19/06/2020
Dr.Wahidur Rahman Chhoton ভাইয়ের টাইম লাইন থেকেঃ-
আজ কৃতজ্ঞতা প্রকাশের জন্য লিখছি। গত সোমবার (১৫/৬/২০২০)আমার কোভিড ১৯ টেস্টের রেজাল্ট পজিটিভ আসার পর থেকে আমাকে এতো এতো মানুষ ফোন, ক্ষুদে বার্তা, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার আরোগ্য কামনা করে পোস্ট দিয়েছেন যা আমার কল্পনাকেও অতিক্রম করেছে। এবং আমাকে আপনাদের কাছে, বিশেষ করে আমার চিকিৎসক সমাজ ও অন্যান্য স্বাস্থ্যকর্মী, আমার বন্ধু মহল (স্কুল, কলেজ এবং মেডিকেল) এবং আমার পূর্বধলাবাসীর কাছে আরও বেশি ঋনী করে দিয়েছে। আপনারা যে আমাকে, অতি ক্ষুদ্র এই ডাক্তারকে,এতো ভালোবাসেন এটা আমার জানা ছিলনা। মহান সৃষ্টিকর্তার নিকট একটাই চাওয়া আমি যেন দ্রুত সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারি এবং আপনাদের এই ভালোবাসার মূল্য দিতে পারি।
আমাদের মাঝে অনেকেই আছেন যারা মনে করেন সাধারণ মানুষ আমাদের ভালোবাসেননা, আমি বরাবরই এটার সাথে দ্বিমত পোষণ করে আসছি, আর এবার অসুস্থ হওয়ার পর আমার এ বিশ্বাস আরও পোক্ত হয়েছে। দোষ জনগণের নয়, দোষ আমাদের স্বাস্থ্য ব্যবস্থার, আমাদের সরকারের। যে দেশের সর্বোচচ কর্তাব্যক্তি বারবার মিডিয়ায় বলেন জনগনের টাকায় ডাক্তার হয়েছেন, সেবার মানসিকতা না থাকলে এ পেশা ছেড়ে দেন ইত্যাদি ইত্যাদি, সে দেশে ডাক্তার রা মার খাবে, মার খেয়ে মরে যাবে এটাই স্বাভাবিক। আমি মেডিকেল কলেজে ভর্তি হয়েছি বাবার টাকায়, বই খাতা কিনেছি বাবার টাকায়, বেতন দিয়েছি, হোস্টেলে থেকেছি খেয়েছি সব বাবার টাকায় ; যেটা সকল শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীরা করে থাকে। তাহলে শুধু ডাক্তার দের বেলায় এসব বলা কেন? একথা সত্যি যে রাস্ট্র আছে বলেই আমি আজ ডাক্তার হতে পেরেছি, এদেশের আলো বাতাস খেয়ে আমি বেড়ে ওঠেছি, এটাতো সবার জন্যই সত্য, সকল পেশার জন্য, ব্যবসায়ীদের জন্য এমনকি সরকার বাহাদুরের জন্যও ; রাস্ট্র আছে বলেই আজ অনেকেই এমপি, মন্ত্রী হয়েছেন।
নাগরিকদের ৫ টি মৌলিক অধিকার - খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। চিকিৎসা ৫ নম্বর, অথচ এটি বিনামূল্যে দেয়ার জন্য সরকার বাহাদুর উঠে পরে লেগেছেন। আপনি কী সবার জন্য খাদ্য, বাসস্থান, কাপড় এবং শিক্ষা নিশ্চিত করতে পেরেছেন? আগে সেগুলো নিশ্চিত করুন, আগেতো খেয়ে পরে বাঁচতে হবে। কোন নাগরিক কী বিনামূল্যে দোকান থেকে খাদ্য বা কাপড় পাচ্ছেন অথবা বাসস্থান পাচ্ছেন? পাচ্ছেন যারা ছিন্নমূল অসহায়, তাদেরকে রাস্ট্র দিচ্ছে, ঠিক যেভাবে সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আমাদের দেশের অনেক বিত্তবান মানুষ প্রাইভেট পর্যায়ে ফ্রি চিকিৎসা নিতে চান, এটাতে যতটা না উনাদের দোষ তার চেয়ে অনেক বেশি দায়ী রাস্ট্র। আবহমানকাল ধরে চিকিৎসা সেবা শুনতে শুনতে মানুষ ধরে নিয়েছে এটা ফ্রি। আমাদের সবাইকে বুঝতে হবে খাদ্য, বস্ত্র, শিক্ষা যেমন পন্য, টাকা দিয়ে কিনতে হয় তেমনি চিকিৎসাও একটি পন্য টাকা দিয়ে কিনতে হয়। এবং পৃথিবীর সকল দেশেই এই পণ্যটির মূল্য অনেক চড়া, বাংলাদেশে সবচেয়ে শস্তা।
অনেক কথা বললাম, আমি আবারও আমার প্রতি আপনাদের এই ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাদেশের সাধারণ জনগণ চিকিৎসকদের অনেক ভালোবাসেন এবং সম্মান করেন। তাই আমাদের উচিত তাদের এই ভালোবাসা ও সম্মানের যথাযথ মূল্য দেয়া। সবশেষে স্বাস্থ্য ব্যবস্থার কর্তাব্যক্তিদের উদ্দেশ্যে এবং সরকারের উদ্দেশ্যে বলবো স্বাস্থ্য ব্যবস্থার সঠিক চিত্র জনগণের সামনে তুলে ধরুন, দুর্বলতাগুলো দুর করার চেষ্টা করুন, চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিত করুন, অযথা চিকিৎসকদের জনগণের প্রতিপক্ষ বানিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিবেন না। সবাইকে ধন্যবাদ।