27/07/2022
অভিনন্দন ❤
অধ্যাপক ড. লুৎফুল হাসান স্যার
মাননীয় ভাইস-চ্যান্সেলর
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,ময়মনসিংহ
কৃষি উদ্ভাবন জাত/প্রযুক্তিতে এআইপি (এগ্রিকালচারলি ইম্পরট্যান্ট পারসন) হিসেবে নির্বাচিত হয়ে পদক গ্রহণ করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর এবং ডিপার্টমেন্ট অব জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিংয়ের অধ্যাপক ড. লুৎফুল হাসান । তিনি গত বছর লবণাক্তসহিষ্ণু তিনটি সরিষার জাত এবং বাউধান-৩ উদ্ভাবনের জন্য এই সম্মাননা পেয়েছেন।
কৃষি বিজ্ঞানী, কৃষি উদ্যোক্তা ও রপ্তানিকারকদের প্রথমবারের মতো বিশেষ মর্যাদা দিতে যাচ্ছে সরকার। কৃষিক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সিআইপি মর্যাদায় ১৩ জন ব্যক্তিকে প্রথমবারের এআইপি (এগ্রিকালচারলি ইম্পরট্যান্ট পারসন) পদক বা স্বীকৃতি দিয়েছে কৃষি মন্ত্রণালয়।
উল্লেখ্য ‘কৃষি উদ্ভাবন জাত/প্রযুক্তি’ ক্যাটাগরিতে চারজন, ‘কৃষি উৎপাদন/বাণিজ্যিক খামার স্থাপন ও কৃষি প্রক্রিয়াকরণ শিল্প’ ক্যাটাগরিতে ছয়জন, ‘স্বীকৃত বা সরকার কর্তৃক রেজিস্ট্রিকৃত কৃষি ফসল/ মৎস্য/প্রাণিসম্পদ/বনজসম্পদ উপখাতভুক্ত সংগঠন’ ক্যাটাগরিতে একজন এবং ‘বঙ্গবন্ধু কৃষি পুরস্কারে স্বর্ণপদকপ্রাপ্ত’ ক্যাটাগরিতে দুজন এআইপি নির্বাচিত হয়েছেন।