Mymensingh marriage media

Mymensingh marriage media পছন্দমতো পাত্র বা পাত্রীর জন্য আজই যো?
(3)

Mymensingh marriage media For a better life partner Khalilur Rahman 📲01756801656
05/11/2024

Mymensingh marriage media
For a better life partner
Khalilur Rahman
📲01756801656

Mymensingh marriage media For a better life partner Khalilur Rahman
02/07/2024

Mymensingh marriage media
For a better life partner
Khalilur Rahman

09/05/2024

বিয়ের পর স্বামী-স্ত্রীর প্রতিটি সিদ্ধান্তের জন্য যদি মা-বাবার কাছে যেতে হয়, তাহলে আপনি বিয়ে করছেনই বা কেনো?

আপনার বিয়ে করার বয়স হয়েছে মানে সিদ্ধান্ত নেবার বয়স হয়েছে। কিন্তু, বিয়ের পর প্রতিটি সিদ্ধান্ত যদি মা-বাবাকে জিজ্ঞেস করে নিতে হয়, তাহলে আপনি স্বামী হিসেবে স্ত্রীর কাছে মর্যাদা হারাবেন।

স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যাবেন কিনা, স্ত্রী কোনো সিদ্ধান্ত নিতে চাইলে বারবার তাকে বলা- ‘মাকে জিজ্ঞেস কইরো’, স্ত্রীকে নিয়ে বাইরে যাবার আগে বাবার অনুমতি নেয়া লাগলে এটার ফল আসলেই নেতিবাচক। সাময়িক মনে হতে পারে কোনো অসুবিধা তো হচ্ছে না। কিন্তু, আপনার স্ত্রীর মনে ক্ষোভ জন্ম নেয়, আপনার প্রতি তার সম্মানবোধ উঠে যায়।

মাঝেমধ্যে তার কিছু ইচ্ছে করলে আপনি বলেন- “দেখি মা কী বলে।” তখন হয়তো সে কিছু বলে না। কিন্তু, মা যদি ‘না’ করেন, মায়ের ওপর না, বরং আপনার ওপরই তার রাগ হয়।

আপনি পারিবারিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অবশ্যই মা-বাবার পরামর্শ নিবেন, তাদেরকে শ্রদ্ধা করবেন। কিন্তু, স্বামী হিসেবে আপনার যে কর্তৃত্ব আছে, সেই কর্তৃত্বের চর্চা আপনিই করুন; আপনার মা-বাবাকে করতে দিবেন না। স্ত্রীর কোনো আবদার নাকচ করতে চাইলে তাকে বুঝিয়ে আপনিই নাকচ করুন। নিজের মা-বাবাকে ইনভলভ করে যখন দাম্পত্য জীবনের সিদ্ধান্ত নিবেন, কোনো এক সিদ্ধান্ত ভুল হলে স্ত্রী আপনার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলবে।

ঠিক তেমনি, স্ত্রীর বেলায়ও।

স্ত্রীরা বেশিরভাগ কথা মায়ের সাথে শেয়ার করে। স্বামী কী করলো, কী বললো, স্বামীকে এটা কীভাবে বলবে, স্বামীর কাছে কীভাবে চাইবে এগুলো নিয়ে সে মায়ের সাথে কথা বলে। মা-ও খুব আগ্রহ নিয়ে মেয়েকে বুদ্ধি দেন।

বিয়ের পর গুরুত্বপূর্ণ ইস্যু ছাড়া দৈনন্দিন এসব ব্যাপারে মেয়ের মা যতো ইনভলভ হবে, পারিবারিক অশান্তি ততো বাড়বে।

মা যদি জিজ্ঞেস করে, “এটা বলার পর জামাই কী বললো?” স্ত্রীর তখন স্পষ্টভাবে বলা উচিত- “সরি মা, ও আমাকে কী বলেছে সেটা তোমাকে বলতে পারবো না।”

একজনের স্ত্রী হিসেবে স্বামীর প্রতি আপনার এই আত্মসম্মান থাকা উচিত।

আপনার দাম্পত্য জীবন নিয়ে নিজের মা-বাবার অতিউৎসাহ দেখলে তাদেরকে সম্মানের সাথে নিরুৎসাহিত করুন।

11/04/2024

Eid Mubarak

26/03/2024

😜😀😃

17/03/2024

বিয়ে করলেন বউ আপনার ঘরে আসল। তার জন্মেরও আগে মহান আল্লাহ তার রিযিক লিখেছেন। বিয়ের মাধ্যমে আপনি তার রিযিকের যিম্মাদারী নিয়েছেন। তার রিযিক আপনার হাত দিয়ে আসবে। অটোমেটিক আপনার ইনকাম বাড়বে। ইনকামে বরকত হবে। কেননা আপনার স্ত্রীর রিযিক আপনার হাতে আল্লাহ দিবেনই দিবেন। আর স্ত্রী যদি সৌভাগ্যবতী হয় তাহলে তো কথাই নাই। তার ভাগ্যের সাথে সাথে আপনার জীবনও বদলে যাবে।❤️🥀

Mymensingh marriage media For a better life partner Matchmaker Khalilur Rahman
14/03/2024

Mymensingh marriage media
For a better life partner
Matchmaker
Khalilur Rahman

01/03/2024

দাম্পত্য জীবনকে এমন পর্যায়ে নিয়ে যাবেন না যে,
শেষ পর্যন্ত সন্তানের দিকে তাকিয়ে জীবন পার করতে হয়। বরং কোনো কারণে সন্তান পৃথক হলে স্বামী-স্ত্রী একে অপরের দিকে তাকিয়ে জীবন কাটিয়ে দেওয়ার মতো তৃপ্তিকর দাম্পত্য জীবন গড়াই প্রত্যেক দম্পতির লক্ষ্য হওয়া উচিত 🌸✨

10/01/2024

বিয়ে করে ভালোবাসুন,
কখনো ভালোবেসে বিয়ে করবেন না।

~ড.জাকির নায়েক।

29/12/2023

ছেলের মা: শখ করে ছেলে কে বিয়ে করালাম কিন্তু মনের মত বউ পেলাম না‌
ছেলের দাদি : তোমার আমার একই কপাল 🙂

Mymensingh marriage media
27/12/2023

Mymensingh marriage media

24/12/2023

"-সুন্দর চেহারা এবং সুন্দর চরিত্র নারীদের থাকলেই যে তারা সংসারে সুখী হবে এটা সম্পূর্ণ ভুল ধারণা আমাদের সমাজের।
ডিভোর্সের রেটই বলে দেয় যে আপনি যতোই পারফেক্ট হোন, আপনার সেই মানুষটা যদি মূল্যায়ন না করে তবে আপনার সংসার শূণ্যের উপর এবং সেই সংসার এক তরফা।

সংসার সুখের হয় রমণীর গুণে- এটা পুরোপুরি ভুল প্রচারণা!
সংসার সুখের হয় ভালোবাসায়,মূল্যায়নে।
একজন চরিত্রহীন নারীকে নিয়েও একজন পুরুষ দিনের পর দিন সংসার করার ক্ষমতা রাখে যদি সেই পুরুষ তার স্ত্রীকে ভালোবাসে।
আর একজন পুরুষ যদি স্ত্রীকে ভালোই না বাসে।মনে প্রাণে অন্য কাউকে নিয়ে বাসা বাঁধে তবে সেই স্ত্রী যতোই গুণবতী হোক,রূপবতী হোক,সম্পদশালী হোক,শিক্ষিতা হোক তাদের সংসার টিকে গেলেও তা সমাজে লোক দেখানো। বাস্তব জীবনে তারা কোন দিনই একত্রে সুখে শান্তিতে একে অপরের সঙ্গে থাকতে পারবে না।
তাদের ভাঙ্গন নিশ্চিত!"

#সংসার_সুখের_হয়_ভালোবাসায়_যত্নে!

13/12/2023

স্বামীঃ তুমি শাবানার মত স্বামী ভক্ত হতে পারো না?

স্ত্রীঃ হতাম কিন্তু আমি তো ঘরে আলমগীর কে দেখি না! আমি তো দেখি ডিপজলকে।... 🙄

07/12/2023

Address

Mymensingh
2202

Alerts

Be the first to know and let us send you an email when Mymensingh marriage media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mymensingh marriage media:

Videos

Share

Category


Other Media Agencies in Mymensingh

Show All