11/08/2024
আজ এক আত্মীয়দের বাসায় গিয়েছিলাম। সেখানে এক ছোট ছেলের সাথে দেখা হয়(ছেলেটি ক্লাস টু তে পড়ে)। ছেলেটির সাথে কথা বলার এক পর্যায়ে তাকে জিজ্ঞেস করলাম যে সে কোন স্কুলে পড়ে।
ছেলেটি বলল সে প্রাইমারিতে স্কুলে পড়ে। তো আমিও একটি মিষ্টি হাসি দিয়ে জিজ্ঞেস করি সেই প্রাইমারী স্কুলের নাম কী।
ছেলেটি আবার বলল প্রাইমারি স্কুল। আমি আবার জিজ্ঞেস করলাম। আবার সেই একই উত্তর।
ছেলেটিকে যতবারই প্রশ্ন করি ততবারই একই উত্তর।
এ-ই কান্ড দেখে আমি হাসিতে ফেটে পড়ি।
এরই মধ্যে আমার আম্মু এখানে উপস্থিত হয়ে যায়। এসেই মাথার মধ্যে একটা জোরে ঠাল্লা(আঞ্চলিক শব্দ, বুঝলে বুঝ না বুঝলে তরমুজ) মারে। ঠাল্লা মেরে যা বলল বিশ্বাস করেন রাসেল ভাই তা আমি মোটেও আশাও করিনি।বলল:
— তুই হাসছিস। ছোট বেলা তো তুইও এমনি করতি।কেউ জিজ্ঞেস করলে তো বলতি লাল রঙের বিল্ডিংয়ে পড়ি, সাদা রঙের বিল্ডিংয়ে পড়ি। তখন... তখন কী.....?
আর এখন এই ছেলেটির উপর হাসছিস। লজ্জা করে না?
এইটা শুনে ছেলেটি ৩২ দাঁত কেলিয়ে হাসতে হাসতে অন্য রুমে চলে গেল।
সমাপ্ত
~Neel Mahmud
(বি:দ্র: আপনাদের উৎসাহ পেলে এখন থেকে এরকম আরও মজার মজার ঘটনা শেয়ার করব)