22/12/2024
কুহেলিকা প্রেমিক
— পৃথ্বীরাজ রুদ্র
কুহেলির চাদরে ঢেকে যাওয়া রোদ্দুরে একমুঠো সোনালী
বিষণ্ণ মেঘ হৃদপিণ্ডে ডেকেছে বিদ্রোহ‚
আকাশ‚
শিউলি‘
ভৃঙ্গরাজ‚
কিংবা‚ অমোঘ হৃদয়ের বান—
এভাবেই অকারণে তোমাকে উপলব্ধি‚
আমি পিষে যাচ্ছি গোলমেলে ট্রাফিক নিয়মে
নিত্যকার চলা গাড়ির চাকায়।
আমি পথিক নই‚
তবুও আজকাল তোমাকে ভাবতে ভাবতে
আমি শতাব্দীর এক শ্রান্ত কবি হই।
এখানে আকাশের কোনও কারিশমা নেই‚
না আছে সমুদ্রের কোনও দাবি!
আমি এক নীরব প্রেমিক‚
পারমাণবিক বোমা বিধ্বস্ত করতে পারবে না
আমার শিউলিমালার প্রাচীর।
ওই যে দেখো—
আকাশের প্রতিটি কোণে জমছে ক্রমশই
দূর্যোগের ঘনঘটা‚
পৃথ্বীর বুকে নামতে উদ্যত হচ্ছে
অকালবৈশাখী!
খোঁপামাধবী‚ কুহেলি ঢেকে ফেলেছে রোদ্দুর‚
চলো হেঁটে আসি‚ কিংবা হেঁটে চলি বহুদূর।