Duniyaa's Tawakkul Invoking - DTI

Duniyaa's Tawakkul Invoking - DTI Alhumdullilah For Always Giving Me What I Needed Instead Of What I Wanted...!!

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা ছেলের মারা যাওয়ার খবর দেখে হুট করেই মনে হলো, মৃত্যু ছাড়া আমাদের আসলে নিজের বলতে আছেটা ক...
12/12/2023

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা ছেলের
মারা যাওয়ার খবর দেখে হুট করেই মনে হলো,
মৃত্যু ছাড়া আমাদের আসলে
নিজের বলতে আছেটা কী...!?!

এই ছেলেটা গ্র্যাজুয়েশন করেছে...
বিয়ে করেছে। দুইটা বাচ্চা আছে।
বৌ আছে। ৪১ তম বিসিএসে সুপারিশ পেয়েছে।
৪৩ তমর ভাইবাও দিয়ে ফেলেছে।

এই এতো এতো স্ট্রাগল,
এতো এতো পরিশ্রম এক মুহূর্তে শূণ্য হয়ে গেল,
ছেলেটার তাহলে নিজের বলে থাকলো কী...!?! 👣

ভালো ক্যারিয়ার...
অসম্ভব পরিশ্রম করে তিলে তিলে গড়ে তোলা ক্যারিয়ার,
এই ক্যারিয়ারটাও কি আসলে আমার নিজের?
না তো...!!

এই ক্যারিয়ারে মায়ের ভাগ আছে,
বাবার ভাগ আছে,ভাইয়ের লেখাপড়া আছে,
বোনের বিয়ে আছে, বৌ এর শখ আছে,
বাচ্চার দুধ আর খেলনাও আছে...!!

এবং এই একটা ক্যারিয়ার বানানোর জন্য
মানুষরে সবকিছুই ছাড়তে হয়...!! 😒

লিটারালি সবকিছুই...
টাকার ব্যাপারটা তো আছেই,
সময়ের ব্যাপারটাও খুব ভাইটাল...

চাকরির পেছনে ছুটতে ছুটতে
বহু ছেলেমেয়ে ট্যুর দেওয়া ছেড়ে দেয়,
বই পড়া ছেড়ে দেয়, প্রেম করা ছেড়ে দেয়,
রেস্টুরেন্টে খাওয়া ছেড়ে দেয়,
এমনকি অনেকে তো ইবাদত পর্যন্ত করতে পারে না।

একবার এক ভাইরে রাতের বেলা অনেক নামাজ পড়ার কারণ জিজ্ঞেস করে জানছিলাম,
"সারাদিন ল্যাবে কাজের ঠেলায়
নামাজটা পর্যন্ত পড়তে পারেন নাই।
খাওয়া তো দূরের কথা...!!

মলিন হাসি মুখে দিয়ে তিনি বলেছিলেন,
"আমি ধনী হইতে চাই না ভাই,
শুধু এতোটুকু অবসর চাই,
যতটুকু অবসর পাইলে আমি
একটু শান্তিমতো নামাজটা পড়তে পারি...!!"

কেউ সরারাত ফোন নিয়ে রাতে দাঁড়াইয়া থাকে,
বাবা অসুস্থ, বাবার কাছে যাইতে পারে না...

শুধুমাত্র একটা ক্যারিয়ারের জন্য
একটা ব্রাইট ফিউচারের জন্য...!! 😓

সমস্যা হলো, ফিউচার প্ল্যানে আমরা
সবকিছুই ইনক্লুড করি, শুধু মৃত্যুটা ছাড়া...!!

আমাদের প্ল্যানে পরিবার থাকে, প্রেমিকা থাকে,
গাড়ি থাকে, বাড়ি থাকে, বাট মৃত্যুটা থাকে না...!!

অথচ মৃত্যুটাকে প্ল্যানে রাখতে পারলেই
কিন্তু আমার আপনার অনেক
প্রায়োরিটি লিস্ট চেঞ্জ হয়ে যাবে...!!

সেন্টমার্টিন ট্যুরটা দিয়ে ফেলা যাবে,
ওয়্যার এন্ড পিসটা পড়ে ফেলার সময় হবে,
তাহাজ্জুদ পড়ার সময়টাও বের করে ফেলতে পারবেন। কারণ, আপনি জানেন, মৃত্যু ওয়েট করতেসে।
আপনার হাতে খুব বেশি সময় নাই।

না, আমি নিজে বোহেমিয়ান টাইপ মানুষ না,
আপনাকেও বাউন্ডুলে হতে বলতেসি না...!! 🙂

বরং পরিবারকে আমরা ওউন করবো, ভালোবাসবো, দায়িত্ব পালন করবো, সবটাই করবো।

সাথে সাথে ওউন করে নিবো আমাদের
দুর্বলতাকেও, আমাদের মৃত্যুকেও...!!

তখন দেখবেন, কিছু কাজ যেইটা আপনি
একান্তই আপনার বলে অবহেলায় ফেলে রেখেছেন, কাজটা আপনার করা হয়ে যাবে।

মৃত্যু আপনার পরিবারের পাশাপাশি আপনাকেও
আপনার কাছে গুরুত্বপূর্ণ করে তুলবে।

জীবন নিয়ে প্ল্যান করার সময় একটা জিনিস
মাথায় রাইখেন, জীবনটা আপনার না...!!

এইখানে আপনার ভাগ কম।
আপনার জীবন আপনার চোখের সামনেই
ভাগ করে নেবে আপনার পরিবার,
আপনার বন্ধু বা আপনার আত্মীয়রা...!!

বাট মৃত্যুটা আপনার একান্তই নিজের।

আপনার মৃত্যুর ভাগটা কেউ নেবে না,
ঐটা আপনাকেই নিতে হবে।
তাই, যে কোন প্ল্যানে জীবনের আগে
মৃত্যুর কথাটা থাকা চাই...!! 🙃

কষ্ট করতে করতে নিজেরে যন্ত্র করে
ফেলার আগে মনে থাকা চাই
কবি ইমতিয়াজ মাহমুদের লেখা দুইটা লাইন,

"মৃত্যু ছাড়া মানুষের একান্ত নিজের কিছু নেই,
জীবন অন্যরা ভাগ করে নেয় খুব প্রকাশ্যেই...!!" 🫠

Life tastes likeA plate full of Khichdi (Khichuri)... Everything you want or won't, You have to eat anyway...!! 🤤
01/12/2023

Life tastes like
A plate full of Khichdi (Khichuri)...
Everything you want or won't,
You have to eat anyway...!! 🤤

Always remember that Allah's Decision is better than your wish...!! 🫠
30/11/2023

Always remember that
Allah's Decision is better
than your wish...!! 🫠

"Candy is childhood,The best and bright moments You wish could have lasted forever...!!" 😉
28/11/2023

"Candy is childhood,
The best and bright moments
You wish could have lasted forever...!!" 😉

"A recipe has no soul. You, as the cook, must bring soul to the recipe...!!" 🫠
25/11/2023

"A recipe has no soul.
You, as the cook,
must bring soul to the recipe...!!" 🫠


"Health requires healthy food....!!"🤗
24/11/2023

"Health requires healthy food....!!"🤗


If You Have The PowerTo Make Someone Happy,Do It....!! 🍂The World Needs More Of That...
23/11/2023

If You Have The Power
To Make Someone Happy,
Do It....!! 🍂
The World Needs More Of That...

Tea time is a chance to slow down, pull back and appreciate our surroundings...!! 🍁
22/11/2023

Tea time is a chance to slow down, pull back and appreciate our surroundings...!! 🍁

"Laughter Is Brightest        In The Place Where Food Is Good...!!" 🤗
16/11/2023

"Laughter Is Brightest
In The Place
Where Food Is Good...!!" 🤗

Compassion Is Not A Relationship Between The Healer And The Wounded. It's A Relationship Between Equals. Only When We Kn...
10/11/2023

Compassion Is Not A Relationship
Between The Healer And The Wounded.

It's A Relationship Between Equals.

Only When We Know Our Own Darkness Well
Can We Be Present With The Darkness Of Others.

Compassion Becomes Real
When We Recognize Our Shared Humanity...!! 💔

বয়ঃসন্ধি এর মত ৩০ এর পরে নারির জীবনেরও একটা নাম থাকা উচিত। বুড়িও না, আবার ছুঁড়িও না, অদ্ভুত একটা বয়স। বেশিরভাগ ক্ষেত্রেই...
04/11/2023

বয়ঃসন্ধি এর মত ৩০ এর পরে নারির জীবনেরও একটা নাম থাকা উচিত। বুড়িও না, আবার ছুঁড়িও না, অদ্ভুত একটা বয়স। বেশিরভাগ ক্ষেত্রেই সংসারি ১০/১৫ বছর ধরে।

দুই-তিন সন্তানের মা হলেও মনের ভেতরকার কিশোরীটা কোথাও যেন রয়ে যায়। সেই মনের কিশোরীটাকে অবদমনের ক্লান্তিকর প্রচেষ্টা সবসময়।কারণ, পরিবেশ পরিস্থিতির কাছে ছুঁড়ি হয়ে থাকাটা নিছক হাস্যকর।

যা পাওয়ার ছিল, আর যা পাওয়া হয় নাই, মনটা সেই হিসেব নিয়ে বসে না চাইতেও। কত ব্যস্ত থাকা যায়, সংসার, রান্নাবান্না, কিংবা অফিসে? দিন শেষে না পাওয়া গুলো কেমন যেন খোঁচাতে থাকে, দিন শেষে মনেহয় কেউ থাকুক, কেউ শুনুক, মনের সব কথা, কোন জাজমেন্ট ছাড়া।

এদিকে সংসার, বাচ্চাকাচ্চা করতে করতে জীবনটা বন্ধুহীন হয়ে যায়, সবাই যার যার জীবনে ব্যস্ত কিংবা ৩০পেরোনো তারাও ব্যস্ততার নাটকই করছে।

৩০পেরোনো মেয়েরা একটা কঠিন রোগে ভোগে। নস্টালজিয়া! কারণে অকারণে শুধু পুরনো কথা মনেহয়। ফেলে আসা শৈশব,তারুণ্যের চঞ্চল মন,স্কুল, কলেজ, ভার্সিটির সোনালি দিনগুলো, তার সাথে প্রথম দেখা, কখনও না ফুরানো কত গল্প, বৃষ্টি বিলাস, যে কিছু সময়ের জন্য নিজের হয়েছিল, যে কস্ট দিয়েছিল, কিংবা না চাইতেও যাকে কষ্ট দিতে হয়েছিল, সব মনে পড়ে যায় সময়ে অসময়ে।

রাতের বেলা সব কাজ সেরে আয়নার সামনে দাঁড়ালে বড় অসুন্দর মনেহয় নিজেকে। চুল পড়ে অর্ধেক, মুখে বলিরেখারা সবে আঁকিবুকি শুরু করেছে, এক সময়ের মেদহীন শরীরটা স্বপ্নের মত লাগে, পেটে স্ট্রেচ মার্কের দাগ, সব মিলিয়ে ভীষণ অনাকর্ষণীয় লাগে নিজেকে। সেই বিষণ্ণতা ঢাকতেই হয়ত শাড়ি-গয়নায় মেতে থাকতে চাওয়া মেয়েদের।

জীবনের অর্ধেকটা পার করে এসে ৪০ পেরোনো মেয়েদের দুর্নিবার প্রেমের ইচ্ছা জাগে। নাহ, প্রেম করার জন্য প্রেম না। মনে হয় কেউ থাকুক, কেউ শুনুক সব কথা, আবার কারো আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে মন চায়। মনটা আবার সব নতুন করে শুরু করতে চায়।

মন নতুন কাউকে চায়না, পুরাতন মানুষটাকেই আবার নতুন করে চায়। আবার তার চোখের তারা হয়ে থাকার বড় সাধ হয়। সংসার, বাস্তবতা সব অস্বীকার করতে চায় মনটা মাঝে মাঝেই।

৩০ পেরোনো মেয়ের বাবা-মায়ের কথা খুব মনে পড়ে। সেই জীবনটা খুব মনে পড়ে প্রতিনিয়ত। যা করতে ইচ্ছা করে, তাঁদের জন্য চাইলেই করা যায় না। শুধু মেয়ের বাবা-মা বলে অধিকারবোধ সীমিত করে রাখতে হবে ব্যাপারটা খুব ভাবায়। নিজের সন্তানকে আঁকড়ে অন্যরকম সমাজের প্রত্যাশা করে ৪০ পেরোনো মন।

৩০পেরোনো মেয়ে বিয়ে করেনি? বাচ্চা হয়নি? ডিভোর্সি? শুভাকাংখির অভাব নেই। অথচ এই ৪০ পেরোনো মেয়ের বাচ্চা হবার পর তার মনের খবর কেউ রাখে না। বিয়ের পর মেয়েটা কীভাবে এডজাস্ট করছে নতুন সংসারে কে কবে জিজ্ঞেস করে!

আজকাল নতুন শ্লোগান, মেয়েদের ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের। ৪০ পেরোনো মেয়েটা বুঝে যায়, এই ইন্ডিপেন্ডেন্সের সাথেও অনেক কিছু হারাতে হয়। সময় অথবা অর্থ, যে কোন একটাই পাওয়া যায়।

আর শুধু ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেনডেন্ট হলেই কি সমাজ ইন্ডিপেন্ডেন্স দেয়? মেয়েরা কখনই সমাজের দাসত্ব থেকে পুরোপুরি বের হতে পারে না।

৩০পেরোনো মেয়েটার মাঝে মাঝেই খুব একা থাকতে মন চায়। নিজের মত করে, নিজের জন্য। পরমুহূর্তেই সন্তানদের জন্য মন কাঁদে। মায়েরা সবচেয়ে ভয় পায় মৃত্যু। শত অভিমানেও সে বেঁচে থাকতে চায়, তার সন্তানদের জন্য। অন্তত যতদিন সন্তানদের জীবনে তার প্রয়োজন আছে ততদিন। চিৎকার করে কাঁদতে বড় সাধ হয়, সেই কান্না কেউ শুনতে পাবেনা, এমন জায়গা খোঁজার অভিযানেই মনেহয় জীবনটা পার হয়ে যায়।

৩০ এর কাছে এসে মেয়েদের সবুজ মনটা আস্তে আস্তে নীল হতে শুরু করে, প্রথমে হাল্কা, তারপর আস্তে আস্তে গাঢ় হয়। এক সময়, বেশি কথা বলা মেয়েটা চুপচাপ হয়ে যায়, মেনে নিয়ে বেঁচে থাকা শিখে যায়। পান থেকে চুন খসতেই যে মেয়ের চোখের জল, নাকের জল এক হয়ে যেত, তার নিঃশব্দ কান্না খুব কাছের না হলে কেউ টের পায় না।

৩০ পেরোনো মেয়েগুলো ব্যালেন্স করতে করতে নিজেদের কথা ভুলে যায়। ভুলে যায় কি করলে ভালো লাগবে, ভুলে যায় মনটা কি চায়।

৩০ পেরোনো শরীরটাও আগের মত সাপোর্ট দেয় না। দুই/তিনবার করে আট/নয় দিন না, নয় মাস পেটে রাখা সহজ নয়। অপারেশনের এর ধকল, মেরুদন্ডে দেয়া ইঞ্জেকশন শরীরটাকে অকেজো করে দেয়। ভাঙ্গা কোমর নিয়ে দিব্যি রান্নাবান্না, বাচ্চার দেখাশোনা, ঘরের কাজ, জার্নি সব করে যায়। তবু দিন শেষে শুনতে হবে কিছুই করেনা।

৩০পেরোনো মেয়ের মন চায় কারো উপর দাবী খাটাতে অথচ ৩০ পেরোলেই সে বুঝতে পারে, মেয়েদের কারো উপর দাবী রাখতে নেই।

৩০ পেরোনো মেয়েগুলো যত্ন চায়, তারা চায় কেউ তার মনের যত্ন করুক !! 🍂

Distance Is The Only Answer To Disrespect...!!Don't React, Don't Argue,Don't Dive Into Drama...Simply Remove Your Presen...
01/11/2023

Distance Is The Only Answer To Disrespect...!!

Don't React,
Don't Argue,
Don't Dive Into Drama...

Simply Remove Your Presence...!! 😎

"Verily, You Will Never Leave Anything For The Sake Of Allah Almighty But That Allah Will Replace It With Something Bett...
29/10/2023

"Verily, You Will Never Leave Anything
For The Sake Of Allah Almighty
But That Allah Will Replace
It With Something Better...!!" 👣

Manipulation Is When They Blame You For Your Reaction To Their Toxic Behaviour, But Never Discuss Their Disrespect That ...
20/09/2023

Manipulation Is When They Blame You

For Your Reaction To Their Toxic Behaviour,

But Never Discuss Their Disrespect

That Triggered You...!! 🫠

إن شاء اللهIt Will Happen, With Time & Sabr...!! 😒
19/09/2023

إن شاء الله
It Will Happen,
With Time & Sabr...!! 😒

I KNOW YOU ARE TIRED...!! 😒I know you are Physically &Emotionally Drained... 😔But you have to KEEP GOING...!! 🤗
17/09/2023

I KNOW YOU ARE TIRED...!! 😒

I know you are Physically &
Emotionally Drained... 😔

But you have to KEEP GOING...!! 🤗

Decision is yours...!! 😉
20/05/2023

Decision is yours...!! 😉

😎

😎
20/05/2023

😎

Address

Maskanda
Mymensingh
2400

Alerts

Be the first to know and let us send you an email when Duniyaa's Tawakkul Invoking - DTI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Duniyaa's Tawakkul Invoking - DTI:

Share