13/03/2024
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
প্রজেক্টের নামঃ পাই ব্যাংকিং (পুবালী ব্যাংক)
প্রজেক্ট বিবরণঃ
ব্যাংকিং খাতকে ডিজিটাল করনের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের নির্দেশে পূবালী ব্যাংক ৮ কোটি একাউন্ট ডিজিটাল ব্যাংকিং সিষ্টেমে এক্টিভেট করার কাজ শুরু করতে যাচ্ছে।
পদের নামঃ এরিয়া ম্যানেজার।
কাজের ধরনঃ গুগল প্লে-স্টোর থেকে পাই ব্যাংকিং এর অ্যাপস ডাউনলোড করে প্রয়োজনিয় সকল তথ্য দিয়ে একাউন্ট করে দেয়া, ব্যাবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স থাকতে হবে।
একাউন্টের ধরনঃ
১. ব্যাক্তিগত একাউন্ট
২. মার্চেন্ট একাউন্ট (ব্যাবসায়ী)
পেমেন্টঃ প্রতি পার্সোনাল একাউন্টে পাবেন ১৩০ (যা আপনার পুবালী ব্যাংক এর একাউন্টে জমা হবে)
প্রজেক্টর সময়কালঃ ১ বছর
যারা এর আগে নগদ বিকাশ উপায় এ কাজ করেছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।
প্রজেক্টে কাজ করতে আগ্রহী প্রার্থীগন আগামি 15/03/24 ইং তারিখের মধ্যে এনআইডি কার্ড, ছবি সহ বায়োডাটা ইমেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন।
ইমেইলঃ palinmia1@gmail@gmail.com
হোয়াটসঅ্যাপঃ 01627392798
PALIN MIA (RSM) pubali bank