Khan Talat Mahmud Rafy

Khan Talat Mahmud Rafy কারার ঐ লৌহ কপাট
ভেঙে ফেল কররে লোপাট

আমরা এক থাকলে হারবে না বাংলাদেশ। কক্সবাজারের সৌন্দর্য ধরে রাখার দায়িত্ব কক্সবাজারের শিক্ষার্থীদের। বাংলাদেশ আরও নতুনরুপে...
07/09/2024

আমরা এক থাকলে হারবে না বাংলাদেশ।
কক্সবাজারের সৌন্দর্য ধরে রাখার দায়িত্ব কক্সবাজারের শিক্ষার্থীদের।
বাংলাদেশ আরও নতুনরুপে কক্সবাজারকে দেখতে চায়। 💝

07/09/2024

বীর চট্টলাবাসী,
গণঅভ্যুত্থানের প্রেরণায় দুর্নীতি, চাঁদাবাজি এবং সন্ত্রাসের বিরুদ্ধে ও শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং ছাত্র-নাগরিকদের সাথে মতবিনিময় সভা। আগামীকাল থেকে শুরু হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় ও জেলা পর্যায়ের সফর। চট্টগ্রামে আসছে হাসনাত আব্দুল্লাহ সহ সমন্বয়কদের একটি টিম।

স্থান: ঐতিহাসিক লালদিঘি ময়দান ( চট্টগ্রাম)
সময়: বিকেল ৩ টা ( ০৮ সেপ্টেম্বর, ২০২৪ ইং)

আয়োজনে: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

06/09/2024

চট্টগ্রামে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা ব্যর্থ হয়েছে।আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং উস্কানিদাতাদের পরিকল্পনা সফল হয়নি। ঘটনার সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। শীগ্রই ঘটনার রহস্য উদঘাটন করা হবে।
ধর্ম আমাদের আবেগের জায়গা এবং এটাকেই ব্যবহার করে কুচক্রী মহল সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করে এবং করবেও। সেক্ষেত্রে ধর্মপ্রাণ সকলকেই সজাগ এবং সতর্ক থাকতে হবে। যারা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করবে তাদেরকে আমরা সবাই মিলে প্রতিহত করবো। বিপ্লবকে ব্যাহত করার জন্য নানান ষড়যন্ত্র চলছে, কারো পাতা ফাঁদে পা দিলে আমাদের শহীদ ভাইদের রক্ত বৃথা যাবে। এই বিপ্লব আমরা সবাই মিলে ঘটিয়েছি, এই স্বাধীনতা আমাদের সবার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা। এই বিপ্লবকে ধরে রাখা, স্বাধীনতাকে রক্ষা করার দায়িত্বও আমাদের সবার। যারাই আমাদের এই শান্তি, সম্প্রীতি নষ্ট করতে চাইবে তাদের বিরুদ্ধেই আমাদের আওয়াজ উঠবে।
এই দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাই ভাই, এদেশে প্রত্যেকটা ধর্মের মানুষ থাকবে। প্রত্যেকের ধর্ম পালনের জন্য মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা থাকবে।
এদেশটা আমাদের সবার, কারো বাপের না।

05/09/2024

জনগণের বিজয়কৃত গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তর করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
আজকের ক্যাবিনেট মিটিংয়ে এবিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

05/09/2024

আজকের "শহীদি মার্চে" এই স্লোগানগুলো দিতে পারেন :

১.আমাদের শহীদেরা আমাদের শক্তি
২.আবু সাইদের যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ
৩.এই যুদ্ধে জিতবে কারা
আমাদের শহীদেরা
৪.আমাদের ধমনীতে
শহীদের রক্ত
সেই রক্ত কোনদিনই
পরাজয় মানে না
৫.শহীদের স্মরণে
ভয় করিনা মরণে

30/08/2024

চট্টগ্রামের ষোলশহর স্টেশনে গণত্রাণ সংগ্রহ কর্মসূচী থেকে আজ রাত ৮ টা পর্যন্ত পাঁচ লক্ষ ছিয়ানব্বই হাজার পাঁচশত পঁচাশি টাকা নগদ সংগ্রহ করা হয়েছে।

29/08/2024

জোর করে শিক্ষকদের পদত্যাগ করানোর ব্যাপারটি সমর্থনযোগ্য নয়। আমরা সর্বোপরি অন্যায়ের বিরুদ্ধে, আপনি অন্যায় করলে আপনি যেই হোন আপনার বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। বেয়াদবি করবেন না। 🙏✊

29/08/2024

চট্টগ্রামের ষোলশহর স্টেশনে চলছে গণত্রাণ সংগ্রহ এবং পুনর্বাসন তহবিল সংগ্রহ কর্মসূচী....

যারা বন্যার্তদের সহায়তা করতে চান সরাসরি এসে আমাদের বুথে যোগাযোগ করুন অথবা যারা দূর-দূরান্ত থেকে আমাদেরকে সহায়তা করতে চান তারা নিম্নোক্ত একাউন্টে সহায়তা প্রেরণ করুন।

ইসলামী ব্যাংক লিমিটেড: 20503040201632209 (আরফিন,মাহাথির,শাফি)

আরেফিন- 01703506390 (বিকাশ/নগদ)
আবদুল হামিদ - 01301690716 (বিকাশ/নগদ/রকেট)
ফাহিম- 01312617810 (বিকাশ/নগদ)
শাফি- 01305973494 (বিকাশ/নগদ)

28/08/2024

দেশের সিস্টেমগুলোর সংস্কার প্রয়োজন ৷ শুরু করতে হবে শিক্ষা ক্ষেত্র দিয়ে ৷ এই কারিকুলাম আর পাঠ্যপুস্তক জেনারেশন ধ্বংসের গোড়া ৷

28/08/2024

আমাদের কোনো পিছুটান নেই, চাওয়া-পাওয়ার কিছু নেই, হারানোর কিছু নেই। সুতরাং রাষ্ট্র সংস্কারের কাজে যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত।

28/08/2024

মিথ্যা মামলা, চাঁদাবাজি, হয়রানি, নির্যাতন এসব আমরা সমর্থন করিনা ৷ এই কলুষিত সিস্টেমের বিরুদ্ধেই ছিল ছাত্রজনতার গণঅভ্যুত্থান ৷ নতুন বাংলাদেশে এসবের পুনরাবৃত্তি আমরা চাইনা ৷ তাহলে ফ্যাসিস্ট আওয়ামীলীগের সাথে আপনাদের কোনো পার্থক্য থাকে না৷

তাছাড়া সড়কের প্রত্যেক সেতুতে অবশ্যই নিয়ম অনুযায়ী টোল দিতে হবে ৷ রাষ্ট্রকাঠামো পরিচালনায় ক্ষমতার অপব্যবহার কখনোই গ্রহনযোগ্য নয় ৷

আমার আরেকজন ভাই শহীদ হলেন ৷ জুলাইয়ের ১৯ তারিখে রামপুরায় সোহান ভাই গুলিবিদ্ধ হয় ৷ শরীর ভেদ করে সেই গুলি আমার ভাইয়ের মেরুদ...
28/08/2024

আমার আরেকজন ভাই শহীদ হলেন ৷ জুলাইয়ের ১৯ তারিখে রামপুরায় সোহান ভাই গুলিবিদ্ধ হয় ৷ শরীর ভেদ করে সেই গুলি আমার ভাইয়ের মেরুদন্ডে বিদ্ধ হয় ৷ ৪০দিন হাসপাতালে থেকে আমার ভাই পৃথিবী ত্যাগ করলো ৷ সামনে ছেলে হারা মা-বাবা, স্বামী হারা স্ত্রী ৷ শান্তনা দেবার ভাষা জানা নেই ৷

ফ্যাসিস্টদের যে বুলেট আমার ভাইয়ের মেরুদন্ডে আঘাত করেছে সেই বুলেটে ফ্যাসিস্টদের মেরুদন্ড ভেঙে গেছে ৷

আমার বাংলাদেশে আজীবনের জন্য ভেঙে যাক যেকোনো ফ্যাসিস্টের মেরুদন্ড ৷

28/08/2024

ডামি ৩০০ এমপির সকল সম্পদ বাজেয়াপ্ত ও ব্যাংক একাউন্ট ফ্রিজ করতে হবে।

27/08/2024

আওয়ামিলীগের পরিণতি থেকে শিক্ষা নেওয়া উচিত। চাঁদাবাজি আর দখলদারিত্বের পুরনো প্যাটার্ন অনুসরণ করলে জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হতে সময় লাগবে না।

প্রাণে প্রাণ মেলাবোই বলে রাখি, বলে রাখি.....দেশ আমাদের, দায় আমাদের। ✊
26/08/2024

প্রাণে প্রাণ মেলাবোই বলে রাখি, বলে রাখি.....

দেশ আমাদের, দায় আমাদের। ✊

26/08/2024

চট্টগ্রামের সবাই দ্রুত ষোলশহর স্টেশনে চলে আসুন।

বিপ্লব চলবে....

26/08/2024

ছাত্রদের উপর ফ্যাসিস্টদের মদদপুষ্ট কতিপয় আনসার সদস্যদের রক্তাক্ত হামলার প্রতিবাদ, ষড়যন্ত্রকারী সাবেক ডিজিসহ সকলের বিচার, প্রশাসনকে ফ্যাসিবাদ মুক্ত করার দাবিতে বিক্ষোভ সমাবেশ।

সময়: ৬:০০ টা, ২৬ আগস্ট, সোমবার ৷
স্থান: রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ৷

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ৷

26/08/2024

ফেনীতে পর্যাপ্ত ত্রাণ নেই, মানুষের আহাজারি।

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khan Talat Mahmud Rafy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Mymensingh

Show All