Pirates

Pirates Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pirates, Digital creator, Trishal uzanpara, Trishal Mymensingh, Mymensingh.
(1)

18/12/2024

কলিজা কাপানো কথাগুলো আবু ত্বহা আদনান ভাইয়ের।🥰

জীবনানন্দ দাশ, যিনি জন্মেছিলেন এক উচ্চবংশে, কিন্তু পুরো জীবন কাটিয়ে দিলেন হতদরিদ্রতার আঁধারে। বিয়ে করলেন লাবণ্যকে, যে হয়...
03/12/2024

জীবনানন্দ দাশ, যিনি জন্মেছিলেন এক উচ্চবংশে, কিন্তু পুরো জীবন কাটিয়ে দিলেন হতদরিদ্রতার আঁধারে। বিয়ে করলেন লাবণ্যকে, যে হয়তো ঘরমুখো ছিল, কিন্তু স্বপ্ন ছিল তার আকাশছোঁয়া। চাকরিবিহীন জীবন আর স্ত্রীর সাথে বন্ধনহীন সম্পর্কের মাঝেও জীবনানন্দ খুঁজে বেড়ালেন এমন একজন, যে তার মনের গভীরে পৌঁছাতে পারবে, অন্ধকারে আলো ছড়িয়ে দিবে। এই হাহাকার আর আকাঙ্ক্ষা নিয়ে লিখলেন বনলতা সেন।
আর রবীন্দ্রনাথ? চারদিকে তার গুণগান, নোবেল পুরস্কারের জয়জয়কার। কিন্তু মানুষ তখন তাকে বুঝলো না, প্রশান্তির বদলে দিলো অপমান—এতো বেদনার ভেতর দিয়ে তিনি সৃষ্টি করেছিলেন হৃদয় ছুঁয়ে যাওয়া কবিতা । একই সময়ে কেন আমাদের কবি মেসে ছারপোকার কামড় সহ্য করে, ক্ষুধার তাড়নায় চড়ুই পাখির ফেলে যাওয়া বিস্কুট খাওয়ার ইচ্ছা নিয়ে গল্প লিখে গেলো?
নিজের সফলতা দেখে যেতে না পারলেও মায়ের কথা জীবনানন্দ রেখেছেন—কুসুমকুমারী দাশ, যিনি বড় হওয়ার মানে বুঝিয়েছিলেন কাজের মাধ্যমে, কথায় নয়। মনের মধ্যে বিষন্নতা আর সংসারের টানাটানির পরেও বাংলার মাটি আর হৃদয়ের সঙ্গে তার প্রেম ছিল অফুরন্ত। কখনো সুদর্শন, আবার কখনো লক্ষ্মীপেঁচা হয়ে এই বাংলায় ফিরে আসতে চেয়েছিলেন তিনি। অবিশ্বাস্যভাবে, পৃথিবীতে ট্রাম দুর্ঘটনায় মারা যাওয়া একমাত্র মানুষ জীবনানন্দই। এখন তিনি স্বেচ্ছায় প্রাণ দিলেন নাকি আসলেই দুর্ঘটনার শিকার? আজ ঠিক সেই প্রহেলিকার দিন। তার নামের মধ্যে লুকিয়ে আছে জীবন আর আনন্দ, কিন্তু সারা জীবন কী পেলেন তিনি—দুঃখ ছাড়া?
There is a movie called 'Grave Of The Fireflies.' There is a dialogue there " Why do fireflies have to die so soon?"
এর উত্তর কিন্তু কেও জানে না কিন্তু আমাদেরই এক বাঙালি ৭০ বছর আগে এর উত্তর দিয়ে গেছে। তিনি আমাদের বিষন্নতার কবি--
''পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়,
প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন
মরে যেতে হয়" (দুজন - বনলতা সেন)

01/09/2024

24/08/2024

বয়কট করুন।

ড. ইউনূস  এবার  টের  পাচ্ছেন, কত  বড়ো  অজ্ঞ, নির্বোধ  আর  অকৃতজ্ঞ  জাতির  ভাগ্য  পরিবর্তনের  ভার  নিজ  কাঁধে  তুলেছেন। এ...
22/08/2024

ড. ইউনূস এবার টের পাচ্ছেন, কত বড়ো অজ্ঞ, নির্বোধ আর অকৃতজ্ঞ জাতির ভাগ্য পরিবর্তনের ভার নিজ কাঁধে তুলেছেন।

একদিকে সারাদেশ বন্যায় আক্রান্ত,
মানুষের হাহাকার,

১৮ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা,

সাবেক স্বৈরাচার সরকারের ষড়যন্ত্র,

একটার পর একটা অভ্যন্তরীণ ষড়যন্ত্র,

হসপিটালগুলোতে আহত মানুষগুলোর আর্তনাদ,

এখনো মানুষ মরছে, আজকেও একজন মরলো,

রক্তের দাগ এখনো শুকায় নাই ।

এরমধ্যে অকৃতজ্ঞ, নির্বোধ ও নির্লিপ্ত এক জাতি নেমে গেছে দাবি আদায়ে। এদের মধ্যে বিরাট এক অংশ শিক্ষক সমাজ, ছি! তাঁদের নাকি দেয়ালে পিঠ ঠেকে গেছে। দাবি না মানলে তাঁরা কর্মবিরতিতে যাবেন।

বলি এতদিন আপনাদের কর্মবিরতি নেয়ার হেডম কই আছিলো? সদ্য জন্মগ্রহণ করা নবজাতকের কাছে এত প্রত্যাশা কেমনে করেন? তাঁকে দিয়ে হালচাষ করানোর চিন্তা মাথায় আসে কেমনে?

১৬ বছরে শেষ করে দেয়া একটা দেশকে ১৬ দিনেই মেরামত করা যায়? একটু সময় দেয়া যায় না?

আপনাদের এখন উচিৎ ছিলো, হসপিটালগুলোতে যে যোদ্ধারা কাতরাচ্ছে তাঁদের অন্তত একবার দেখতে যাওয়া, গেছেন? নতুন সরকারকে অভিবাদন জানানোর জন্য সারাদেশ থেকে একটা প্রতিনিধিদল সরকারের সাথে দেখা করা। অন্তত একটা সম্মেলন করে সরকারের পাশে থাকার একটা আয়োজনও তো করেন নাই।

লজ্জা হয় না? এতটুকু আত্মসম্মানবোধ না থাকলে চলে? শিক্ষকতা পেশা শুধু আপনাকে দু পয়সা উপার্জনের মস্তিষ্কই দিয়েছে? জাতির ক্রান্তিলগ্নে জাতির বিবেক হয়ে জাতির হাল ধরার ব্যক্তিত্ব শেখায় নাই?

যখন থেকে আমি বুজতে শিখি তখন থেকে এই একটা দেশকে ঘৃণা করি, কিন্তু কখনো তাদের নিয়ে ভাব প্রকাশ করিনি শুধু আমার দেশের সনাতন ধ...
22/08/2024

যখন থেকে আমি বুজতে শিখি তখন থেকে এই একটা দেশকে ঘৃণা করি, কিন্তু কখনো তাদের নিয়ে ভাব প্রকাশ করিনি শুধু আমার দেশের সনাতন ধর্মাবলম্বী জন্য, কারণ আমি চায়নি আমার কথায় তারা কখনো আঘাত পাক কিন্তু আজকে সনাতন ধর্মাবলম্বী উদ্দেশ বলতে চাই, এই ভারত কখনো আপনাদের বন্ধু না, আপনাদের যদি কোন বন্ধু ভাই থাকে সেটা বাঙালি মুসলিম মুসলিম, লজ্জা তাদের জন্য যাঁরা বাংলাদেশে জন্ম হয়ে ভারতের পক্ষে কথা বলে 🤏

তামিম ইকবাল কে দলে ফেরানো নিয়ে আলোচনা করবেন আসিফ মাহমুদ...
17/08/2024

তামিম ইকবাল কে দলে ফেরানো নিয়ে আলোচনা করবেন আসিফ মাহমুদ...

17/08/2024
17/08/2024

21/04/2024

তালেবান 🔥🔥

20/04/2024

এরাই হচ্ছে আফগান তালেবান🔥🔥

27/09/2023

অবশেষে তামিম ইকবাল খান সমস্ত কিছু উন্মোচন করলেন।

বয়কট বিসিবি, বয়কট সাকিব।

17/07/2023

ঘুমন্ত সিংহকে জাগাতে যাবেন না।✅✅

30/06/2023

I gained 96 followers, created 45 posts and received 1,169 reactions from April to June! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

07/06/2023

মমতাজ আপারে কই পাই। বাংলাদেশের কারেন্টত মমতাজ আপা ফেরি কইরা বিক্রি করতাছে।কই যে পাই আপারে।😁😁
কেউ সন্ধ্যান পাইলে জনায়েন।

24/05/2023

যারা ফেইজবুকে এসে সরাসরি রিলেশনের পোস্ট করে, তারা নিজেরা নিজেদের বিরুদ্বে যিনার সাক্ষ্য ‍দিল।🙁🙁

আল্লাহ আমাদের হেফাজত করুন।🤲❤️

Address

Trishal Uzanpara, Trishal Mymensingh
Mymensingh
2220

Opening Hours

09:00 - 12:00

Telephone

+8801710413538

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pirates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share