One Day u and Me 🥹
লেস্ গো 🐸
It's 18 December Again 🥹
.
.
.
.
#reels #WorldCup2022
বিষন্ন মন এক অদ্ভুত জায়গা। এখানে সবকিছু ধীর, নিস্তব্ধ, যেন সময় থমকে গেছে। চারপাশের কোলাহল, মানুষের হাসি, জীবনের উচ্ছ্বাস—সবকিছুই যেন দূরের এক গল্প। মনে হয় আমি একা দাঁড়িয়ে আছি, এই বিশাল পৃথিবীতে, যেখানে কেউ নেই আমার পাশে। কখনও কখনও বিষন্নতা এতটাই গভীরে প্রবেশ করে যে, প্রিয় মানুষের সঙ্গেও কথা বলতে ইচ্ছে করে না।
হাসির আড়ালে লুকিয়ে থাকে এক অদৃশ্য বেদনা যা কাউকে বলা যায় না। প্রতিটি দিনই মনে হয় এক দীর্ঘ কালো রাত, যেখানে আলো আসতে চায় না।✨🤍
আমি চিরকাল স্থীর থাকতে চেয়েছি। অথচ কেউ আমাকে নেয়নি। না ঘর, না পথ, না পর্বত, না সিন্ধু, না ঢেউ, না তরঙ্গ, না অন্য কেউ!
যতটা নীরবে তুমি শব্দ বুনে যাও
ততটা বুকের গভীরে শব্দ ছড়াও! 🌸
.
.
.
© Catholic
অনেকদিন পর একদিন খেয়াল করলাম আমার চারিপাশ নির্জনতায় ছেঁয়ে গেছে। দূর দূরান্ত পর্যন্ত তাকিয়ে দেখি সবকিছু সুনশান, নিরিবিলি। কোনো সাড়াশব্দ নেই ; কোথাও কেউ নেই। জীবনের গন্তব্যস্থল হারিয়ে ফেলেছি আমি। নিজের ব্যর্থতা গোপন রাখতে গিয়ে বিলুপ্তির দিকে ছুটেছি মনের অজান্তে। নিজেকে খুজতে গিয়ে দেখি আমার অস্তিত্ব প্রায় বিলীন হওয়ার পথে। ব্যর্থ মানুষের সঙ্গী নিঃসঙ্গতা হয়। আমার সঙ্গী ছিলাম আমি; ইদানীং নিজেকেও আর খুঁজে পাই না। ঘনিয়ে আসা অন্ধকারে প্রায় মিশে গেছি। নিরুপায় হয়ে ভাবি জীবনে এতটা পিছিয়ে যাবে কখনোই ভাবিনি!
আমি এক বেকার প্রেমিক নীলা 🖤
Follow - Ayahuasca
কখনো যদি ভুলে যাবার প্রসঙ্গ আসে
আগেই জানিয়ে দিয়ো
বেঁচে থাকা নিয়ে বড় সংশয়ে আছি...
কেউ ঠকাবে, কেউ মন ভেঙে দিবে, কিছুই মন মতো হবে না,দোয়া কবুল হবে না, খুব খারাপ লাগবে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, কান্না আসবে, তবুও ভেঙে পড়া চলবে না, তবুও মানুষ কে বলতে হবে 'ভালো আছি! আমাকে ভালো থাকতে হয়! 🤍
Follow - Ayahuasca