Sojib's Hub

Sojib's Hub please support us

15/07/2023

দুঃখের কুয়া 🙂

05/06/2023

" ভালোবাসা রং বদলায় "

সুবর্না মোস্তফার সাথে হুমায়ূন ফরিদীর একবার প্রচন্ড ঝগড়া হলো , রাগ করে সুবর্না অন্য রুমে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়লেন । পরদিন সুবর্না দরজা খুলে দেখেন , যে রুমে ঝগড়া হয়েছিল , সেই রুমের মেঝে থেকে ছাদের দেয়াল পর্যন্ত একটি কথায় লিখে ভরিয়ে ফেলা হয়েছে । আর তা হলো ; " সুবর্না আমি তোমাকে ভালোবাসি "🖤
এত ভালোবাসাও তাদের বিচ্ছেদ ঠেকাতে পারেনি , ২০০৮ সালে তাদের ডিভোর্স হয় ।

কারন , " ভালোবাসা রং বদলায় "

জীবনানন্দ দাশ লিখেছিলেন " প্রেম ধীরে মুছে যায় , নক্ষত্রের‌ ও একদিন মরে যেতে হয় " সেই জীবনানন্দ দাশকে একবার দেখেই বিয়ের পিঁড়িতে বসেন লাবন্য প্রভা । সাহিত্যের ছায়া থেকে একশ হাত দূরে থেকেও সাহিত্যের ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র এই লাবন্য । সেও একটা সময় পর বুঝতে পারে , তার স্বাধীনতা হারিয়ে যাচ্ছে , মুক্তির জন্য ছটফট করতে থাকে , দুর্বিষহ হয়ে ওঠে তাদের জীবন ।

আসলেই , "প্রেম ধীরে মুছে যায়"

গুল্তেকিন নামের ক্লাস টেনের সেই কিশোরি হুমায়ূনের প্রেমে অন্ধ হয়ে তাকে বিয়ে করে ফেলে । কিন্তু বিয়ের পর জানতে পারে ; লেখক হুমায়ূন মানুষ হিসেবে খুবই সাধারণ , বাস্তব জীবনে সে চাঁদের দিকে 'হা' করে তাকিয়ে থাকে না , কবিতা আওরায় না , তার মধ্যে অসাধারণ কিছুই নেই , আর দশটা মানুষের মতোই সে খুবই সাধারণ , স্বপ্ন ভঙ্গের মতো ব্যাপার ।
তখন গুল্তেকিন বলতে থাকেন "তোমার শুধু লেখাই ভালো , অন্য কিছু নয়"

আসলেই , "ভালোবাসা রং বদলায় "

নন্দিতা রায় এর বেলা শেষের সিনেমায় এই কঠিন সত্য টি অতি সহজ ভাবে তুলে ধরা হয়েছে ।
হাতের উপর হাত রাখা খুব সহজ , কিন্তু সেই হাত সারাজীবন বয়ে বেড়ানো খুব একটা সহজ নয় , সহজ নয় তার কারণ ওই একটাই ; "ভালোবাসা রং বদলায়"

প্রেম ভালোবাসার সহজলভ্যতার এই পৃথিবীতে দুর্লভ দুটি জিনিস হলো ; মনের মানুষ এবং মানুষের মন । এই দুটির উপর বিশ্বাস থাকা ভালো , এবং উচিত ও বটে ; তবে শুধুমাত্র নিজের মাঝে । এই দুটো নিয়ে অতি উৎসাহী হয়ে বড়ায় করা ঠিক নয় , কারন হা‌ওয়ার দিক পরিবর্তন হয়ে কখন কোনদিকে চলে যায় সেটা বলা মুশকিল । হোক সেটা প্রকৃতির হা‌ওয়া , কিংবা মনের হা‌ওয়া । কারন ; "ভালোবাসা রং বদলায়" 🖤

03/06/2023

কি রুচি তোগো বইন 😐

21/05/2023

আমার দ্বারা সু*ইড করা সম্ভব না
কিন্তু মনে মনে হাজার বার করে ফেলেছি।
মাঝে মাঝে মনে হয় সু*ইড করার পর আমার চারপাশটা কেমন দেখায়...

সু*ইড নোট কতভাবে যে সাজিয়েছি তার হিসেব নেই 🙂।

আমিও মানুষ তেলাপোকাও পাখি।
সাথে দীর্ঘদিনের কিছু দীর্ঘশ্বাস।
জীবিত থাকা মানে বেঁচে থাকা নয়। 🙂

সু**সাইড নিয়ে এত ব্লগ পড়েছি - এখন তা আমার কাছে সহজ মনে হয়। নিজেকেই মাঝে মাঝে জাহান্নামের দুঃসংবাদ দেই। মুমিনেরা আমাকে কাফের বলতেই পারেন,আপত্তি নেই,
গাছেদের স্বর্গ-নরক নেই,কাফের হওয়ার অনুভূতি নেই। 'জগদীশ' নাকি জানতেন গাছেদেরও জীবন আছে, এই ত পরম পাওয়া - এই ত পরম পাওয়া।
আমি একটা গাছ -!

আমি জানি কী করলে মন ভালো হবে কিন্তু সেটা মনের বিরুদ্ধে গিয়েই করতে হবে। মন চায় কাঁদতে, কাঁদাতে নয়।

21/05/2023

মাথার উপরে যে শূন্যতা তার নাম আকাশ,
বুকের ভেতর যে শূন্যতা তার নাম দীর্ঘশ্বাস

21/05/2023

কথার আঘাত রুহ অব্দি পৌঁছায়!🤎🌸

21/05/2023

আমি চলে যাবো! এত দুরে যাবো যে,আর কখনো ফিরে আসবো না...
আমাকে বিদায় দিতে পারার আনন্দে তুমি কি তখন কাঁদবে আমার জন্যে??🌼

~ নির্মলেন্দু গুণ

15/05/2023



- টুনটুনি বিক্রি করে দিমু"!🐼

14/05/2023

"মা" দি' বস 🤍

12/05/2023

That situation "jkhn tmr onk kharap lagteche but tmi kawke bolte partechona"😅

10/05/2023

বিশ্বাস করুন টাকা ছাড়া জীবন ভয়ংকর রকমের অসুন্দর! টাকা ছাড়া ভালোবাসা দেখানো যায়না, আন্তরিকতা প্রকাশ করা যায়না, সম্পর্ক টিকিয়ে রাখা যায়না, আপন হওয়া যায়না! টাকা ছাড়া পৃথিবীতে আদৌ ও কিচ্ছুটি হয়না! টাকার অভাব বড় অভাব।'💔🌻

10/05/2023

তুমি থাকলে নিজেকে এমন সুখী মনে হয়, যেনো আমার জীবনে কোন দুঃখ'ই নাই.!💜🌸

10/05/2023

Loyal এর দুনিয়ায় আমিই একমাত্র Cheater 😒

10/05/2023

কোথাও গিয়ে একটু আনন্দ পেয়ে যে মানুষটা আমাকে ভুলে যায় সেই মানুষটা আমার না হোক!

09/05/2023

বিকাশ একাউন্টে সবসময় টাকা রাখি মানেই ফ্লেক্সিলোডের দোকান নিয়ে বসিনি! ধন্যবাদ!😒

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Sojib's Hub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share