Radio Sakib

Radio Sakib Bangla 24x7 Live Internet Radio Station
https://radiosakib.blogspot.com/ Bangla Online Radio SakibFM

- gf এর মোবাইলটা হাতে পেয়ে মাথায় শয়/তানি বুদ্ধি ঢুকলো,,😝সোজা ওর ফে/সবুক আই/ডিতেঢুকলাম,,😎একে  ১৪ টা ছে/লেকে ইনবক্সে"আই...
20/09/2023

- gf এর মোবাইলটা হাতে পেয়ে মাথায় শয়/তানি বুদ্ধি ঢুকলো,,😝

সোজা ওর ফে/সবুক আই/ডিতে
ঢুকলাম,,😎

একে ১৪ টা ছে/লেকে ইনবক্সে
"আই লাভ ইউ"লিখে পাঠালাম.. ,😂
--ব্যাপার সেইটা না🙄

ব্যাপার হইতেছে একে একে ৮টা আইডি থেকেই রিপ্লে আসলো..😒
চলুন রিপ্লেগুলা দেখে আসি..,😒

১) একটু আগেই তো একবার বললা..!এখন আবার কেনো..??🥴☹👹

২) লাভ ইউ টু সোনা..!!ক্লাস শেষ..??😒

৩) রা/গ ভাঙ্গসে তাহলে আমার বে/বিটার....?এতো রা/গ করো কেনো..??এখন একবার ফোন দেই..?? আই লাভ ইউ টু,,,,🥰😍

৪) সো/না চলো আগামীকাল ডে/ট করি Ummmmah! লাভ ইউ টু..!!😍

৫) আর দ/রদ দেখাতে হবেনা,, এতো লাভু লাভু করবানা,,বি/য়ের পরে বলবা,,এর আগে আর না,,😍

৬) তোমাকে না বলছি এই আই/ডিতে এই সব মেসেজ দিবানা..! আপু আই/ডি চেক করে..!!😩

৭)আহহহ!!! কি পড়াইলা "সো*না..!!😍
লাস্ট মেসেজটাও দেখার মতই ছিলো—

৮) গতকালই ব্রেক আপ করলা,, আজকেই আবার লাভ ইউ লিখে পাঠাইসো হাও সুইট.!!😍

কেউ আমারে একটু চকলেট ফ্লেভার ইদুর মারার বি/ষ দে?🥴
Page Follow দিন 👉👉কথা কাব্যকথা কাব্য

08/11/2022

kichu kichu manusher jibone valobasa chawatai vul....

03/11/2022

03/11/2022

02/11/2022

Ekdike prithib r ekdike tumi jodi thako..

02/11/2022

তুমি আমার

31/10/2022

বাংলা #গান

17/10/2022

প্রেমের কি নাম

10/10/2022

kite bandhobi

09/10/2022
05/10/2022

একদিন রাধা শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন,"আমাকে তুমি কোথায় খুঁজে
পাবে?"
শ্রীকৃষ্ণ বললেন, "তুমি আমার মনেপ্রাণে,হৃদয়ে,শরীরে,শ্বাসপ্রশ্বাসে,আত্মায়,চারপাশে..সব জায়গায় আছো।চোখ বন্ধ করলেও তোমাকে দেখতে পাই।"
রাধা বললেন,"তাহলে কোথায় নেই?"
শ্রীকৃষ্ণ বললেন,"তুমি আমার ভাগ্যে নেই।নয়তো সবচেয়ে ভালোবেসেও তোমাকে অন্যভাবে পেলাম না কেন?"
সত্যি ভাগ্য জিনিস টা বড় অদ্ভুত!! ভাগ্য কেবল সময়ে অসময়ে অনুভব করা যায়। ভাগ্যকে ধরা ভীষণ কঠিন। তাইতো অজান্তেই বারেবারে বদলে যায় ভাগ্যরেখা। যাওয়ার আগে ডাক দিয়ে যায়না,জানিয়েও যায় না। চলে যাওয়ার পর তা টের পাওয়া যায়।আমি ভাগ্য বিশ্বাস করি।সত্যি তাই ভাগ্য একটা বড় বিষয়
#রেডিওসাকিব

05/10/2022

প্রিয় একটা #গান

05/10/2022

#গান ভ্যল না হয় ছিল আমারি বেশি #আসিফ

05/10/2022

ও প্রিয় ভুল বুজে যাবে কোথায়? 💞💞💞

05/10/2022

আমার মনটা প্রেমে ভরা তোমার মনটা খালি 💔💔💔
#কাজীশুভ

*বাবা সব সময় পিছিয়ে থাকে,**জানি না কেন?*  ১.  মা 9 মাস বহন করেন, বাবা 25 বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা প...
30/06/2022

*বাবা সব সময় পিছিয়ে থাকে,*
*জানি না কেন?*
১. মা 9 মাস বহন করেন, বাবা 25 বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।
২। মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।
৩. মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা সমান, তবে মায়ের ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানিনা কেন বাবা পিছিয়ে।
৪. ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে ‘মা’ বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনও খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে, প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না।
৫. আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা-কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন।
৬. মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে।
৭. বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে, কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন।
৮. মা বলে, আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামাকাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না।
৯. বাবা-মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে, মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে, বাবা অকেজো।

বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত, এই কারণেই তিনি পিছিয়ে আছেন...!!!!

লেখা‌টি কুড়িয়ে পাওয়া।
পৃ‌থিবীর সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি🥀💝
love you baba🥰😍

ছাত্রের ফেলের খবর দেয়া শিক্ষকের সাথে ছাত্রের বাবার দারুণ কথোপকথন:-আপনি কি মলয় দাস ?-আজ্ঞে,  বলছি।-সাগর দাস  কি আপনার ছেল...
30/06/2022

ছাত্রের ফেলের খবর দেয়া শিক্ষকের সাথে ছাত্রের বাবার দারুণ কথোপকথন:

-আপনি কি মলয় দাস ?
-আজ্ঞে, বলছি।
-সাগর দাস কি আপনার ছেলে?
-আজ্ঞে, আপনি কে বলছেন?
-আমি আপনার ছেলের ইউনিভার্সিটি থেকে বলছি। তন্ময় বেরা। হেড অফ ডিপার্টমেন্ট।

-ও, আচ্ছা। কেমন আছেন, স্যার?
- আজ্ঞে, ভালো। আপনার ছেলে সম্পর্কে কিছু কথা বলার ছিল। ও তো কিছুদিন আগে থার্ড সেমিস্টার শেষ করেছে। সেমিস্টার ফাইনালের রেজাল্ট প্রকাশ হয়েছে দুই দিন আগে। আপনার ছেলে দুই কোর্সে ফেল করেছে। আপনাকে কি বলেছে?
- আজ্ঞে, বলেছে।

-আমাদের ইউনিভার্সিটিতে কিছু নিয়ম-কানুন আছে। ফেল করলে আমরা ছাত্রদের আবারও পরীক্ষায় বসে পাস করার সুযোগ দেই। এরপরও ফেল করলে ইউনিভার্সিটিতে রাখার নিয়ম নেই।
-তা এসব আমাকে কেন বলছেন?

থতমত খেয়ে গেলেন ও প্রান্তের ব্যক্তি।
-না, মানে, আমি বলছিলাম আপনার ছেলে ফেল করেছে। আপনার কি উচিত না তার পড়াশোনার প্রতি খেয়াল রাখা?
-আমাকেই যদি তার পড়াশোনার দায়ভার নিতে হয়, তাহলে আপনি কী জন্যে আছেন?
-না, মানে আমি বলছিলাম আপনি কাউন্সেলিং করতে পারেন, বোঝাতে পারেন।
-অবশ্যই আমি তার সাথে কথা বলতে পারি। কিন্তু শিক্ষক হিসেবে আপনি কি তার সাথে কথা বলেছেন?
-মানে? বুঝলাম না!
-আমি বলতে চাইছি, আমার ছেলে যে ফেল করল, গলদটা কোথায় বোঝার চেষ্টা করেছেন কি? দোষ পুরোটা কি ওর একার? আপনার কোনও দায়ভার নেই?

-কী বলতে চাইছেন আপনি?
-দেখুন, স্যার, খুব স্পষ্ট আর সহজ ভাষায় বলছি। এভাবে ছাত্রের ব্যর্থতায় সরাসরি মা-বাবাকে তলব করার আগে আপনাদের পাঁচবার ভাবা উচিত। পড়াশোনার জন্য ছেলেকে পাঠিয়েছি আপনাদের কাছে। তাকে পড়াতে না পারার, পড়ালেখার প্রতি আগ্রহ তৈরি করতে না পারার, সফলতার পথ দেখাতে না পারার ব্যর্থতাটুকু পুরোপুরি আপনাদের। বাবা-মা কোনও শিক্ষক নন যে এসব পালন করবেন। এ দায়িত্বটুকু পালনের ভার আপনাদের উপরে দেয়া হয়েছে। কই, বেতন তো ঠিকই নেন। ছাত্রের সফলতারও ভাগ চান। তাহলে ব্যর্থতার ভার কেন শুধু ছাত্র আর মা-বাবার ওপরে চাপবে?

-আমি আসলে ওভাবে বুঝাতে চাইনি।
-কোনওভাবেই বোঝানোর দরকার পড়ত না, যদি যথাযথ শিক্ষকের দায়িত্ব আপনারা পালন করতে পারতেন।
-আমি রাখছি।
- দাড়ান । আপনার বাবার ফোন নম্বরটা পাঠিয়ে দেন।
-মানে? কেন?
-ব্যর্থ ছাত্রের পিতাকে ফোন করে যে দায়িত্ব আপনি পালন করেছেন, ব্যর্থ শিক্ষকের বাবাকে ফোন করে আমিও একই দায়িত্ব পালন করতে চাই!

19/05/2022

অসাধারণ একটা ভিডিও 🤘🤘

13/05/2022

জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি

ইউ এস বি কুরিয়ার সার্ভিসের হেড অফিসের জন্য কিছু পুরুষ লোক নিয়োগ করা হবে।

পদের নামঃ- সার্ভিস এসিসট্যান্টের।

বেতনঃ- ১১৫০০/- টাকা।

শিক্ষা যোগ্যতাঃ- J.S.C / S.S.C

ডিউটিঃ- ৮ ঘন্টা।

কাজের স্থানঃ- মিরপুর ১ ঢাকা।

সুবিধা সমূহঃ- থাকা, খাওয়া ফ্রি।

কাজের ধরনঃ- গাড়ির থেকে পার্সেল লোড করা আর অনলোড করা মানে গাড়ির থেকে মাল নামানো আর উঠানো কাজ।

থিংক 🤔
12/05/2022

থিংক 🤔

08/05/2022
24/04/2022
24/04/2022
23/03/2022
07/01/2022
05/01/2022

স্ত্রীর জটিল হিসাব
➖➖➖➖➖➖
এক স্বামী তার স্ত্রীর কাছ থেকে ২৫০ টাকা ধার নিল।
তার কিছুদিন পর আবার ২৫০ টাকা নিল। তার কিছুদিন পর স্ত্রী তার স্বামীর কাছে পাওনা টাকা চাইলো।
স্বামী জিজ্ঞেস করলো কতো হয়েছে?
স্ত্রী বলল ৪১০০ টাকা !
কিভাবে? স্বামী জিজ্ঞেস করল।

স্ত্রী খাতায় লিখে ঠিক এভাবেই হিসেব দিল
👇👇👇👇
২ ৫ ০ টাকা
+২ ৫ ০ টাকা
--------------------------------------
মোট- ৪ ১০ ০ টাকা
স্বামী হতবাক হয়ে ভাবতে লাগলো কোন স্কুলে পড়েছে কে জানে !
স্বামী বুদ্ধি খাটিয়ে ভেবে দেখল যে, ও যেভাবে গণিত শিখেছে ওকে সেভাবেই শোধ দিতে হবে।
সে ১০০ টাকা দিয়ে স্ত্রীকে দিয়ে জিজ্ঞেস করল আর কতো পাবে খাতায় হিসেব করে দেখাও।

স্ত্রী ঠিক আগের মতো হিসাব করল-
👇👇👇👇
৪ ১ ০ ০ টাকা
- ১ ০ ০ টাকা
------------------------
৪ টাকা

স্ত্রীকে ৪ টাকা দিয়ে বলল হিসাব বরাবর ! 🤣

দুজনেই এভাবে আনন্দিত হয়ে জীবন অতিবাহিত করতে লাগল।
কিন্তু মাঝখান থেকে গণিতের মৃত্যু হয়ে গেল। 😉🤭🥱

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Radio Sakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Radio Sakib:

Videos

Share

Category


Other Radio Stations in Mymensingh

Show All