30/06/2022
আব্দুর রহমান,স্টাফ রিপোর্টারঃ নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবি'র উদ্যোগে বৃহস্পতিবার ধর্মপাশা উপজেলার মধ্যনগরে বিনামূল্যে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা ব্যাটালিয়ান (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া গণমাধ্যম কর্মীদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তি মারফত জানান, বিজিবির সদর দপ্তর চিকিৎসা শাখার নির্দেশনায় ভারপ্রাপ্ত সেক্টর মেডিক্যাল অফিসার ময়মনসিংহের তত্বাবধানে নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১বিজিবির আওতাধীন ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানায় এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পে ডাক্তারগন বন্যাদূর্গত সহায় ও দুস্থ মানুষ জনকে পরীক্ষা করে তাদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন ৩১ বিজিবির অধিনায় লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া, মেডিকেল অফিসার, ষ্টাফ অফিসার, স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার ও এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিবর্গ। মেডিকেল ক্যাম্পে প্রায় ১২শত জন বন্যা কবলিত মানুষকে পরীক্ষা নিরীক্ষার পর রোগ অনুযায়ী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ৬৫টি গ্রুপের ২১ হাজার ৫ শত ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ ও ক্রীম বিতরণ করা হয়।
https://pratidinerbangladesh.com/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97%e0%a6%a4%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9d%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4/
আব্দুর রহমান,স্টাফ রিপোর্টারঃ নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবি’র উদ্যোগে বৃহস্পতিবার ধর্মপাশা উপজেলার মধ্যনগরে...