Mtv মানহাজ টিভি

Mtv মানহাজ টিভি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mtv মানহাজ টিভি, Digital creator, Mymensingh.

AFGHANISTAN first,Then BANGLADESH,And now SYRIA.World is healing.Muslims are unstoppable.
08/12/2024

AFGHANISTAN first,
Then BANGLADESH,
And now SYRIA.

World is healing.
Muslims are unstoppable.

মনে পড়ে কী?সিরিয়ার সেই শিশুর কথা,যে বলেছিল  ساخبر الله بكل شيء অর্থাৎ, আমি আল্লাহর কাছে সব বলে দিব, অবশেষে আজ তা কবুল হল...
08/12/2024

মনে পড়ে কী?
সিরিয়ার সেই শিশুর কথা,যে বলেছিল
ساخبر الله بكل شيء
অর্থাৎ, আমি আল্লাহর কাছে সব বলে দিব,
অবশেষে আজ তা কবুল হলো। জালিম শয়তান খু~নিটার পতন ঘটলো। 🥰🥰

08/12/2024

আহা! বীর মুজাহিদদের কাতারে যদি নিজেও শামিল থাকতে পারতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম।
হে আরশের মালিক! তুমি আমাদের মজলুম সুন্নী ভাইদেরকে শামের সবটুকু বরকত দাও।

06/12/2024

🔴সরাসরি সম্প্রচার🔴
~ নোয়াকান্দী এলাকাবাসী'র উদ্যোগে ওয়াজ মাহফিলে আলোচনা করছেন - মুহাম্মদ আবদুর রউফ আল আফিফী।
স্থানঃ নোয়াকান্দী,লেবুতলা,মনোহরদী,নরসিংদী।

04/12/2024
03/12/2024

🔴🔴সরাসরি সম্প্রচার 🔴🔴
টাংগাব ইসলামি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ২ দিন ব্যাপি তাফসীরুল কুরআন মাহফিলের ১ম দিনে আলোচনা করছেন আবুল কালাম আযাদ (বাশার)

⚛️⚛️শীতকাল মুমিনের বসন্তকাল। ⚛️⚛️➤➤ঋতু বৈচিত্রের দেশ বাংলাদেশ। ছয় ঋতু ঘুরে ফিরে আন্দোলিত করে সবাইকে। প্রতিটি ঋতু অনন্য ব...
01/12/2024

⚛️⚛️শীতকাল মুমিনের বসন্তকাল। ⚛️⚛️

➤➤ঋতু বৈচিত্রের দেশ বাংলাদেশ। ছয় ঋতু ঘুরে ফিরে আন্দোলিত করে সবাইকে। প্রতিটি ঋতু অনন্য বৈশিষ্ট্য নিয়ে আগমন করে অনাবিল সৌন্দর্য উপহার দেয়। ঋতু পরিক্রমায় প্রতি বছরই এ দেশের মানুষের দুয়ারে হাজির হয় শীতকাল।শীত অধিকাংশ মানুষেরই প্রিয় ঋতু। আল্লাহর প্রিয় বান্দাদের কাছে এ মৌসুম আরও প্রিয়। কেননা অন্যান্য মৌসুমের চেয়ে এ মৌসুমে ইবাদত বেশি করা যায় এবং সহজভাবে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। শীতকালে সময় ও আবহাওয়ায় বিশাল পরিবর্তন দেখা দেয়। এসময় রাত বড় হয়, দিন ছোট হয়। এসবই আল্লাহ তায়ালার অপার নিদর্শনের অংশ।
মহান আল্লাহ তাআলা বলেন,
اِنَّ فِی اخۡتِلَافِ الَّیۡلِ وَ النَّهَارِ وَ مَا خَلَقَ اللّٰهُ فِی السَّمٰوٰتِ وَ الۡاَرۡضِ لَاٰیٰتٍ لِّقَوۡمٍ یَّتَّقُوۡنَ
নিশ্চয়ই রাত-দিনের পরিবর্তনে এবং আসমান ও জমিনে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, তাতে মুত্তাকিদের জন্য নিদর্শন রয়েছে। (সুরা ইউনুস, আয়াত : ৬)
فَخُذْ مَا آتَيْتُكَ وَكُنْ مِنَ الشَّاكِرِينَ
আমি তোমাকে যা দান করেছি তা গ্রহণ করুন এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হোন। (৭-সূরা আল আ'রাফ: আয়াত-১৪৪)
فَإِذَا فَرَغْتَ فَٱنصَبْ، وَإِلَىٰ رَبِّكَ فَٱرْغَب
কাজেই যখনই অবসর পাও ইবাদতের কঠোর শ্রমে লেগে যাও। এবং নিজের রবের প্রতি মনোযোগ দাও। ( সুরা ইনশিরাহ: ৭-৮)।

ঋতুচক্রে শীত সত্যিই মহান আল্লাহর অপার মহিমা। এজন্যই শীতকালকে রসুলুল্লাহ (স.) মুমিনের জন্য ঋতুরাজ বসন্ত বলে আখ্যায়িত করেছেন।
عَنْ أَبِي سَعِيدٍ، عَنْ رَسُولِ اللَّهِ ﷺ قَالَ: «الشِّتَاءُ رَبِيعُ الْمُؤْمِنِ»قَصُرَ نَهَارُهُ فَصَامَ وَطَالَ ليله فقام
مسند أبي يعلى - ت حسين أسد ٢/‏٥٢٥/ السنن الكبرى - البيهقي - ط العلمية ٤/‏٤٨٩، ٨٤٥٦ / حلية الأولياء وطبقات الأصفياء - ط السعادة ٨/‏٣٢٥ [حكم الألباني]
(ضعيف) انظر حديث رقم: ٣٤٣٠ في ضعيف الجامع
সাহাবি আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত মহানবী (সা.) বলেন, ‘‘শীতকাল মুমিনের বসন্তকাল। তার রাত্রি লম্বা হওয়ার ফলে সে তাহাজ্জুদ পড়ে এবং তার দিন ছোট হওয়ার ফলে সে রোযা রাখে।’’[সিলসিলাহ সহীহাহ, আলবানী, হা/১৯২২]

وَعَنْ عَامِرِ بْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: ««الْغَنِيمَةُ الْبَارِدَةُ الصَّوْمُ فِي الشِّتَاءِ»» رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ، وَقَالَ: هَذَا حَدِيثٌ مُرْسَلٌ
আমের ইবনু মাসউদ(র.) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন: “শীতকালীন সওম হচ্ছে ঠাণ্ডা গনিমত”। অর্থাৎ কষ্টহীন পূণ্য। হাদিসটি মুরসাল ও দুর্বল।

⚛️ আমীরুল মুমিনীন উমর রা. যথার্থই বলেছেন—
عن عمر بن الخطاب - رضي الله عنه - قال: «الشتاء غنيمة العابدين» [رواه أبو نعيم بإسناد صحيح.]
قَالَ عُمَرُ: «الشِّتَاءُ غَنِيمَةُ الْعَابِدِ»[المصنف - ابن أبي شيبة - ت الحوت ٧/‏٩٧]
শীতকাল ইবাদতকারীদের জন্য (ইবাদত করার) চমৎকার মৌসুম। —মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৯৮৩৫

⚛️ সাহাবী আবু হুরায়রা (রা.) লোকদের বলতেন,
قَالَ أَبُو هُرَيْرَةَ:»أَلَا أَدُلُّكُمْ عَلَى الْغَنِيمَةِ الْبَارِدَةِ؟ قُلْنَا: وَمَا ذَاكَ يَا أَبَا هُرَيْرَةَ؟ قَالَ: الصَّوْمُ فِي الشِّتَاءِ".رَوَاهُ الْبَيْهَقِيُّ
“আমি কি তোমাদেরকে শীতকালীন গনীমতের সন্ধান দিব না? তারা বলতো, অবশ্যই! অতঃপর আবু হুরায়রা (রা.) বলতেন, শীতের মৌসুমে রোযা। (সুনানে বায়হাকী ৪/২৯৭, সুনানে তিরমিযি, আলবানী হাদিসটিকে সহীহ বলেছেন।)

⚛️ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন,
قَالَ ابْنُ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ : مَرْحَبًا بِالشِّتَاءِ ؛ تَنْزِلُ فِيهِ الْبَرَكَةُ ، وَيَطُولُ فِيهِ اللَّيْلُ لِلْقِيَامِ ، وَيَقْصُرُ فِيهِ النَّهَارُ لِلصِّيَامِ
“শীতকালকে স্বাগতম । এ সময় (আল্লাহর পক্ষ থেকে) বরকত নাযিল হয়। রাত হয় লম্বা। তাই তাহাজ্জুদ পড়া সহজ। দিন হয় ছোট। তাই রোযা রাখা সহজ। (লাতা-ইফুল মাআরিফ, আল্লামা ইবনে রজব)

⚛️ ইবনে রজব হাম্বলী (র.) বলেন,
قال ابن رجب - رحمه الله: «إِنَّمَا كَانَ الشِّتَاءُ رَبِيعَ الْمُؤْمِنِ لِأَنَّهُ يَرْتَعُ فِيهِ فِي بَسَاتِينِ الطَّاعَاتِ وَيَسْرَحُ فِي مَيَادِينِ الْعِبَادَاتِ وَيُنَزِّهُ قَلْبَهُ فِي رِيَاضِ الْأَعْمَالِ الْمُيَسَّرَةِ فِيهِ[لطائف المعارف فيما لمواسم العام من الوظائف - ت عامر ١/‏٧٠٤]
"শীতকাল হল মুমিনের বসন্ত কারণ সে আনুগত্যের বাগানে বিকশিত হয়, ইবাদতের ময়দানে ঘুরে বেড়ায় এবং তার অন্তরকে সহজ কাজের বাগানে বিচরণ করতে দেয়।"

⚛️ প্রখ্যাত তাবেয়ী উবাইদ ইবনে উমাইর রাহ. শীতকালে বলতেন—
يَا أَهْلَ الْقُرْآنِ! طَالَ اللَّيْلُ لِصَلاَتِكُمْ، وَقَصُرَ النَّهَارُ لِصِيَامِكُمْ، فَاغْتَنِمُوا.
হে কুরআনওয়ালারা, নামাযের জন্য রাত বড় হয়েছে এবং রোযার জন্য দিন ছোট হয়েছে। সুতরাং তোমরা (একে) গনীমত মনে করো। —[ মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৯৮৩৬]

⚛️ তাবেয়ী হযরত হাসান বসরী রহ. বলেন,
وعنِ الحَسَنِ قالَ: نِعْمَ زمانُ المؤمنِ الشِّتاءُ؛ ليلُهُ طويلٌ يَقومُه، ونهارُهُ قصيرٌ يَصومُه.[لطائف المعارف فيما لمواسم العام من الوظائف - ت عامر ١/‏٧٠٦]
“শীতকাল মুমিনের জন্য কতোই না নিয়ামতের সময়। শীতকালে রাত লম্বা হয়। এতে সে (সহজেই) তাহাজ্জুদ পড়তে পারে। দিন ছোট হয়। ফলে (সহজেই) রোজা রাখতে পারে।

⚛️ প্রখ্যাত তাবেয়ী মি‘যাদ ইবনে ইয়াযীদ রাহ. বলেন—
لَوْلَا ظَمَأُ الْهَوَاجِرِ، وَطُولُ لَيْلِ الشِّتَاءِ، وَلَذَاذَةُ التَّهَجُّدِ بِكِتَابِ اللهِ عَزَّ وَجَلَّ، مَا بَالَيْتُ أَنْ أَكُونَ يَعْسُوبَا.يَعْسُوبَا»[الزهد والرقائق - ابن المبارك - ت الأعظمي ١/‏٩٤]

যদি উত্তপ্ত দুপুরের (রোযাজনিত) তৃষ্ণা, শীতের দীর্ঘ রাত এবং তাহাজ্জুদে কুরআন তিলাওয়াতের স্বাদ না থাকত, তাহলে আমি মৌমাছি হয়ে যেতে পরোয়া করতাম না।

⚛️ তাবেয়ী আমের ইবনে আবদে কায়েস রাহ. বলেন—
مَا أَبْكِي عَلَى دُنْيَاكُمْ رَغْبَةً فِيهَا، وَلَكِنْ أَبْكِي عَلَى ظَمَأِ الْهَوَاجِرِ وَقِيَامِ لَيْلِ الشِّتَاءِ.[حلية الأولياء وطبقات الأصفياء - ط السعادة ٢/‏٨٨]
আমি তোমাদের দুনিয়ার জন্য কাঁদি না; আমি কাঁদি উত্তপ্ত দুপুরের (রোযাজনিত) তৃষ্ণা এবং শীতের রাতের ইবাদতের জন্য। —হিলইয়াতুল আওলিয়া ২/১০৪
⚛️ ইমাম মুহাম্মাদ 'আব্দুর রউফ আল-মুনাভি বলেন,
وقال المناوي في التيسير بشرح الجامع الصغير: الغنيمة الباردة الصوم في الشتاء
শীতল গনিমত হলো: শীতকালে রোযা রাখা।

জীবনের প্রতিটি মূহুর্ত খুবই গুরুত্বপূর্ণ হউক তা শীত বা গ্রীষ্মকাল। সূর্য উঠছে, অস্ত যাচ্ছে, দিন-রাত এক এক করে আসছে আর চলে যাচ্ছে। এভাবে একদিন একদিন করে সপ্তাহ, মাস, বছর অতীত হয়ে যাচ্ছে। তাই আল্লাহ তাআলার নিকট আমাদের প্রার্থনা যে, হে আল্লাহ! আমাদেরকে জীবনের প্রতিটি মূহুর্তে সুস্থ ও ভালো রাখুন এবং বেশি বেশি ইবাদত করে চিরস্থায়ী জীবনের জন্য পাথেয় প্রস্তুত করার তাওফিক দান করুন, আমীন।

🖊️🖊️লেখক: মুহাম্মাদ আবদুর রউফ আল আফিফি

29/11/2024

টোক ইউনিয়ন তৌহিদী জনতার উদ্যোগে
উ~গ্র হিন্দু~ত্ববাদী সংগঠন 'ই~স~ক~ন' নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখছেন...
🎤🎤 আবদুর রউফ আল আফিফি

ইনশাআল্লাহ আগামীকাল শুক্রবার বায়তুর রহমান জামে মসজিদ এন্ড ইসলামিক সেন্টারে জুমু'আর খুৎবাহ প্রদান করবেন -  "আবদুর রউফ আল ...
24/10/2024

ইনশাআল্লাহ আগামীকাল শুক্রবার বায়তুর রহমান জামে মসজিদ এন্ড ইসলামিক সেন্টারে জুমু'আর খুৎবাহ প্রদান করবেন - "আবদুর রউফ আল আফিফী"
আলোচ্য বিষয়ঃ "ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা"
আপনারা সকলে আমন্ত্রিত..!

16/06/2024

কুরবানীর গোস্ত বন্টনের পদ্ধতি কী?

16/06/2024

একটি গরুতে ৭ ভাগের কম যেমন ৬,৫,৪,৩.... ভাগে কুরবানী দেয়া যাবে কী? Mtv-মানহাজ টিভি । কুরবানী সম্পর্কিত প্রশ্নোত্তর

Address

Mymensingh

Telephone

+8801722328098

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mtv মানহাজ টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mtv মানহাজ টিভি:

Videos

Share