27/09/2024
একটা আন্তজার্তিক লেভেলের প্লেয়ারকে আপনারা সিকিউরিটি দিতে পারবেন না আবার যে কি না আপনারই দলের সবচেয়ে ভালো প্লেয়ার। তার মতো একটা প্লেয়ার বিশ্ব বানাতে চায় পারে না, আর আপনারা তাকে অবহেলা করতাছেন। আপনারা পারতেন উপরমহলে কথা বলে তাকে কিছুটা হলেও তার সন্মানের সাথে বিদায় দেওয়ার ব্যপারটা নিশ্চিত করার। বাংলাদেশ আসলেও গুনীর গুন বিচার করা হয় না এটি বার বার প্রমানিত।
শুধুমাত্র আওয়ামী লীগ করার কারনে তাকে এভাবে দেশথেকে বিতারিত হতে হলো অথচ তার চেয়ে বেশি অপরা*ধীরা সাবলীল ভাবে চলাফেরা করছে।
আর যারা তার নামে মা*মলা দিছে ওদের কথা কি বলবো একেকটা কুলাঙ্গারের বাচ্চা, ওদের সমস্যা আছে।
Shakib Al Hasan আপনি সারাজীবন মানুষের মনে থাকবেন