Khan Talat Mahmud Rafy

Khan Talat Mahmud Rafy এটা আমার নতুন পেইজ আগের পেইজটা ডিজেবল হয়ে গেছে, সকল আপডেট এই পেইজ থেকে পাবেন
ধন্যবাদ

05/12/2024

বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর থেকে দুর্নীতিবাজ, চাটুকার এবং আওয়ামী দোসরদের নির্মূল করতে হবে।

19/10/2024

বীর চট্টলাবাসী,
আবারো স্লোগানে স্লোগানে প্রকম্পিত হবে চট্টলার রাজপথ। খুনীদের বিষদাঁত উপড়ে ফেলা হবে। ফ্যাসিস্ট হাসিনার পূনর্বাসনের জন্য যারা স্লোগান দেয় তারা আমাদের শহীদ ওয়াসিম, শান্তসহ হাজারো ভাই - বোনের হ*ত্যাকারী। সন্ত্রাসীদের বিরুদ্ধে, খু*নীদের বিরুদ্ধে কোনোরকম ছাড় নয়, প্রয়োজন আবার রক্ত দিবো। রাতের আঁধারে বীর চট্টলার মাটিতে খু*নী হাসিনার পক্ষে তারা স্লোগান দেয়। বীর চট্টলা ঘুমায় নাই, এই বীর চট্টলার মাটিতে ওয়াসীম, শান্তসহ হাজারো শহীদ এবং আহত ভাই বোনের রক্ত লেগে আছে। খু*নীদেরকে অস্তিত্বের জানান দিতে আজ বিকেল ৩ টায় চট্টগ্রামের জামালখান বিক্ষোভ সমাবেশে যোগ দিন।

খু*নীদের ঠিকানা,
এই বাংলায় হবে না। ✊

14/10/2024

আগামীকাল চালু হচ্ছে মেট্রোরেলের মিরপুর ১০ স্টেশন। ৩৫০ কোটি টাকা এবং ১ বছর সময় কিছুই লাগেনি। দুই মাসের মধ্যেই সবকিছু প্রস্তুত।

13/10/2024

বিয়া আর বিয়া 🙂

ওদের অপেক্ষা বিপ্লবকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার.... 💝
16/09/2024

ওদের অপেক্ষা বিপ্লবকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার.... 💝

08/09/2024

প্রিয় খাগড়াছড়িবাসী,

গণঅভ্যুত্থানের প্রেরণায় দুর্নীতি, চাঁদাবাজি এবং সন্ত্রাসের বিরুদ্ধে ও শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং ছাত্র-নাগরিকদের সাথে মতবিনিময় সভা।

স্থান: টাউন হল, খাগড়াছড়ি।
সময়: বিকেল ৩ টা ( ০৯ সেপ্টেম্বর, ২০২৪ ইং)

আয়োজনে: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

বীর চট্টলাবাসী, হাসনাত আব্দুল্লাহ'রা এসেছে বীর চট্টলায়। দেখা হচ্ছে বিকেল ৩ টায় চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে।
08/09/2024

বীর চট্টলাবাসী,
হাসনাত আব্দুল্লাহ'রা এসেছে বীর চট্টলায়।
দেখা হচ্ছে বিকেল ৩ টায় চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে।

05/09/2024

বীর চট্টলা,
বিকেল ৩ টায় ষোলশহর স্টেশনে " শহীদি মার্চ " কর্মসূচীতে দেখা হবে। ইতিহাসের সাক্ষী হতে চলে আসুন, দলে দলে।

04/09/2024

বীর চট্টলাবাসী,
চাঁদাবাজি, সিন্ডিকেট, লুটপাট এবং হয়রানিসহ নানারকম অন্যায় রুখতে আগামীকাল সকাল ১১ টায় চট্টগ্রামের ষোলশহর স্টেশনে কর্মসূচীর ঘোষণা করা হয়েছে।
বিপ্লব চলবে...✊

সাফ অনূর্ধ্ব-২০ মেন্স চ্যাম্পিয়নশিপ ২০২৪ এর শিরোপা জিতেছে বাংলাদেশ। আমাদের বীর চট্টলার রত্ন আসিফ ভূঁইয়া। সাফ অনুর্ধ -২০ ...
02/09/2024

সাফ অনূর্ধ্ব-২০ মেন্স চ্যাম্পিয়নশিপ ২০২৪ এর শিরোপা জিতেছে বাংলাদেশ।
আমাদের বীর চট্টলার রত্ন আসিফ ভূঁইয়া। সাফ অনুর্ধ -২০ এর সেরা গোলকিপার, পেয়েছে গোল্ডেন গ্লাভস।

এগিয়ে যাক বাংলাদেশ। 🇧🇩

30/08/2024

জোর করে শিক্ষকদের পদত্যাগ করানোর ব্যাপারটি সমর্থনযোগ্য নয়। আমরা সর্বোপরি অন্যায়ের বিরুদ্ধে, আপনি অন্যায় করলে আপনি যেই হোন আপনার বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। বেয়াদবি করবেন না। 🙏✊

27/08/2024

জেনে রাখো, অসংখ্য হাসনাত আছে এদেশে।

26/08/2024

ফারাক্কার ১০৯ টি গেইট খুলে দিয়েছে ভারত।
সবাই আরো বড় দূর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুত হোন।

26/08/2024

চট্টগ্রামের সবাই দ্রুত ষোলশহর স্টেশনে চলে আসুন।

বিপ্লব চলবে....

26/08/2024

বীর চট্টলাবাসী,
'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম'ষোলশহর রেল স্টেশনে বন্যার্তদের জন্য গণত্রাণ কর্মসূচি চলমান রেখেছে।যারা বন্যার্তদের সহায়তা করতে চান সরাসরি এসে আমাদের বুথে যোগাযোগ করুন অথবা যারা দূর-দূরান্ত থেকে আমাদেরকে সহায়তা করতে চান তারা নিম্নোক্ত একাউন্টে সহায়তা প্রেরণ করুন।

ইসলামী ব্যাংক লিমিটেড: 20503040201632209 (আরফিন,মাহাথির,শাফি)

আরেফিন- 01703506390 (বিকাশ/নগদ)
আবদুল হামিদ - 01301690716 (বিকাশ/নগদ/রকেট)
ফাহিম- 01312617810 (বিকাশ/নগদ)
শাফি- 01305973494 (বিকাশ/নগদ)

26/08/2024

কোন ষড়যন্ত্রই ছাত্র-জনতার অভ্যুত্থানকে ব্যর্থ
করতে যথেষ্ট হবে না।জুডিশিয়াল ক্যু, পথভ্রষ্ট আনসার ক্যু এর উদাহরণের পরেও যদি সাবধান না হোন তবে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।ছাত্র-জনতা সদা প্রস্তুত..

25/08/2024

ঢাকার সবাই দোয়েল চত্বরে অবস্থান করুন....

25/08/2024

টিএসসিতে গণত্রাণ কর্মসূচি থেকে গত তিনদিন এবং আজকে বিকাল চারটা পর্যন্ত মোট নগদ সংগ্রহ ৪ কোটি ৩৯ লক্ষ ১ হাজার ৬৯০ টাকা।

Address

Mohongonj
Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khan Talat Mahmud Rafy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category