Mohtasim Maruf

Mohtasim Maruf Welcome to My Page

দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন আমাদের নেত্রকোনা জেলার জনাব ওবায়দুল হাসান শাহিন স্যার।
12/09/2023

দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন আমাদের নেত্রকোনা জেলার জনাব ওবায়দুল হাসান শাহিন স্যার।

ভ্রমণ মানুষ কে আনন্দ দেয়, মানসিক এনার্জির যোগান দেয়। নিজেকে একজন ট্রাভেলার হিসেবেই পরিচয় দিতে এখন সবথেকে স্বাচ্ছন্দ্য...
28/08/2023

ভ্রমণ মানুষ কে আনন্দ দেয়, মানসিক এনার্জির যোগান দেয়। নিজেকে একজন ট্রাভেলার হিসেবেই পরিচয় দিতে এখন সবথেকে স্বাচ্ছন্দ্যবোধ করি।
সুযোগ পেলেই নানান জেলার নানান দর্শনীয় স্থান কিংবা বিখ্যাত স্থান ঘুরে আসার চেষ্টা করি।
সেভাবেই ঝালকাঠির বিখ্যাত ভাসমান পেয়ারা বাজার দেখার উদ্দেশ্যে পাড়ি জমাই। একজন ট্রাভেলার সাথে আরেকজন ট্রাভেলারের খুবই মিলে। যাত্রায় সময় পরিচয় হয় আরেকজন ভ্রমন পিপাসুর সাথে। উনি আমার থেকেও বড় ভ্রমণ পিপাসু। উনি জব করেন বাংলাদেশ এয়ার ফোর্সে, এত ব্যস্ততার মাঝেও তিনি নাকি বাংলাদেশের সব জেলার মোটামুটি ভ্রমণ শেষ করেছেন ‌।
মানুষ কতটা আন্তরিক হতে পারে, সেটাই বারবার প্রমাণ পাই কোন না কোন ভ্রমণের সময়। ঠিক একইভাবে পরিচয় হয়েছিল air force এর এই ভাইয়ের সাথে। উনার নাম মঞ্জুর রহমান। পরিচয় হওয়ার পর থেকেই আড্ডা, একসাথে গলা ছেড়ে গান গাওয়া মনে হচ্ছিল উনার সাথে কতদিনের পরিচয়। যাওয়ার সময় এই উপহারটি দিয়ে যান।
ভ্রমণ যেমন মানুষকে মানসিক শান্তির পিপাসা মিটায় ঠিক তেমনভাবেই অনেক কিছু শেখায়, নানান মানুষের সাথে পরিচয়, বিচিত্র পরিবেশ। এটি অনেক কিছু শেখায়।
(যদিও আমি একজন ভ্রমন পিপাসু মানুষ তবে মাঝেমধ্যে পরিস্থিতির কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও কোথাও ভ্রমণ করতে পারি না, এই যে ধরেন আগামী মাসের ৬ তারিখ বন্ধু ও বড় ভাইদের কক্সবাজার ট্রিপ, পরিস্থিতির কারণে যেতে পারলাম না। জীবনে বিরাট বড় আফসোস থেকে যাবে।)
তাই বলি ভ্রমণ করুন, জানুন, শিখুন এবং ভালো থাকুন।

বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতুর পাশে দাঁড়িয়ে আরেক স্বপ্ন। প্রথমটা তো পূরণ হলো এবার এটাও পূরণ হয়ে যাক ।আইসিসি ক্রিকেট ...
07/08/2023

বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতুর পাশে দাঁড়িয়ে আরেক স্বপ্ন। প্রথমটা তো পূরণ হলো এবার এটাও পূরণ হয়ে যাক ।
আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩♥️

নাগরিকদের অধিকার রক্ষার কাজেই আইনের উদ্দেশ্য। কিন্তু কখনো কখনো আইনকে ব্যবহার করে মানুষদের হয়রানিও করা হয়। কখনো দেখা যা...
29/07/2023

নাগরিকদের অধিকার রক্ষার কাজেই আইনের উদ্দেশ্য। কিন্তু কখনো কখনো আইনকে ব্যবহার করে মানুষদের হয়রানিও করা হয়। কখনো দেখা যায় জায়গা জমি নিয়ে বিরোধের কারণে প্রতিপক্ষকে হেনস্থা করার উদ্দেশ্যে মিথ্যা মামলা দেওয়া হয়। মিথ্যা মামলা গুলো বেশিরভাগই ফৌজদারী মামলা হয়। এর উদ্দেশ্যই হলো মানুষকে ভোগান্তি দেওয়া।

এক্ষেত্রে মানুষ সব থেকে বড় যে ভুল করে তা হল পালিয়ে যাওয়া। এরকম পরিস্থিতির মুখোমুখি হলে মানসিকভাবে যতটা সম্ভব শান্ত থাকুন। মনে রাখতে হবে আইনের চোখে আপনার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত আপনি নিরপরাধ।

প্রথমেই জানতে হবে মামলাটি থানায় হয়েছে নাকি আদালতে। এরপর আইনজীবীর মাধ্যমে মামলার আরজি বা এজাহারের কপি তুলতে হবে। মামলাটির ধারা ও অভিযোগ জামিনযোগ্য কি না তা জানতে হবে।

যদি থানায় মামলা হয়:
আপনি কিছু জানার আগেই হঠাৎ পুলিশ এসে আপনাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যেতে পারে । এই সময়ে ভয় পাবেন না । সাহস রাখুন , স্থির থাকুন আর গ্রেপ্তারের কারণ জানতে চেষ্টা করুন । যদি সমাধান করতে পারেন নিয়ম অনুযায়ী দেখতে পারেন ।

একটা কথা মনে রাখবেন নিয়ম মাফিক গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে আপনাকে আদালতে প্রেরণ করা হবে। আইনজীবীর সাথে পরামর্শ করে জামিনের জন্য আদালতে আবেদন করতে হবে।

যদি আদালতে মামলা হয়:

থানায় মামলা না হয়ে আদালতে (সি,আর মামলা) হতে পারে, এক্ষেত্রে আদালত সমন দিতে পারেন কিংবা গ্রেপ্তারি পরোয়ানাও জারি করতে পারেন। এর জন্য একজন বীজ্ঞ আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন চাইতে হবে।

আইনজীবীর সাথে পরামর্শ করে হাইকোর্ট বিভাগে আগাম জামিনের জন্য জামিন চাইতে পারেন । হাইকোর্ট মনে করলে আগাম জামিন দিতে পারে । এটা সম্পূর্ণ নির্ভর করে আপনি কোন ক্ষেত্রে জামিন চাইলেন তার উপর ।

মনে রাখতে হবে, মামলা জামিনযোগ্য হলে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইতে পারবেন আসামি। অভিযোগ জামিন-অযোগ্য হলে হাইকোর্ট বিভাগে উপযুক্ত কারণ দেখিয়ে আসামি আগাম জামিন চাইতে পারেন। আদালতে বিচার চলাকালে নির্দিষ্ট তারিখে অবশ্যই হাজিরা দিতে হবে। কোনো যুক্তিসংগত কারণ ছাড়া অনুপস্থিত থাকলে আসামির জামিন বাতিল করে দিতে পারেন আদালত।

আইনে এমন একটা যায়গা যেখানে নির্দোষ কোন লোক হয়রানি হলে তার জন্যও আইন রয়েছে । দণ্ডবিধির ২১১ ধারা অনুযায়ী মিথ্যা মামলা করা একটি শাস্তিযোগ্য অপরাধ। আপনি নির্দোষ প্রমাণিত হলে মিথ্যা মামলা দায়েরকারীর বিরুদ্ধে আদালতে প্রতিকার চেয়ে মামলা করতে পারেন।

দণ্ড বিধির ২১১ ধারা অনুযায়ী, যদি কোনো ব্যক্তি কারও বিরুদ্ধে মিথ্যা ফৌজদারি মামলা করেন, তবে দুই বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

যদি এমন গুরুতর মিথ্যা ফৌজদারি মামলা করা হয়, যার শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা সাত বছর বা তার ঊর্ধ্বে কারাদণ্ড হতে পারে, সে ক্ষেত্রে মিথ্যা মামলাকারী বা বাদীপক্ষ সাত বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হবেন।

মিথ্যা মামলাকারী সব ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি ২৫০ ধারা অনুযায়ী মিথ্যা মামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে আদালত ক্ষতিপূরণ প্রদানের আদেশ করতে পারেন। এ ছাড়া কোনো পুলিশ কর্মকর্তা আমলযোগ্য নয়—এ রকম কোনো মামলায় মিথ্যা প্রতিবেদন দিলে তাঁর বিরুদ্ধেও এ ধারা অনুযায়ী ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ প্রদানের আদেশ দেওয়া যায়।

আইন যথার্থভাবে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে প্রয়োগ হোক। কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন—এটাই সবার প্রত্যাশা।

(তথ্যগুলো বিভিন্ন সোর্স থেকে সংগ্রহীত)

  (Pre)কিছুদিনের মধ্যেই হয়তো সিলেট ভ্রমণে যাব তবে যাওয়ার আগে সিলেট বিষয়ে কিছু তথ্য বলি।প্রথমত আপনি জানলে অবাক হবেন যে...
10/07/2023

(Pre)

কিছুদিনের মধ্যেই হয়তো সিলেট ভ্রমণে যাব তবে যাওয়ার আগে সিলেট বিষয়ে কিছু তথ্য বলি।

প্রথমত আপনি জানলে অবাক হবেন যে সিলেটি ভাষা গুগল কিবোর্ডে অন্তর্ভুক্ত অর্থাৎ আপনি ইচ্ছে করলে গুগল কিবোর্ড এর মাধ্যমে সিলেটি ভাষায় লিখতে পারবেন।

সিলেটি ভাষা নিয়ে যদি একটু ঘাটাঘাটি করা যায় তাহলে দেখা যাবে যে এই ভাষাটি শুধু বাংলাদেশের সিলেটেই নয় বরং আসাম রাজ্যেও প্রচলিত আছে। ১ কোটি ১৮ লাখ কথ্য ভাষাভাষী মানুষ নিয়ে পৃথিবীর ৯৭ তম বৃহৎ ভাষা হচ্ছে সিলেটি ভাষা।

এর উচ্চারণ সিলেটি বা সিলটি। তাছাড়া সিলেটি ভাষার রয়েছেন নিজস্ব বর্ণ মালা সিলেটি নাগরী লিপিতে ৩৩টি হরফ বা বর্ণ রয়েছে। এর মধ্যে স্বরবর্ণ ৫টি, ব্যঞ্জনবর্ণ ২৭টি, অযোগবাহবর্ণ বা ধ্বনিনির্দেশক চিহ্ন ১টি।

এক কথায় যদি বলি তাহলে সিলেটি ভাষা নিয়ে পুরা একটা গ্রামার বই লেখা যাবে যা হবে সিলেটি ভাষা গ্রামার বা ব্যাকরণ।

এরকম আরো অনেক সিলেটি ভাষা নিয়ে তথ্য আছে যা অবাক করার মত, বাকি সব তথ্য সেখানে দিব ইনশাল্লাহ।

বরিশাল জেলা!ছুটে চলেছি দিগ্বিদিক খুঁজেছি নতুনত্ব, যেখানে লুকিয়ে আছে অমরত্ব। ভ্রমণ করি আত্মিক সুখ লাভের জন্য। ভ্রমণ আমাকে...
30/06/2023

বরিশাল জেলা!

ছুটে চলেছি দিগ্বিদিক
খুঁজেছি নতুনত্ব, যেখানে লুকিয়ে আছে অমরত্ব।
ভ্রমণ করি আত্মিক সুখ লাভের জন্য। ভ্রমণ আমাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি। আজকের লেখায় তুলে ধরার চেষ্টা করব আমার বরিশাল ভ্রমণ এবং বরিশাল সম্বন্ধে বিস্তারিত। যদিও ঈদের পূর্বেই ভ্রমণ করি কিন্তু ব্যস্ততার কারণে লেখা হয়নি।

বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের মায়া ভরা একটি জেলা হচ্ছে বরিশাল। বাংলাদেশের শস্যভাণ্ডার খ্যাত বরিশাল জেলা সমুদ্রের উপকূলবর্তী একটি জেলা। আয়তে শাল যাইতে শাল তারই নাম বরিশাল। বরিশালকে যদি এক কথায় বলি তাহলে বলা যায় যে নদী, নালা, খাল এই নিয়ে বরিশাল। খাল এবং নদীর অপরূপ রূপের একমাত্র জেলা হচ্ছে বরিশাল। এই শহরের পূর্বতন নাম চন্দ্রদ্বীপ।

এক কিংবদন্তি থেকে জানা যায়, পূর্বে এখানে খুব বড় বড় শাল গাছ জন্মাতো; আর শাল গাছ থেকেই 'বরিশাল' নামের উৎপত্তি। 'আইতে শাল, যাইতে শাল / তার নাম বরিশাল' প্রবাদটি উল্লেখ্য। আবার, কেউ কেউ দাবি করেন যে, পর্তুগীজ বেরি ও শেলির প্রেমকাহিনীর জন্য বরিশাল নামকরণ করা হয়েছে।(src:wiki)

বরিশালে যাওয়ার অনেকগুলো রাস্তা আছে, আপনি চাইলে প্লেনে যেতে পারেন কিংবা এখন বাসে করে কিংবা গাড়িতে করে যেতে পারেন। কিন্তু আপনি বরিশাল যাবেন আর লঞ্চে যাবেন না তা কি হয় ? আমি বলব যদি বরিশাল জান তাহলে অবশ্যই লঞ্চে যাবেন। বরিশালের লঞ্চে যদি আপনি ট্রাভেলিং না করেন তাহলে বরিশালের আসল ফিল কখনোই পাবেন না। তাই আমি বলব যদি আপনার বরিশাল ভ্রমণ করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই অবশ্যই সেটা লঞ্চে ভ্রমণ করবেন।

বাংলার ভেনিস খ্যাত বরিশাল জেলার দর্শনীয় স্থান গুলোর মধ্যে কিছু উল্লেখযোগ্য হলো;

১/লাকুটিয়া জমিদার বাড়ি
২/দূর্গাসাগর দিঘি
৩/গুঠিয়া মসজিদ
৪/কড়াপুর মিয়াবাড়ি মসজিদ
৫/বিবির পুকুর
৬/শাপলা গ্রাম, সাতলা
৭/ভাসমান পেয়ারা বাজার
৮/ব্রজ মোহন কলেজ

ইতিহাস, ঐতিহ্যের পুণ্যভূমি হলো বাংলাদেশ। বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজারো ঐতিহাসিক স্হাপনা, যেসবের রয়েছে অনেক জানা অজানা ইতিহাস। কালের বিবর্তনে আমরা হারিয়েছে আমাদের অনেক ঐতিহ্য, অযত্নে অবহেলায় ধ্বংস হচ্ছে শত শত বছরের পুরাকীর্তি। ঐতিহাসিক স্হাপনা ধ্বংস করে দিয়ে যেখানে দাড় করানো হচ্ছে আধুনিক কংক্রিটের দালান। কালের স্বাক্ষী হয়ে যা দাড়িয়ে আছে সেগুলোর অবস্থাও খুবই নাজুক হাতে গোনা কিছু স্থাপনা ছাড়া সবকিছুই জরাজীর্ণ।

ভ্রমণ করুন , জানুন , শিখুন, ভালো থাকুন।

16/06/2023

Relax video 😀

09/06/2023

বিশ্বের প্রথম রোবট পরিচালিত হোটেল জাপানে।

04/06/2023

পারফেক্ট টাইমিং 😍

25/05/2023

সিলেবাস = 🐼
©

05/03/2023

Hello, Welcome to my page

Address

Mymensing
Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Mohtasim Maruf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Video Creators in Mymensingh

Show All