Farhanitrate

Farhanitrate "উদ্দেশ্যহীন ভাবে না। আবার সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়েও নয়

২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে শিবির সভাপতি ফেসবুকে বিশাল এক স্ট্যাটাস দিয়ে আত্মপ্রকাশ করলেন। তবে তিনি আন্দোলনে তাদেরও হিস্য...
14/10/2024

২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে শিবির সভাপতি ফেসবুকে বিশাল এক স্ট্যাটাস দিয়ে আত্মপ্রকাশ করলেন। তবে তিনি আন্দোলনে তাদেরও হিস্যা আছে শুধুমাত্র এটুকু জানান দিলেন, অন্য কারো অবদান ডিনাই করলেন না।

শিবির সভাপতির আত্মপ্রকাশ সারা বাংলাদেশে ব্যাপক ভাইরাল হলো। বিশেষত তার লেখনী এবং একাডেমিক রেজাল্ট খুব হাইলাইট হলো। ৫ আগস্ট গণভবনে উপদেষ্টাদের সাথে তার ছবিও ব্যাপক আলোড়ন সৃষ্টি করলো। আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের শিবির সভাপতিকে সমর্থন জানিয়ে ফেসবুকে লিখল। আন্দোলনে শিবির সভাপতির অবদান ও শ্রেষ্টত্বের কথা স্বীকার করলো।
সমন্বয়ক আব্দুল কাদের শিবিরের অবদানের পক্ষে বিস্তর লিখলো। এই অভূতপূর্ব আত্মপ্রকাশের মাধ্যমে শিবির নিজেরা প্রশ্ন থেকে তো সেইফ থাকলোই উপরন্তু এই বয়ান দাঁড়িয়ে যাওয়া শুরু করলো যে আন্দোলন করেছেই শিবির। এবং শিবিরই সমন্বয়ক আব্দুল কাদেরকে শেল্টার দিয়েছে। আব্দুল কাদেরের ভাষ্যমতে ৯ দফার অন্যতম কারিগর ছিল শিবির। পরিস্থিতি এমন সৃষ্টি হয়েছিল সমন্বয়করা না চাইলেও ৯ দফা থেকে ক্রমান্বয়ে শিবির ১ দফায় যেতো।

কোনো পূর্বপরিকল্পনা ও ইঙ্গিত ছাড়া হঠাৎ ঘোষণায় ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির আত্মপ্রকাশ স্যোশাল মিডিয়া ও ...
13/10/2024

কোনো পূর্বপরিকল্পনা ও ইঙ্গিত ছাড়া হঠাৎ ঘোষণায় ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির আত্মপ্রকাশ স্যোশাল মিডিয়া ও রাজনীতি পাড়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তবে বিশ্লেষকরা এর পেছনের কারণ উদঘাটন করেছেন। ঘটনার ধারাবাহিকতানুযায়ী উল্লেখ করা হলো-
গণ‌অভ্যূত্থান ও আন্দোলনে মনস্তাত্ত্বিক ও ওপেন অ্যাকশনে সরাসরি শিবিরের টিম ওয়ার্ক থাকার পরও শিবির আন্দোলন শেষে এর কোনো ক্রেডিট চায়নি। এ ব্যাপারে জামাতের আমির সরাসরি বলেছেন এই আন্দোলন সাধারণ ও ছাত্রজনতা সবার আন্দোলন, এটা সবার অবদানের ফল। জামাত এখানে আপামর জনতাকে আন্দোলনের ক্রেডিট দিয়ে বিশাল বড় বাহবা পেলেও আন্দোলনের পেছনে কারা ছিল সে ব্যাপারে জনগণ অন্ধকারেই রয়ে গেল।

সময় গড়ালো, মানুষের আবেগে ভাটা পড়তে শুরু করল। আবেগ বাদ দিয়ে মানুষ রাজনৈতিক চিন্তায় ঢুকে গেল। দলগুলো নিজেদের সুবিধা খুঁজতে লাগলো, এবং গর্ত থেকে বেরিয়ে এসে নিজেদের অবস্থান এবং অবদান জানান দিতে উঠে পড়ে লাগলো। কিন্তু দলগতভাবে তো কোন দলেরই প্রকাশ্য এক্টিভিটিজ ছিল না! এজন্য গতানুগতিক রাজনৈতিক দলগুলো সরাসরি তাদের স্টেক ছিল বলে দাবি করতে পারলো না। এদিকে সমন্বয়কদের মধ্যে শিবির নেতারা ছিল জানার পরেও সমন্বয়করা সম্ভবত তাদের কথায় বা ইচ্ছাকৃতভাবে শিবিরদের নাম প্রকাশ করছিল না। এজন্য সমন্বয়কদের একটি গ্রুপ যারা শিবিরকে ওভাবে পছন্দ করে না তারা মাহফুজ আব্দুল্লাহকে মাস্টার মাইন্ড হিসেবে দাঁড় করালো। এখন জনগণ এতদিন যার কথা শুনে নাই তাকে মাস্টারমাইন্ড হিসেবে দেখতে পেয়ে মেনে নিতে পারল না। এবং মাহফুজ আব্দুল্লাহ সমালোচনার মুখে পড়ল। এজন্য সে হামবালি বলল সে মাস্টারমাইন্ড নয়। আবারো জনগণ অন্ধকারে পড়ে গেল; কে বা কারা ছিল এই আন্দোলনের পেছনে?!

এখন ছাত্রদল ভাবল পেছনে হয়তো আর কেউ নেই, তারা নিজেদের শহীদদের তালিকা প্রস্তুত করলো। এবং বলল, বিএনপি'র একটা বড় অবদান রয়েছে এই আন্দোলনে। এবং রাজনৈতিক দল হিসেবে একমাত্র বিএনপি আন্দোলনে এক্টিভ ছিল।
শিবিরের বিভিন্ন ব্যক্তিবর্গ তখন বিএনপি'র এই বয়ানকে ইনকার করল আর সমান্বয়কদের পিছনে তারা ছিল বলে দাবি করল। এই প্রেক্ষিতে বিএনপি এবং শিবিরের মধ্যে একটা বাকযুদ্ধ চললো। শিবিরের এই দাবির প্রেক্ষিতে প্রশ্ন তোলা হলো, যেহেতু কোন রাজনৈতিক পরিচয়ে কেউ আন্দোলনে আসেনি তাহলে শিবির কিভাবে আন্দোলনে ছিলো? আরেকদল প্রশ্ন তুলল শিবির আন্দোলনে ছিলোনা তারপরও জামাতের আমিরকে কেনো উপদেষ্টা মিটিংয়ে ডাকা হল?

এ পর্যায়ে শিবির দেখল তাদেরকে আন্দোলন থেকে আউট করে দেওয়া হচ্ছে। অথচ শিবিরের ভাষ্য অনুযায়ী আন্দোলন তারাই পরিচালনা করেছে, তারাই আন্দোলনকে এগিয়ে নিয়েছে। কিন্তু এখন তারা অস্তিত্ব সংকটে পড়ে গিয়েছে‌। তারা দেখল আন্দোলন থেকে তাদেরকে একেবারে নাই করে দিয়ে নতুনভাবে ইতিহাস লেখার পাঁয়তারা চলছে। এই ষড়যন্ত্র রুখতে কোনো রাখঢাক ছাড়া হঠাৎ শিবির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করল।
... চলবে ইনশাআল্লাহ

ছাত্রদল নেতার প্রশ্ন "শিবিরের কমিটিতে ছাত্রী নেই কেন?" - এমন উদ্ভট প্রশ্নের জবাবে শিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক নুরুল ...
10/10/2024

ছাত্রদল নেতার প্রশ্ন "শিবিরের কমিটিতে ছাত্রী নেই কেন?" - এমন উদ্ভট প্রশ্নের জবাবে শিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক নুরুল ইসলাম বেশ কয়েকটি পয়েন্ট উল্লেখ করে সামাজিক পোস্ট করেন। তিনি শুরুতেই প্রশ্নকারীদের দিকে তীর্যক প্রশ্ন ছুঁড়ে দেন- নারী নিয়ে কমিটি গঠন করার পরও চার দশকের মধ্যে আপনাদের থেকে কেন কোনো নারী সভাপতি তৈরি হলো না?

নুরুল ইসলাম সাদ্দাম খুব সহজ ভাষায় ইসলামী ইতিহাস ও আন্দোলনের আলোকে 'ছাত্রীযুক্ত' কমিটির বিপক্ষে শিবিরের অবস্থানের কারণ স্পষ্ট করেছেন। ধর্মীয় বিধানের আনুগত্য রক্ষা এবং নারীর মর্যাদা রক্ষাকে তিনি প্রাইমারি কজ হিসেবে দেখিয়েছেন। নারী নিয়ে অন্যান্য সংগঠনের ব্যর্থ পথচলাকে তিনি সামনে এনে বলেছেন, তাদের জন্য স্বতন্ত্র প্লাটফর্ম ও সংগঠনে বিশ্বাস করে শিবির। তাদের পরিসরে তাদের থেকেই নেতৃত্ব তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

১২ বছর বয়সী ছেলেকে শিবিরের সমর্থক ফরম পূরণ করানোয় সৃষ্ট বিতর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। এই পক্ষ ওকে ওই পক্ষ একে ব্যাপক য...
10/10/2024

১২ বছর বয়সী ছেলেকে শিবিরের সমর্থক ফরম পূরণ করানোয় সৃষ্ট বিতর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। এই পক্ষ ওকে ওই পক্ষ একে ব্যাপক যৌক্তিক ও অযৌক্তিক সমালোচনা করে গেছে। কিন্তু ছাত্রশিবির এখানে খুবই কৌশলী ও লং লাস্টিং স্টেপ নিয়েছে। অভিযোগকারীর সাথে সৌজন্য সাক্ষাৎ এবং সমালোচনার ঠান্ডা জবাব নিয়ে বাম পাড়ার বুকে জ্বলন ধরিয়ে দিয়েছে।

ঢাবি শিবির সভাপতি সাদিক কায়েম শিবিরের মূল কাজ নিয়েও ফেসবুকে লিখেছেন। স্পষ্ট করেছেন, শিবিরের আলটিমেট গোল দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি। শিবির সংখ্যাতাত্ত্বিক মানোন্নয়নে বিশ্বাসী নয়, শিবির তার কর্মী থেকে স্রেফ পলিটিক্যাল বেনিফিট আশা করে না। রাজনৈতিকভাবে সচেতন হওয়া একজন শিবির কর্মীর জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব কিন্তু তা একমাত্র দায়িত্ব না। জাতীয় দায়ভার দায়িত্বশীলতার সাথে পালন করতে নৈতিক মানোন্নয়নের দিকে মনোযোগ দেওয়াই আদর্শ শিবির কর্মীর মূল কাজ।

হে প্রিয় বাংলাদেশ!! কেমন করে বইবে এ ভার!!কে থামাবে মায়ের বুকফাটা আর্তনাদ!!!,
16/08/2024

হে প্রিয় বাংলাদেশ!! কেমন করে বইবে এ ভার!!
কে থামাবে মায়ের বুকফাটা আর্তনাদ!!!,

আমাদের আদর্শিক শত্রু স্যেকুলাররা
10/08/2024

আমাদের আদর্শিক শত্রু স্যেকুলাররা

নহে সমাপ্ত কর্ম মোদের, অবসর কোথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটেনি আজও, সুবিমল জ্যোতি তাওহীদের
07/08/2024

নহে সমাপ্ত কর্ম মোদের, অবসর কোথা বিশ্রামের
উজ্জ্বল হয়ে ফোটেনি আজও, সুবিমল জ্যোতি তাওহীদের

... উপরের নির্দেশ
03/08/2024

... উপরের নির্দেশ

জাবের ইবনে আবদুল্লাহ রা: থেকে বর্ণিত হাদিসে রাসূল সা: বলেন, জুমার দিনে এমন একটা সময়ে রয়েছে, যাতে আল্লাহর বান্দা আল্লাহর ...
02/08/2024

জাবের ইবনে আবদুল্লাহ রা: থেকে বর্ণিত হাদিসে রাসূল সা: বলেন, জুমার দিনে এমন একটা সময়ে রয়েছে, যাতে আল্লাহর বান্দা আল্লাহর ক‍াছে যা চায় আল্লাহ তাই দেন। অতএব তোমরা আসরের শেষ সময়ে তা তালাশ করো।
[আবু দাউদ, ১০৪৮]

"এই মাটি আমাদের, তোমাদের নয়,রব চাহে একদিন আসবেই জয়"
07/05/2024

"এই মাটি আমাদের, তোমাদের নয়,
রব চাহে একদিন আসবেই জয়"

পৃথিবীব্যাপী একদিনে সৌদির অনুসরণে সিয়াম ও ঈদ পালন করা উচিত!! কিন্তু পশ্চিমের যারা একদিন আগে চাঁদ দেখতে পাবে তারা কি ৩১ট...
13/04/2024

পৃথিবীব্যাপী একদিনে সৌদির অনুসরণে সিয়াম ও ঈদ পালন করা উচিত!!
কিন্তু পশ্চিমের যারা একদিন আগে চাঁদ দেখতে পাবে তারা কি ৩১টা রোজা করবে? নাকি চাঁদ দেখেও সৌদির অপেক্ষায় বসে থাকবে??!

How people are being influenced...?
01/04/2024

How people are being influenced...?

"দেশ ভালো হয় যদি দেশের বিশ্ববিদ্যালয়গুলো ভালো হয়" - জওহারলাল নেহেরু
20/03/2024

"দেশ ভালো হয় যদি দেশের বিশ্ববিদ্যালয়গুলো ভালো হয়"
- জওহারলাল নেহেরু

20/02/2023

খ্রিস্টধর্মে ঈশ্বরের ধারণা | Concept of GOD in Christanity

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Farhanitrate posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share