13/11/2024
- ভালুকায় এক কেজি গাজা ও ২ শত পিচ ইয়াবা সহ কথিত সাংবাদিক জীবন আটক
ভালুকায় গাজা ও ইয়াবা সহ হবিরবাড়ীর বড় কাশর এলাকা থেকে খোরশেদ আলম জীবন কে আটক করেছে মডেল থানা পুলিশ ।।
বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানা ওসি
( তদন্ত) হুমায়ুন কবির ।।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে মাষ্টার বাড়ী এলাকার বড় কাঁশর থেকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ১ কেজি গাজা এবং ২ শত পিস ইয়াবা পাওয়া যায় ।