শুভ জন্মদিন--প্রিয় বিদ্যাপীঠ ময়মনসিংহ মেডিকেল কলেজের মুখ উজ্জ্বল করা ছাত্র, ভুটানের মাননীয় প্রধানমন্ত্রী  ডাঃ লোটে শেরিং...
10/05/2022

শুভ জন্মদিন--

প্রিয় বিদ্যাপীঠ ময়মনসিংহ মেডিকেল কলেজের মুখ উজ্জ্বল করা ছাত্র,
ভুটানের মাননীয় প্রধানমন্ত্রী ডাঃ লোটে শেরিং।

মমেক কাল আবারও সেজেছিল🥰স্বরবর্ণ💝
27/11/2021

মমেক কাল আবারও সেজেছিল🥰

স্বরবর্ণ💝

Beautiful Sunrise ⛅From Anatomy Hall Gate 🏛️Location : MMC,BH.
13/11/2021

Beautiful Sunrise ⛅
From Anatomy Hall Gate 🏛️

Location : MMC,BH.

29/10/2021

উৎসবে মুখরিত মমেক ক্যাম্পাস।

【পরিধি ২πr】

09/07/2021

It's true.....
😏

শুভ জন্মদিন, বাবা❤মুহসীন খলীল স্যার সবার ভালবাসা নিবেন❤
17/06/2021

শুভ জন্মদিন, বাবা❤

মুহসীন খলীল স্যার সবার ভালবাসা নিবেন❤

ময়মনসিংহ মেডিকেল কলেজের ১ম আর ২য় বর্ষ পানসে হয়ে যায় না উনার জন্যই.....

27/04/2021

তৃতীয় পেশাগত পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা।

এবারো দেশসেরা হাসপাতালের সম্মান অর্জন করলো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল।মাননীয় পরিচালক মহোদয় ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ফ...
08/10/2020

এবারো দেশসেরা হাসপাতালের সম্মান অর্জন করলো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল।

মাননীয় পরিচালক মহোদয় ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ফজলুল কবির স্যার এই অর্জন টি চিকিৎসা সেবায় নিয়োজিত সকল পর্যায়ের চিকিৎসক ও সংশ্লিষ্ট সকল পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী এবং সেবা প্রদান করতে গিয়ে যারা নিজেদের জীবন দান করেছেন তাঁদের প্রতি উৎসর্গ করেছেন।

আমাদের সকলের প্রিয় ডা. পীযুষ চক্রবর্তী স্যার (ম-১৬, বিভাগীয় প্রধান, বায়োকেমিস্ট্রি) আজ লিবার্টি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত...
20/09/2020

আমাদের সকলের প্রিয় ডা. পীযুষ চক্রবর্তী স্যার (ম-১৬, বিভাগীয় প্রধান, বায়োকেমিস্ট্রি) আজ লিবার্টি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

স্যারের বিদেহী আত্নার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি।

12/09/2020
19/06/2020

Dr.Wahidur Rahman Chhoton ভাইয়ের টাইম লাইন থেকেঃ-

আজ কৃতজ্ঞতা প্রকাশের জন্য লিখছি। গত সোমবার (১৫/৬/২০২০)আমার কোভিড ১৯ টেস্টের রেজাল্ট পজিটিভ আসার পর থেকে আমাকে এতো এতো মানুষ ফোন, ক্ষুদে বার্তা, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার আরোগ্য কামনা করে পোস্ট দিয়েছেন যা আমার কল্পনাকেও অতিক্রম করেছে। এবং আমাকে আপনাদের কাছে, বিশেষ করে আমার চিকিৎসক সমাজ ও অন্যান্য স্বাস্থ্যকর্মী, আমার বন্ধু মহল (স্কুল, কলেজ এবং মেডিকেল) এবং আমার পূর্বধলাবাসীর কাছে আরও বেশি ঋনী করে দিয়েছে। আপনারা যে আমাকে, অতি ক্ষুদ্র এই ডাক্তারকে,এতো ভালোবাসেন এটা আমার জানা ছিলনা। মহান সৃষ্টিকর্তার নিকট একটাই চাওয়া আমি যেন দ্রুত সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারি এবং আপনাদের এই ভালোবাসার মূল্য দিতে পারি।
আমাদের মাঝে অনেকেই আছেন যারা মনে করেন সাধারণ মানুষ আমাদের ভালোবাসেননা, আমি বরাবরই এটার সাথে দ্বিমত পোষণ করে আসছি, আর এবার অসুস্থ হওয়ার পর আমার এ বিশ্বাস আরও পোক্ত হয়েছে। দোষ জনগণের নয়, দোষ আমাদের স্বাস্থ্য ব্যবস্থার, আমাদের সরকারের। যে দেশের সর্বোচচ কর্তাব্যক্তি বারবার মিডিয়ায় বলেন জনগনের টাকায় ডাক্তার হয়েছেন, সেবার মানসিকতা না থাকলে এ পেশা ছেড়ে দেন ইত্যাদি ইত্যাদি, সে দেশে ডাক্তার রা মার খাবে, মার খেয়ে মরে যাবে এটাই স্বাভাবিক। আমি মেডিকেল কলেজে ভর্তি হয়েছি বাবার টাকায়, বই খাতা কিনেছি বাবার টাকায়, বেতন দিয়েছি, হোস্টেলে থেকেছি খেয়েছি সব বাবার টাকায় ; যেটা সকল শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীরা করে থাকে। তাহলে শুধু ডাক্তার দের বেলায় এসব বলা কেন? একথা সত্যি যে রাস্ট্র আছে বলেই আমি আজ ডাক্তার হতে পেরেছি, এদেশের আলো বাতাস খেয়ে আমি বেড়ে ওঠেছি, এটাতো সবার জন্যই সত্য, সকল পেশার জন্য, ব্যবসায়ীদের জন্য এমনকি সরকার বাহাদুরের জন্যও ; রাস্ট্র আছে বলেই আজ অনেকেই এমপি, মন্ত্রী হয়েছেন।
নাগরিকদের ৫ টি মৌলিক অধিকার - খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। চিকিৎসা ৫ নম্বর, অথচ এটি বিনামূল্যে দেয়ার জন্য সরকার বাহাদুর উঠে পরে লেগেছেন। আপনি কী সবার জন্য খাদ্য, বাসস্থান, কাপড় এবং শিক্ষা নিশ্চিত করতে পেরেছেন? আগে সেগুলো নিশ্চিত করুন, আগেতো খেয়ে পরে বাঁচতে হবে। কোন নাগরিক কী বিনামূল্যে দোকান থেকে খাদ্য বা কাপড় পাচ্ছেন অথবা বাসস্থান পাচ্ছেন? পাচ্ছেন যারা ছিন্নমূল অসহায়, তাদেরকে রাস্ট্র দিচ্ছে, ঠিক যেভাবে সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আমাদের দেশের অনেক বিত্তবান মানুষ প্রাইভেট পর্যায়ে ফ্রি চিকিৎসা নিতে চান, এটাতে যতটা না উনাদের দোষ তার চেয়ে অনেক বেশি দায়ী রাস্ট্র। আবহমানকাল ধরে চিকিৎসা সেবা শুনতে শুনতে মানুষ ধরে নিয়েছে এটা ফ্রি। আমাদের সবাইকে বুঝতে হবে খাদ্য, বস্ত্র, শিক্ষা যেমন পন্য, টাকা দিয়ে কিনতে হয় তেমনি চিকিৎসাও একটি পন্য টাকা দিয়ে কিনতে হয়। এবং পৃথিবীর সকল দেশেই এই পণ্যটির মূল্য অনেক চড়া, বাংলাদেশে সবচেয়ে শস্তা।
অনেক কথা বললাম, আমি আবারও আমার প্রতি আপনাদের এই ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাদেশের সাধারণ জনগণ চিকিৎসকদের অনেক ভালোবাসেন এবং সম্মান করেন। তাই আমাদের উচিত তাদের এই ভালোবাসা ও সম্মানের যথাযথ মূল্য দেয়া। সবশেষে স্বাস্থ্য ব্যবস্থার কর্তাব্যক্তিদের উদ্দেশ্যে এবং সরকারের উদ্দেশ্যে বলবো স্বাস্থ্য ব্যবস্থার সঠিক চিত্র জনগণের সামনে তুলে ধরুন, দুর্বলতাগুলো দুর করার চেষ্টা করুন, চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিত করুন, অযথা চিকিৎসকদের জনগণের প্রতিপক্ষ বানিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিবেন না। সবাইকে ধন্যবাদ।

যারা ডাক্তারদের নিজেদের পিপিই নিজেরা কেন কিনে নেয় না বলে বেড়াচ্ছেন, তাদের জন্য কিছু কথা বলি?১। পিপিই জিনিসটা আসলে কি বা ...
28/03/2020

যারা ডাক্তারদের নিজেদের পিপিই নিজেরা কেন কিনে নেয় না বলে বেড়াচ্ছেন, তাদের জন্য কিছু কথা বলি?

১। পিপিই জিনিসটা আসলে কি বা এতে কি কি জিনিস বা পার্টস থাকে জানেন তো? না জানলে আগে জেনে নিন।

২। পিপিই সবকিছুর মত বাইরে খুচরা কিনতে পাওয়া যায় কিনা সেটা জানেন? জেনে নিন।

৩। অনেকে বলছেন একটা পিপিই কিনে রাখলে কতই আর লাগে? পিপিই কি রিইউজেবল কিনা তা আগে জেনে নিন। সাথে পিপিই-এর দাম টাও জেনে নিবেন।

৪। কোন ডাক্তারদের কোন রোগী দেখতে হয় সেটাও হয়তো জানেন না। সাধারণ জ্বর-সর্দি নিয়ে আপনি ১০০০-২০০০টাকা ডাক্তারের কাছে যেতে চাইবেন? নিজেকে প্রশ্ন করুন।

৫। অনেকে বলছেন যে, ডাক্তাররা এটার অযুহাত দিয়ে রোগী দেখছেন না। আপনি নিজের চোখে দেখেছেন তো? আগে দেখুন তারপর প্রমাণসহ বলুন।

৬। ডাক্তাররা নিজেরা কোন ব্যবস্থা নিয়ে রোগী দেখছেন কিনা তা জানেন? জেনে নিন।

৭। অনেকেই বলেন, ডাক্তাররা হাসপাতালে রোগী না দেখে প্রাইভেট প্র্যাকটিস করেন বা বাইরে রোগী দেখেন। আগে অফিস টাইম জানুন, তিনি রিটায়ার্ড কিনা বা উনি সরকারী ডাক্তার কিনা তা জেনে নিন।

আশা করি উপরের কথাগুলো জেনে নিয়েছেন। এখন সেগুলো নিয়ে কথা বলা যায় নাকি?

১। পিপিই-এর মধ্যে যা যা থাকে- গ্লাভস, গাউন, শু, হেড কভারস, মাস্ক এন্ড রেসপাইরেটরস, মুখ এবং চোখ প্রটেকশন।

২। পিপিই বাইরে দোকানে দোকানে খুচরা বিক্রি হয় না।

৩। পিপিই রিইউজেবল না। অথাৎ একবার ব্যবহার করার পর সেটা আর পড়া যাবে না, ডিসপোজ করে দিতে হয়।
এবার আসি দামের কথায়,

আপনাদের জ্ঞাতার্থে বলি, দিনে কমপক্ষে ৩ টা করে PPE লাগে। আর প্রত্যেকটা সেট ওয়ান টাইম ইউজেবল। স্ট্যান্ডার্ড হিসাব। মানসম্মত ১ সেট PPE ন্যূনতম দুই থেকে তিন হাজার টাকা দাম। যদিও এখন দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। সে হিসেবে আরো বেশি। ৮ ঘন্টা ডিউটি হিসেবে দিনে ১ টা দিয়ে চালিয়ে দিলেও মাসে ৯০ হাজার টাকার PPE কিনতে হবে। পুনরায় ব্যবহারযোগ্য কোন পিপিই দিয়ে করোনা সংক্রমণ রোধ করা সম্ভব না, উল্টো যে বা যারাই সেটা পরিষ্কার করতে যাবে তাদেরই উল্টো আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আর মাস্ক লাগবে N95 যেটা বর্তমানে মার্কেটে পাওয়া যাচ্ছে না। পাইলেও ৬০০ থেকে ৮০০ টাকা বা আরো বেশি। এটাও একবারই ব্যবহার করা যাবে, এরপর ফেলে দিতে হবে, সে হিসেবেও খরচ অনেক…
বাজারের অন্য কোন মাস্ক দিয়ে করোনা আটকানো যাবে না। আর কোন সর্দি কাশির রোগীর করোনা আছে আর কোনটার নাই এটা তো টেস্ট ছাড়া বোঝার উপায় নাই, তাই প্রাথমিক চিকিৎসা যে সকল ডাক্তার দিবে তাদের অবশ্যই পিপিই পড়তে হবে। এতো জুনিয়র চিকিৎসক দের জন্য বহন করা সম্ভব না। আর বেসরকারি সংস্থা কয়দিন দিতে পারবে!! সরকারি উদ্যোগ ছাড়া এটা সম্ভব না।

৪। খুব তো ডাক্তারদের সমালোচনা করলেন আর এটা জানেননা যে করোনার রোগী দেখতে হয় ২৫/৩০ হাজার টাকা মাসে বেতন পাওয়া ডাক্তারদের। ৫০০-২০০০ টাকা ভিজিট নেওয়া ডাক্তারদের কমই হ্যান্ডল করতে হয় এসব পেশেন্টদের।
আপনি নিজেও চাইবেন না জ্বর-সর্দির জন্য এতো টাকা ভিজিট নেয় সেসব ডাক্তারের কাছে যেতে।

৫। ডাক্তাররা আসলেই অযুহাত দিয়ে রোগী দেখা বন্ধ করেছেন তাদের প্রমাণ দেখাতে পারবেন?
পিপিই কোন অযুহাত না। এটা অধিকার। আমি আমার চিকিৎসা দিতে যাব তা অবশ্যই প্রটেকটিভ ম্যাজারমেন্ট নিয়ে। আর্মির লোককে কি সব ব্যবস্থা না দিয়ে যুদ্ধে পাঠানো হয়?

৬। অনেক ডাক্তাররা নিজেরা বিদেশ থেকে পিপিই অর্ডার দিয়ে এনে ব্যবহার করছেন। সেটার খবর রেখেছেন? সেটা নিয়ে তো কখনো কিছু বললেন না? দেশে যদি কিনতে পাওয়া যেত তাহলে সেখান থেকে কিনে হলেও ডাক্তাররা চিকিৎসা দিবেই। অযুহাতের ভুয়া খবর দিয়ে মানুষদের বিভ্রান্ত করবেন না।

৭। সকালে খুব কম ডাক্তারই বাইরে রোগী দেখেন। তাদের মধ্যে কেউ রিটায়ার্ড, কেউ সরকারী ডাক্তার নন। যারা সরকারী ডাক্তার উনারা অফিস টাইমে বাইরে রোগী দেখেন না।

আপনাদের উদ্দেশ্য আরো কিছু প্রশ্ন,

ডাক্তারের মত কি পুলিশ কে কখনো জিজ্ঞেস করেছেন, তাদের অস্ত্র সরকারের কেন কিনে দিতে হয়?
কখনও আমলাদের জিজ্ঞেস করেছেন, যে তাদের গাড়ী কেন সরকারের কিনে দিতে হয়?
আর কোন ডাক্তার এগুলোর অযুহাত দিয়ে বাসায় বাসায় বসে আছে দেখাতে পারবেন?
এগুলো কেনার দায়িত্ব স্বাস্থ্য অধিদপ্তরের। ডাক্তারের না। এতো পিপিই যে সরবরাহ করা হল, কখনো প্রশ্ন করেছেন হাসপাতালে ডাক্তারদের কাছে কেন সেগুলো পৌঁছে নাই?

এখন কিছু কথা বলি, ভাল খারাপ কম বেশি সব পেশাতেই থাকে। ডাক্তারদের মাঝেও রয়েছে। কিন্তু আপনারা সেটাকে 'সব ডাক্তার একই' এই পর্যায়ে নিয়ে গেছেন।
আপনাদের চোখ কি শুধু ডাক্তারদের ভুল ধরার জন্য? কখনো তো তাদের ভাল কাজ শেয়ার করেন না? যদি সমালোচনা করতে চান, তাহলে গঠনমূলক সমালোচনা করুন। শুধু ভুলটা শেয়ার করবেন, অথচ কত ডাক্তার কষ্ট করে চিকিৎসা করে তাদেরটা তো কখনো শেয়ার করেন না?

আসুন আমরা সবাই গঠনমূলক কথা বলি। ডাক্তারদের প্রাপ্য সম্মানটা দেই। তাদের কাজ সহজ করি, আমরা ভাল সেবা পাবো।

Address

Mymensingh Medical College
Mymensingh
2200

Website

Alerts

Be the first to know and let us send you an email when MMC.fm - Your Campus Radio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies