সুবিদ্যা স্টেশন

সুবিদ্যা স্টেশন নব্বই দশকের মায়া কাটিয়ে আজও খাপ খাওয়াতে পারিনি আপন সত্ত্বাকে এই একুশ শতাব্দীর ক্যালেন্ডারে— বইপত্তরে ডুবেই কেটে যায় দিনরাত্রির প্রতিটা প্রহর।

22/12/2024

কুহেলিকা প্রেমিক
— পৃথ্বীরাজ রুদ্র

কুহেলির চাদরে ঢেকে যাওয়া রোদ্দুরে একমুঠো সোনালী
বিষণ্ণ মেঘ হৃদপিণ্ডে ডেকেছে বিদ্রোহ‚
আকাশ‚
শিউলি‘
ভৃঙ্গরাজ‚
কিংবা‚ অমোঘ হৃদয়ের বান—
এভাবেই অকারণে তোমাকে উপলব্ধি‚
আমি পিষে যাচ্ছি গোলমেলে ট্রাফিক নিয়মে
নিত্যকার চলা গাড়ির চাকায়।

আমি পথিক নই‚
তবুও আজকাল তোমাকে ভাবতে ভাবতে
আমি শতাব্দীর এক শ্রান্ত কবি হই।
এখানে আকাশের কোনও কারিশমা নেই‚
না আছে সমুদ্রের কোনও দাবি!
আমি এক নীরব প্রেমিক‚
পারমাণবিক বোমা বিধ্বস্ত করতে পারবে না
আমার শিউলিমালার প্রাচীর।
ওই যে দেখো—
আকাশের প্রতিটি কোণে জমছে ক্রমশই
দূর্যোগের ঘনঘটা‚
পৃথ্বীর বুকে নামতে উদ্যত হচ্ছে
অকালবৈশাখী!
খোঁপামাধবী‚ কুহেলি ঢেকে ফেলেছে রোদ্দুর‚
চলো হেঁটে আসি‚ কিংবা হেঁটে চলি বহুদূর।

19/12/2024

স্রষ্টার কাছে পৌঁছানোর অজস্র পথ আছে,
তার মাঝে আমি প্রেম কে বেছে নিলাম ।

- জালাল উদ্দিন রুমি

18/12/2024

ব্যর্থ হয়ে থাকে যদি প্রণয়ের এতো আয়োজন,
আগামী মিছিলে এসো
স্লোগানে স্লোগানে হবে কথোপকথন।
আকালের এই কালে সাধ হলে পথে ভালোবেসো,
ধ্রুপদী পিপাসা নিয়ে আসো যদি
লাল শাড়িটা তোমার পড়ে এসো।

- হেলাল হাফিজ

17/12/2024

❝ একদিন যাকে ভালোবেসেছি কোনদিন কোন কারণেই আর তার পরিবর্তন হবার জো নেই, মনের এই অচল, অনড় জড়ধর্ম সুস্থও নয়, সুন্দরও নয়। ❞

বিলাসী
~ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

15/12/2024

"কথা ছিলো একটি পতাকা পেলে
ভূমিহীন মনুমিয়া গাইবে তৃপ্তির গান জ্যৈষ্ঠে-বোশেখে,
বাঁচবে যুদ্ধের শিশু সসন্মানে সাদা দুতে-ভাতে।
কথা ছিলো একটি পতাকা পেলে
আমাদের সব দুঃখ জমা দেবো যৌথ-খামারে,
সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদে সমান সুখের ভাগ
সকলেই নিয়ে যাবো নিজের সংসারে।"

— হেলাল হাফিজ

14/12/2024

আর না হলে যত্ন করে ভুলেই যেও, আপত্তি নেই।
গিয়ে থাকলে আমার গেছে, কার কী তাতে?
আমি না হয় ভালবাসেই ভুল করেছি ভুল করেছি,
নষ্ট ফুলের পরাগ মেখে
পাঁচ দুপুরে নির্জনতা খুন করেছি, কি আসে যায়?

এক জীবনে কতোটা আর নষ্ট হবে,
এক মানবী কতোটা বা কষ্ট দেবে!

-হেলাল হাফিজ

10/12/2024

আমার আকাশ প্রিয়, আর তোমার বৃষ্টি।
ভুলে যেও না তোমার বৃষ্টির মেঘেরা কিন্তু আমার আকাশ জুড়েয়!
এতো অভিমান কিসের হে?
কথা হয়না বলে.....?
আচ্ছা তাই যদি হয়! তবে ধরে নাও এখন আমরা নব্বই দশকে আছি। মাসে একদিন কথা হবে,আর বছরে একবার দেখা....!

–সাদিয়া শাহাব মমি

09/12/2024

- গোলাপে কাঁটা আছে, তবুও গোলাপ ভালোবাসার প্রতীক!চাঁদেও দাগ আছে, তবুও চাঁদ দেখতে অনেক ভালো লাগে,সুন্দর লাগে! ইলিশে অন্যান্য মাছের তুলনায় একটু বেশি কাঁটা, তবুও ইলিশ সবচেয়ে সুস্বাদু মাছ....!!

- প্রত্যেকটা সুন্দর জিনিসেই কিছু না কিছু খুঁত আছে...! "আসলে কেউ পারফেক্ট হয় না! নিজের মত করে পারফেক্ট বানিয়ে নিতে হয়!সেটা কোনো জিনিস হউক, বা কাছের মানুষ....!!

#সুবিদ্যা_স্টেশন_বুক_স্কোয়াড
#সুবিদ্যা_স্টেশন

সুবিদ্যা স্টেশন বুক স্কোয়াড"আড্ডা হোক বইয়ের সাথে" #সুবিদ্যা_স্টেশন_বুক_স্কোয়াড #সুবিদ্যা_স্টেশন
08/12/2024

সুবিদ্যা স্টেশন বুক স্কোয়াড
"আড্ডা হোক বইয়ের সাথে"
#সুবিদ্যা_স্টেশন_বুক_স্কোয়াড
#সুবিদ্যা_স্টেশন

07/12/2024

ইগনোর করার একটা নিয়ম আছে!!
সাধারণত যার প্রতি আপনি দুর্বল, সে আপনাকে যত ইগনোর করে আপনি তাকে তত বেশি গুরুত্ব দিতে থাকেন। ফোন করেন, মেসেজ করেন, খোঁজ নেন, ব্যাকুল হয়ে তার তরফ থেকে একটা রেসপন্সের অপেক্ষা করেন। কিন্তু সে ততদিনে বুঝে যায় এ মানুষকে ইগনোর করলেও এ আমার কাছেই ফিরে ফিরে আসবে। এর আর কোথাও যাওয়ার নেই। তাই সে ইচ্ছা করে আপনাকে রেসপন্স দেয় না। টেকেন ফর গ্র্যান্টেড নেয়। লেট রিপ্লাই দেয়, কথা বলায় অনীহা দেখায়, ব্যস্ততা, বাহানা ইত্যাদি দেখাতে থাকে।।

এবার মজার ব্যাপার হলো এই মানুষগুলোকে গুরুত্ব দেওয়া আপনি যেদিন থেকে বন্ধ করবেন, আর ফোন করবেন না, মেসেজ করবেন না, দেখা করবেন না, খোঁজ নেবেন না, ফিরে যাবেন না, সেদিন থেকে হয় সম্পর্কটাই শেষ হয়ে যাবে। নয়তো আপনি ওই মানুষটার পজিশনে চলে যাবেন আর ওই মানুষটা আপনার পজিশনে..!!

06/12/2024

শৈশব চুরি করতে গিয়ে দিব্যির ধরা পড়ে গেলুম নিজের কাছেই। আদিগন্ত যে সময় ছিল এবং তা অপচয় করে এসেছি নিজের মত তাকে চুরি করতে চাওয়া প্রকৃতির নিয়ম ভেঙে দেবার মতনই অপরাধ। এবং আমি তা করবার মত দুঃসাহস দেখিয়েছি। শৈশব তো চুরি করা হলোই না, বরং নিজেই নিজের কাছে চুর সাব্যস্ত হলুম।

একদিন তো আমার সবই ছিল। আমার নিজস্ব একটা শৈশব, ছন্নছাড়া জীবন, ছুটে চলা মাঠ, দিঘীর টলটলে পানি, গাছের ডালে ধানশালিকের ছোট্ট ছানা। খুনসুটির বন্ধুবান্ধব। তখন বন্ধুত্বের সংজ্ঞা জানা ছিল না বলেই্ হয়তো বন্ধুরা সব রয়ে গেছে। অথচ এখন বন্ধুত্বের সংজ্ঞা জেনে দেখলুম, নব্বই দশকের সেই বন্ধুত্ব এখন আর হয় না। এখন আমাদের মধ্যে ডুকেছে হিংসা। নিজেরা নিজেদের শত্রু হওয়ার মানসিকতা আমরা নিজেরাই নিজেদের মধ্যে তৈরি করে নিয়েছি। রাগ করতে শিখলেও ক্ষমা করতে শিখিনি আমরা। এজন্যই এখন নব্বই দশকের হারানো শৈশবে ফেরার জন্য আমাদের এতো পিছুটান। এই পিছুটানের অর্থ কি হতে পারে? আমরা যদি এখন কোনরকমে প্রকৃতির নিয়মকে ভেঙে ফেলে ফের শৈশবে ফিরে যাই, আমরা আমাদের রঙিন শৈশবকে বুড়িগঙ্গার মত দূষিত করে রেখে আসবো তা তে কোনও সন্দেহ নেই।

সময়ের স্রোতে আমরা শরীর ভাসিয়ে দিয়েছি। এতে লাভ কি হচ্ছে জানি নে, তবে ক্ষতি যে হচ্ছে তা বলতেই পারি। সময়ের স্রোত বলতে নিজেদের বিস্তার করবার স্পৃহা। প্রতিহিংসা আমাদের ঘিরে ফেলেছে চতুর্দিক। অস্তিত্বের মিছিলে আমরা ভালোবাসতে ভুলে গিয়েছি। তাই তো এই বিকৃত দেশে এখন আগাছার মত গড়ে উঠছে বৃদ্ধাশ্রম। বয়স গড়িয়ে শিশু হয়ে যাওয়া মা সন্তানের একটু যত্নের জন্য হা হুতাশ করে। অথচ তাকিয়ে দেখে সন্তান সময়ের স্রোতে শরীর ভাসিয়ে দিয়েছে। আমরা সেই হিসেবটা মেলাতে চেয়েছি মাত্র।

শৈশব চুরি করতে গিয়ে নিজের কাছেই ধরা পড়েছি বটে, কিন্তু ধাক্কাটা সামলে আমি আবার শৈশব চুরি করতে চাইবো। কারণ প্রতিহিংসার এই বেড়াজালে বন্দি থাকতে আমি আর পারছি না।

সময় আমাদের কি শিখিয়েছে? বেঁচে থাকতে? যদি ভালো না থাকা যায়, মুক্তির স্বাদ না নেয়া যায়, তবে বেঁচে থাকা নিরর্থক বলেই আমি মনে করি। বিত্তের মিছিলে অস্তিত্ব হারাতে বসেছি আমরা। অস্তিত্ব হারিয়ে বাঁচা তবুও ভালো, নীরবে নিভৃতে আড়ালে আবডালে। তবুও প্রতিহিংসার এই বেড়াজালে না থাকতে পারলে যে মুক্তির স্বাদ পাব, তাও বা কম কীসে? সময়ের স্রোতে শরীর না ভাসিয়ে আমি তো দিব্যির সেই নব্বই দশকে পড়ে আছি।

© বোহেমিয়ান রুদ্র

"ফুল হচ্ছে ভালোবাসার অকৃত্রিম নিদর্শন"সময়ের আবর্তনে ভালোবাসার অকৃত্রিম নিদর্শন 'ফুল' শুকিয়ে যেতে পারে,কিন্তু ওর ভেতর যে ...
06/12/2024

"ফুল হচ্ছে ভালোবাসার অকৃত্রিম নিদর্শন"
সময়ের আবর্তনে ভালোবাসার অকৃত্রিম নিদর্শন 'ফুল' শুকিয়ে যেতে পারে,কিন্তু ওর ভেতর যে ভালোবাসাটুকু লুকিয়ে থাকে তা কখনো শুকিয়ে যায় না"🥀


Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when সুবিদ্যা স্টেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category