25/12/2024
জালাল উদ্দিন মুহাম্মদ রুমি (১২০৭ - ১৭ ডিসেম্বর ১২৭৩) একজন ফার্সি কবি। প্রায় ৮০০ বছর পার হলেও তিনি এখনও পাঠকদের মাঝে।
আসুন জেনে নিই তার কিছু উক্তি যা আপনার অন্তরকে জাগাবে:
১. তোমার হৃদয়ে যদি আলো থাকে, তাহলে ঘরে ফেরার পথ তুমি অবশ্যই খুঁজে পাবে।
২. মোমবাতি হওয়া সহজ কাজ নয়। আলো দেওয়ার জন্য প্রথম নিজেকেই পুড়তে হয়।
৩. তোমার জন্ম হয়েছে পাখা নিয়ে, উড়ার ক্ষমতা তোমার আছে। তারপরও খোঁড়া হয়ে আছো কেন!
৪. বৃক্ষের মতো হও, আর মরা পাতাগুলো ঝরে পড়তে দাও।
৫. কেউ যখন কম্বলকে পেটাতে থাকে তখন সেটা কম্বলের বিরুদ্ধে নয়, ধুলোর বিরুদ্ধে।