hope for well! plz keep me in ur prayers
জীবনের পথে ওঠা ও নামা দুটিই খুব জরুরি। কারণ, ইসিজিতে যদি সরলরেখা আসে, তার অর্থ হচ্ছে আমরা মারা গিয়েছি।
ফিজিক্স অলিম্পিয়াড প্রোগ্রামের এক ফাঁকে আজ
ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মলি বেগম ম্যাডাম এবং বাংলা বিভাগের প্রভাষক আসাদ স্যার উভয়ের চারটি জান্নাতের পাখিদের নিয়ে আজকে একটি ব্লগ করলাম। সন্তানদের ছোটবেলা থেকেই সঠিক ইসলামিক আদর্শে বড় করতে হবে এবং বোঝাতে হবে আল্লাহ তায়ালার সাথে কিভাবে কথা বলতে হয়। আল্লাহতালার একটি মোবাইল নাম্বার আছে ♥5-24434♥
বুঝতে হবে এবং বুঝাতে হবে অসুখে পড়লে এই নাম্বারে ডায়াল করতে হবে, বিপদে পড়লে এই নাম্বারে ডায়াল করতে হবে, এমনকি শুকরিয়া আদায় করার জন্য এই নাম্বারে ডায়াল করতে হবে, অধৈর্য হয়ে ভেঙে পড়ার আগেও এই নাম্বারে ডায়াল করতে হবে।
আপনার সন্তান এবং আপনি নিজে নিয়মিত ডায়াল করছেন তো?
যদি লক্ষ্য থাকে অটুট দেখা হবে বিজয়ের, উপরে উঠার সিঁড়ি যদি একবার কেউ পেয়ে যায় তাকে আর কেউ আটকাতে পারে না।
দুয়া রইল
ভালবাসা অবিরাম
সবার সব কিছু থাকে না।
আমরা সবাই ই নির্ভরশীল।
হা হা।
তার বুদ্ধিটা অনেক ভালো। তবে অধিক টাকা ব্যয় না করেও কিন্তু সাধারন বুদ্ধি কে কাজে লাগিয়ে সহজে কার্যসিদ্ধি করা যায়।
ছোট বেলায় স্কুল জীবনে এ ধরনের খেলনা কিনেছিলাম। খেলনাটির পিছনে কর্পূর লাগানো থাকে। মাথার তেল আঙ্গুলে লাগিয়ে জলে দিলেই খেলনাটির চলা বন্ধ হয়ে যায় আবার কাগজের টুকরো জলের উপর রেখে ঐ তেলটা টেনে নিলে খেলনাটি আবার চলতে শুরু করে। পুরোটাই কিন্তু বিজ্ঞানভিত্তিক ফর্মূলা।
আসুন জেনে নেই ফর্মুলাটিঃ
পিছনে যেটা লাগানো হচ্ছে ওটা হচ্ছে কপ্পুর ( camphor) এবার যেহেতু কপ্পুরের অনু জলের ছড়িয়ে পড়তে শুরু করে প্লাস্টিকের টুকরোটি কোনাকুনি কাটার দরুন ওই সামান্যতম চাপে প্লাস্টিকের টুকরোটি এগিয়ে চলে।
মাথার চুলে তেল থাকার কারণে তৈলাক্ত আঙ্গুল জলে ডোবালে সারফেস টেনশন বেড়ে যায় তখন প্লাস্টিকের টুকরো আর এগোতে পারে না।
খবর কাগজের কাজ হচ্ছে জলের উপর ওই অতিরিক্ত তৈলাক্ত ভাব কে শুষে নেওয়া।
তখন আবার উপরুক্ত কারণে প্লাস্টিকের টুকরোটি চলতে শুরু করে।
সুনামগঞ্জে অবস্থিত কূপ।
পানি কমছেই না।
এ যেন বাংলার জমজম
♦ক্যামেরাম্যানই বেশী ফাস্টেস্ট হা হা
মায়ের চেয়ে আর কেউ আপন নেই।