It’s Error

It’s Error Every new thought is a new discovery, which can be fantasy or reality.
(4)

ড.ইউনুস! বাংলার ইতিহাসে গত ৯০ বছরে জন্ম নেয়া একমাত্র গ্লোবাল সেলিব্রেটি হলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস। শতকরা ৮৩% লোকই জানে...
26/12/2024

ড.ইউনুস! বাংলার ইতিহাসে গত ৯০ বছরে জন্ম নেয়া একমাত্র গ্লোবাল সেলিব্রেটি হলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস। শতকরা ৮৩% লোকই জানেন না কে ড.মোহাম্মদ ইউনুস!

পৃথিবীতে সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেল, সেটা নিশ্চয়ই জানেন? সম্মানসূচক হিসেবে নোবেলের পরে কোন পুরস্কারের অবস্থান তা কি জানেন? সম্মানসূচকে,

১.নোবেল
২.আমেরিকার প্রেসিডেন্সিয়াল এওয়ার্ড
৩.মার্কিন কংগ্রেশনাল এওয়ার্ড

পৃথিবীর ইতিহাসে উপরের ৩ টা পুরস্কারই জিতেছেন এমন মানুষ আছে বা ছিলেন ১২ জন!বুঝতেই পারছেন পরের লাইনটা কি হবে,

হ্যা, সেই ১২ জনের একজন প্রফেসর ড.মোহাম্মদ ইউনুস 🧡

মেসিকে নিশ্চয়ই চিনেন! যদি বলি এই লিওনেল মেসি লাইনে দাড়িয়ে ছিলেন প্রফেসর ড.ইউনুসের জন্য,বিশ্বাস হয়,না হলেও সত্য!

'অলিম্পিক গেমস' পৃথিবীর সম্মানজনক প্রতিযোগিতার একটি। আর অলিম্পিকে সবচেয়ে সম্মানিত মেহমান হলেন মশাল বাহক, জাপানে অনুষ্ঠিত ২০২০ অলিম্পিকে মশাল বাহক ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস💖

বর্তমানে বিশ্বের লিডিং ইন্টালেকচুয়ালের যেকোনো তালিকায় টপ ১০ এর ভিতরে থাকেন ড.ইউনুস। মুসলিম বিশ্বে নোবেল বিজয়ী ইউনুসের বিকল্প খুজে পাওয়া টা খুবি কঠিন,কিন্তু তিনি আমাদের বাংলাদেশের! এদেশে আর এমন ইউনুস জন্মাবে কিনা আজও সন্দেহ!

১. মাইক্রোসফটের বিল গেটস নিজে গাড়ি ড্রাইভ করে প্রফেসর ইউনুসকে পুরো সিলিকন ভ্যালি শহর দেখিয়েছিলেন।

২. কোর্ট-কাছাড়ির ৮ তলার এজলাশে তাঁকে যখনই হাজিরা দিতে হত সেসময় কোর্ট বিল্ডিং এর লিফট বন্ধ করে দেয়া হত। ৮২ বছরের অশিতিপর এই আসামীকে প্রতিবারই হেঁটে হেঁটে ৮ তলায় যেতে হত। এবং এই ঘটনা নাকি ৪০ বারের মত ঘটেছে।
শাকুর মজিদ
নাট্যকার,লেখক,স্থপতি।
সারা পৃথিবীর ১০৭টা ইউনিভার্সিটিতে মুহাম্মদ ইউনূস সেন্টার আছে। ইউনিভার্সিটিগুলো নিজেদের উদ্যোগে এটা করেছে। এর প্রধান কারণ হচ্ছে তাঁর মাইক্রো-ফাইনান্স। যেটা তাঁকে এবং তাঁর গ্রামীন ব্যাংকে নোবেল শান্তি পুরষ্কার এনে দিয়েছিল।

ডক্টর মুহাম্মদ ইউনূসকে বিশ্রীভাবে 'সুদখোর' ঢাকা হয় বারবার। মজার ব্যাপার হচ্ছে- মুহাম্মদ ইউনূসকে যারা পছন্দ করেন তাদের বেশীরভাগও জানেন না, মুহাম্মদ ইউনূসের সুদের ব্যবসা নাই। গ্রামীণ ব্যাংক তার প্রতিষ্ঠিত হলেও গ্রামীন ব্যাংকে তাঁর এক টাকার মালিকানাও নাই, শেয়ারও নাই। কখনোই ছিল না।

জিনিসটা আপনার-আমার কাছে আশ্চর্যজনক মনে হতে পারে। কিন্তু এটাই সত্যি। ড. মুহাম্মদ ইউনূসের মাইক্রো-ফাইনান্সের ধারণার মূল।

“বুঝিয়ে বলা কঠিন, তাই চুপ থাকি”জীবনে এমন অনেক সময় আসে, যখন মনের কথা প্রকাশ করা কঠিন হয়ে পড়ে। হয়তো কিছু অনুভূতি এতটাই গভী...
24/12/2024

“বুঝিয়ে বলা কঠিন, তাই চুপ থাকি”

জীবনে এমন অনেক সময় আসে, যখন মনের কথা প্রকাশ করা কঠিন হয়ে পড়ে। হয়তো কিছু অনুভূতি এতটাই গভীর যে সেগুলো শব্দে প্রকাশ করা যায় না। কিংবা কিছু অভিজ্ঞতা এতটাই জটিল যে বোঝানোর জন্য যতই চেষ্টা করা হোক, শুনতে পাওয়া মানুষটি হয়তো বুঝবে না। তখন আমরা চুপ করে থাকি।

“চুপ থাকা” কোনো দুর্বলতা নয়, বরং এটি আত্মনিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ দিক। কখনো কখনো চুপ থাকার মধ্যে লুকিয়ে থাকে অগণিত শব্দ, মনের গভীর বেদনা কিংবা অজস্র অপ্রকাশিত গল্প। আমরা হয়তো জানি, কেউ যদি আমাদের কথা বুঝতে না পারে, তবে সেসব বলারও কোনো মানে নেই। বরং চুপ থাকা আমাদের মানসিক শান্তি বজায় রাখে।

তবে চুপ থাকার মানে এই নয় যে, আমরা দুর্বল বা আত্মবিশ্বাসহীন। বরং এটি আমাদের অভিজ্ঞতা ও প্রজ্ঞার প্রতিফলন। কিছু অনুভূতি শুধুই অনুভবের জন্য, বোঝানোর জন্য নয়। কিছু কথা প্রকাশ না করলেই তা আরও বেশি অর্থবহ হয়ে থাকে।

তবুও, চুপ থাকা সবসময় সঠিক সমাধান নয়। যদি কোনো সম্পর্ক কিংবা পরিস্থিতিতে ভুল বোঝাবুঝি বাড়তে থাকে, তাহলে সেটা স্পষ্টভাবে ব্যাখ্যা করা জরুরি। কারণ, অনেক সময় চুপ থাকাও ভুল বোঝার জন্ম দেয়।

তাই, কখন কথা বলতে হবে আর কখন চুপ থাকতে হবে, সেটি বুঝতে শিখুন। কারণ, শব্দের মতোই নীরবতাও একধরনের ভাষা—যা কেবল বোঝার ক্ষমতা থাকা মানুষের জন্য।

18/12/2024

Today December 18th 🇦🇷❤️

Locked schedule ✅
13/12/2024

Locked schedule ✅

02/12/2024

সেই স্বাদ

25/11/2024

This is winter memories ❤️‍🩹

memorable winter -
22/11/2024

memorable winter -

20/11/2024

This is magical work ❤️
Leo Messi

16/11/2024

He has not forgotten Bangladesh.🇧🇩🇦🇷
Leo Messi

আজকা একটা ফাডাফাডি অইবো 🙈
26/10/2024

আজকা একটা ফাডাফাডি অইবো 🙈

26/10/2024

Old to New El Clasico loading......



আসলেই জোস হবে 👀MLS তারা এনাউস করছে ইন্টার মিয়ামির পরবর্তী ম্যাচ মেসির বুকে একটি ক্যামেরা একক ভাবে লাগানো থাকবে।। এবং সে...
23/10/2024

আসলেই জোস হবে 👀
MLS তারা এনাউস করছে ইন্টার মিয়ামির পরবর্তী ম্যাচ মেসির বুকে একটি ক্যামেরা একক ভাবে লাগানো থাকবে।। এবং সেই ক্যামেরা দিয়ে শুধু মেসির খেলা লাইভ দেখা যাবে টিকটক সফটওয়্যার এ 🤯

20/10/2024

Again and Again Leo Messi
4 Days 2 💣

18/10/2024

The greatest football player of all time"❤️🫶
Leo Messi

16/10/2024

Hat-trick goal Match
Leo Messi all Time 💣🔥

🚦🚆❓আসুন জেনে নিই, মেট্রোর কোন স্টেশনে নামলে কোন কোন জায়গায় যেতে সহজ হবেঃপর্ব-১:১) উত্তরা উত্তর (Uttara North): দিয়াবা...
01/10/2024

🚦🚆❓
আসুন জেনে নিই, মেট্রোর কোন স্টেশনে নামলে কোন কোন জায়গায় যেতে সহজ হবেঃ
পর্ব-১:
১) উত্তরা উত্তর (Uttara North): দিয়াবাড়ি, খালপাড়, রূপায়ণ সিটি, উত্তরা পশ্চিম থানা, জমজম টাওয়ার, সেক্টর ১০, ১২, কামারপাড়া, সুইচগেইট, রানাভোলা, হাউজবিল্ডিং, রাজলক্ষী, জসীমউদ্দীন, এয়ারপোর্ট, বিমান বন্দর রেলওয়ে স্টেশন, আজমপুর, টঙ্গী, কলেজ গেইট, টঙ্গী হয়ে বোর্ড বাজার, গাজীপুর, জয়দেবপুর, (+২)।
২) উত্তরা সেন্টার (Uttara Center): সেক্টর ১৮, রাজউক উত্তরা মডেল টাউন, পঞ্চবটি, বোটক্লাব, বীরুলিয়া ব্রীজ, বীরুলিয়া ব্রীজ থেকে সাভার, মিরপুর-১, আশুলিয়া, (+১)।
৩) উত্তরা দক্ষিণ (Uttara South): ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, শান্তা-মারিয়াম ইউনিভার্সিটি, বৃন্দাবন, (+২)।
৪) পল্লবী (Pallabi): মিরপুর ১২, মিরপুর ডিওএইচএস, মিরপুর সেনানিবাস, বিইউপি, কালসী মোড়, ইসিবি চত্বর, শেউড়া, বারিধারা ডিওএইচএস, এয়ারপোর্ট, (+৫)।
৫) মিরপুর ১১ (Mirpur 11): পূরবী সিনেমা হল, কালসী মোড়, ইসিবি চত্বর, শেউড়া , বারিধারা ডিওএইচএস, এয়ারপোর্ট, মিরপুর ১০, মিরপুর-১,৬,৭, চিড়িয়াখানা, (+৬)।
৬) মিরপুর ১০ (Mirpur 10): বর্তমানে বন্ধ আছে। তারপরও বলে রাখি, মিরপুর-১,২, হার্ট ফাউন্ডেশন, পাকা মসজিদ, টেকনিক্যাল, শ্যামলী, কল্যাণপুর, গাবতলী, আমীনবাজার, সাভার, মিরপুর-১৩,১৪, ভাষাণটেক, ইসিবি চত্বর, কচুক্ষেত, বনানী, বনানী থেকে উত্তরা বা মহাখালী অভিমূখের যেকোনো জায়গা।
৭) কাজীপাড়া (Kazipara): কাজীপাড়া, কচুক্ষেত, বনানী, মিরপুর ১০, (+৬)।
৮) শেওড়াপাড়া (Shewrapara): শেওড়াপাড়া, কাজীপাড়া, আগারগাঁও, তালতলা, কচুক্ষেত, বনীনী, মাজার রোড, টেকনিক্যাল, গাবতলী, শ্যামলী, কল্যাণপুর, (+৭)।
বিঃদ্রঃ স্টেশন থেকে নেমে সময় ও খরচ বুঝে রিক্সা, অটো রিক্সা, সিএনজি চালিত অটো, লোকাল বাস, উবার, পাঠাও নিতে পারেন।
ধন্যবাদ ❤️
হ্যাপি জার্নি...🇧🇩
© Swapan Bristy

#মেট্রোরেল

BREAKING🚨💣 | FC Barcelona might face Argentina NT in a friendly match as part of the club's 125th anniversary of its fou...
27/09/2024

BREAKING🚨💣 | FC Barcelona might face Argentina NT in a friendly match as part of the club's 125th anniversary of its founding in 2024 at the new Camp Nou for Leo Messi’s farewell to FC Barcelona fans.

• Messi could present the World Cup trophy and the eighth Ballon d’Or’s, which were mostly won during his time in FC Barcelona.

• Leo would play the first half in the Argentina jersey and the second half in the Barça jersey.

• The club would combine Leo’s farewell as the end of an era and the beginning of a new one with brand new stadium.

• A special banner would appear in the stands of Spotify Camp Nou.





Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when It’s Error posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share