Rahat vai

Rahat vai পাচ ওয়াক্ত নামাজ পড়! সুন্দর জীবন গড়।

06/12/2024

◦•●◉╰┈⫸⁣꧁💖💞𝑺 𝑳꙰𝑶꙰𝑽꙰𝑬꙰𓆪𝑺᭄ꦿ💕💖꧂⁣আসসালামুয়ালাইকুম🦋🌹🌹 ভাই / আপু ভালো আছেন? ❣️🌹💖💖 ভালোবেসে পাশে থাকবেন 💘💕💕ছোট ইউজার বড়💕💕 ইউজার বুঝিনা সবাইকে ভালবাসা দিয়ে যাব💯💯💖, ইনশাআল্লাহ, আপনারাও আমকে ভালোবাসা দিবেন
Rahat Hasan💯💯❤️💞🖤◉●•◦ 🌄🌄🌞
সবাই একটা করে ফলো দাও প্লিজ, বেক ৬০ সেকেন্ড এ,

@

20/05/2024

যে মানুষ টা,
দুঃখ প্রকাশ করেও হাসে,,
তার হাসি কে কখনো বিশ্বাস করিও না,,
কারণ সে তার হাসিতেই
হাজারোও দূঃখ পোষে!!!

সবাই একটা করে ফলো করোন প্লিজ প্লিজ প্লিজ
19/05/2024

সবাই একটা করে ফলো করোন প্লিজ প্লিজ প্লিজ

কেও ভালোবাসা পেয়ে হাসে আর কেও কাঁদে, 😅😅😓😓😓🥰

কেও ভালোবাসা পেয়ে হাসে আর কেও কাঁদে, 😅😅😓😓😓🥰
19/05/2024

কেও ভালোবাসা পেয়ে হাসে আর কেও কাঁদে, 😅😅😓😓😓🥰

15/02/2024

ছেলেটিঃ হ্যালো!
মেয়েটিঃ এই তুমি এতো কিপটে কেনো?
কতগুলা মিসকল দিলাম ব্যাক করলে না কেনো
বলতো?
ছেলেটিঃ মোবাইলে ব্যালেন্স নেই!
মেয়েটিঃ তো ইমারজেন্সি
ব্যালেন্স এনে কল দিতে!
ছেলেটিঃ সেটাও শেষ!
মেয়েটিঃ ওহহ,সকাল থেকে কল করছি,আর এই ভর
দুপুর বেলা কল রিসিভ করলা!
ছেলেটিঃ ঘুমিয়ে ছিলাম!
মেয়েটিঃ এতক্ষণ কেউ ঘুমায়?
ওরে বিলাসিতা রে!
ছেলেটিঃ এটা বিলাসিতা না,এটা মানিব্যাগ
খালি
থাকার প্রতিক্রিয়া!
মেয়েটিঃ মানে?
ছেলেটিঃ মানে ঘুমিয়ে থাকলে ক্ষুধা লাগে না!
মেয়েটিঃ তার মানে তোমার
কাছে,"দুপুরে খাওয়ার
টাকাও নাই?
ছেলেটিঃ না তবে ম্যানেজ করে ফেলছি,২০
টাকা!
মেয়েটিঃ বিশ টাকা দিয়ে কি খাবে শুনি?
ছেলেটিঃ বিশ টাকা দিয়ে এক কাপ চা,দুইটা
কেক আর
একটা চকলেট খাবো।দোকানদার একটা ভাংতি
দিতে
পারবে তাই!
মেয়েটিঃ এগুলা খাবা তুমি?
ছেলেটিঃ খাইতেছি!
মেয়েটিঃ কোথায়?
ছেলেটিঃ টঙে বসে,সাথে বাংলা সিনেমা
ফ্রি!
মেয়েটিঃ কি সিনেমা?
ছেলেটিঃ হঠাৎ বৃষ্টি!
মেয়েটিঃ কার?
ভিন ডিজেল নাকি স্ট্যাটহামের?
ছেলেটিঃ ফেরদৌস!
মেয়েটিঃ হা হা হা হা হা!
ছেলেটিঃ হাসো কেনো?
মেয়েটিঃ এমনি,আচ্ছা একটা হে/ল্প করবা?
ছেলেটিঃ কি বলো?
মেয়েটিঃ তোমার ডাচ্ বাংলা এ্যাকা/উন্টে
টাকা পাঠাচ্ছি।
একটা লোক কে
দিয়ে দিবা?
ছেলেটিঃ ঠিক আছে,দিয়ে দিবো!
মেয়েটিঃ ওকে,এখন বাই!
ছেলেটিঃ ঠিক আছে,বাই!
ব্যাংকে ৩০০০ টাকা আসার পর ছেলেটি
মেয়েটিকে কল দিলো....
ছেলেটিঃ হ্যালো,টাকা
আসছে,কাকে দিবো?
মেয়েটিঃ একটা রেস্টুরেন্ট এ গিয়ে এক প্যাকেট
বিরিয়ানি কিনবা,কোক কিনবা আর বাকিটা
পকে/টে রাখবা!
ছেলেটিঃতারপর?
মেয়েটিঃ ওগুলা খাবা!
ছেলেটিঃ তারপর?
মেয়েটিঃ তারপর হ/ঠাৎ বৃষ্টি মুভিটা দেখবা!
ছেলেটিঃ তারপর?
মেয়েটিঃ পুরো মুভিটা শেষ হলে,মোবাইলে
রিচা/র্জ
করে আমাকে কল দিয়ে মুভির কাহিনী শোনাবা!
এটাই হলো প্রকৃত ভালোবাসা।
ভালোবাসতে সুন্দর একটা মন লাগে, টা/কা নয়,,,,,

এরকম আরো পোস্ট পেতে পেইজটি ফলো দিয়ে রাখুন।
😊💙🖤

15/02/2024

অভাব কাকে বলে ? 😢😢😥
অর্থনীতি ক্লাসে বয়স্ক একজন স্যার, রুমে ঢুকেই সামনে বসা ছেলেটিকে প্রশ্ন করলেন,
বলো তো, অভাব কাকে বলে ?

-'অর্থনীতিতে বস্তুগত বা অবস্তুগত কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্খাকে 'অভাব' বলে।'
ছেলেটি উত্তর দিল।

-এটা তো অর্থনীতির ভাষা,
সাধারণ ভাবে অভাব কাকে বলে ? অর্থাৎ 'অভাব' বলতে তুমি ঠিক কি বোঝ ?

ছেলেটি মাথা নিচু করে বেঞ্চের দিকে তাকিয়ে আছে।
কি বলবে ভাবছে সে।
স্যার আবার তাড়া দিলেন
'বল' ...

ছেলেটি এবার বলতে শুরু করল।

১। আমি কলেজে আসার সময় মা আমাকে ভাড়া দিতে গিয়ে তার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে অনেক কষ্টে ২০/৩০ টাকা বের করে দেন,
আর আমি বাড়ি থেকে বের হয়ে ৫/৭ মিনিট পর বাড়িতে ফিরে ভাড়ার টাকাটা মাকে দিয়ে বলি, মা! আজ কলেজে ক্লাস হবে না।
মা তখন বলেন, আগে খবর নিবি না ক্লাস হবে কিনা ?
মায়ের সাথে এই লুকোচুরি হচ্ছে 'অভাব'।

২। বাবা যখন রাত করে বাড়ি আসেন মা তখন বাবাকে জিজ্ঞেস করেন এত রাত হলো কেন ফিরতে ?
বাবা বলেন, 'ওভারটাইম' ছিল।
'ওভারটাইম' না করলে সংসার কিভাবে চলবে ? বাবার এই অতিরিক্ত পরিশ্রম হচ্ছে আমার কাছে 'অভাব'।

৩। ছোট বোন মাস শেষে প্রাইভেট টিচারের টাকা বাবার কাছে চাইতে যখন সংকোচবোধ করে সেটাই 'অভাব'।

৪. মাকে যখন দেখি ছেঁড়া কাপড়ে সেলাই দিতে দিতে বলে কাপড়টা অনেক ভাল আরো কিছুদিন পরা যাবে এটাই 'অভাব'।

৫। মাস শেষে টিউশনির পুরো টাকাটা মায়ের হাতে দিয়ে বলি,
মা এটা তুমি সংসারে খরচ করো,
মা তখন একটা স্বস্তির হাসি হাসেন।
এই স্বস্তির হাসি হচ্ছে 'অভাব'।

৬। বন্ধুদের দামী স্মার্টফোনের ভিড়ে নিজের নর্মাল ফোন লজ্জায় যখন লুকিয়ে রাখি এই লজ্জাই আমার কাছে 'অভাব'।

৭। অভাবী হওয়ায় কাছের মানুষগুলো যখন আস্তে আস্তে দূরে সরে যায়,এই দূরে সরে পড়াটাই আমার কাছে 'অভাব'। ....

পুরো ক্লাসের সবাই দাঁড়িয়ে গেল!
অনেকের চোখে জল!

স্যার ও চোখের জল মুছতে মুছতে ছেলেটিকে কাছে টেনে নিলেন।💝

বস্তুতঃ আমাদের সহপাঠীদের মধ্যে এমন অনেকেই আছে,
যারা কয়েক মাস অপেক্ষা করেও বাড়ি থেকে সামান্য টাকা পায় না।
সব দুঃখ-কষ্টকে আড়াল করে হাসিমুখে দিনের পর দিন পার করে দেয় খেয়ে না খেয়ে!
তাদের হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্ট টুকু বুঝার সুযোগ হয়তো আমাদের হয়ে ওঠে না!

এটাই বাস্তব !

31/12/2023

প্রিয় ভাই,

সেদিন রাত বারোটায় যখন তুমি বাড়ির ছাদ থেকে আকাশে 'টাকা' ওড়াচ্ছিলে; বরং পোড়াচ্ছিলে, ঠিক তখন হয়তো তোমার বাড়ির নিচে পথের ধারে শুয়ে থাকা কোনো বনী আদম একটু কাপড়ের অভাবে শীতে কাঁপছিল!

তোমার ওড়ানো ফানুস দেখে ফুটপাতের অসহায় মাকে ক্ষুধাকাতর শিশু জিজ্ঞেস করেছে, আকাশে কিসের আগুন, মা?

তুমি স্বাধীন মানুষ। আনন্দ-উল্লাস করতেই পারো। তাই বলে কোনো অর্জন বা যৌক্তিক উপলক্ষ ছাড়াই আকাশে 'টাকা' পোড়াবে? নতুন বছরের আগমন যদি আনন্দের উপলক্ষ্য হয়, তবে বছরের বিদায় কি বিষাদের কারণ নয়? তুমি কি কখনো বছরের বিদায়ে কেঁদেছো? আমাকে উত্তর দিতে হবে না। একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন রাখো প্লিজ।

জীবন একটাই। সেটাকে হেঁয়ালিপনায় নষ্ট না করে এসো সুন্দরের পথে, কল্যাণের পথে। রবের কাছে একদিন দাঁড়িয়ে হিসেব দিতে হবে জীবনের প্রতিটি ছোটবড় কাজের। জীবন এতো মূল্যহীন বস্তু নয় যে, জীবনের মূল্যবান মুহূর্তগুলো তুচ্ছাতিতুচ্ছ বরং অনর্থক কাজে নষ্ট করবে!

31/12/2023

নতুন সূর্য, নতুন প্রাণ। নতুন সুর, নতুন গান। নতুন ঊষা, নতুন আলো। নতুন বছর কাটুক ভাল। কাটুক বিষাদ, আসুক হর্ষ। আমার প্রিয়ো মানুষ দের২০২৪ এর দিন গুলো শুভ হোক,,

14/12/2023
14/12/2023

আমার নিউ পেজ, সবাই ফলো দিয়ে শেয়ার করে দিবেন প্লিজ প্লিজ

31/10/2023

RAHAT VAI

Address

Sherpur
Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rahat vai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share