71BDnews

71BDnews আমরা চাইলেই মুক্তিযোদ্ধা হতে পারব না ?

13/04/2024
22/03/2023
23/02/2023

মুক্তাগাছা চেচুয়া উচ্চ বিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩।

#মুক্তাগাছা

22/02/2023

এই মাত্র আওয়ামীলীগের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল
#মুক্তাগাছা # আওয়ামীলীগ

22/02/2023

মুক্তাগাছায় আওয়ামীলীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে আঃ হাই আকন্দ

05/12/2022

রিপন সারওয়ার ময়মনসিংহ প্রতিনিধি :ময়মনসিংহের মুক্তাগাছায় দুই বছর ধরে নিজ গৃহে শিকল বন্দি হয়ে মানবেতর জীবন যাপন কর...

14/11/2022

আজ সৃষ্টি টেলিভিশনে প্রচারিত নিউজ।

09/11/2022

ছোট বেলে একটি ফড়িং ধরতে নিরন্তর চেষ্টা চালিয়ে যেতাম সারা বেলা। কখনো সফল হতাম কখনো এক বুক হাতাশা নিয়ে বাড়ী ফিরতে হতো আর যদি ধরতে পারতাম, তবে তার লেজে সুতা বেঁধে ওর উড়ে চলার গতিপথ নিয়ন্ত্রণ করে ভিন্ন এক আনন্দে মেতে উঠতা সকল দুষ্ট ছেলের দল। এখন আর ফরিং ধরিনা, শুধুই দেখি আর ছোটবেলার সেই হারানো স্মৃতি গুলোকে মনে করি। আপনার মনে যদি এরকম কোন স্মৃতি থাকে তবে কমেন্ট করে জানাতে পারেন।।

07/11/2022

রিপন সারওয়ার : ময়মনসিংহের মুক্তাগছায় ভিক্ষুকদের ছদকার টাকা যাচ্ছে দালালদের পকেটে । সপ্তাহের নির্ধারিত (প্রতি বু....

07/11/2022

রিপন সারওয়ার :
জেলহত্যা দিবস উপলক্ষে মুক্তাগাছায় মুক্তিযোদ্ধা-জনতার সমাবেশ শোক র‌্যালি

জেলা হত্যা দিবস উপলক্ষে ময়মনসিংহের মুক্তাগাছায় উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই আকন্দের নেতৃত্বে মুক্তিযোদ্ধা জনতার মঞ্চের উদ্যোগে শোক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় স্থানীয় ডাকবাংলো মাঠে মুক্তিযোদ্ধা জনতার মঞ্চের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেমের সভাতিত্বে জেলহত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তাগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ। অন্যান্যের মধ্যে প্রবীন আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা বছির উদ্দিন, শহর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এবিএম জহিরুল হক জহির, সাবেক ছাত্র নেতা মুশফিকুর রহমান মশিউর, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেবাশীষ ঘোষ বাপ্পী, আওয়ামীলীগ নেতা মো. তারেক, সুলতান মাহমুদ ছিলু, বোরহান উদ্দিন, উপজেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি এসএম আবু সাঈদ প্রমুখ।
পরে কালো পতাক শোভিত একটি শোক বের করা হয়। র‌্যালিটি ডাক বাংলো মাঠ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সমাবেশ স্থলে এসে শেষ হয়।

07/11/2022

রিপনসারওয়ার :
একটা সময় ছিল যখন পাহাড় বা চরাঞ্চলে পণ্য আনা নেওয়ার কাজে ব্যবহৃত হতো গরু ও মহিষের গাড়ি। ঘোড়ার গাড়ি ছিলো রাজা-বাদশাহ ও জমিদারের পরিবহন। সে সময় ঘোড়া ও ঘোড়ার গাড়ি সাধারণ মানুষের কল্পনাতেই সীমাবদ্ধ ছিল। কালের পরিক্রমায় সেই ঘোড়ার গাড়ি এখন প্রত্যন্ত পাহাড় ও চরাঞ্চলের মানুষের পণ্য পরিবহনের একমাত্র মাধ্যম হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি মুক্তাগাছা উপজেলা দুল্লা ইউনিয়নের গোলাবাড়িসহ বিভিন্ন এলাকা ঘুরে ঘোড়ার ও মহিষের গাড়িতে করে মালামালসহ পণ্য আনা নেওয়ার এমন চিত্র দেখা গেছে।

01/11/2022

কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে? বিপুল অংকের প্রাইজ মানি ঘোষণা ফিফার ||

01/11/2022

বিড়াল হত্যায় থানায় মামলা, ময়নাতদন্তের বিড়াল।

24/10/2022

রিপন সারওয়ার : সাময়িক বরখাস্ত হওয়ার দীর্ঘ দেড় বছর পর আদালতের রায় পেয়ে জনগণকে সঙ্গে করে আলোর মিছিল নিয়ে নির্বাচিত জ...

23/10/2022

আসুন সময়ের সঠিক ব্যবহার করি, অপচয় রোধ করে, দেশের চাকা সচল রাখ সহযোগিতা করি।

21/10/2022

রিপন সারওয়ার :
মুক্তাগাছায় জাতীয় স্যানিটেশন ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

“হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই। বর্জ্যের পরিশোধন, নিশ্চিত হবে টেকসই উন্নয়ন”

এ প্রতিপাদ্যকে সামনে রেখে মুক্তাগাছা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে মুক্তাগাছায় জাতীয় স্যানিটেশন ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
দিবসটি উদ্যাপন উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১ টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এক বর্ণাঢ্য র‌্যালি-ময়মনসিংহ -টাঙ্গাইল মহাড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা শিক্ষা অফিস মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা পৌর সভার মেয়র বিল্লাল হোসেন সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ নায়েব আলী খান।
উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তাগাছা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকলী , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোমান রিয়াজ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমিশনার বীর মুক্তিযোদ্ধা একেএম রেজাউল করিম জিন্নাহ, ওয়ার্ল্ডভিশন ম্যানেজার নম্রতা হাউই, মুক্তাগাছা থানার ওসি (তদন্ত) চাঁদ মিয়া।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

19/10/2022

মুক্তাগাছায় চাচিকে খুন করে থানায় স্বেচ্ছায় আত্মসমর্পণ ভাতিজার

রিপন সারওয়ার ঃ ময়মনসিংহে মুক্তাগাছা উপজেলার কুড়িপাড়া এলাকায় মঙ্গলবার বিকালে জহর রবি দাস(৩২) নামে এক ভাতিজা তার আপন চাচিকে উপর্যুপুরি ছুরিকাঘাতে খুন করেছে। চাচিকে মারার পর নিজেই থানায় এসে ঘটনার স্বীকারোক্তি দিয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত চাচির নাম জলন্তী রবি দাস(৪৫)। সে ঐ এলাকার ক্ষুদিরাম রবি দাসের স্ত্রী।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, কুড়িপাড়া গ্রামের ঋষিপাড়ার ক্ষুদিরাম রবি দাস ও কালুয়া রবী দাস দুই ভাই একই বাড়িতে থাকেন। গত কয়েকদিন আগে কালুয়া রবি দাসের স্ত্রী জলন্তী রবি দাসের সাথে তার বড় জ্যা ক্ষুদিরাম রবিদাসের স্ত্রীর রানু রানী দাসের সাথে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয়রা সালিশ দরবারের মাধ্যমে বিষয়টি মিমাংসা করে দেন। ক্ষুদিরাম রবি দাসের ছেলে জহর রবি দাস গাজীপুরে একটি গার্মেন্ট কারখানায় কর্মরত ছিলেন। খবর পেয়ে মঙ্গলবার বিকালে জহর রবি দাস গাজীপুর থেকে বাড়িতে এসে মায়ের কাছে ঝগড়ার বিবরণ শুনে। এসময় চাচি রান্নাঘরে ছিলো। রাগান্বিত রবি ধারালো চাকু নিয়ে চাচি জলন্তী রবি দাসের ওপর ঝাপিয়ে পড়ে। মায়ের সাথে ঝগড়া করার প্রতিশোধ নিতে সে আপন চাচিকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে বাড়ি থেকে বেরিয়ে যায়। স্থানীয়রা জলন্তী রবিদাসকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে সন্ধ্যার পর জহর রবি দাস নিজেই থানায় এসে পুলিশকে জানায় সে তার চাচিকে ছুরি দিয়ে মেরেছে। পুলিশের কাছে নিজে থেকেই ঘটনার সবিস্তারে বর্ণনা দেয়।

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহদের স্বামী কালুয়া রবিদাস বাদী হয়ে ভাতিজা জহর রবিদাসকে আসামী করে থানায় হত্যা মামলা করেছেন। আসামীকে বুধবার আদালতে চালান দেয়া হয়েছে।

https://youtu.be/gGNVGjAz_no
16/10/2022

https://youtu.be/gGNVGjAz_no

ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে ঢাকা-ময়মনসিংহ সড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন মালিক সমিত.....

07/10/2022

রিপন সারওয়ার : মুক্তাগাছায় কিশোর সারোয়ার রহমান শান্ত হত্যার ঘটনায় বাবা পৌর কাউন্সিলর মতিউর রহমান মতি বাদী হয়ে অজ.....

06/10/2022

রিপন সারওয়ার : ময়মনসিংহের মুক্তাগাছায় প্রতিমা বিসর্জনের সময় ছুরিকাঘাতে সারোয়ার রহমান শান্ত ওরফে শান্ত রহমান (১৭)...

01/10/2022

রিপন সারওয়ার : অনিশ্চিত ভবিষ্যতে পথে ঢাক-ঢোল তৈরীর কারিগরা

ঢাকের তালে হৃদয় নাচাতে আসছে শারর্দীয় দূর্গোৎসব। পূজার মুল আকর্ষণ ঢাক ঢোল।। যাদের নিপুণ হাতের ছোঁয়ায় হয়ে উঠে প্রাণবন্ত সেই ঢাক কারিগরদের হৃদয়ে নেই খুশির আমেজ।
ছেলেটা আজই প্রথম পা রাখলো স্কুলে। জানিনা কতদিন ধরে রাখতে পারবো বাপ-দাদার এই পেশা। আর ব্যবসার যা অবস্থা ছেলে এই ব্যবসায় আসবে কিনা তাও বলতে পারছিনা। আর মেয়েটা নবম শ্রেণীতে পড়ে খুব টানা পোড়োনের মধ্যে দিয়েই দিন কাটাচ্ছি।
বংশ পরম্পরায় পাওয়া ব্যবসার অনিশ্চিত ভবিষ্যতের কথাই বলছিলেন কাজের ফাঁকে ফাঁকে ঢাক ঢোলের কারিগর নরেশ দাস।

ময়মনসিংহের মুক্তাগাছার ৭ নং ঘোগা ইউনিয়নের পারুলিতলা গ্রামের ব্রজেন দাসের ছেলে নরেশ দাস ( ৩৫ ) প্রায় ১৭ বছরের অধিক সময় ঐতিহ্যগত ভাবেই ধরে রেখেছেন ঢাক ঢোল তৈরি ও মেরামতের পেশা।
এবার মুক্তাগাছায় সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের ১১২ টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। তার মধ্যে আলোচনার শীর্ষে রয়েছে একমাত্র মহিলা উদ্যোক্তাদের মাতৃ সংঘ মন্ডপটি।
বাদ্যযন্ত্রের সাথে সংশ্লিষ্ট শিল্পিরা চাতক পাখির মতো চেয়ে থাকে এই দিনটির জন্য। সারা বছর তেমন কোন কাজ না থাকলেও এসময় ব্যস্ততম সময় কাটান নরেশ দাশ তবে এ বছরের চিত্রটা একটু ভিন্ন। দুর্গাপূজা সামনে রেখে শেষ সময়েও তেমন কোন কাজ নেই হাতে। এতে কপালে চিন্তার ভাজসহ ভবিষ্যৎ ব্যবসা নিয়ে শঙ্কিত নরেশ দাস।
ঢাক ঢোল, কাশি, ঘন্টা, শঙ্খ
দুর্গাপূজার অপরিহার্য হিন্দু শাস্ত্রেও এর ব্যবহারের উল্লেখ রয়েছে ঢাক-ঢোল ছাড়া পূজা অচর্ণার কথা ভাবাই যায় না তবে বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় কমে যাচ্ছে ঢাক ঢোলের কদর।
নরেশ দাস আলোকিত প্রতিদিন কে জানান, এখন ঢাক ঢোলের যে দুই একটা কাজ হয় তাতে কাঠ চামড়াসহ ঢাক ঢোল তৈরির বিভিন্ন উপকরণের মুল্য বৃদ্ধির জন্য লাভের মুখ দেখা কষ্ট হয়ে যায়। যুগের পরিবর্তনের সাথে সাথে হারিয়ে যাচ্ছে ঢাক ঢোল, তবলা, খোল এর ব্যবহার। পূজা আসলেই এগুলোর একটু চাহিদা বাড়ে।
ছোট ঢাক ১৩০০০ হাজার টাকা এবং বড় ঢাক ১৫০০০ হাজার টাকায় বিক্রি করি আর মেরামতের জন্য কাজের ধরণ দেখে ২ থেকে ৩ হাজার টাকা নেই। পূজা শেষে বছরের বাকি দিন গুলোতে সংসার চলে বিয়ে, কীর্তনে খোল ও কর্ণেড বাজানোর ভাড়ায় টাকায়।

29/09/2022

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিদায়ী আইজিপি বেনজীর আহমেদ

27/09/2022

রিপন সারওয়ার :
মুক্তাগাছায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বিরাশি গ্রামে এক মৎস্য চাষীর পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করার অভিযোগ পাওয়া গেছে। পূর্ব সত্রæতার জেরে প্রতিবেশি বিষ দিয়েছে বলে ভুক্তভোগীর অভিযোগ। ঘটনাটি ঘটেছে উপজেলার তারাটি ইউনিয়নের বিরাশি গ্রামের আজিজুল হকের পুকুরে।
সরেজমিনে জানাযায়, উপজেলার বিরাশি গ্রামের মৃত মুন্তাজ আলীর পুত্র আজিজুল হক তার ১০ শতাংশের একটি পুকুরে শিং মাছসহ বাংলা মাছ চাষ করে আসছিলেন। পূর্ব সত্রæতার জেরে গত কিছু দিন আগে আজিজুল হকের প্রতিবেশি মৃত ওমর আলীর পুত্র আল আমিন ও বাচ্চু মিয়া, বাচ্চু মিয়ার পুত্র রাব্বি মিয়ার সাথে ঝগড়া করে পুকুরের চারদিকে জালের বেড়া কেটে ফেলে এবং মেরে ফেলার হুমকি দেয়। এ বিষয়ে গত ২৯ জুন আজিজুল হক বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেন। সর্বশেষ গত শুক্রবার স্থানীয় নিলার বাজারে আজিজুল হককে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে আল আমিন আজিজুল হকের দুই পা কেটে ফেলবে বলে শাসিয়ে দেন। এ ঘটনার পরদিন গত শনিবার সকালে আজিজুল হক পুকুরে গিয়ে দেখেন তার পুকুরের মাছ খুব ছোটাছুটি করছে। বিষয়টি তার সন্দেহ হলে মাছের চিকিৎসক নিয়ে আসলে তিনি পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে বলে সন্দেহ করেন। পরে চিকিৎসকের পরামর্শে বিষক্রিয়া প্রতিকারে ঔষধ প্রয়োগ করলেও পুকুরের মাছ বাঁচানো সম্ভব হয়নি। পকুরের সব মাছ মরে পানিতে ভেসে উঠেছে এবং মারাক্তক বিষক্রিয়ায় পকুরে থাকা সাপ, কাকরাসহ সকল প্রাণী মরে বাতাসে দুর্গন্ধ ছড়াচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, আল আলমিনের বিরুদ্ধে এলাকায় বাড়ি পোড়া, নির্যাতনের একাধিক মামলা রয়েছে। আল আমিন ও তার পরিবারের সদস্যরা ধুরন্ধর প্রকৃতির লোক। তাদের ভয়ে এলাকার সাধারণ মুখ খুলতে সাহস পায় না।
এ বিষয়ে মৎস্য চাষি আজিজুল হক বলেন, আল আমিন, রাব্বি মিয়া আমার সাথে ঝগড়া গত শুক্রবার স্থানীয় নিলার বাজারে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে আল আমিন আমার দুই পা কেটে ফেলবে বলে শাসিয়ে দেন এবং বলেন তোর অনেক ক্ষতি করব পরদিন গত শনিবার সকালে পুকুরে গিয়ে দেখি পুকুরের মাছ খুব ছোটাছুটি করছে। বিষয়টি আমার সন্দেহ হলে মাছের চিকিৎসক নিয়ে আসি তিনি পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে বলে সন্দেহ করেন। পরে চিকিৎসকের পরামর্শে বিষক্রিয়া প্রতিকারে ঔষধ প্রয়োগ করেও পুকুরের মাছগুলো বাঁচাতে পারিনি। আমি আল আমিনই এ কাজ করেছে। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।
সংশ্লিষ্ট ইউপি সদস্য মোঃ নূরুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, আজিজুল হকের পুকুরের মাছ মরার বিষয়টি আমি শুনেছি। লোকটার খুব ক্ষতি হয়ে গেল। এ ধরনের ঘটনা যে ঘটিয়েছে তাকে আইনের আওতায় এনে কঠোর বিচার হওয়ার দরকার বলে মনে করেন তিনি।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল হাসান জানান, মামলা তদন্তকারী কর্মকর্তাকে বলে দেওয়া হয়েছে উক্ত পুকুরের পানি এনে পরীক্ষা করারপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

26/09/2022

রিপন সারওয়ার : ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বিরাশি গ্রামে এক মৎস্য চাষীর পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করার অভিযোগ প.....

26/09/2022

মুক্তাগাছা শহরে হঠাৎ করে কিছু মানুষ গোল হয়ে কি যেন দেখছে। কৌতুহলী মন নিয়ে উপর থেকে নিচে নেমে এলাম দেখার জন্য কিন্তু যা দেখলাম তাতে চোখ উপরে উঠে গেলো। অনেক দিন এত বড় বড় মাছ দেখি না। বাজারে যা দেখি এর অর্ধেক। ধামও আকাশ ছোয়া । কাতলা ৭০০ টাকা, বাইম ৬০০ টাকা, কোরাল ৭০০ টাকা, বোয়াল ৫৫০ টাকা কেজি।

Address

Muktagachha
Mymensingh
2210

Alerts

Be the first to know and let us send you an email when 71BDnews posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 71BDnews:

Videos

Share

Category


Other Newspapers in Mymensingh

Show All