Jannater Poth

Jannater Poth Assalamu Alaikum, this is my page Jannater Poth , here you will get daily Islamic content.

10/06/2023

আল্লাহর দুটি নাম পড়ুন মনের আশা পূরন হবে ইনশাআল্লাহ ||

08/06/2023

যারা কথায় কথায় মানুষকে গালি ও লানত দেয় তাদের বিচার কি হবে?আলোচক শায়েখ আহমাদুল্লাহ।


06/06/2023

এক জন ঈমানদারের গরমে কি করা উচিত। কিয়ামতের আলামত নয়ত??শায়েখ আহমাদুল্লাহ গুরুত্বপূর্ণ বয়ান। #গরম #কিয়ামত

04/06/2023

সন্তান পিতা মাতার অবাধ্য হলে। বড় ধরনের গুনাহ হবে কি?

04/06/2023

আসসালামু আলাইকুম। মালেয়েশিয়া থেকে লাইভে আসছি। আল্লাহর সৃষ্টি জগতের প্রকৃতি অল্প তুলে দরলাম।

02/06/2023
29/05/2023

জীবনে অনেক নামাজ কাজা হয়েছে | কিভাবে আদায় করবেন # শায়েখ আহমাদুল্লাহ গুরুত্বপূর্ণ বয়ান।

27/05/2023

Salim bahanan || Ayatul kursi || আায়াতুল কুরসী এর অর্থ সহ||

16/04/2023

#রোজা না রাখলে আল্লাহ যে কঠিন শাস্তি দেবেন

রমজানের রোজা শুধু বিধান পালন নয়, বরং আল্লাহ তায়ালার পক্ষ থেকে প্রতিদান লাভের মাধ্যম। রোজার প্রতিদান বিষয়ে রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘মানব সন্তানের প্রতিটি নেক আমলের প্রতিদান ১০ থেকে ৭০০ গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আল্লাহ তায়ালা বলেন, কিন্তু রোজার বিষয়টি ভিন্ন। কেননা, রোজা শুধু আমার জন্য, আমিই তার প্রতিদান দেব।’ (মুসলিম-১৫৫১)

প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মুসলিমের উপর রোজা রাখা ফরজ। কেউ রোজাকে অস্বীকার করলে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে। শরীয়তের দৃষ্টিতে ইসলামের প্রধান বিধান রোজা অস্বীকার করা ব্যক্তিকে কাফের ও মুরতাদ বলে গণ্য করা হয়। তাই গুরুত্বসহ রোজা রাখা প্রত্যেক মুসলিমের ওপর আবশ্যকীয়।

তবে রমজান মাসে অসুস্থ, অতিবৃদ্ধ, মুসাফির, গর্ভবতী নারীর জন্য রোজা না রেখে পরবর্তীতে রোজার কাজা, কাফফারা, ফিদইয়া ইত্যাদি বদলা ব্যবস্থা স্থির করে শরিয়তে সুনির্দিষ্ট বিধি-ব্যবস্থা রয়েছে।

এ সম্পর্কে পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে বলা হয়েছে, ‘তোমাদের মধ্যে কেউ পীড়িত হলে বা সফরে থাকলে অন্য সময় সংখ্যা পূরণ করে নিতে হবে। এ (সিয়াম) যাদের অতিশয় কষ্ট দেয় তাদের কর্তব্য এর পরিবর্তে ফিদ্ইয়া-একজন মিসকিনকে অন্নদান করা। যদি কেউ স্বতঃস্ফূর্তভাবে সৎ কাজ করে, তবে সেটা তার পক্ষে অধিকতর কল্যাণকর। তোমাদের মধ্যে যারা এ মাস পাবে, তারা যেন এ মাসে সিয়াম পালন করে। আর কেউ পীড়িত থাকলে অথবা সফরে থাকলে অন্য সময় এই সংখ্যা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য যেটা সহজ সেটাই চান এবং যা তোমাদের জন্য ক্লেশকর, তা চান না এ জন্য যে তোমরা সংখ্যা পূরণ করবে।’ (সূরা আল-বাকারা, আয়াত : ১৮৪-১৮৫)

আলোচ্য আয়াত থেকে বোঝা যায়, ইসলামের ফরজ বিধান রোজা পালন না করে পার পাবার কোনও সুযোগ নেই। শরীয়ত নির্ধারিত কারণে তাৎক্ষণিক রাখতে না পারলে পরে কাজা করে নিতে হবে। কেউ হেলায়-ফেলায় রোজা না রাখলে তাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে।

রোজা ভঙ্গকারীর শাস্তি সম্পর্কে হাদিসে এসেছে-

আবু উমামা (রা.) বলেন, আমি রাসুল (সা.)-কে বলতে শুনেছি তিনি বলেন, ‘একবার আমি ঘুমিয়ে ছিলাম। এ সময় দুইজন ব্যক্তি এসে আমার দুই বাহু ধরে আমাকে দুর্গম পাহাড়ে নিয়ে যায়। সেখানে তারা বলল, পাহাড়ে উঠুন।

আমি বললাম, আমার পক্ষে সম্ভব নয়। তারা বলল, আমরা আপনার জন্য সহজ করে দিচ্ছি। আমি উঠা শুরু করি এবং পাহাড়ের চূড়ায় পৌঁছি। সেখানে প্রচণ্ড চিৎকারের শব্দ শোনা যায়। আমি জিজ্ঞেস করলাম, এটা কিসের শব্দ? তারা বলল, এটা জাহান্নামিদের আওয়াজ।

এরপর তারা আমাকে এমন কিছু লোকদের কাছে নিয়ে যায় যাদেরকে পায়ের টাখনুতে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের গাল ছিন্নবিন্ন, তা হতে রক্ত প্রবাহিত হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? তিনি বললেন, এরা এমন রোজাদার যারা (অকারণে রমজান মাসের) রোজা শেষ না করেই ভঙ্গ করত।’ (সহিহ ইবনে খুজাইমা, হাদিস নং : ১৫০৯)

আরেক হাদিসে আবু উমামা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘একদিন আমি স্বপ্নে দেখলাম যে, একটি সম্প্রদায় উল্টোভাবে ঝুলছে। তাদের গলাটি ফাড়া এবং তা থেকে রক্ত ঝরছে। আমি জিজ্ঞেস করলাম এরা কারা? বলা হল, এরা ঐসব ব্যক্তি যারা বিনা উযরে রমজান মাসের সিয়াম ভঙ্গ করেছিল।’ (সহীহ ইবনে খুযাইমাহ)

গুনাহ মাফের শ্রেষ্ট দোয়া # Islamic post # viral post # দোয়া  # শ্রেষ্ঠ দোয়া #
14/04/2023

গুনাহ মাফের শ্রেষ্ট দোয়া # Islamic post # viral post # দোয়া # শ্রেষ্ঠ দোয়া #

ইসলামিক পোস্ট।
11/04/2023

ইসলামিক পোস্ট।

   #হযরত মুহাম্মদ (সাঃ)
10/04/2023

#হযরত মুহাম্মদ (সাঃ)

বদর যুদ্ধ ১৭ রমাদ্বান হয়েছিল।
09/04/2023

বদর যুদ্ধ ১৭ রমাদ্বান হয়েছিল।

08/04/2023

Surah- kafirun- surah- nasr। salim bahanan

20/03/2023

১৭৭০। কুতায়বা ইবনু সা’ইদ (রহঃ) ... তালহা ইবনু ’উবায়দুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত যে, এলোমেলো চুলসহ একজন গ্রাম্য আরব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এলেন। তারপর বললেন, ইয়া রাসুলাল্লাহ! আমাকে বলুন, আল্লাহ তা’আলা আমার উপর কত সালাত (নামায/নামাজ) ফরজ করেছেন? তিনি বলেনঃ পাঁচ (ওয়াক্ত) সালাত; তবে তুমি যদি কিছু নফল আদায় কর তা স্বতন্ত্র কথা। এরপর তিনি বললেন, বলুন, আমার উপর কত সিয়াম আল্লাহ তা’আলা ফরজ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ রমযান মাসের সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম); তবে তুমি যদি কিছু নফল কর তবে তা স্বতন্ত্র কথা। এরপর তিনি বললেন, বলুন, আল্লাহ আমার উপর কি পরিমান যাকাত ফরয করেছেন? রাবী বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে ইসলামের বিধান জানিয়ে দিলেন। এরপর তিনি বললেন, ঐ সত্তার কসম, যিনি আপনাকে সত্য দিয়ে সম্মানিত করেছেন, আল্লাহ আমার উপর যা ফরয করেছেন, আমি এর মাঝে কিছু বাড়াব না এবং কমাবও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ সে সত্য বলে থাকলে সফলতা লাভ করল কিংবা বলেছেন, সে সত্য বলে থাকলে জান্নাত লাভ করল

19/03/2023

রোজার নিয়ত কিভাবে করবো|Jannater Poth |শায়েখ আহমাদুল্লাহ এর বয়ান।
# রোজার নিয়ত
# ওয়াজ
#বাংলা ওয়াজ

17/03/2023

M***i Arif bin Habib |মুফতি আরিফ বিন হাবিব এর দরদ মাখা ওয়াজ রোজা প্রতেক নর নারীর উপর ফরজ রোজা না রাখার ভয়ানক আজাব শুনুন। হাদিসের আলোকে।

15/03/2023

"গাছের পাতা ঝড়ার উত্তম মাস হল বসন্তমাস, আর মানুষের গুনাহ ঝড়ার উত্তম মাস হল রমজান মাস"

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jannater Poth posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jannater Poth:

Videos

Share