09/01/2025
বাংলাদেশের মানুষের কোথাও একটা জেনেটিক্যাল গড়বড় আছে!
এই ছবিটা দেখলেই বুঝবেন কেন এই দেশে ৭১ হয়, ২৪ হয়!
পৃথিবীর দূরতম ইতিহাস ঘাটলেও
আপনি কোথাও এই রকম অদ্ভুত জনগোষ্ঠীর খোঁজ পাবেন না।
যারা নিজের দেশ রক্ষায়, অস্ত্রের মুখে
খালি হাতে, হাসি মুখে দলে দলে এসে দাড়ায়া থাকে!
ভয় নাই, ডর নাই, লোভ নাই, লালসা নাই
বুক জুড়ে শুধু বিষ্ময়কর একটা সাহসের নদী।
একটা অদ্ভুত জেদ!
মাথা না নোয়ানোর একটা ভয়ংকর সংকল্প!
এদেরকে কে দাবায়া রাখবে?
©