Mymensingh TV BD

  • Home
  • Mymensingh TV BD

Mymensingh TV BD ময়মনসিংহের সৌন্দর্য ও ইতিহাস বাংলাদেশসহ সারা পৃথিবীর মানুষের তুলে ধরার প্রচেষ্টা। mtvbd.com

04/01/2025

তারুণ্যের উংসব ২০২৫
ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত হচ্ছে
মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ।
এডভান্স ফুটবল কোচিং একাডেমি বনাম উদয়ন জুনিয়র ফুটবল একাডেমি। ম্যাচ শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম।
আয়োজনে: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ,
আপনারা দেখছেন সার্কিট হাউস মাঠ থেকে সরাসরি

04/01/2025

বাংলাদেশ প্রিমিয়ার লিগ আজকের ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাব। আপনারা দেখছেন রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়াম থেকে সরাসরি

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে বাংলাদেশ পুলিশ এফসি কে ৫-০ গোলে হারিয়েছে  বসুন্ধরা কিংস লিঃরফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়াম ময়...
03/01/2025

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে
বাংলাদেশ পুলিশ এফসি কে ৫-০ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস লিঃ
রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়াম ময়মনসিংহ

জাতীয় কবির গেজেট হয়েছে।। বর্তমান সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা।।*********************************বাংলাদেশের আপামর জনতার ...
03/01/2025

জাতীয় কবির গেজেট হয়েছে।। বর্তমান সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা।।
*********************************
বাংলাদেশের আপামর জনতার ভালোবাসা ও দাবির প্রতি একাত্মতা পোষণ করে নোবেল বিজয়ী প্রফেসর ডঃ মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কাজী নজরুল ইসলামকে ১৯৭২ সাল থেকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করে সরকারী গেজেট প্রকাশ করেছে।
অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কাজটি সম্পাদন করায় বর্তমান সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি, মাননীয় আইন উপদেষ্টা (তখনকার সংস্কৃতি উপদেষ্টার অতিরিক্ত দায়িত্বে নিযুক্ত) স্যার এবং নজরুল ইনস্টিটিউটের বর্তমান নির্বাহী পরিচালক ভাইয়ের ঐকান্তিক প্রচেষ্টায়।
তাঁদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।

শোক সংবাদ ---সিনিয়র নাট্যজন, বহুরুপী নাট্য সংস্থার সচিব ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এর সভাপতি মন্ডলীর সদস্য, জনাব ...
02/01/2025

শোক সংবাদ ---

সিনিয়র নাট্যজন, বহুরুপী নাট্য সংস্থার সচিব ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এর সভাপতি মন্ডলীর সদস্য, জনাব শাহাদাত হোসেন খান হিলু মহোদয় আজ শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন।

01/01/2025

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে।ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা ছাত্রদল আয়োজিত এক বর্ণাঢ্য র‍্যালি আয়োজন করা হয়।

01/01/2025

বই উৎসব ২০২৫, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সরাসরি...

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ✨ Happy New Year 2025 ✨
31/12/2024

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ✨ Happy New Year 2025 ✨

31/12/2024

ইংরেজি নববর্ষ উদযাপন চলছে...
Happy New year 2025
থার্টি ফার্স্ট নাইটে ফোটানো হচ্ছে আতশবাজি ও ফানুস... উৎসব ও আনন্দের নগরী তে পরিনত হয়েছে ময়মনসিংহ, আপনারা দেখছেন সরাসরি

আজ  মঙ্গলবার ৩১ ডি‌সেম্বর ২০২৪ তা‌রিখ বিকাল ০৪ ঘ‌টিকায় ময়মন‌সিংহ শহ‌রের ছোট বাজার (চক বাজার) এলাকায় বি‌স্ফোরক আইন, ১৮৮...
31/12/2024

আজ মঙ্গলবার ৩১ ডি‌সেম্বর ২০২৪ তা‌রিখ বিকাল ০৪ ঘ‌টিকায় ময়মন‌সিংহ শহ‌রের ছোট বাজার (চক বাজার) এলাকায় বি‌স্ফোরক আইন, ১৮৮৪ এর আওতায় মোবাইল কোর্ট অ‌ভিযান প‌রিচালনা করা হয়। অভিযান প‌রিচালনাকা‌লে আতশবা‌জি ও পটকাসহ বিভিন্ন প্রকার অবৈধ বিস্ফোরক দ্রব্য জব্দ করা হয়।
জব্দকৃত আতশবা‌জি ও পটকা ফায়ার সার্ভিসের প্রতিনিধিদের দ্বারা পু‌লি‌শ বাহিনীর মাধ্যমে স্থানীয় জনতার সম্মু‌খে প্রকা‌শ্যে ধ্বংস করা হয়।

31/12/2024

ঢাকার রাজপথে ময়মনসিংহ বৈষম্য বিরোধী ছাত্র আনন্দোলন।
"মার্চ ফর ইউনিটি" সফল করতে বৈষম্য বিরোধী ছাত্র আনন্দোলন, ময়মনসিংহ, ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান।

30/12/2024

ময়মনসিংহের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ
গভর্নমেন্ট ল্যাবরেটরী হাই স্কুল ময়মনসিংহ অ্যালামনাই এসোসিয়েশন প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটি গঠন।
কথা বলছেন : অ্যালামনাই এসোসিয়েশন
গভর্নমেন্ট ল্যাবরেটরী হাই স্কুল, ময়মনসিংহের
১। মশিউর রহমান খান।
(আহবায়ক)
২। মোঃ আব্দুল মুহিত।
(যুগ্ম আহবায়ক)
৩। মোহাম্মদ তোফাজ্জল হোসেন জুয়েল।
(সদস্য সচিব)

29/12/2024

ময়মনসিংহের শম্ভুগঞ্জের তেলের পাম্প সংলগ্ন পার্টেক্স ফার্নিচার কারখানায় আ*গু*ন!!

ময়মনসিংহ শহরের  শম্ভুগঞ্জ বাজারের মেইন রোডে আল আমিন তেলের পাম্পের পাশেই পার্টেক্স ফার্নিচার শোরুমে ভ/য়া/ব/হ আ/গু/ন।খবর...
29/12/2024

ময়মনসিংহ শহরের শম্ভুগঞ্জ বাজারের মেইন রোডে আল আমিন তেলের পাম্পের পাশেই পার্টেক্স ফার্নিচার শোরুমে ভ/য়া/ব/হ আ/গু/ন।
খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ।

মোমেনশাহী ল কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট মোঃ রেজাউল করিম চৌধুর...
29/12/2024

মোমেনশাহী ল কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট মোঃ রেজাউল করিম চৌধুরী, আজ রবিবার ২৯ ডিসেম্বর,বৃহস্পতিবার প্রকাশ হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়।

ময়মনসিংহে কর্মরত প্রথম আলোর কর্মীকে তুলে নিয়ে মুক্তিপণ আদায় করেছে একটি চক্র। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এ বিষয়ে গতক...
29/12/2024

ময়মনসিংহে কর্মরত প্রথম আলোর কর্মীকে তুলে নিয়ে মুক্তিপণ আদায় করেছে একটি চক্র।

গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এ বিষয়ে গতকাল শনিবার সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ঘটনার শিকার আবুল বাশার প্রথম আলোর ময়মনসিংহ আঞ্চলিক ব্যবস্থাপক (সার্কুলেশন) হিসেবে প্রায় ১৫ বছর ধরে কর্মরত। লিখিত অভিযোগে বলা হয়েছে, ২৬ ডিসেম্বর রাত পৌনে ৮টার দিকে ময়মনসিংহ শহরে প্রাতিষ্ঠানিক কাজ শেষে নিজ বাসা গাজীপুরের উদ্দেশে রওনা হন তিনি। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিংহের দিঘারকান্দা বাইপাস মোড়ে অপরিচিত তিন যুবক তাঁর কাছে যান।

তাঁদের বয়স ৩০ থেকে ৩৫–এর মধ্যে হবে। তাঁদের মধ্যে দুজন আবুল বাশারের সঙ্গে কথা বলতে শুরু করেন। তিনি প্রথম আলোতে চাকরি করেন কি না, জিজ্ঞেস করে নিশ্চিত হওয়ার পর তাঁরা পত্রিকা কেনার বিষয়ে কথা বলতে থাকেন। পত্রিকা কেনা নিয়ে সামনের প্রাইভেট কারে বসা একজন কথা বলবেন বলে সেখানে নিয়ে যান চক্রের তিন সদস্য।

সেখানে প্রাইভেট কারের দরজা খুলে কথা বলার কৌশলে ধাক্কা দিয়ে গাড়িতে তুলে নেওয়া হয়। প্রাইভেট কারের ভেতরে তখন চালক ছাড়া এক ব্যক্তি পেছনের সিটে ছিলেন। বাশারকে প্রাইভেট কারের কাছে নিয়ে যাওয়া তিনজনের দুজন প্রাইভেট কারে উঠলেও একজন ঘটনাস্থলে থেকে যান।

আবুল বাশার বলেন, সাদা রঙের প্রাইভেট কারে তুলে তাঁর চোখ ও হাত বেঁধে ফেলে দুর্বৃত্তরা। সঙ্গে থাকা মাফলার দিয়ে শ্বাস রোধ করার চেষ্টা করা হয়। লোহার কোনো বস্তু দিয়ে হাত, পা, হাঁটু, মাথা, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করেন তাঁরা। মারধরের একপর্যায়ে গাড়িতে থাকা যুবকদের দলটি বলতে থাকে, ‘বসের অর্ডার তোরে মাইরা ফালানোর। বেশি বাইরা গেছস তোরা।’

আবুল বাশার বলেন, এরপর দুর্বৃত্তরা তাঁর পকেট ও ব্যাগ তল্লাশি করে। পকেটে থাকা মানিব্যাগ নিয়ে সেখান থেকে ব্যাংকের এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের কাগজপত্র, মানিব্যাগে থাকা ১৫ হাজার ৭০০ টাকা ও মুঠোফোন নিয়ে নেয়। ব্যাংকের এটিএম কার্ডের পাসওয়ার্ড এবং বিকাশ ও নগদের পাসওয়ার্ড নিলেও তাতে কোনো টাকা না থাকায় আবার মারধর করে। একপর্যায়ে তারা বলতে থাকে, ‘তুই প্রাণে বাঁচতে চাইলে মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দিতে হইবে। না অইলে বসের অর্ডার অনুযায়ী তোরে মাইরা ফালবাম, কিডনি নিয়ে নিবাম।’ একপর্যায়ে দুই লাখ টাকা মুক্তিপণ চূড়ান্ত করে দুর্বৃত্তরা।

দুর্বৃত্তরা পরে আবুল বাশারের শ্যালক আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করে। আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, রাত ৮টা ৩৪ মিনিট থেকে ৯টা ২৩ মিনিটের মধ্যে দুটি বিকাশ ও দুটি নগদ নম্বর এসএমএসের মাধ্যমে পাঠানো হয়। এর নম্বরগুলোতে মোট ৯টি নম্বর থেকে ২ লাখ টাকা পাঠানো হয়।

আবুল বাশার বলেন, মুক্তিপণের ২ লাখ টাকা পাওয়ার পর রাত ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের চেলেরঘাট বেইলি ব্রিজের পাশে তাঁকে চোখ ও হাত বাঁধা অবস্থায় ফেলে যায় দুর্বৃত্তরা। টাকা পাওয়ার পর তাঁরা বলতে থাকেন, রাতে কাউকে জানালে প্রাণে বাঁচতে পারবেন না তিনি। একজন ইজিবাইকচালক তাঁকে উদ্ধার করে ত্রিশাল বাসস্ট্যান্ডে নিয়ে ময়মনসিংহগামী বাসে তুলে দেন। হাসপাতালে গিয়ে জরুরি বিভাগে চিকিৎসা নেন তিনি। কারা, কী কারণে ঘটনাটি ঘটিয়েছে, তিনি বুঝতে পারছেন না।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়ে আমরা গুরুত্বসহকারে কাজ শুরু করেছি। প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

28/12/2024

বক্তব্য রাখছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান
আলহাজ্ব শায়খ আহমাদুল্লাহ
আঞ্জুমান ঈদগাহ মাঠ ময়মনসিংহ।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Mymensingh TV BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mymensingh TV BD:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share