Hafijol nayon Focus 01

Hafijol nayon Focus 01 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hafijol nayon Focus 01, Digital creator, Mymensingh.

একদিন সব মায়া ত্যাগ করে চলে যাবো ,সেদিন আর কোন অভিযোগ থাকবেনা আমার প্রতি তোমার ,,সেদিন আমার শত ভুলের মধ্যেও বলবে ,কতইনা পাগল ছিলাম তোমার জন্য ,সেদিনের সৃতিটা রেখে গেলাম তোমার কাছে ,আর আমি থাকবো অনেক অনেক দুরে,

আসুন হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে একে অপরকে ভালো বাসতে শিখি ,,,,,শুভ রাত্রি
12/01/2025

আসুন হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে একে অপরকে ভালো বাসতে শিখি ,,,,,শুভ রাত্রি

ইচ্ছা আর চেষ্টা থাকলে মানুষ অনেক দুর যেতে পারে ,, সপ্ন  বাস্তবায়ন করতে অনেক কিছু  মোকাবেলা করতে হয়
12/01/2025

ইচ্ছা আর চেষ্টা থাকলে মানুষ অনেক দুর যেতে পারে ,, সপ্ন বাস্তবায়ন করতে অনেক কিছু মোকাবেলা করতে হয়

সকাল বেলার  এই ঠান্ডা শীতে এক কাপ চায়ের সাথে  তোমাকেই চাই ,শুভ সকাল
12/01/2025

সকাল বেলার এই ঠান্ডা শীতে এক কাপ চায়ের সাথে তোমাকেই চাই ,শুভ সকাল

হাজারো উপহারের চেয়ে ফুল শ্রেষ্ঠ উপহার ,,গুড নাইট
11/01/2025

হাজারো উপহারের চেয়ে ফুল শ্রেষ্ঠ উপহার ,,গুড নাইট

লাভ লোকসান কখনো চিন্তা করে চলিনি । হিসেব আমার একটাই মানুষ মানুষের জন্যে। আমি মনে প্রাণে সব সময় বিশ্বাস করি যে অন্যের বিপ...
11/01/2025

লাভ লোকসান কখনো চিন্তা করে চলিনি । হিসেব আমার একটাই মানুষ মানুষের জন্যে। আমি মনে প্রাণে সব সময় বিশ্বাস করি যে অন্যের বিপদে এগিয়ে যাবে মহান সৃষ্টিকর্তা তার সহায় হবে ।

আমি  আমার মতো আমি হয়তো সবার মতো হতে পারবোনা
11/01/2025

আমি আমার মতো আমি হয়তো সবার মতো হতে পারবোনা

বহু ব্যস্ততার কষ্টের মাজামাজি দিয়ে জীবন  চলে যাচ্ছে ,শুভ রাত্রি
08/01/2025

বহু ব্যস্ততার কষ্টের মাজামাজি দিয়ে জীবন চলে যাচ্ছে ,শুভ রাত্রি

এই শীতে সাপ্লাই পানি দিয়ে গোসল করা আর জুলাই আগষ্টের যুদ্ধ করা একই কথা
02/01/2025

এই শীতে সাপ্লাই পানি দিয়ে গোসল করা আর জুলাই আগষ্টের যুদ্ধ করা একই কথা

শুভ রাত্রি
01/01/2025

শুভ রাত্রি

এক স্বর্ণকারের মৃত্যুর পর তার পরিবারটা বেশ সংকটে পড়ে গেল। খাদ্য-বস্ত্রে দেখা দিল চরম অভাব।স্বর্ণকারের বিধবা স্ত্রী তার ব...
01/01/2025

এক স্বর্ণকারের মৃত্যুর পর তার পরিবারটা বেশ সংকটে পড়ে গেল। খাদ্য-বস্ত্রে দেখা দিল চরম অভাব।
স্বর্ণকারের বিধবা স্ত্রী তার বড় ছেলেকে একটা হীরের হার দিয়ে বললো--এটা তোর কাকুর দোকানে নিয়ে যা, বলবি যে এটা বেচে কিছু টাকা দিতে।
ছেলেটা হারটি নিয়ে কাকুর কাছে গেল।
কাকু হারটা ভালো করে পরীক্ষা করে বললো- বেটা, তোমার মাকে গিয়ে বলবে যে এখন বাজার খুবই মন্দা, কয়েকদিন পর বিক্রি করলে ভাল দাম পাওয়া যাবে। কাকু কিছু টাকা ছেলেটিকে দিয়ে বললেন--আপাতত এটা নিয়ে যাও আর কাল থেকে তুমি প্রতিদিন দোকানে আসবে আমি কোন ১দিন ভাল খদ্দোর পেলেই যেন তুমি দৌড়ে হার নিয়ে আসতে পার তাই সারাদিন থাকবে।
পরের দিন থেকে ছেলেটা রোজ দোকানে যেতে লাগলো। সারাদিন বসে থেকে কি আর করবে,
তাই সোনার কাজ শেখার আগ্রহ সৃষ্টি হলো ছেলেটির। সময়ের সাথে সাথে সেখানে সোনা-রুপা-হীরে কাজ শিখতে আরম্ভ করলো।
ভাল শিক্ষার ফলে অল্প দিনেই খুব নামি জহুরত বনে গেল। দূর দূরান্ত থেকে লোক তার কাছে সোনাদানা বানাতে ও পরীক্ষা করাতে আসত। খুবই প্রসংশীত হচ্ছিল তার কাজ।
একদিন ছেলেটির কাকু বললো-- তোমার মাকে গিয়ে বলবে যে এখন বাজারের অবস্থা বেশ ভালো, তাই সেই হারটা যেন তোমার হাতে দিয়ে দেন। এখন এটা বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে।
ছেলেটি ঘরে গিয়ে মায়ের কাছ থেকে হারটি নিয়ে পরীক্ষা করে দেখলো যে এটা একটা নকল হীরের হার। তাই সে হারটা আর কাকুর কাছে নিয়ে যায় নি।
কাকু জিজ্ঞেস করলো-- হারটি আনো নি ?
ছেলেটি বললো-- না কাকু, পরীক্ষা করে দেখলাম এটা একটা নকল হার।
তখন কাকু বললো- তুমি যেদিন আমার কাছে হারটি প্রথম নিয়ে এসেছিলে সেদিন আমি দেখেই বুঝে নিয়েছিলাম যে এটা নকল, কিন্তু তখন যদি আমি তোমাকে এই কথাটা বলে দিতাম, তাহলে তোমরা হয়তো ভাবতে যে আজ আমাদের মন্দ সময় বলেই কাকু আমাদের আসল জিনিষকে নকল বলছে। আজ যখন এ ব্যাপারে তোমার পুরো জ্ঞান হয়ে গেছে, তখন তুমি নিজেই বলছো এটা নকল হার।
এই দুনিয়াতে প্রকৃত জ্ঞান ছাড়া তুমি যা কিছু দেখছো...যা কিছু ভাবছো সবটাই এই হারের মতই নকল, মিথ্যে।
জ্ঞান ছাড়া কোন জিনিসের বিচার সম্ভব নয়। আর এই ভ্রমের শিকার হয়েই অনেক সম্পর্ক শেষ হয়ে যায়। আমি সেই সম্পর্কটা নষ্ট হোক তা চাইনা।

সৌজন্যে : - #পশ্চিম_বাংলা

With : Chinmoy Bandyopadhyay Jorashanko Chirasree Bandyopadhyay Chirasree Banerjee ❤ Minati Mukherjee Sulagna Mukherjee Facebook Facebook Google Chrome Sulagna Mukherjee Instagram Google Cloud WhatsApp Twitter Google Google Google Cloud The Internet

তিনি ঠান্ডা পানি থেকে তার ডুবন্ত বন্ধুর দিকে হাত বাড়াতে পারতেন, কিন্তু তিনি তা করলেন না, ঠান্ডা পানিতে সামান্য গরম পারি ...
01/01/2025

তিনি ঠান্ডা পানি থেকে তার ডুবন্ত বন্ধুর দিকে হাত বাড়াতে পারতেন, কিন্তু তিনি তা করলেন না, ঠান্ডা পানিতে সামান্য গরম পারি ঢেলে সাহায্য করার ভান করছিলেন। ঠিক এভাবেই কিছু লোক প্রয়োজনের সময় আপনার সাথে থাকার ভান করে কিন্তু তারা আসলে আপনাকে ডুবতে দেখে আনন্দ পায়।
চিরন্তন সত্য!
আমাদের মাঝে এমন বন্ধুর অভাব নাই। মানুষের প্রয়োজনে মানুষ আমাদের ব্যবহার করে। প্রয়োজন শেষ হলে সম্পক শেষ হতে দুই মিনিটও লাগে না। এটাই বাস্তব সত্যি কথা🖤

দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন সবাইকে শুভ সকাল ,
01/01/2025

দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন সবাইকে শুভ সকাল ,

31/12/2024

ঢাকার আকাশ লাল সজ্জিত

31/12/2024

সুরা আন নিসা ,আয়াত ৩১

happy new year 2025 ,,আপনি নতুন বৎসর উৎযাপন করেন পালন করেন আমার কোন আফসোস না ,তবে মনে রাখবেন যারা ভাবতেছে নতুন বৎসর আমাক...
31/12/2024

happy new year 2025 ,,আপনি নতুন বৎসর উৎযাপন করেন পালন করেন আমার কোন আফসোস না ,
তবে মনে রাখবেন যারা ভাবতেছে নতুন বৎসর আমাকে এই দিবে সেই দিবে ,
আমি বলি তারা কুফুরির মধ্যে ও শির্কের মধ্যে হাভুডুবু খাচ্ছে ,
এমন কিছু করবেন না যা পরকালে আফসোস করতে হয় ,

27/12/2024

#আছি হাতির ঝিল লেক

তিনটা বাজে নেসা মানুষ কে নিঃস করে দেয় ,১,জুয়ারো বা টাস খেলা ২,মাদক দ্রব্য সেবন করা যেমন ,মদ ,গাজা ,ইয়াবা ,,ইত্যাদি ৩,নার...
26/12/2024

তিনটা বাজে নেসা মানুষ কে নিঃস করে দেয় ,
১,জুয়ারো বা টাস খেলা
২,মাদক দ্রব্য সেবন করা যেমন ,মদ ,গাজা ,ইয়াবা ,,ইত্যাদি
৩,নারী আসক্ত ,বা নারীদের পিছনে টাকা ব্যায় করা ,,good night

জীবন সব জায়গায়  এক রকম থাকেনা ,যেখানে পরিবেশ যেমন সেখানে উপস্থাপনও তেমন
26/12/2024

জীবন সব জায়গায় এক রকম থাকেনা ,যেখানে পরিবেশ যেমন সেখানে উপস্থাপনও তেমন

Address

Mymensingh

Website

http://www.Facebook.com/

Alerts

Be the first to know and let us send you an email when Hafijol nayon Focus 01 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share