Puja Saha

Puja Saha Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Puja Saha, Video Creator, Mirbari, Mymensingh.

22/05/2024

দিনশেষে তুমিই তোমার❤️

নিজের ক্ষত নিজেকেই সারাতে হবে❤️❤️
13/05/2024

নিজের ক্ষত নিজেকেই সারাতে হবে❤️❤️

12/05/2024

মা সবচেয়ে মধুর শব্দ, মায়ের হয় না কোনো
তুলনা❤️❤️❤️
মা দিবসে ফেসবুকে এতো এতো পোস্ট, ভালোবাসা কিন্তু বাস্তবে দেখা যায় মাকেই বৃদ্ধাশ্রমে পাঠানো হয়,মার সাথে খারাপ আচরণ করা হয়
একটা মেয়েও তো এক সময় মা হয় তাহলে বিয়ের আগে উচিত নয় কি তাকে সম্মান জানানো??
তাকে কেনো ধর্ষণ করা হয় এর নাম দেওয়া হয় ভালোবাসা???কেনো ভাই আপনারও তো মা আছে তাহলে কেনো আপনি আরেক মেয়েকে উত্যক্ত করেন ভালোবাসার প্রমাণ দিতে??কেনো বলেন সেক্স করে ক্ষমতার প্রমাণ দিতে??
এমনও তো দিন আসতে পারে আপনার বাবা হওয়ার ক্ষমতা নেই তখন কেমন লাগবে??
প্রেম করা মানেই কি একটা মেয়ের সতীত্ব নষ্ট করা?
তার সতিত্ব নষ্ট করে বলা তুই আমাকে খুশি করতে পারিস নাই এখন তোর সাথে আমার সম্পর্ক নেই এভাবেই মেয়েরা ধর্ষিতা হচ্ছে, মেয়েদেরকে ব্ল্যাকমেইল করে তার জীবন মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে হাজারও যুবক 😡😡😡এদের শাস্তি কি হবে না?মানুষরূপী নরপশুদের😡😡
তরা এতো হিংস্র জানোয়ার কেনো??? তদের মা,বোন, মেয়েকে কেউ ধর্ষণ করলে সহ্য করতে পারবি??
তাহলে ভেবে নে এই মেয়েটাও একদিন কারো মা হবে তখন ভালো লাগবে তার সন্তান যদি শোনে তার মা বিয়ের আগে ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে ধর্ষিতা হয়েছে সে সহ্য করতে পারবে? তোর মার সাথে এমন হলে তুই পারতি সহ্য করতে তাহলে এখনও সময় আছে মেয়েদেরকে সম্মান করতে শিখ দেখবি একদিন কোনো মেয়েই ধর্ষিতা হয়ে আত্মহত্যা করছে না।

মনে রাখিস পাপ তার বাপকেও ছাড়ে না।। মেয়েদের ঠকিয়ে এখন বেঁচে গেলি কিন্তু একদিন বাঁচতে পারবি তো???? ১০০ কীট তোকে দংশন করবে, প্রকৃতি কাউকে ছাড় দেয় না এসব কথা বাণী নয় ধর্মগ্রন্থের কথা মিলিয়ে নিস জানোয়ার😡😡

যেদিন তদের মতো ধর্ষক থাকবে না সেদিন এ দেশে ছয় বছরের শিশুকে ধর্ষিতা হতে হবে না।।

কপি পোস্ট

প্রতিটি সূর্যোদয় এক নতুন ভোরের প্রস্তুতি🌺
09/05/2024

প্রতিটি সূর্যোদয় এক নতুন ভোরের প্রস্তুতি🌺

খুব সুন্দর কথা💛💚
03/05/2024

খুব সুন্দর কথা💛💚

যে তোমাকে ভালোবাসে তার আবেগের দাম দিতে শিখো,দেখবে বাজেভাবে হেরে গিয়েও শেষমেশ দারুণভাবে জিতে গেছো। সুশান্ত পাল
03/05/2024

যে তোমাকে ভালোবাসে তার আবেগের দাম দিতে শিখো,দেখবে বাজেভাবে হেরে গিয়েও শেষমেশ দারুণভাবে জিতে গেছো।
সুশান্ত পাল

02/05/2024

জীবনের বহু গল্প এখনও বাকি🗒️🖊️

অতিরিক্ত বিশ্বাস আপনাকে সাপের মতো দংশন করবে🐍
30/04/2024

অতিরিক্ত বিশ্বাস আপনাকে সাপের মতো
দংশন করবে🐍

একাকিত্ব ভীষণ সুন্দর তবে মস্তিষ্কে জমে থাকা স্মৃতি গুলো বিষাক্ত💔
21/04/2024

একাকিত্ব ভীষণ সুন্দর তবে মস্তিষ্কে জমে থাকা
স্মৃতি গুলো বিষাক্ত💔

21/04/2024

মানুষ এবং সময় যে শিক্ষা দিয়েছে

বই পড়েও তার এক বিন্দু শিক্ষাও পাই নাই

সবই মুখোশের আড়ালে অপরিচিতা!!!

19/04/2024

আমাদের বৈশাখ💛

"অপেক্ষা" খুব সুন্দর কিন্তু অনিশ্চিত অপেক্ষার কোনো প্রয়োজন নেই জীবনে।।
16/04/2024

"অপেক্ষা" খুব সুন্দর কিন্তু অনিশ্চিত অপেক্ষার কোনো প্রয়োজন নেই জীবনে।।

08/04/2024

শেষমেশ তুমি একান্তই তোমার, যত্ন নাও নিজের!!🖤🌸

🌹🌹হরে কৃষ্ণ🌹🌹
08/04/2024

🌹🌹হরে কৃষ্ণ🌹🌹

29/03/2024

সন্তোষী মার পূজা🙏
জয় মা সন্তোষী🌺🌹

হরে কৃষ্ণ🙏🙏ভক্ত সঙ্গে তীর্থ দর্শন এমন দিন কোটি বার ফিরে আসুক
04/03/2024

হরে কৃষ্ণ🙏🙏
ভক্ত সঙ্গে তীর্থ দর্শন
এমন দিন কোটি বার ফিরে আসুক

আমি কারো কাছ থেকেই ফুল এক্সপেক্ট করি না কারণ আমার বাবার রাজ্যে আমিই ফুল❤️🌹ভালো থাকুক আমার বাবা❤️❤️❤️
07/02/2024

আমি কারো কাছ থেকেই ফুল এক্সপেক্ট করি না কারণ আমার বাবার রাজ্যে আমিই ফুল❤️🌹
ভালো থাকুক আমার বাবা❤️❤️❤️

31/12/2023

২০২৩ সাল আমাকে অনেক কিছু শিখিয়েছে আর বুঝিয়েছে।সবথেকে বড় যে শিক্ষাটা পেয়েছি তা হলো মানুষ চিনা,,,আমি আমার এই ছোট্ট জীবনে অনেকের কাছ থেকে অনেক ভাবে ঠকেছি😭
বার বার বিশ্বাস করেছি মানুষকে কিন্তু ভুল ছিলো।
তারাই আমার পিছনে ছুরি মেরেছে
বন্ধুত্বের হাত বাড়িয়েও ঠকিয়েছে মানুষ আমাকে তাই তো এখন কিছু বলার আগে বার বার ভাবি।
ধন্যবাদ ২০২৩ অনেক কিছু শিখিয়েছো,যা কিছু দিয়েছো তুলনাহীন😡
ডাবল ধন্যবাদ😊
তবে খারাপ সময় আসা মানেই জীবন থেমে থাকা না
প্রত্যেক টা খারাপ ঘটনা থেকে অনেক কিছু শিখারও আছে
ধন্যবাদ নিষ্ঠুর মানুষদেরকে তারা শিখিয়েছে কাউকে অতিরিক্ত বিশ্বাস, ভরসা করতে নেই
তারা শিখিয়েছে অন্ধের মতো বিশ্বাস করো না,অন্ধের মতো ভালোবেসো না কাউকে।
যাই কিছু ঘটে যাক না কেনো আর পিছনে ফিরেও তাকাবো না আত্মসম্মান বোধ থাকলে।
ধন্যবাদ তাদেরকে বাস্তবতা শিখানোর জন্য।
নতুন করে বাঁচতে শিখিয়েছে❤️
মানুষ মিথ্যা অপবাদ দিয়েছে এর থেকে কষ্ট নেই, যা কলিজা পর্যন্ত লাগছে😭 কিন্তু জবাব এমনিতেই একদিন পাবে শুধু সময়ের অপেক্ষা
তবে ২০২৩ সাল এটাও শিখিয়েছে দিন শেষে যাই ঘটুক না কেনো পরিবার সাথে থাকবে❤️❤️
আমার জীবনে ২০২৩ সালের মতো বছর আর যেনো না আসে বিদায়২০২৩।।।।।

27/12/2023

বছরের এই শেষ দিনগুলোতে এসে অনেক মানুষকে ধন্যবাদ জানাই🙏🙏

আপন সেজে পিছনে ছুরি মারা মানুষগুলোকে ধন্যবাদ
কথা দিয়েও মন ভেঙে দেওয়া মানুষগুলোকে ধন্যবাদ।
ছেড়ে যাওয়া মানুষগুলোকেও ধন্যবাদ।
সবদিক দিয়েই ঠকানো মানুষগুলোকে ধন্যবাদ।
প্রতারকদের ধন্যবাদ।
আপনারা এসব না করলে অনেক কিছুই শিখতাম না জীবনে,সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলতাম
তারা শিখিয়েছে মানুষকে এতো বিশ্বাস করো না।
স্ট্রং করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।।।
আবারও ধন্যবাদ।।।।।।

Address

Mirbari
Mymensingh

Telephone

+8801930841575

Website

Alerts

Be the first to know and let us send you an email when Puja Saha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Puja Saha:

Videos

Share

Category

Nearby media companies


Other Video Creators in Mymensingh

Show All

You may also like