28/04/2024
বিয়ের ৫ টি পর্যায় আছে। বিয়ের আগে আপনাকে সেগুলো জানতে হবে।
📍১. ভালোবাসা
বিয়ে পরবর্তী সবকিছুই ভালো লাগবে। আপনার স্ত্রী হাসলে ভালো লাগবে, সে যখন তার পরিবারকে মিস করে কান্না করবে, সেটা ভালো লাগবে, সে যখন রাগ করবে, অভিমান করবে, সেটাও ভালো লাগবে।
ঘরে ঢুকলে সে যখন এগিয়ে আসবে, ভালো লাগবে। তাকে একা রেখে বাইরে যেতে মন চাইবে না।
প্রথম কয়েকদিন সবকিছুই ভালো লাগবে।
📍২. হানিমুন
এবার সবকিছু বেশি ভালো লাগবে। একসাথে ঘুরতে যাবেন, হাত ধরে হাঁটবেন, তাকে আগলে রাখাবেন, রাস্তা পার হবার সময় নিজের জন্য খেয়াল না রেখে স্ত্রীর দিকে খেয়াল রাখবেন। এই পর্যায়ে সবকিছু অতিরিক্ত ভালো লাগবে।
📍৩. ঝগড়া
এই পর্যায়ে শুরু হবে ঝগড়া। সেটা বিয়ের ১ সপ্তাহ পর হতে পারে, ১ মাস পর হতে পারে, ৬ মাস পর হতে পারে। তবে, ঝগড়া যে হবে এটা নিশ্চিত।
আপনি হয়তো আফসোস করবেন- কী বিয়ে করলাম? এর সাথে সারাজীবন কাটাতে হবে?
দুজন দুজনের অপছন্দের জিনিস লিস্ট করবেন। 'তোমার এটা আমার ভালো লাগে না' বলার পর সেও একটা লিস্ট বলে দিবে!
তুমি আমাকে কেয়ার করো না!
বাজারের লিস্ট দিলে সবকিছু আনো না।
আমি কিছু চাইলে ঠিকমতো দাও না।
এই তো শুরু হবে ঝগড়া!
📍৪. Pull up
এই পর্যায়ে পারস্পরিক ঝগড়া, দ্বন্দ্ব, কথা না বলে থাকা, রাগ করে বাপের বাড়ি চলে যাবা এগুলো হবে। এই পর্যায়টাও খুব স্বাভাবিক। তবে, খেয়াল রাখতে হবে এই সময় কেউ যেন কাউকে শারিরীক আঘাত না করেন, মানসিক আঘাত না দেন, গালাগালি এবং কটু কথা না বলেন।
📍৫. অটো-পাইলট
এই মুহূর্তে যাই হোক না কেনো দুজন দুজনকে বুঝতে পারবেন। দাদা-দাদীর মধ্যে দেখবেন ঝগড়া হয় না। ঝগড়া হলেও বেশিক্ষণ স্থায়ী হয় না। কিছুক্ষণ পর দুজন হাসিমুখে কথা বলে।
বিয়ের এই পর্যায়ে উভয়ই উভয়ের আবেগ, অনুভূতি বুঝতে পারবেন।
📍 নিড আয়োজিত 'মুমিনের বিয়ে ভাবনা' কোর্সে সাড়ে ৫ ঘণ্টার প্রেজেন্টেশনে বিয়ে সংক্রান্ত নানান বিষয় আলোচনা করা হয়েছে।
সুখময় দাম্পত্য জীবনের জন্য এই কোর্সটি সহায়ক হতে পারে।
কোর্সটিতে পাবেন:
🟡 নারী-পুরুষের সাইকোলজি নিয়ে প্রায় ১ ঘণ্টার বিশেষ প্রেজেন্টেশন। এই অংশটুকু যারা ভালোভাবে বুঝবে, দাম্পত্য ঝগড়া অর্ধেক কমে যাবে, ইন শা আল্লাহ।
🔴 বিয়ের আগে পাত্র-পাত্রীর যে বিষয়গুলো অবশ্যই জানা উচিত (মেডিকেল টেস্ট থেকে শুরু করে) সেগুলোর তালিকা
🟠 ফেমিনিজম কীভাবে আমাদের দাম্পত্য সমস্যার সবচেয়ে বড় বাধা এবং সেটা থেকে উত্তরণে করণীয়
🟢 আর্লি ম্যারেজ, আর্লি ইনকাম, পাত্র-পাত্রী দেখার ক্ষেত্রে কী কী প্রশ্ন করতে হবে এই নিয়ে আলোচনা + ৫০ টি প্রশ্নের উত্তর।
🔵 বিয়ে, মোহরানা সংক্রান্ত প্রাসঙ্গিক অনেকগুলো পিডিএফ পাবেন।
✅ মাত্র ১০০ টাকা রেজিস্ট্রেশন ফি-তে কোর্সটিতে রেজিস্ট্রেশন করতে নিড-Need পেইজে ম্যাসেজ দিন।