![২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে শিবির সভাপতি ফেসবুকে বিশাল এক স্ট্যাটাস দিয়ে আত্মপ্রকাশ করলেন। তবে তিনি আন্দোলনে তাদেরও হিস্য...](https://img5.medioq.com/718/908/1049440897189084.jpg)
14/10/2024
২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে শিবির সভাপতি ফেসবুকে বিশাল এক স্ট্যাটাস দিয়ে আত্মপ্রকাশ করলেন। তবে তিনি আন্দোলনে তাদেরও হিস্যা আছে শুধুমাত্র এটুকু জানান দিলেন, অন্য কারো অবদান ডিনাই করলেন না।
শিবির সভাপতির আত্মপ্রকাশ সারা বাংলাদেশে ব্যাপক ভাইরাল হলো। বিশেষত তার লেখনী এবং একাডেমিক রেজাল্ট খুব হাইলাইট হলো। ৫ আগস্ট গণভবনে উপদেষ্টাদের সাথে তার ছবিও ব্যাপক আলোড়ন সৃষ্টি করলো। আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের শিবির সভাপতিকে সমর্থন জানিয়ে ফেসবুকে লিখল। আন্দোলনে শিবির সভাপতির অবদান ও শ্রেষ্টত্বের কথা স্বীকার করলো।
সমন্বয়ক আব্দুল কাদের শিবিরের অবদানের পক্ষে বিস্তর লিখলো। এই অভূতপূর্ব আত্মপ্রকাশের মাধ্যমে শিবির নিজেরা প্রশ্ন থেকে তো সেইফ থাকলোই উপরন্তু এই বয়ান দাঁড়িয়ে যাওয়া শুরু করলো যে আন্দোলন করেছেই শিবির। এবং শিবিরই সমন্বয়ক আব্দুল কাদেরকে শেল্টার দিয়েছে। আব্দুল কাদেরের ভাষ্যমতে ৯ দফার অন্যতম কারিগর ছিল শিবির। পরিস্থিতি এমন সৃষ্টি হয়েছিল সমন্বয়করা না চাইলেও ৯ দফা থেকে ক্রমান্বয়ে শিবির ১ দফায় যেতো।