আবদুল কাইয়ুম হাবিবী

আবদুল কাইয়ুম হাবিবী ইসলামিক ভিডিও বানাতে চাই যাতে মানুষ ইসলাম সমর্কে জানতে পারে
(4)

28/04/2024

বিয়ের ৫ টি পর্যায় আছে। বিয়ের আগে আপনাকে সেগুলো জানতে হবে।

📍১. ভালোবাসা

বিয়ে পরবর্তী সবকিছুই ভালো লাগবে। আপনার স্ত্রী হাসলে ভালো লাগবে, সে যখন তার পরিবারকে মিস করে কান্না করবে, সেটা ভালো লাগবে, সে যখন রাগ করবে, অভিমান করবে, সেটাও ভালো লাগবে।

ঘরে ঢুকলে সে যখন এগিয়ে আসবে, ভালো লাগবে। তাকে একা রেখে বাইরে যেতে মন চাইবে না।

প্রথম কয়েকদিন সবকিছুই ভালো লাগবে।

📍২. হানিমুন

এবার সবকিছু বেশি ভালো লাগবে। একসাথে ঘুরতে যাবেন, হাত ধরে হাঁটবেন, তাকে আগলে রাখাবেন, রাস্তা পার হবার সময় নিজের জন্য খেয়াল না রেখে স্ত্রীর দিকে খেয়াল রাখবেন। এই পর্যায়ে সবকিছু অতিরিক্ত ভালো লাগবে।

📍৩. ঝগড়া

এই পর্যায়ে শুরু হবে ঝগড়া। সেটা বিয়ের ১ সপ্তাহ পর হতে পারে, ১ মাস পর হতে পারে, ৬ মাস পর হতে পারে। তবে, ঝগড়া যে হবে এটা নিশ্চিত।

আপনি হয়তো আফসোস করবেন- কী বিয়ে করলাম? এর সাথে সারাজীবন কাটাতে হবে?

দুজন দুজনের অপছন্দের জিনিস লিস্ট করবেন। 'তোমার এটা আমার ভালো লাগে না' বলার পর সেও একটা লিস্ট বলে দিবে!

তুমি আমাকে কেয়ার করো না!

বাজারের লিস্ট দিলে সবকিছু আনো না।

আমি কিছু চাইলে ঠিকমতো দাও না।

এই তো শুরু হবে ঝগড়া!

📍৪. Pull up

এই পর্যায়ে পারস্পরিক ঝগড়া, দ্বন্দ্ব, কথা না বলে থাকা, রাগ করে বাপের বাড়ি চলে যাবা এগুলো হবে। এই পর্যায়টাও খুব স্বাভাবিক। তবে, খেয়াল রাখতে হবে এই সময় কেউ যেন কাউকে শারিরীক আঘাত না করেন, মানসিক আঘাত না দেন, গালাগালি এবং কটু কথা না বলেন।

📍৫. অটো-পাইলট

এই মুহূর্তে যাই হোক না কেনো দুজন দুজনকে বুঝতে পারবেন। দাদা-দাদীর মধ্যে দেখবেন ঝগড়া হয় না। ঝগড়া হলেও বেশিক্ষণ স্থায়ী হয় না। কিছুক্ষণ পর দুজন হাসিমুখে কথা বলে।

বিয়ের এই পর্যায়ে উভয়ই উভয়ের আবেগ, অনুভূতি বুঝতে পারবেন।


📍 নিড আয়োজিত 'মুমিনের বিয়ে ভাবনা' কোর্সে সাড়ে ৫ ঘণ্টার প্রেজেন্টেশনে বিয়ে সংক্রান্ত নানান বিষয় আলোচনা করা হয়েছে।

সুখময় দাম্পত্য জীবনের জন্য এই কোর্সটি সহায়ক হতে পারে।

কোর্সটিতে পাবেন:

🟡 নারী-পুরুষের সাইকোলজি নিয়ে প্রায় ১ ঘণ্টার বিশেষ প্রেজেন্টেশন। এই অংশটুকু যারা ভালোভাবে বুঝবে, দাম্পত্য ঝগড়া অর্ধেক কমে যাবে, ইন শা আল্লাহ।

🔴 বিয়ের আগে পাত্র-পাত্রীর যে বিষয়গুলো অবশ্যই জানা উচিত (মেডিকেল টেস্ট থেকে শুরু করে) সেগুলোর তালিকা

🟠 ফেমিনিজম কীভাবে আমাদের দাম্পত্য সমস্যার সবচেয়ে বড় বাধা এবং সেটা থেকে উত্তরণে করণীয়

🟢 আর্লি ম্যারেজ, আর্লি ইনকাম, পাত্র-পাত্রী দেখার ক্ষেত্রে কী কী প্রশ্ন করতে হবে এই নিয়ে আলোচনা + ৫০ টি প্রশ্নের উত্তর।

🔵 বিয়ে, মোহরানা সংক্রান্ত প্রাসঙ্গিক অনেকগুলো পিডিএফ পাবেন।

✅ মাত্র ১০০ টাকা রেজিস্ট্রেশন ফি-তে কোর্সটিতে রেজিস্ট্রেশন করতে নিড-Need পেইজে ম্যাসেজ দিন।

একদিন আমরাও এভাবেই বসে খেলা দেখবো হয়তো ,খেলতে ইচ্ছা করলেও মাঠের কোনায় বসে থাকতে হবে🥲
27/04/2024

একদিন আমরাও এভাবেই বসে খেলা দেখবো হয়তো ,খেলতে ইচ্ছা করলেও মাঠের কোনায় বসে থাকতে হবে🥲

27/04/2024

পুরুষ মানুষ নিজের সব কিছু পরিবাররে জন্য উৎসর্গ করলেও চরম কষ্টো টা কিন্তু পরিবারের কাছ থেকেই পায়😭 হোক সেটা পিতা মাতা বা স্ত্রী কিনবা সন্তান।

27/04/2024

উপার্জন করতে শিখুন নয়তো অযোগ্য ব্যাক্তিরাও কথা শোনাবে!🖤

27/04/2024

আমার জিবনে আর কোন দিন মুসলিম দোকান ছাড়া মিষ্টি ক্রয় করিব না ইনশাআল্লাহ। কোন ভাই মিষ্টি খাওয়াইতে চাইলে মুসলিম দোকান কি না জেনে খাওয়ার চেষ্টা করি।

বিসিএস পরীক্ষা দিতে না পেরে এভাবেই রাস্তায় গড়াগড়ি করছেন ফাহাদ ফয়সাল।আল্লাহ ভাইটিকে ধৈর্য্য ধারণের ক্ষমতা দিক। এমন ভুল থে...
27/04/2024

বিসিএস পরীক্ষা দিতে না পেরে এভাবেই রাস্তায় গড়াগড়ি করছেন ফাহাদ ফয়সাল।

আল্লাহ ভাইটিকে ধৈর্য্য ধারণের ক্ষমতা দিক। এমন ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন।

27/04/2024

সংগৃহিত।

একের অধিক বিবাহের দুনিয়াবি ফায়দাঃ

👉১. এক স্ত্রী প্রেগন্যান্ট বা অসুস্থ অবস্থায় থাকলে আপনি অন্য স্ত্রীর সাথে নিশ্চিন্ত থাকতে পারবেন, ফেতনায় পড়তে হবে না।

২. এক স্ত্রী অসুস্থ থাকলে অন্য স্ত্রী রান্নাবান্না সহ বাসার সব কাজ করতে পারবে তৎসঙে সুস্থ স্ত্রী অসুস্থ স্ত্রীরও সেবা করতে পারবে।

৩. স্বামী অফিস বা ব্যবসার কাজে একটু বেশি রাতে বাড়ি ফিরলে সব স্ত্রী মিলে নির্ভয়ে থাকতে পারবে। শত্রু বা তেলাপোকা/টিকটিকি বা ভুতের ভয় থেকে বেচে থাকতে পারবে।

৪. ঘরের কাজকর্ম যেমনঃ ঘর গোছানো, রানাবান্না করা এগিয়ে থাকবে মিলেমিশে সকল স্ত্রী বোনের মত থেকে বাড়িকে সাজিয়ে রাখবে। ফলে সকলের পরিশ্রম কম হবে।

✍️✍️✍️

৫. কোন স্ত্রী শশুরবাড়ি বেড়াতে গেলে অন্য স্ত্রীর সাথে থাকবে, ফলে তার কোন মানসিক উৎকন্ঠা বা ফিতনার ভয় থাকবেনা

৬. মহিলাদের জন্য দাওয়াতি কাজ করার সময় বেশি কাজ করা যাবে

৭. অধিক স্ত্রীর সাথে মেলামেশা করলে নেকি ও সওয়াব ও অনেক বেশি হবে। একইভাবে অধিক সন্তান নেবার সুযোগ বেশি পাবে, উম্মাহ শক্তিশালী হবে।

৮. চারজন স্ত্রী থাকলে একেক সময় একেক ফুলের স্বাদ নিবে ফলে তার কখনো বাইরের কোন নারীর প্রতি আকর্ষণ সৃষ্টি হবেনা। মানসিক প্রশান্তি বেশী হবে ফলে মন আত্মা তরতাজা ও সবল হবে এবং আল্লাহর রাস্তায় জীবনকে উৎসর্গ করার অদম্য স্পৃহা সৃষ্টি হবে ইনশাআল্লাহ।

৯. একের অধিক স্ত্রী থাকলে প্রত্যেক স্ত্রী স্বামীকে ভালবাসার প্রতিযোগীতা করবে। একে অপরের বেশি ভালবাসায় ইর্ষান্বিত হবে এবং স্বামীকে সর্বোচ্চ উজার করে দেয়ার একটি সুস্থ প্রতিযোগীতা চলমান থাকবে।

১০. অনেকজন স্ত্রী থাকাতে ষোড়শী স্ত্রীও দুই একজন থাকতে পারে। কম বয়সের স্ত্রী থাকাতে পুরুষের যৌবণ সর্বদা টগবগে থাকবে ফলে অপেক্ষাকৃত বেশী বয়সের স্ত্রীদের সাথে যৌন সম্ভোগে কোন দূর্বলতা আসবে না, ফলে সবাই শারীরিকভাবে সুখী থাকবে।

১১. পুরুষ শারিরীক ও মানসিক ভাবে চনমনে থাকলে তার প্রতিদিনের কাজকর্মও সুন্দর হবে, ফলে চাকরি ও ব্যবসায় বরকত হবে।

১২. বর্তমান সমাজে নারীরা অবহেলিত, লান্চিত। বিয়ের সময় কনে পক্ষ হতে বর পক্ষকে যৌতুক দিতে হয়। এমনও দেখা যায় কিছু মেয়ের বাবা তাদের মেয়েকে বিয়ে দিতে ভিক্ষাবৃত্তি পর্যন্ত করতে বাধ্য হন। সমাজের সামর্থ্যবান পুরুষরা যদি আল্লাহর আইন মেনে একাধিক বিয়ে করেন তাহলে এই ঘৃন্যতম যৌতুক প্রথাটি সহজেই বিলুপ্ত হবে।।

আপনার সোনমনির জন্য নিয়ে আসলাম    তিন চাকা রিকশা গাড়িটির এই গাড়িটির বৈশিষ্ট্যগুলো হলো শৈশবের দূরন্ত ছুটে চলার সাথী 1)দ...
26/04/2024

আপনার সোনমনির জন্য নিয়ে আসলাম

তিন চাকা রিকশা গাড়িটির

এই গাড়িটির বৈশিষ্ট্যগুলো হলো

শৈশবের দূরন্ত ছুটে চলার সাথী

1)দারুন মিউজিকাল সিস্টেম আছে

2)রয়েছে হেলান দেওয়ার সাপোর্ট

3)৩ চাকা বেবী রাইডার

4)মজবুত ও টেকসই

5)১- ৮ বছর পর্যন্ত ব্যবহার করা যাবে।

6)৩০ কেজি পর্যন্তু ওজন নিতে সক্ষম।

আবদুল কাইয়ুম হাবিবী
জেলা ময়মনসিংহের
থানা গফরগাঁও
বর্তমান ঠিকানা
উওরা দক্ষিণখান
যোগাযোগ করুন 01633779528 Imo/whatsap

26/04/2024

ভাইয়ের সহযোগিতায় পড়াশোনা' করে
স্বামীর টাকায় স্কুল বানিয়ে বেগম রোকেয়া বলছেন' নারীদের অগ্রযাত্রায় বড় বাধা
হচ্ছে পু'রুষ"😂

26/04/2024

এক আপুর পোস্ট।

😏যে ছেলে আমাকে বিয়ে করার জন্য যৌতুক চাইবে ..... 🥴
আমি মহরআনা হিসেবে তার দুইটা কিডনি চাইবো হিসাব বরাবর

প্রার্কিতি কতই না সুন্দর
25/04/2024

প্রার্কিতি কতই না সুন্দর

আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ ।
25/04/2024

আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ ।

জেগে উঠো মুসলিম বিশ্ব। 💯
25/04/2024

জেগে উঠো মুসলিম বিশ্ব। 💯

বুঝলাম না🫢
25/04/2024

বুঝলাম না🫢

25/04/2024

#দেড় হাজার বছর আগে রাসূলুল্লাহ (সা.) জানিয়েছেন ৭ টি বৈশিষ্ট্য ইহুদি মেয়েদের মধ্যে আছে আর এই সাতটি বৈশিষ্ট্য যদি কোন মুসলিম মেয়েদের মধ্যে থাকে তবে তাদের হাশর হবে ঐ সকল ইহুদি মেয়েদের সাথে। সেই সাতটি বৈশিষ্ট্য হলো :

১. #আন্নানা- এর অর্থ হলো বেশি বেশি চাই জিনিসপত্র অনেক আছে তবুও তবুও অনেক চাই স্বামীকে বলে শুধু আমার জন্য দাও। নিজের মা-বাবা ভাই-বোন এদের জন্য কোন কিছু দিও না,

২. #মান্নানা- এর অর্থ হল স্বামীকে শুধু সব সময় সকল ক্ষেত্রে খোটা দেয় অর্থাৎ খোটা দেওয়া এই স্বভাব ইহুদী মেয়েদের,

৩. #হান্নানা- হান্নানা এর অর্থ হচ্ছে স্বামীর খেদমত না করা ,উল্টো আরো স্বামীকে দিয়ে খেদমত করিয়ে নেয়া। হযরত খাদিজাতুল কুবরা আল্লাহর নিকট থেকে সালাম পাওয়ার একমাত্র কারণ ছিল স্বামীর খেদমত করা।

৪. #কান্নানা- স্বামীকে মাঝে মাঝে বলে তুমি আমারে চেনো? আমি অমুকের মেয়ে, তমুকের মেয়ে, চেয়ারম্যানের মেয়ে ইত্যাদি ইত্যাদি। স্বামীর সামনে নিজেকে বড় করে দেখানো, স্বামীকে ছোট মনে করা এটা ইহুদি মেয়েদের গুণ।

৫. #হাত্তকা্হ- হাত্তকাহ শব্দের অর্থ স্বামীর পছন্দের গুরুত্ব না দেওয়া। স্বামী যদি দুই টাকার জিনিসও আপনাকে দেয় তবে তা আপনাকে আলহামদুলিল্লাহ ভালো গ্রহণ করতে হবে। পরে মন ভালো হলে আরেকটা জিনিস আবদার করে নিয়ে নিবেন, স্বামীর মনে দুঃখ দেওয়া যাবে না।

৬. #শাত্তকা্হ- এর অর্থ হচ্ছে স্বামীকে হারাম ইনকাম করতে বাধ্য করা। স্বামীর হালাল ইনকামে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। যদি আপনার কারণে আপনার স্বামী হারাম ইনকাম করে তাহলে স্বামীর সাথে আপনাকেও জাহান্নামে যেতে হবে।

৭. #বার্রকা্হ- এ অর্থ স্বামীকে মাঝে মাঝে ধরে মারা। অর্থাৎ স্বামীর গায়ে হাত তোলা এটা ইহুদি মেয়েদের স্বভাব।

#উপরোক্ত এই সাতটি গুন যেই মেয়েদের মধ্যে থাকবে তারা নামায, রোযা এবং পর্দা করলেও তাদের হাশর কিন্তু হবে ইহুদি মেয়েদের সাথে। আল্লাহ আমাদের মুসলিম মেয়েদের হাদীসটি আমল করার তৌফিক দান করুক।
আমিন....
-ইমাম গাজ্জালী( রহঃ)

আজ দুনিয়াটা মুসলিম ভাই-বোনদের জন্য সংকীর্ণ হয়ে যাচ্ছে, যা দেখেও কিছু করতে পারছি না, মনে হচ্ছে নীথর এক অস্তিত্ব নিয়ে পড়ে ...
25/04/2024

আজ দুনিয়াটা মুসলিম ভাই-বোনদের জন্য সংকীর্ণ হয়ে যাচ্ছে, যা দেখেও কিছু করতে পারছি না, মনে হচ্ছে নীথর এক অস্তিত্ব নিয়ে পড়ে আছি, অনেক কিছু করার ছিল কিন্তু কিছুই করতে পারছি না।

আজ দেখেও না দেখার অভিনয় করছি, শুনেও না শুনার অভিনয় করছি, কিছু করার থাকলেও, লোক দেখানো কিছুটা করে কেটে পরছি।

🏇 বাংলার প্রথম মুসলিম শাসক আফগান বংশবভুত ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি মাত্র ১৭ জন সৈন্য নিয়ে চোখের পলকে প্রথম বাংলা বিজয় করেছিলেন, অথচ আমরা তাদের উত্তরসুরি হয়েও, ভুলে গিয়েছি নিজের পরিচয় 😢

25/04/2024

অভিভাবক যদি চাকরি ছাড়া মেয়ে বিয়ে না দেয়, তাহলে আমি কেন যৌতুক ছাড়া বিয়ে করবো বুঝান আমারে !

বর্ষা কালের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য,
25/04/2024

বর্ষা কালের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য,

Address

Mymensingh
Mymensingh
4207834328

Website

Alerts

Be the first to know and let us send you an email when আবদুল কাইয়ুম হাবিবী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আবদুল কাইয়ুম হাবিবী:

Videos

Share