Crazy Shafi

Crazy Shafi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Crazy Shafi, Digital creator, Dhaka, Mymensingh.

15/01/2025

আলহামদুলিল্লাহ!
গা/ যার যু৷ /দ্ধ অফিশিয়ালি ভাবে বন্ধ হয়েছে।

সোর্স কমেন্ট বক্সে।

মানুষের নিরাপত্তা দে নইলে গদি ছাইড়া দে।
15/01/2025

মানুষের নিরাপত্তা দে
নইলে গদি ছাইড়া দে।

আপনার মতামত কি 🙄
15/01/2025

আপনার মতামত কি 🙄

ছবিটা আমার নজর কেড়েছে। সকলের জানা উচিৎ =>🌸 আপনার পাকস্থলী কখন ভীত; যখন আপনি সকালে ব্রেকফাস্ট করছেন না।🌸 আপনার কিডনি কখন ...
15/01/2025

ছবিটা আমার নজর কেড়েছে। সকলের জানা উচিৎ =>

🌸 আপনার পাকস্থলী কখন ভীত; যখন আপনি সকালে ব্রেকফাস্ট করছেন না।

🌸 আপনার কিডনি কখন আতঙ্কিত; যখন আপনি ২৪ ঘন্টায় ১০ গ্লাস পানি পান করতে ব্যর্থ হচ্ছেন।

🌸 আপনার গলব্লাডার ভীত; যখন আপনি রাত ১১টার মধ্যে ঘুমাতে এবং সূর্যোদয়ের সাথে সাথে বিছানা ছাড়তে ব্যর্থ হচ্ছেন।

🌸 আপনার ক্ষুদ্রান্ত্র আতঙ্কিত; যখন আপনি ঠান্ডা এবং বাসী খাবার খাচ্ছেন।

🌸 বৃহদান্ত্র আতঙ্কিত; যখন আপনি ভাজা-পোড়া এবং ঝাল মশলাযুক্ত খাবার বেশি খাচ্ছেন।

🌸 ফুসফুস তখন ভীত; যখন আপনি ধোঁয়া, ধুলা এবং বিড়ি ও সিগারেটের বিষাক্ত আবহাওয়ায় থাকছেন।

🌸 লিভার ভীত; যখন আপনি অতিরিক্ত ভাজা, জাঙ্কফুড এবং ফাস্টফুড খাচ্ছেন।

🌸 হৃদপিন্ড ভীত; যখন আপনি বেশি লবণ এবং কোলেস্টরলযুক্ত খাবার খাচ্ছেন।

🌸 প্যানক্রিয়াস আতঙ্কিত; যখন আপনি সহজলভ্য এবং সুস্বাদু বলে প্রচুর মিষ্টিজাত খাবার খাচ্ছেন।

🌸 আপনার চোখ আতঙ্কিত; যখন আপনি অন্ধকারে মোবাইলের আলো এবং কম্পিউটার স্ক্রীনের আলোয় কাজ করছেন।

🌸 আপনার মস্তিষ্ক ভীত; যখন আপনি নেতিবাচক চিন্তাকে প্রশ্রয় দেয়া শুরু করেছেন।

সুতরাং আপনার শরীরের অঙ্গ প্রতঙ্গসমূহের যত্ন নিন।

#সংগৃহীত

২১ বছরের একটা মেয়ে বিয়ে করছে ৮২ বছরের একজন বৃদ্ধকে। কেন বিয়ে করছে, এইটা বুঝতে হলে আমাকে আপনাকে সাইন্টিস্ট হতে হবে না।স্ব...
15/01/2025

২১ বছরের একটা মেয়ে বিয়ে করছে ৮২ বছরের একজন বৃদ্ধকে। কেন বিয়ে করছে, এইটা বুঝতে হলে আমাকে আপনাকে সাইন্টিস্ট হতে হবে না।

স্বামীর শেষ সময়েও নিজের ঠোঁটের লিপস্টিক লাগানো কমে না। মাথায়ও কাপড় নাই, যে কারণে মেয়েটা এই বৃদ্ধলোককে বিয়ে করছে ওর সাজসজ্জা দেখে মোটামুটি বলতে পারেন মেয়েটা আজ সফল।

বাঙালী মায়েরা নিজের স্বামীর চলে যাওয়ার শোকে ৩/৪ দিন অব্দি মুখে ভাত নিতে পারে না। সারাদিন সারারাত শুধু স্বামীর জন্য কাঁদতে থাকে। স্বামীর সামান্য অসুস্থতায় নিজের মুখে ভাত নিতেও ভুলে যায়, আর স্বামীর শেষকৃত্যের সময় সারারাত স্বামীর কানের পাশে বসে দোয়া, দুরুদ আর কোরআন পার্ট করতে থাকে।

আমাদের মায়েরা হয়তো এতোটা শিক্ষিত না, সেকলে টাইপের। লেখাপড়াও ঠিকমতো জানে না, মাথায় বুদ্ধি সুদ্ধিও একদম নাই কিন্তু বাবাদের চলে যাওয়ার শোকে তারা কখনোই স্বাভাবিক জীবনে আসতে পারে না। মুখে লিপস্টিক আর মাথায় কাপড় না দিয়ে স্বামীর শেষ সময়ে ভুলেও এভাবে এসে স্বামীর আত্মাকে কষ্ট দিবে না।

আমাদের মায়েরা কোনকালেই আধুনিক না হউক। এভাবে সারাজীবন অশিক্ষিত, আনস্মার্ট, সেকলে টাইপের থেকে যাক, অন্তত বাবাদের শেষ সময়ে তাদের আত্মাটুকু কষ্ট পাবে না।

The muscle definition on this liltle guy.
15/01/2025

The muscle definition on this liltle guy.

14/01/2025

ক্যালিফোর্নিয়া তে আগুন নেভাতে যেতে চাই।
ভিসা দেন
U.S. Embassy Dhaka

চুরির অপবাদে দেশ -বিদেশে একটি পরিবার,অপমানিত,লাঞ্চিত আর অপদস্ত হচ্ছে। আপকামিং- পরিবারের জন‍্য সতর্ক বার্তা।
14/01/2025

চুরির অপবাদে দেশ -বিদেশে একটি পরিবার,অপমানিত,লাঞ্চিত আর অপদস্ত হচ্ছে। আপকামিং- পরিবারের জন‍্য সতর্ক বার্তা।

এক লাখ যাদের আছে, তারা বড়লোক ই তো
14/01/2025

এক লাখ যাদের আছে, তারা বড়লোক ই তো

15% VAT on clothings?? Food, Fresh Fruits, Medicine, Soaps-??? মতামত চাই!!!
14/01/2025

15% VAT on clothings?? Food, Fresh Fruits, Medicine, Soaps-??? মতামত চাই!!!

চাইলাম ভাত দিলো ভ্যাট
14/01/2025

চাইলাম ভাত দিলো ভ্যাট

13/01/2025

আমি কোন দলের কর্মী বা সমর্থক নাহ,
যখন যে অন্যায় করবে আমি তার বিরুদ্ধে সোচ্চার।

Loud and clear 📌

Allah is with you when sabr (patience) is in you. For indeed, Allah is with the patient. — Quran 2:153Allah will give yo...
13/01/2025

Allah is with you when sabr (patience) is in you. For indeed, Allah is with the patient. — Quran 2:153

Allah will give you more when shukr (gratefulness) is in you. For He says, when you are grateful, I will give you more. — Quran 14:7

And Allah loves you when tawakkul (reliance upon Him) is in you. For indeed, Allah loves those who rely (upon Him). — Quran 3:159

ব'লো তো এখানে কয় টাকা আছে ||🤔
13/01/2025

ব'লো তো এখানে কয় টাকা আছে ||🤔

অন্তীম সময়ে আইসিইউর রোগীদের পাশে হাতে গোনা দুই একজন থাকে । এই দুই একজনই আইসিইউর বাইরে নির্ঘুম রাত কাটায় , একটু পর পর আকু...
13/01/2025

অন্তীম সময়ে আইসিইউর রোগীদের পাশে হাতে গোনা দুই একজন থাকে । এই দুই একজনই আইসিইউর বাইরে নির্ঘুম রাত কাটায় , একটু পর পর আকুল চিত্তে প্রশ্ন করে - " কোনো ইমপ্রুভমেন্ট আছে ডক্টর ? "

আপনি হয়তো জীবনের সোনালী রোদ্দুর অনেকের জন্যই ব্যয় করেছেন , অনেকের জন্যই শ্রম দিয়েছেন , নিজের মেধা উজাড় করে দিয়েছেন , ভালোবাসা বা আবেগে জড়িয়েছেন - বাট আপনার অন্তিম সময়ে আপনার পাশে তেমন কাওকে আপনি পাবেন না ।
আপনাকে খুব কাছের আত্মীয় স্বজনও দেখতে আসবে সামাজিক দায়বদ্ধতা থেকে । মনে মনে বলবে " যাই , এক কেজি কমলা নিয়া দেখা কইরা আসি। শেষ দেখা ...... নাইলে মইরা টইরা গেলে আমার উপ্রে দাবী রাইখা দিবো ! "

এই এক কেজি কমলা আনা মানুষটাকে আপনার সন্তান যদি বলে - " চাচা ! আব্বার আইসিইউর বিল দিতে আমাদের খুব কষ্ট হচ্ছে, একটু যদি সহায়তা করতেন, ধার হিসেবেই দিন, শোধ করে দিবো ! "
এক কেজি কমলা আনা মানুষটা মুহূর্তেই ভ্যানিস হয়া যাবে, তারে আর আইসিইউর আশেপাশেও আপনি পাইবেন না।

অন্তীম সময়ে আইসিইউর রোগীর হাত প্রিয় মানুষের হাত ধরে রাখতে চায় , ৯৯% রোগীই সেই সুযোগ পায়না ।
এজন্য গ্লভসের ভেতর পানি ঢুকিয়ে আইসিইউর রোগীর হাতের উপর দিয়ে রাখা হয় অনেক স্হানেই , এটা সাইকোলজীক্যাল সাপোর্ট , যাতে সংকটপন্ন রোগী অনুভব করে - কেও একজন তার হাত স্পর্শ করে রেখেছে, সবাই ছেড়ে চলে গেলেও এই মানুষটা তাকে কোনোদিনও ছেড়ে চলে যাবে না।

শেষ সময়েও মানব জীবনকে দেয়া ...... এক অলীক সান্ত্বনা । আহ জীবন ...... আহ 🙏

13/01/2025

প্রজারা রক্ত দিবে। করও দিবে।
উচ্চমূল‍্যে খাবার কিনবে। না পারলে উপোস থাকবে।

আবার,
সংবিধান প্রহসন করবে—“জনগণই সকল ক্ষমতার উৎস”

ইহাকেই বলে “রাষ্ট্র”!

©
Rayful Alam

13/01/2025

13/01/2025

দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ৬০ হাজার।
আগের বছর একই সময়ে ছিল ২৪ লাখ ৯০ হাজার।
বেকারত্বের হার বেড়ে হয়েছে ৪.৪৯ শতাংশ।

Address

Dhaka
Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Crazy Shafi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share