THR সহকারী অধ্যাপক, ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগ।
Follow me on:
www.youtube.com/tanzirulhussainrabby

তুমি আমি বন্দী,বিছানো সিন্ডিকেটে,হয়েছে পোক্ত সন্ধি,হিসেবীদের পকেট কাটতে। তুমি আমি বন্দী,হাসির আড়ালে কান্নাতে,বিশাল গোপন ...
13/01/2025

তুমি আমি বন্দী,
বিছানো সিন্ডিকেটে,
হয়েছে পোক্ত সন্ধি,
হিসেবীদের পকেট কাটতে।
তুমি আমি বন্দী,
হাসির আড়ালে কান্নাতে,
বিশাল গোপন ফন্দি,
নজর বাজারের ব্যাগেতে।
তুমি আমি বন্দী,
মধ্যবিত্ত ভীষণ কষ্টতে,
অন্ন ফুরায় জলদি,
মুদ্রাস্ফীতি অট্ট হাসিতে।
তুমি আমি বন্দী,
সংসার নামক জেলখানাতে,
সর্বত্র দুরভিসন্ধি,
পারছে না মরে যেতে।
তুমি আমি বন্দী,
ক্ষমতা আর টাকাতে,
অর্ধমৃত সমাধী,
রেখো তবু মোনাজাতে।

(তানজিরুল হুসাইন রাববি)

ছবিঃ Alif
কলেজের এই স্থানে সুন্দর ছবি আসে।

ভেতরে ঢুকে জিজ্ঞেস করলাম, ভাই সুশি হবে?বিদ্যুতের গতিতে রেস্টুরেন্ট মালিক ক্যাশ ছেড়ে এসে আমার হাত ধরে প্রশ্ন করল; স্যার,...
21/12/2024

ভেতরে ঢুকে জিজ্ঞেস করলাম, ভাই সুশি হবে?
বিদ্যুতের গতিতে রেস্টুরেন্ট মালিক ক্যাশ ছেড়ে এসে আমার হাত ধরে প্রশ্ন করল; স্যার, আপনি কি ম্যাজিস্ট্রেট?
- না
তাহলে গোয়েন্দা সংস্থার?
- তাও না!
শুনেন ভাই, আমরা খাবারে পুসি, কুত্তা কিছুই দেই না তবে মাঝেমধ্যে কাচ্চিতে খাসির বদলে ছাগল, ভেড়ার মাংস দেই, আর কোন ভ্যাজাল নাই 😁!!
- মিয়া, জাপানি রেস্টুরেন্ট দিলেন অথচ জাপানের খাবারই চিনেন না, চাইলাম সুশি আপনি বুঝলেন পুসি (বিড়াল) 🤔

বিজয় এত সহজ নয়,অনুভবে রয়েছে সহশ্র ভয়।কেন মনে শঙ্কিত অবস্থা হয়?বাজার যে সিন্ডিকেট বন্দী রয়,ব্যাংক নোটগুলো যে মূল্যহীনতা স...
16/12/2024

বিজয় এত সহজ নয়,
অনুভবে রয়েছে সহশ্র ভয়।
কেন মনে শঙ্কিত অবস্থা হয়?
বাজার যে সিন্ডিকেট বন্দী রয়,
ব্যাংক নোটগুলো যে মূল্যহীনতা সয়,
খাবারের পাতগুলো যে আমিষহীন রয়,
পরিণামে দেশদন্ডের ক্রমশ হাড় ক্ষয়,
এটাকেই কি বিজয় কয়?
তবুও সর্বদা জপি প্রার্থনা হয়,
দেশবাসী যেন মঙ্গলে রয়,
আর রক্ষকরা হোক গুড বয়।

THR

শুভ সকাল।ব্যুরো বাংলাদেশ, বগুড়া।হায়ার সেকেন্ডারী এডুকেশন প্রোজেক্ট, মাউশি।পাঞ্জাবী কার্টেসীঃ ২৫ ব্যাচের পোলাপান।
13/12/2024

শুভ সকাল।
ব্যুরো বাংলাদেশ, বগুড়া।
হায়ার সেকেন্ডারী এডুকেশন প্রোজেক্ট, মাউশি।
পাঞ্জাবী কার্টেসীঃ ২৫ ব্যাচের পোলাপান।

13/12/2024

hope for well! plz keep me in ur prayers

ফেইসবুকে ছবিটি পেয়ে অনেকক্ষণ তাকিয়ে দেখলাম। কত সুন্দর মিনিংফুল একটা ছবি। ×রাগ×অভিমান×ইগো আর×অহংকারের মধ্যে আমরা বন্দি। অ...
03/12/2024

ফেইসবুকে ছবিটি পেয়ে অনেকক্ষণ তাকিয়ে দেখলাম। কত সুন্দর মিনিংফুল একটা ছবি।
×রাগ
×অভিমান
×ইগো আর
×অহংকারের মধ্যে আমরা বন্দি।
অথচ প্রতিটি মানুষের ভিতরেই একটা
√শিশুসুলভ মন আছে। যে সকলের সাথে মিশতে চায়, মিলেমিশে থাকতে চায়, কম্প্রোমাইজ করতে চায়। কারণ, এই পৃথিবীতে সবাই অনেক একা! বড়ই একা! অস্তিত্বের লড়াইয়ের কাছে নত সব!😶

I am very much honoured to have Dr. Probak Karim (Faculty, Univetsity of Florida, USA) and Prof. Nadia mam, chemonics, D...
16/11/2024

I am very much honoured to have Dr. Probak Karim (Faculty, Univetsity of Florida, USA) and Prof. Nadia mam, chemonics, DSHE as Trainer in our TPD & ELPD, HSEP supported by USAid.
While I tooking this snap he just asked there is low light but I just replied u r the light to enlighten us

একজন শিক্ষার্থী কিভাবে শিখতে চায়, শিক্ষক হিসাবে সেই শেখানোর কৌশল শেখাটাই খুব গুরুত্বপূর্ণ শিক্ষা।- তানজিরুল হুসাইন রাববি
15/11/2024

একজন শিক্ষার্থী কিভাবে শিখতে চায়, শিক্ষক হিসাবে সেই শেখানোর কৌশল শেখাটাই খুব গুরুত্বপূর্ণ শিক্ষা।

- তানজিরুল হুসাইন রাববি

টিপিডি ট্রেণিং, ডিএসএইচই, ইউএসএইড প্রোজেক্টের রিসোর্স ট্রেণি হিসেবে নাজ গার্ডেন, বগুড়া আছি। ইনশাল্লাহ আগামী দুদিন থাকবো।
14/11/2024

টিপিডি ট্রেণিং, ডিএসএইচই, ইউএসএইড প্রোজেক্টের রিসোর্স ট্রেণি হিসেবে নাজ গার্ডেন, বগুড়া আছি। ইনশাল্লাহ আগামী দুদিন থাকবো।

“যখন আমি ছোট ছিলাম, আমার মা আমাদের জন্য রান্না করতেন। তিনি সারাদিন প্রচুরপরিশ্রম করার পর রাতের খাবার তৈরি করতেন। একরাতে ...
02/11/2024

“যখন আমি ছোট ছিলাম, আমার মা আমাদের জন্য রান্না করতেন। তিনি সারাদিন প্রচুর
পরিশ্রম করার পর রাতের খাবার তৈরি করতেন। এক
রাতে তিনি বাবাকে এক প্লেট সবজি আর একেবারে
পুড়ে যাওয়া রুটি খেতে দিলেন। আমি অপেক্ষা করছিলাম বাবার প্রতিক্রিয়া কেমন হয় সেটা দেখার জন্য। কিন্তু বাবা চুপচাপ রুটিটা খেয়ে নিলেন এবং
আমাকে জিজ্ঞাসা করলেন স্কুলে আমার আজকের দিনটা কেমন গেছে। আমার মনে নেই বাবাকে সেদিন আমি কি উত্তর দিয়েছিলাম কিন্তু এটা মনে আছে যে,
মা পোড়া রুটি খেতে দেয়ার জন্য বাবার কাছে ক্ষমা
চেয়েছিলেন। এর উত্তরে বাবা মা’কে যা বলেছিলেন সেটা আমি কোনদিন ভুলব না। বাবা বললেন,
‘প্রিয়তমা, পোড়া রুটিই আমার পছন্দ’। পরবর্তীতে সেদিন রাতে আমি যখন বাবাকে শুভরাত্রি বলে চুমু খেতে গিয়েছিলাম তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম
যে তিনি কি আসলেই পোড়া রুটিটা পছন্দ
করেছিলেন কিনা। বাবা আমাকে দুহাতে জড়িয়ে ধরে
বললেন, ‘তোমার মা আজ সারাদিন অনেক পরিশ্রম
করেছেন এবং তিনি অনেক ক্লান্ত ছিলেন। তাছাড়া
একটা পোড়া রুটি খেয়ে মানুষ কষ্ট পায় না বরং মানুষ কষ্ট পায় কর্কশ ও নিষ্ঠুর কথায়। জেনে রেখো, জীবন হচ্ছে ত্রুটিপূর্ণ জিনিস এবং ত্রুটিপূর্ণ মানুষের সমষ্টি। আমি কোনক্ষেত্রেই সেরা না বরং খুব কম ক্ষেত্রেই ভাল বলা যায়। আর সবার মতোই আমিও জন্মদিন এবং বিভিন্ন বার্ষিকীর তারিখ ভুলে যাই। এ জীবনে আমি যা শিখেছি সেটা হচ্ছে, আমাদের একে অপরের ভুলগুলোকে মেনে নিতে হবে এবং সম্পর্কগুলোকে উপভোগ করতে হবে। জীবন খুবই ছোট; প্রতিদিন ঘুম থেকে উঠে অনুতপ্ত বোধ করার কোন মানেই হয় না। যে মানুষগুলো তোমাকে যথার্থ মূল্যায়ন করে তাদের ভালোবাসো আর যারা তোমাকে মূল্যায়ন করে না তাদের প্রতিও সহানুভূতিশীল হও।”
(এপিজে আবুল কালাম)

ছবি কৃতজ্ঞতাঃ দেশী শিক্ষার্থী নেহাল।

18/10/2024

জীবনের পথে ওঠা ও নামা দুটিই খুব জরুরি। কারণ, ইসিজিতে যদি সরলরেখা আসে, তার অর্থ হচ্ছে আমরা মারা গিয়েছি।

আপনি যেটা দেখেন বা যেটা বুঝেন আপনি সেটাই দেখেন সেটাই বুঝেন অথবা আপনাকে যেটা দেখানো হয় অথবা বুঝানো হয় আপনি সেটাই বুঝেন ...
10/10/2024

আপনি যেটা দেখেন বা যেটা বুঝেন আপনি সেটাই দেখেন সেটাই বুঝেন অথবা আপনাকে যেটা দেখানো হয় অথবা বুঝানো হয় আপনি সেটাই বুঝেন সেটাই দেখেন কিন্তু প্রকৃতপক্ষে সেটা নাও হতে পারে।

মনে হচ্ছে মরুভূমির উপর ঘোড়া হাঁটছে, আসলে কালো ছবিগুলো জেব্রাদের ছায়া । জুম করুন, আপনি জেব্রা দেখতে পাবেন।
Photo: National Geographic

প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের জল মিশ্রিত হয় না, যদিও উভয়ই লবণাক্তদক্ষিণ আমেরিকার সবচেয়ে দূরবর্তী বিন্দুতে ...
04/10/2024

প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের জল মিশ্রিত হয় না, যদিও উভয়ই লবণাক্ত

দক্ষিণ আমেরিকার সবচেয়ে দূরবর্তী বিন্দুতে "কেপ হর্ন" নামক একটি এলাকায়, একটি রেখা রয়েছে যা প্রশান্ত মহাসাগরকে আটলান্টিক মহাসাগর থেকে পৃথক করেছে.... এক প্রান্তে জল সবুজ এবং অন্য প্রান্তে জল নীল৷ ..
সবুজ জল হল মিষ্টি জলের একটি নদী যা দুটি মহাসাগরকে পৃথক করে.... এই মিষ্টি জলের উত্স হল অ্যান্টার্কটিকার নদীগুলি থেকে পলি গলে যাওয়া... যা বিভিন্ন ঘনত্বের মিষ্টি জল তৈরি করে যা প্রশান্ত মহাসাগরের জলকে আলাদা করে আটলান্টিকের জলরাশি।

©

আমার পাশের বিল্ডিং এ একটা পিচ্চি থাকে, আমার রুমের জানালা খুললেই তার রুম দেখা যায়। একদিন সে তার জানালা খুলে ডাকাডাকি শুরু...
24/09/2024

আমার পাশের বিল্ডিং এ একটা পিচ্চি থাকে, আমার রুমের জানালা খুললেই তার রুম দেখা যায়। একদিন সে তার জানালা খুলে ডাকাডাকি শুরু করলো! বললো 'এই তুমি কি এই বাসাতেই থাকো? আমার বন্ধু হবা?'
তার কথা শুনে থতমত খেয়ে গেলাম।
পিচ্চি মানুষ দেখে নিজেকে সামলে নিয়ে কথা বললাম তার সাথে।জানালো সে ক্লাস ওয়ানে পড়ে, তার আব্বু আম্মু দুজনেই জব করে। তার স্কুলে কোনো ফ্রেন্ড নাই আর তার আম্মু কারো সাথে তাকে মিশতে দেয়না। বাসায় তার দাদা দাদু আছে, তারাও ওর সাথে কথা বলেনা খুব একটা।
জানালা দিয়েই তার সাথে কথা হলো কতোক্ষন৷ এরপর দুইদিন আর কথা হয়নাই।
আমি রুমের জানালা খুলে নিজের মতো মোবাইল টিপতেছি, দেখি যে এই কাগজ গুলা! সে ওই বাসা থেকে কাগজে এইসব লিখে আবার আমাকে পাঠাচ্ছে, তার জানালা থেকে আমার জানালার দূরত্ব ৫-৬ হাত হবে, সে একটু পর পর একেকটা কাগজ পাঠাচ্ছিলো। আমি এইসব পড়ে জানালায় দাঁড়ালাম৷ সে বললো 'এই কথা বলবা আমার সাথে? আমার সাথে কেউ মিশে না! কেউ কথা বলেনা! আমার কোনো বন্ধু নাই। তুমি তো বন্ধু। কথা বলবা আমার সাথে?'
এইসব শুনে বাচ্চাটার জন্য আমার এতো খারাপ লাগলো! এইটুকু একটা বাচ্চা, তার মা বাবা নিজেদের ব্যস্ততার জন্য তাকে সময় দিচ্ছেনা, বাসার মানুষ তার সাথে কথা বলেনা, স্কুলে কেউ নাই, অন্য কারো সাথেই তার কথা হয়না। আমি একদিন কথা বলাতেই সে এতো খুশি হয়েছিলো যে আবার কথা বলার জন্য পাগলামি করতেছিলো!

এইটুকু বাচ্চার সাথে কথা বলার কেউ নাই! ভাবা যায়?
আপনারা আপনাদের বাসার বাচ্চা কাচ্চা গুলারে একটু টাইম দিয়েন প্লিজ, তারা যাতে কখনো 'আমার কেউ নাই' বা 'আমার সাথে কেউ কথা বলতে চায় না' টাইপের জিনিস মাথায় না আনে! তাদের কে একটু টাইম দিয়েন প্লিজ!

-উমেদ

লিমিটের ভিতর চলতে শেখা, একটা জরুরী শিক্ষা। যা আপনি পরিবার ও বাচ্চাদের দিতে পারেন। কিভাবে? খেয়াল করে দেখুন, আপনার বাবা-ম...
07/09/2024

লিমিটের ভিতর চলতে শেখা, একটা জরুরী শিক্ষা। যা আপনি পরিবার ও বাচ্চাদের দিতে পারেন।

কিভাবে?

খেয়াল করে দেখুন, আপনার বাবা-মায়েরা ৪-৫ টা বাচ্চাকে কিভাবে বড় করেছেন?
তারা বাচ্চাদের লিমিটের ভিতর থাকা শিখিয়েছিলেন।

এদিকে এক দু'টো বাচ্চা নিয়ে আপনার সংসারের টানাটানি ফুরায়ই না। কেন?
কারণ, আমরা কোন লিমিট নিয়ে চলি না। আনলিমিটেড মানেই ওয়েস্টেজ, অপচয়, ধ্বংস, নষ্ট।

মনে করে দেখুন, আপনার বাবা-মায়েদের সময় একটা মুরগী রান্না হলো, বাড়িতে ৫ ভাই বোন, কাজের লোক সহ মোট সদস্য ৮ জন। আপনার মা সবার জন্যে বাটি সিস্টেম করে রেখেছেন। তার হিসাব অনুযায়ী একটা মুরগি তিনি আলু দিয়ে মুটামুটি এক কড়াই করে তরকারি করে ফেলতেন।

এই এক মুরগিতে আপনারা ৮ জন মানুষ দুপুরে এবং রাতে খাবেন। সেইভাবে বাটি সিস্টেম হতো। দুপুরে দু পিস মাংস, ঝোল, আলু। রাতের বেলায় হাড় গোড় থেকে এক পিস, সাথে ভাজা, ডাল এরকম। এটা খুব জরুরী শিক্ষা।

এদিকে আমাদের এখন কি হয়?
তরকারি রান্না হলে, পুরোটা একসাথে টেবিলে নিয়ে আসা হয়।

বাচ্চাকে আগেই রান থানের পিস দিয়ে একাকার অবস্থা। রান বাদে মুরগীতে আর যে কিছু আছে, অনেকের বাচ্চারা জানেও না বোধহয়। একটা মুরগী রান্না করলে একবেলা থেকে দুইবেলায়ও যায় না।

আপনার মায়ের সংসারে যেখানে ছিলো বাটি সিস্টেম, সেখানে তরকারি কম পড়লে একটু অভিযোগ করলে, খেয়াল করে দেখুন, আপনার মা হয়তো, তার ভাগ থেকে এক পিস মাংস আপনাকে এক্সট্রা দিয়েছেন, তিনি খাননি। একসময় আপনিও আবদার করা ছেড়ে দিয়েছেন।

এখান থেকে বাবা-মায়ের সাথে আরেকটা বন্ডিং স্ট্রং হয়েছে। আপনার বাবা-মা আপনার জন্যে ত্যাগ করেছেন, মানে আপনিও সেটা শিখলেন।

এখন ত্যাগের তো কিছু নাই, সবই তো অপরিমাণ। বাবা-মা লোন করে হলেও আনছে তো। লোন করে ঘি তো খাচ্ছি, কাজেই বাবা-মায়ের কোন স্ট্রাগল বা কোন কষ্ট তো বাচ্চার চোখে পড়ে না। তারাও ধরে নেয়, লোনের এই ঘি টাই গ্রান্টেড। তাদের ভেতরে এতো ফিলিংস এখন আর কাজ করে না।
ব্যাপারটা মিলিয়ে দেখতে পারেন।

Islam Razu

26/08/2024

যারা আজকে হিন্দুদের ত্রাণ দিতে যাবেন তারা কিছু ফল জাতীয় খাবার নিবেন। কারণ আজ জন্মাষ্টমী। অনেক হিন্দু ভাই বোন উপবাস থাকবে।

আমাদের বাসায় আম্মুকে যে কাজের জন্য হেল্প করে সে আন্টি কাচুমাচু হয়ে আমার হাতে ১০০ টাকা দিয়ে বলে "বন্যার মানুষ গো যারা সাহ...
24/08/2024

আমাদের বাসায় আম্মুকে যে কাজের জন্য হেল্প করে সে আন্টি কাচুমাচু হয়ে আমার হাতে ১০০ টাকা দিয়ে বলে "বন্যার মানুষ গো যারা সাহায্য করতাছে তাগো দিয়া দিয়োতো মা, আমি কার কাছে দিমু এটা তো বুঝি না কে ভালো কে খারাপ,মোবাইলে দেখলাম তোমরা ইসটুডেনরা সাহায্য করতাছ,তাই তোমারেই দিলাম"

ভাই গরীব মাইনসের দিল কত সুন্দর❤️

পুরো বাংলাদেশ এখন একান্নবর্তী একটি পরিবার। 🇧🇩🫂
হিন্দু-মুসলিম,জাত-পাত, ধনী-গরিব, ছোট-বড় কোন ভেদাভেদ নেই,সবাই যে যার জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী হাতে হাত মিলিয়ে কাজ করছে।
এ যেন এক নতুন বাংলাদেশ🇧🇩

🌸২৩/০৮/২০২৪🌸

~sayma

07/08/2024

শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে, নতুন কারিকুলাম প্রবর্তন হয়েছে।
অথচ অত্যন্ত পরিতাপের বিষয় হলো নতুন শিক্ষাক্রমে বিজ্ঞান ও মানবিক বিভাগের বিষয়সমূহের সাথে কোন পাত্তাই পায় নি ব্যবসায় শিক্ষার বিষয়সমূহ।
কিন্তু বাস্তব জীবনে একজন ডাক্তারকেও ব্যাংক থেকে ঋণ নিতে ব্যাংক হিসাব খুলতে হয়। ইঞ্জিনিয়ারকে ক্যালকুলেটর টিপতে হয়, জানতে হয় টাইম ভ্যালু অফ মানি। টাকা ছাড়া জীবন অচল, অথচ অর্থায়ন, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনার মতন প্রাক্টিকাল ম্যাথম্যাটিকস বিষয়গুলো একেবারেই উপেক্ষিত।

আচ্ছা চাকুরীর ক্ষেত্রে কমার্সের পোলাপান যে ছ্যাকা খাচ্ছে তা নিয়ে সরব নয় কোন মহল।
সারাজীবন ব্যাংকিং নিয়া পড়ালেখা করে চাকুরীর এক্সামে আসে সায়েন্স-আর্টসের প্রশ্ন। আর তারাই বসে ব্যাংকারদের চেয়ারে। দিনশেষে আবার দক্ষতা নিয়ে প্রশ্নও করেন। বিসিএস কাস্টমস, অডিট পদে নেই সাবজেক্ট স্পেসিফিকেশন রুলস । চর্যাপদের হরিপ্রসাদ কাক্কু কবে খাইছে কবে গোসল করছে তার তথ্যের উপরে এই চাকরীগুলো বাগাতে পারবেন সহজেই।
অথচ বহির্বিশ্বে বিজনেস স্টাডিজের ডিমান্ডের কাছে অন্য ডিসিপ্লিনের কোন খাওয়াই নেই।

আমরা শিখছি, তুমি সায়েন্স মানে তুমি ব্রাহ্মণ,
কমার্সের তোমরা ক্ষত্রিয়!
হা হা।
আমাদের এখানে দম্পতিদের শেখানো হয় সন্তান জন্ম নেয়ার পরে পচ্ছদেশের দুই নিতম্বের একটাতে ডাক্তার আর আরেকটায় ইঞ্জিনিয়ার হবার সিল লাগানোর। কাউকে বানাতে চায় না উদ্যোক্তা!
ফলশ্রুতিতে পেশাভিত্তিক ইন্ট্রোপ্রেনিয়রশিপ প্রফেসনালিজম সংকটে ধুকছে এ দেশ।

কর্মের পাশাপাশি কর্মমুখী শিক্ষার কোন বিকল্প নেই। তাই উচ্চতর শিক্ষায় ঢুকার আগে বিষয়টির ভবিষ্যত অার্থিক সম্ভাবনা যাচাই করা উচিত। এমন অনেক বিষয় রয়েছে যার বাস্তব প্রয়োগের কোন ফিল্ড নেই। গ্রাজুয়েশন শেষে তাই শিক্ষিত বেকার বাড়ছেই। তাই কিছু করে খেতে পারবো এমন বিষয়কেই বেছে আগানো উচিত। সোনার হরিণ নামক চাকরি না পেয়েও যেন সীমিত সম্পদকে ব্যবহার উপযোগী করা যায় সে বিষয়ে বর্তমান আন্ডার গ্রাজুয়েটদের ভেবে রাখা উচিত।

কিউরিয়াস মাইন্ডস ওয়ান্টস টু জানতে চাই, ব্যবসায় শিক্ষার অবস্থান সামনে কোথায় থাকবে?
শিক্ষায় আমাদের পলিসি মেকারগন কি সত্যিই এ বিষয়টা মাথায় রেখে সবকিছু প্রণয়ন করেছেন?
আশা করি শিক্ষা মন্ত্রণালয়ে আগত নতুন হর্তাকর্তাগন বিষয়গুলো আমলে রেখে সংশোধনীমূলক পরিমার্জন ঘটাবেন ইনশাল্লাহ।

তানজিরুল হুসাইন রাববি
সহকারী অধ্যাপক (ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগ)
কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, বাকৃবি, ময়মনসিংহ।
২০১৮ সালে শিক্ষক প্রতিযোগিতায় সারাদেশে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক।

Address

BAU Campus
Mymensingh
MYMENSINGH

Alerts

Be the first to know and let us send you an email when THR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share