JR Rasel 0.2

JR Rasel 0.2 ✅আমার পেইজে সাপোর্ট দেওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ ❣️ফলো রিভিউ লাইক দিবেন আমিও পাশে থাকবো ইনশাআল্লাহ 🤲
(25)

গেল টা শেষ পর্যন্ত পড়বেন না হেসে পরবেন না 🤣🤣বল্টু আর বল্টুর 𝐆𝐅 বল্টু:জান কি করো🥹🫶🏻gf: বসে আছি!বল্টু :ওহহ খাইছো!😌😌Gf : না...
02/01/2025

গেল টা শেষ পর্যন্ত পড়বেন না হেসে পরবেন না 🤣🤣

বল্টু আর বল্টুর 𝐆𝐅
বল্টু:জান কি করো🥹🫶🏻

gf: বসে আছি!

বল্টু :ওহহ খাইছো!😌😌

Gf : না!

বল্টু:কেন খাও নি তাড়াতাড়ি খেয়ে নাও বলছি!😤😤

Gf : নাহ আমি খাবো নাহ !

বল্টু : কেন!😕😕

Gf : ক্ষুধা নেই!

বল্টু: অল্প কিছু খেয়ে নাও!😠😠

Gf : বলছি না,খাবো নাহ্!

বল্টু: আচ্ছা sorry, আর এমন ভুল হবে নাহ্, এখন খেয়ে নাও, প্লিজ!

Gf : নাহ্ খাবো নাহ !🙂🙂

বল্টু : তুমি না খেলে কিন্তু আমিও কিছু খাবো নাহ্!

Gf : ওয়াক থু..ওয়াক থু..🤮🤮

বল্টু : কি হলো!

Gf : ধুর বা*ল তোমার সাথে কথা বলতে গিয়ে গলায় মাছের কাঁটা বিঁধে গেছে!🤬🤬

বল্টু: আর, তোমার ওয়াক ওয়াক এর শব্দে যে আমার হাত থেকে মুরগির রানটা ফ্লোরে পরে গেলো!🥹🥹

মজার মজার সব গল্প পেতে আইডিটি ফলো দিয়ে রাখুন JR Rasel0. 2

মন খারাপ থাকলে পড়ুন হাসতে হাসতে হাঁটু ছি/লে যাবে🤣🐸ছোট্ট বল্টু বরাবরই খুব বুদ্ধিমান,🐸🫥নারীদেরসন্মান করতে পিছপা হয় না ।একদ...
01/01/2025

মন খারাপ থাকলে পড়ুন হাসতে হাসতে হাঁটু ছি/লে যাবে🤣🐸
ছোট্ট বল্টু বরাবরই খুব বুদ্ধিমান,🐸🫥
নারীদের
সন্মান করতে পিছপা হয় না ।
একদিন বাসে একটা মহিলা
দাঁড়িয়ে ছিল!

তো বল্টু বলে উঠল,

"আন্টি আমি উঠে
যাই,
আপনি আমার জায়গায় বসে যান।"
এ কথা বলার সাথে সাথে
মহিলাটি বল্টুকে ধমক দিয়ে এক চড়
দিল!!!!!!
কিন্তু কেন
আসলে বল্টু তখন তার বাবার কোলে
বসে
ছিল!!!😂😂

বুঝলে হাহা দিন 🤣🤣

🤣🤣🤣🥀

মজার মজার সব গল্প পেতে আইডিটি ফলো দিয়ে রাখুন

31/12/2024

এলো Happy new year 💥🤟🤟 &25

বল্টু নতুন স্কুলে ভর্তি হয়েছে..🥹🫡-ম্যাডাম ক্লাসে বল্টুর সাধারন জ্ঞান যাচাই করতেছে...ম্যামঃ তোর স্কুলের প্রধান ম্যামের না...
31/12/2024

বল্টু নতুন স্কুলে ভর্তি হয়েছে..🥹🫡

-ম্যাডাম ক্লাসে বল্টুর সাধারন জ্ঞান যাচাই করতেছে...

ম্যামঃ তোর স্কুলের প্রধান ম্যামের নাম কি?

•বল্টুঃ জানি না।😕😕

ম্যামঃ তোর বাবা কখন বাড়ি থেকে বের হোন?

•বল্টুঃ তাও জানি না।🫤🫤

ম্যামঃ তোর বাবা কি করেন?

•বল্টুঃ গাড়ী চালান।🥲🥲

ম্যামঃ যাক, এটা তাহলে জানিস, তোর বাবা কত স্পীডে গাড়ী চালান?

•বল্টুঃ এটা জানি না।🫡🫡

ম্যামঃ আচ্ছা, মুরগী কি পাড়ে?

•বল্টুঃ জানি না।🙂🙂

ম্যামঃ এটাও জানিস না? কাল সব প্রশ্নের উত্তর তোর বাবার কাছ থেকে জেনে আসবি।

#বল্টু বাড়িতে গিয়ে বাবার কাছে জানতে চাইলো...

•বল্টুঃ আমাদের স্কুলের প্রধান ম্যামের নাম কি! 🤗🤗

বাবাঃ সাদিয়া ম্যাডাম।

•বল্টুঃ তুমি কখন বাড়ি থেকে বের হও!🫡🫡

বাবাঃ রোজ সকালে।

বল্টুঃ তুমি কত স্পীডে গাড়ী চালাও🥲🥲

বাবাঃ ফুল স্পীডে।

•বল্টুঃ আচ্ছা বাবা, মুরগী কি পাড়ে!🙂🙂

বাবাঃ ডিম পাড়ে।

পরের দিন স্কুলের ক্লাসে...

ম্যামঃ সব প্রশ্নের উত্তর জেনে এসেছিস বল্টু!

•বল্টুঃ জ্বি, ম্যাম।🫣🫣

ম্যামঃ ঠিক আছে, শুধু উত্তরগুলো পটাপট বলে ফেল!

•বল্টুঃ সাদিয়া ম্যাডাম রোজ সকালে ফুল স্পীডে ডিমপাড়ে!🥹🥹
ম্যামঃ বেহুশ 😇😇

©️





মজার মজার গল্প পেতে আমার আইডিটা ফলো করুন

story টা সেই ছিল...🐸🐸🐸-একটি মেয়ে ও একটি ছেলের ফেসবুক চ্যাট করছে.....মেয়ে : kemon achen?🤔ছেলে : ভাল। আপনি?🙂মেয়ে : valo...
27/12/2024

story টা সেই ছিল...🐸🐸🐸

-একটি মেয়ে ও একটি ছেলের ফেসবুক চ্যাট করছে.....
মেয়ে : kemon achen?🤔
ছেলে : ভাল। আপনি?🙂
মেয়ে : valo achi. ki koren?🤔
ছেলে : কিছু না। মোবাইল গুঁতাই। কেন..?😁
মেয়ে : Free thakle ekta kotha boltam.🤔
ছেলে : জ্বী বলুন।🤔
মেয়ে : kivabe bolbo bujhte parchi na.🙄
ছেলে : আপনি বলুন। আমি কিছু মনে করবো না।☺
মেয়ে : bishoy ta apni kivabe niben shetai vabchi.
ছেলে : আমি খুব সহজ ভাবে নিব। প্লিজ বলুন। (ছেলেটি খুব এক্সাইটেড)😳
মেয়ে : na mane ami bolte chassi....😫
ছেলে : বলুন! প্লিজ বলুন..!😫
মেয়ে : I love you.🐸
:
ছেলেটি তো অজ্ঞান হবার অবস্থা কিন্তু না, তা আর হল না। ছেলেটি রিপ্লাই দেওয়ার আগেই মেয়েটা আবার ম্যাসেজ দিল,
মেয়ে : amer bangla keyboar nai. eta ektu banglay likhe den na plzzzz. Ekjon ke SMS korbo.🤣????

রুমে ২ টা বালিশ ছিলো। রিসিপশনে গিয়ে (ইংরেজিতে) বললাম বাচ্চার আরেকটা বালিশ লাগবে।বেচারা বুঝলো না। অভিনয় করে বললাম। তাও বু...
25/12/2024

রুমে ২ টা বালিশ ছিলো। রিসিপশনে গিয়ে (ইংরেজিতে) বললাম বাচ্চার আরেকটা বালিশ লাগবে।
বেচারা বুঝলো না।
অভিনয় করে বললাম।
তাও বুঝলো না।
পরে রিসিপশনের সোফার উপর এই কুশন ছিলো।
সেটা আঙ্গুল দিয়ে দেখায়া বললাম যে এমন বালিশ লাগবে।

বেটা আমার হাতে এটা দিয়ে বললো - ওকে 🙂

আহাম্মেকের মত তাকায়া থেকে এটা নিয়ে নিলাম।কপাল ভালো যে ও সোফা আমার মাথায় তুলে দেয় নাই।
ভাবে নাই যে আমি একটা সোফা চাইছি।
🫢

(রুমে ফিরে কল্লোল কে ঘটনা বলার পর সে অট্ট হাসি দিয়ে অজ্ঞান হইতে নিসিলো )

25/12/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Ma Salek Shihab, Rupa Chakraborty, Trupti Ranjan Lenka Jintu, Roni Sikder, Monirul Islam, Mahbubur Rahman Khan, Rakib Mahamud Rocky, Ab Shohag, Lamiya Tasnim, না সিম, Md Rafiqul Islam, MD Masum Billah, Bishowjit Bhowmik, As Arif, Suparna Kar Mondal, Sonia Sultana Asma, MD AbuBkr Siddik, CK Hridoy, Joshim Uddin Raj, Mehedi Hasan, Mohammod Hossen, Shorif Rana Shorif Rana, New Dalicous Home, Md. Mostafizar Rahman, Muruga Perumal Jayaseelan, Samiya Islam, Md. Mojidul Islam, ফাতেমার রাজ্য

গ্রামের মেলায় এক লোক চিল্লাইয়া বলতেছে, আসেন ভাই আসেন "মেয়েদের-মন" নিয়ে যান মাত্র ১২০ টাকায়;😳😳ভিড় ঠেলে উঁকি মারতেই দেখি শ...
24/12/2024

গ্রামের মেলায় এক লোক চিল্লাইয়া বলতেছে, আসেন ভাই আসেন "মেয়েদের-মন" নিয়ে যান মাত্র ১২০ টাকায়;😳😳
ভিড় ঠেলে উঁকি মারতেই দেখি শা*লা


•"জিলাপি" বেঁচতেছে 🤨

• কেমন ডা লাগে আপনেরাই কন তো 😕

🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

গল্প টা শেষ পর্যন্ত পড়বেন প্লিজ 🙏কুড়াল হারানো সেই সৎ কাঠুরে অনেকদিন পর তার স্ত্রীকে নিয়ে বনে বেড়াতে গেছে।কাঠুরের স্ত্...
21/12/2024

গল্প টা শেষ পর্যন্ত পড়বেন প্লিজ 🙏

কুড়াল হারানো সেই সৎ কাঠুরে অনেকদিন পর তার স্ত্রীকে নিয়ে বনে বেড়াতে গেছে।

কাঠুরের স্ত্রী সেই নদীটি দেখতে ইচ্ছা প্রকাশ করলো।নদীর ধারে গিয়ে হঠাৎ কাঠুরের স্ত্রী পানিতে পড়ে ডুবে গেল। কাঠুরে কান্না শুরু করেছে।

তার কান্না শুনে আবারও সেই জলপরীটা এলো এবং নদীতে বউ ডুবে যাওয়ার বিষয়টি বললো। তারপর জলপরী নদীতে ডুব দিয়ে অতি রূপবতী রাজকন্যার মতো এক মেয়েকে পানি থেকে তুলে বলল, "এই কি তোমার স্ত্রী?"

কাঠুরে বলল, "জ্বি এই আমার স্ত্রী।" জলপরী বলল, "ভালো করে দেখে তারপর বলো।"

কাঠুরে বলল, "আর দেখতে হবে না। এই আমার স্ত্রী।"

জলপরী বলল, " আগের বার তোমার সততা দেখে মুগ্ধ
হয়েছিলাম। এখন তুমি এটা কী করলে? রূপবতী মেয়ে দেখে নিজের স্ত্রীকে ভুলে গেলে?"

তখন কাঠুরে বলল, "আমি বাধ্য হয়ে বলেছি এইটাই আমার স্ত্রী। যদি না বলতাম, আপনি এরচেয়ে একটু কম সুন্দর আরেকটা মেয়ে তুলতেন।

আমি যদি বলতাম এই মেয়ে না। আপনি সবশেষে আমার স্ত্রীকে তুলতেন এবং আগের বারের মতো আমার সততায় মুগ্ধ হয়ে তিনজনকেই আমাকে দিয়ে দিতেন।এই কারণে প্রথমবারই বলেছি এটা আমার স্ত্রী।\

আমি নিতান্তই গরিব মানুষ। তিন বউকে পালবো
কীভাবে?আর একটা বউকেই সামলাতে পারিনা, সেখানে তিনটা বউ হলে তো আমাকেই নদীতে ঝাপ দিয়ে আ'ত্ম'হ'ত্যা করতে হবে।

এবারও কাঠুরের সততা দেখে জলপরী মুগ্ধ হলো এবং পানি থেকে তুলে তিনটাকে তো দিলোই সাথে নিজেও তাকে বিবাহের প্রস্তাব দিলো! সৎ কাঠুরিয়া ৪ স্ত্রী নিয়ে ঘরে ফিরলো!🤭

নিয়মিত মজার মজার গল্প বিনোদন পেতে আইডি ফলো করুন ধন্যবাদ

কবিতা টা মন দিয়ে পড়েন না হেসে পরবেন না 🤣🤣....😀 কাজী নজরুল ইসলাম যদি..... 😀এই Gf -- Bf এর যুগে 🙊🙊বেঁচে থাকতেন তাহলে হয়তো ...
20/12/2024

কবিতা টা মন দিয়ে পড়েন না হেসে পরবেন না 🤣🤣
....😀 কাজী নজরুল ইসলাম যদি..... 😀
এই Gf -- Bf এর যুগে 🙊🙊
বেঁচে থাকতেন তাহলে হয়তো 🤔
তাঁর সংকল্প কবিতা এরকম হতো 🧐........সংকল্প.......
কাজী নজরুল ইসলাম 🤓
থাকবো নাকো সিঙ্গেল ওরে 🙈
দেখবো এবার রিলেশন করে 🥰
কেমন করে করছে তাঁরা 🤔
একটা ছেড়ে দুইটা ধরে 💕
ফ্ল্যাট হতে ফ্ল্যাটন্তরে 😱
করছে তাঁরা ডেটিং ওরে 🙉
কিসের নেশায় কেমন করে 🤔
চ্যাটিং করছে রাত্রি ভোরে 😱
কিসের আশায় করছে বরণ 😜
ব্রেক… আপের যন্ত্রনাকে 😇
কেমন করে বীর তরুণরা 🐍
মিথ্যা বলে পার্কে আসে 🤭
বাসায় ফিরে মাকে বলে 😅
প্রাইভেট ছিল স্যারের কাছে 🤒

কেমন লাগলো 🤣🤣

নিয়মিত বিনোদন পেতে পেজটা ফলো দিয়ে রাখুন

😂😂 বল্টুর ইন্টারভিউ: 🐸🤣🤣ইন্টারভিউ কক্ষে বল্টু মিয়া:🙂অফিসার: আপনার “ওয়ার্ড পাওয়ার” দেখা যাক।😬🤨“ভালো”র বিপরীতবল্টু: খার...
19/12/2024

😂😂 বল্টুর ইন্টারভিউ: 🐸🤣🤣

ইন্টারভিউ কক্ষে বল্টু মিয়া:🙂
অফিসার: আপনার “ওয়ার্ড পাওয়ার” দেখা যাক।😬🤨
“ভালো”র বিপরীত
বল্টু: খারাপ🙃🐸
অফিসার: যাওয়া
বল্টু: আসা🤦‍♂️🐸
অফিসার: কুৎসিত
বল্টু: সুৎসিত!!🐸🤣
অফিসার: সুৎসিত??
বল্টু: কুৎসিত।😂😂
অফিসার (রাগান্বিতহয়ে): চুপ করেন মিয়া।🤬
বল্টু: বলতে থাকেন বিবি!!🐸😂😂😂
অফিসার (আরও রেগে): অনেক হয়েছে।
আপনি যেতে পারেন।🤬😒
বল্টু: কিছুই হয়নি! আপনি আসতে অক্ষম!!😂😂🤦‍♂️🐸
অফিসার (ততোধিক রাগান্বিত স্বরে): হোয়াট দা হেল ইজ রং উইদ ইউ?🤬
বল্টু: হোয়াট দা হেভেন ইজ রাইট উইদ ইউ!!🐸😂
অফিসার (চিৎকার করে): বেরিয়ে যাও।🤬
বল্টু (আরও নরম স্বরে): ভিতরে আসো!!🐸🤣🤣🤣
অফিসার (হতাশ হয়ে): ওহ মাই গড!!🤦‍♂️
বল্টু: ওহ ইউর ডেভিল!!😂😂😂
অফিসার (নরম স্বরে): আপনি “রিজেক্টেড”🤬
বল্টু (চিৎকার করে): আমি “সিলেক্টেড”;🐸😂😂😂😂😂
ধন্যবাদ স্যার।🙂

অফিসার এর জায়গায় আপনি থাকলে বল্টুকে কি করতেন। 🤭😂😂🐸🐸🤣🤣

🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🐸🐸🤦‍♂️🤦‍♂️




নিয়োমিত নতুন নতুন মজার মজার গল্প ও ভিডিও পেতে পেইজটা ফলো করে রাখুন ।

18/12/2024

নাছা ভাইয়ের আদালতে বাপ বেটা🤣new funny video

সবাই গল্প টা শেষ পর্যন্ত পড়বেন না পড়লে মিস করবেন🤣🤣নি/ব্বা নি/ব্বির গল্প  😹🤭  ১ মিনিট পড়ে ১০ মিনিট হা/গুন 🙆‍♂️ ও থুক্কু হ...
17/12/2024

সবাই গল্প টা শেষ পর্যন্ত পড়বেন না পড়লে মিস করবেন🤣🤣

নি/ব্বা নি/ব্বির গল্প 😹🤭 ১ মিনিট পড়ে ১০ মিনিট
হা/গুন 🙆‍♂️ ও থুক্কু হাসুন 🤣🤣
---- অনিক আমাদের ছেলে হলে কি নাম রাখবো আমরা?

--- 'কাদের' রাখলে কেমন হয়?

--- ধূর বড্ড সেকেলে নাম!আমি তো অন্য কিছু ভেবে রেখেছি..

--- কি ভেবে রেখেছো?

--- আমাদের ছেলে হলে নাম রাখবো রকি!

--- ছেলেকে গু/ন্ডা বানানোর প্লান করতেছো নাকি,রকি এমন নাম কোনো ভালো বাবা মা রাখে?

--- আমার মনে হয় কি জানো আমাদের ছেলে হবে না,মেয়ে হবে!

--- ওমা!তাই নাকি?
কিন্তু আমার যে ছেলেই চাই।

--- না আমার মেয়ে চাই।

--- না ছেলে!

--- না মেয়ে!

--- তোমাকে নিয়ে আর পারা যায় না।বাদ দাও এসব কথা।আমা'র তো মন বলছে তোমার জমজ বাচ্চা হবে।একটা ছেলে আর একটা মেয়ে।

--- ও'এম'জি!দেখো আমি একা হাতে কিন্তু দু'টো সামলাতে পারবো না।একটা কাজের বুয়া রেখে দিতে হবে।

--- আচ্ছা দেবো।তবে আজকাল কাজের বুয়াদের কোনো বিশ্বাস নেই। যদি বাচ্চা নিয়ে পালিয়ে যায় 🤔

--- ছিহহ!
এতো বড়ো একটা কথা বলতে বুক কাঁপলো না তোমার।একজন মায়ের সামনে তার বাচ্চা হারানোর কথা বলছো😨 কোন সাহসে?

--- ঠিক আছে বাদ দাও।চলো দুজনেই পড়তে বসি।সামনের মাসেই জে.এস.সি পরীক্ষা।প্রচুর পড়তে হবে। 😊

--- আচ্ছা বাবু।ভালো থেকো।আমাকেও বাবা বলেছে ফাইভে নাকি বৃত্তি দেওয়াবে ।অনেক পড়তে হবে।🥰

মাননীয় ফলোয়ার এটা পড়ার পর আপনার অনুভূতি কি?🐸

🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

যারা গঁল্প পড়ঁতে ভালোঁবাসেন
পেজটা ফলো কঁরুন বন্ধন

বল্টু & টুনি🤣.............স্বামী স্ত্রীতো তাদের একটা ছেলে হয়েছেটুনি ছেলেকে নিয়ে একটার পর একটাগান গেয়ে যাচ্ছেতো বল্টু টুন...
15/12/2024

বল্টু & টুনি🤣.............স্বামী স্ত্রী
তো তাদের একটা ছেলে হয়েছে
টুনি ছেলেকে নিয়ে একটার পর একটা
গান গেয়ে যাচ্ছে
তো বল্টু টুনির গান শুনে
টুনিকে বললোঃ
বল্টুঃ কি গো পা*গ*ল হলে না কি
টুনিঃ পা"গ"ল হবো কেন
বল্টুঃ তাহলে ছেলেকে কোলে নিয়ে
এতো গান গেয়ে যাচ্ছো কেন
টুনিঃ আরে গান গেলে আমাদের
ছেলে তাড়াতাড়ি বড় হবে
বল্টুঃ গান গাইলে ছেলে কিভাবে
তাড়াতাড়ি বড় হবে???
টুনিঃ তুমি কি বাংলা

ছবি দেখোনা সেখানে ৫ মিনিটের
একটা গানে ছেলেমেয়ে তাড়াতাড়ি
বড় হয়ে যায়
তাই গান গেয়ে যাচ্ছি কিন্তু বড় তো
হলো না
ডাক্তার মনে হয় আমাদের ছেলেকে
পাল্টিয়ে দিয়েছে না হয় এতখনে বড়
হয়ে যেতো!!
বল্টু বে*হুঁ*শ

মন ছুঁ'য়ে যেতে নতুন নতুন গল্প পেতে আমার আইডি ফলো করুন

বল্টুকে তার শিক্ষক বললো...🥹🫰🏻শিক্ষক : এই ছেলে, তোমার মোজার গন্ধে ক্লাসে কেউ টিকতে পারছে না। যাও বাসায় যাও কালকে মোজা cha...
13/12/2024

বল্টুকে তার শিক্ষক বললো...🥹🫰🏻

শিক্ষক : এই ছেলে, তোমার মোজার গন্ধে ক্লাসে কেউ টিকতে পারছে না। যাও বাসায় যাও কালকে মোজা change করে আসবে। 😤😤

বল্টু: ঠিক আছে স্যার !🫣🫣

পরের দিন..

শিক্ষক : কি ব্যাপার!গতকাল বললাম মোজা change করতে, করনি কেন ! গন্ধে আজও টেকা যাচ্ছে না !🫤🫤

বল্টু : change করেছি স্যার, ডান পায়ের টা বাম পায়ে, আর বাম পায়েরটা ডান পায়ে পড়েছি স্যার !🥲🥲

শিক্ষক : যাও বাসায় যাও, কাল নতুন মোজা পড়ে আসবে। 🙄🙄

বল্টু : ঠিক আছে স্যার।🙂🙂

তার পরের দিন...

শিক্ষক : কি ব্যাপার! আজ তো দেখছি নতুন মোজাই পড়েছ কিন্তু ক্লাসে সেই একই গন্ধ কেন! 🤧🤧

বল্টু : স্যার, যদি বিশ্বাস না করেন তাই পুরানোটা পকেটে করে নিয়ে এসেছি ।🥹🥹

🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😬




dear friends নিয়মিত মজার মজার গল্প পেতে আমার আইডিটা ফলো রাখুন। ☺️☺️🥀
গল্প ভালো না লাগলে ফলো দিয়েন না,,😑😑
নিচে আইডি মেনশন দেওয়া আছে।

11/12/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Mahbubur Rahman, Bimal Oraon, Hossain Mohammad Rasel, Md Sabuj Ahmed, রনি মোল্লা রনি, Muhammad Imran Hossain, Asad Zaman, Atikur Rahman, Masum Khan, Gazi Masum, Mizan Ahmed, Hossain Ashraf, মেঘলা আকাশ, Md Rana Ahmed Ruman, As Khan Ali, Sakil Raj, MD Abid Hasan, Shikha Shikha, Angel Mae O. Alao, Bikar Nishat, Supratap Debbarma, Md Sohan Serkar, Md. Al-Amin Zayn, Roton Gaming, Asrafull Islam, Shoboz Sarker, Saheb Khan, Ajay Soren, MdAlfaz Shorkar MdAlfaz Shorkar, MD Akedul Islam, Narikeli Sarker Bari Ekota, MD Rimon Ali Rone, Ĵẫňẫ Šẫňĵẫy, Siddhartha Singha, ভালোবাসা বলে সব মিথ্যা, Fanchis Mardi, Puja Roy, Abdul Hannan, সাঈদ বাবু, Elly Khemmiz, Umme Amina Soma, Taiba Taiba, Md Jakir Hossan, Mica Suarez Beniosa, Fatima Actors, দুষ্টু ছেলে হৃদয়, Rasel Ahmed, Monirul Islam, MD Aktaruzzaman Rubel, MD Rubel

সবাই গল্প টা শেষ পর্যন্ত পড়বেন বল্টু একটা চিড়িয়াখানা খুলল😁😁😁"চিড়িয়াখানার প্রবেশ মূল্যলিখল ৩০টাকা,,,😍😍"কিন্তু কেউদেখতে আস...
09/12/2024

সবাই গল্প টা শেষ পর্যন্ত পড়বেন

বল্টু একটা চিড়িয়াখানা খুলল😁😁😁
"
চিড়িয়াখানার প্রবেশ মূল্য
লিখল ৩০টাকা,,,😍😍
"
কিন্তু কেউ
দেখতে আসল না.😐😔
"
তাই বল্টু টিকিটের
মূল্য কমিয়ে লিখল ২০ টাকা,,🙃🙃🙃
,
"
তবু ও কেউ দেখতে এলোনা😕😶😶
"
তাই আবার বল্টু
টিকিটের মূল্য কমিয়ে
১০ টাকা করল,😌
,,,
"
কিন্তু এবারেও কারও
নাম গন্ধোই নেই,,🤧
"
তাই বল্টু রেগে গিয়ে
টিকিটের মূল্য,,,
ফ্রি করে দিল🫡
,,
"
"এবারে চিড়িয়াখানায়
লোকে ভীড় হয়ে গেল,🥰
সবাই চিড়িয়াখানার
ভিতরে গেল...................
,,,
"
এবার বল্টু,,,
চিড়িয়াখানার ভিতরে একটা
সিংহ কে ছেড়ে দিয়ে
বাইরে এসে...
"মেন দরজা বন্ধ করে সাইন বোর্ডে এসে লিখল"
বের হওয়ার টিকিট ৫০০ টাকা,।
""
"
#ফানিগল্প










゚シ

©

® পোস্ট টি ভালো লাগলে বা নিয়মিত মজার মজার সব গল্প পড়তে পেইজটি ফলো দিয়ে রাখুন ~JR Rasel0.2

Address

Mymensingh
2240

Alerts

Be the first to know and let us send you an email when JR Rasel 0.2 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share