Smrity Afuu-স্মৃতি আফু

Smrity Afuu-স্মৃতি আফু আমাকে চিনতে পারছিস না???
আমি তোর স্মৃতি আফু রে বোকা😂
(9)

সবার একটা একান্ত আপন মানুষ হোক, যে শুধু  তোমাকে ভালোবাসবে💖
11/06/2024

সবার একটা একান্ত আপন মানুষ হোক, যে শুধু তোমাকে ভালোবাসবে💖

03/06/2024

ফ্রেঞ্চ ভাষায় বললাম, দুইটাকার বাদাম দেন।উনি দিতে দিতে বললেন, ভাতিজা কি বাঙালি। বললাম,হয় চাচা।
বললেন, কতদিন থেকে ফ্রান্সে। বললাম, তিনবছর হওয়ার পথে।জিগাইলেন, কাগজ পেয়েছি কি'না?বললাম, জি দশ বছরের কাগজ পেয়েছি। দীর্ঘ শ্বাস ফেলে বললেন, নয়টা বছর হয়ে গেলো,কাগজ পাইনি এখনো দেশে ও যেতে পারিনা।

বাদাম দেয়ার পর টাকা দিতে গেলাম, নিলেননা।
বললেন, কাজ না থাকলে চলো ভাতিজা গল্প করি।
বললাম, কাজ আছে, তবে দেড় ঘন্টা পর।

জিগাইলেন, দেশের বাড়ি কোথায়,বিয়ে করছি কি'না,মা বাপ আছেন কি'না।একজন বয়স্ক মানুষ, আমাদের মতো ছেলের বয়সী কাউকে পেলে যা জিগেস করেন ঐগুলাই জিগাইলেন।

বেশ মোটা মানুষ তারউপর বয়স্ক, এরমধ্যে ইলিগ্যাল, বুঝলাম এই জন্য উনারে কেউ কাজে নেয়না।এইজন্যই ফুটপাতে বাদাম বিক্রি করছেন হয়তো।

পকেট থেকে সামসাং ফোন বের করে,স্ক্রিনে থাকা একটা মেয়ের ছবি দেখালেন।জিগাইলেন, মেয়েটা সুন্দরী কি'না?

একটা কিশোরী মেয়ের বাড়ন্ত বয়সে যে'রকম সুন্দরী থাকে ওরকমি।বেশ সুন্দর মেয়েটা।বললাম, হা অনেক সুন্দরী। বললাম, চাচা আমার জন্য মেয়ে সেটিং করতেছেন কি'না।আমি আপনাদের ঐ কুমিল্লায় গিয়ে বিয়ে করবনা।বললেন, থাম বেটা থাম কাস্টমার বিদায় করি।সিগারেট খাইলে একটা ধরা।

সিগারেট ধরালাম, চাচায় কাস্টমার বিদায় করলেন।তারপর বললেন, এটা আমার মেয়ে।বলেই চাচায় মুচকী হাসি শুরু করলেন।ভারী মুচ আর লাগ দাড়ী,রহস্যময় মুচকি হাসি।আমি সিওর চাচায় এবার বলবে,আমার মেয়েরে বিয়ে করবে?

চাচায় কথা বলে থামেন,মুচকি হাসেন, লংটাইম আবার বলেন।চাচা বললেন,আমার এই মেয়ে ক্লাস এইটে গোল্ডেন পেয়েছে। বললাম, চাচা গোল্ডেন কি।চাচা বললেন, এটা কি আর আমি জানি।আমি মুর্খ মানুষ। আমার মেয়েটা পড়ায় খুব ভালো।আমার দুই মেয়ে,এটাই বড়।

আমি রহস্য নিয়ে এগোচ্ছি,কবে চাচা বলে উটেন,আমার মেয়েরে বিয়ে করবে?

বললাম, চাচা ডেইলি কেমন ইনকাম হয়।বললেন, মনে কর ত্রিশ পয়ত্রিশ,চল্লিশ এরকম।বললাম,অনেক কম।রুমভাড়া, থাকা খাওয়ার বিল দিলে'তো আর বাড়ীতে পঞ্চাশ হাজার ও দিতে পারবেননা।বললেন,টাইনাটুইনা মাসে পঞ্চাশ দেই তোমার চাচীর একাউন্টে।

বললেন, ভাতিজা সম্পদ করছি,নতুন আসার পর ভালো বেতনেই কাজ করছি।বাড়ি'তো আছেই।মেয়েদের নামে ডিপোজিট। আর মনে কর,কুৃমিল্লা শহরে বাসার জায়গা কিনছিলাম পচিশ লাখ দিয়ে,এখন পঞ্চাশ লাখ বিক্রি হবে।আল্লাহ এনাফ দিছেন ভাতিজা।বললাম,চাচা দেশে চলে যান।এই বয়সে আর বিদেশ।বললেন, আগামী বছর কার্ড পাবো তারপর যাবো।ফ্রান্সে নরমালি কেউ টানা দশবছর থাকলে,অটোমেটিক লিগ্যাল কার্ড দিয়ে দেয়।

যাইহোক,বললাম চাচা গিয়ে, গোসল খাওয়া তারপর কাজে যাওয়া,অন্য দিন কথা হবে।ছাড়লেননা,বললেন বিশ মিনিট দাড়াও গল্প করি, তোমার সাথে।না করতে পারলামনা।

বললেন,আমার এই মেয়ে মেট্রিকে এ প্লাস পেয়েছে। পড়ায় খুব ভালো।আমার তো মনে কর, আশা, মেয়েরে টাকা পয়সা খরছ কইরা পড়ামু,ডাক্তার বানামো,রুজি করার দরকার নাই।গরীব মানষের চিকিৎসা করলো।আমার তো আল্লাহ দিলে অনেক আছে,মেয়ে মনে কর,আমার টাকাই বাকি জীবন খরছ করলো।

আমি কিছুতেই বুঝতে পারছিলামনা,চাচা ঘুরেফিরে উনার মেয়ের গল্পেই আসেন কেন।বললেন,ভাতিজা আমি ফেসবুকে ভিডিও দেখলাম,এক ছেলে হেলিকপ্টারে বিয়ে করতেছে।মনে কর, আমি ও খবর নিয়া দেখলাম পাঁচ দশলাখ খরছ করলে হেলিকপ্টার চড়াইয়া আমার মেয়েরে ওর শশুড় বাড়ি পাটাতে পারবো।বললাম চাচা,আপনার মেয়ে নিয়া'তো দেখি বিশাল স্বপ্ন।

বললেন,ভাতিজা আমাদের এই বয়সে এসে নিজের আর কিচ্ছু আশা আকাঙ্ক্ষার থাকেনা।সব স্বপ্ন থাকে বাচ্চা কাচ্চা নিয়া।বললেন, ভাতিজা মেয়ে মেট্রিক পাশ করার পর বললো,ফোন লাগবে,দিলাম।মাস ছয়েক পরে বলে,আলাদা একলা রুমে থাকবে,ওর পড়ার জন্য।

রুম তো ছিলই দিলাম। আমার মেয়ের একলা রুম ভিডিও কলে দেখি, শুধু খাট আর পড়ার টেবিল আর কিছু নাই।তোমার চাচীরে বলে, একসেট সোফা কিনে দিয়ে রুম একদম সুন্দর করে সাজিয়ে দিলাম।

মেয়ে খুব খুশি হয়েছিল সোফা কিনে দেয়ায়।এরমধ্যে মনে কর ভাতিজা অনেক বিয়ের প্রস্তাব আসা শুরু হলো,ভালো ভালো বিয়ের প্রস্তাব, ছেলে ব্যাবসায়ী,বিদেশে সেটেল্ড ,আরো কত'কি।মেয়ে রাজি না,সে পড়বে।আমি এবার পাক্কা সিওর হলাম, পরিশেষে চাচা বলবেন,তোমার মতো ছেলে পাইলে দিয়ে দিবো।

চাচা বললেন, এইবছর আমার মেয়ের আইএ (এইচএসসি) পরিক্ষা দিতো, দেশে করোনার জন্য পিছিয়ে গেলো।শুন ভাতিজা,একদিন রাতে স্বপ্নে দেখি আমার শরীর মাথা সবজায়গা থেকে আমার সব চুল পড়তেছে,পড়তেছে। পড়ে একদম নাই হয়ে গেছে। আমি রাস্তা দিয়ে হাটলে,মানুষ আমাকে দেখলে হাসে।স্বপ্নটা দেখে ঘুম ভেঙ্গে গেলো, রাত বাজে চারটা, বাংলাদেশ টাইম সকাল আটটা।মনের মধ্যে কেমন অশান্তি করতেছে,আমার এই এক অভ্যাস,খারাপ লাগলে,আমার মেয়ে দুইটার সাথে কথা বলি।কল দিলাম মেয়ের ফোনে, ও ফোন ধরেনা।ভাবলাম ঘুমে হবে।তোর চাচীর ফোনে ফোন দিলাম।

তোর চাচী চোখে কম দেখে চশমা ব্যাবহার করে।খুব একটা বুড়ী হয়নি, চোখে রোগ ওর,বলে হাসলেন চাচা।তোর চাচীরে কল দিলে,ও প্রথমে চশমা পরবো তারপর ফোন খোঁজে বের করবো,তারপর ফোন রিসিভ করবো।কানা মানুষ বুঝলী ভাতিজা, বলে চাচা হাসিতে ফেটে পড়লেন।

তো ফোন দিলাম তোর চাচীর ফোনে,ও ফোন রিসিভ করলো।সালাম কালাম হওয়ার পর জিগাইলাম, মেয়ে ফোন রিসিভ করেনি কেন,ও কই।তোর চাচী বললো,ঘুমায় হয়তো,বলতে বলতে ওর রুমে গিয়া দেখে - ও ফাঁসিতে ঝুলছে। 🙂🙂🙂

চাচা তবুও হাসছেন,মুচকি হেসেই যাচ্ছেন আর বাদাম নাড়ছেন।বললাম, বলেন কি চাচা?বললেন, হ্যা ভাতিজা মেয়েটা মরার আজ সাইত্রিশদিন চলছে।আমি মনে কর কার্ড পেলে, দেশে গিয়া, তোর চাচীরে নিয়া হজ্ব কইরা আইসা,মরার জন্য শুইয়া পড়মু।যতক্ষণ না মরছি আর কাঁদবোনা।আরে ব্যাটা,কার জন্য বাচবো কষ্ট করবো।

কত কষ্টের মেয়ে,কত আদরের মেয়েটা,কত স্বপ্নের মেয়ে আমার মরে গেলো,কোন পোলার জন্য।

বিলিভ মি- চাচা তবু ও হাসছিলেন। আমি পুরাই হ্যাং হয়ে গেছি কতক্ষণের জন্য। একটা দীর্ঘশ্বাস ছেড়ে দিয়ে বললাম, চাচা আসি আজ।আবার আসবো শিওর। ফোন নাম্বার দিয়ে বললাম, যখন ইচ্ছে কল দিয়েন,আসবো আপনার সাথে গল্প করতে।

মানুষ মনে হয় কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে হাসে অথবা,কান্নাকে অযৌক্তিক মনে করে বা ভয় পায়, কান্না করতে যদি নিজেকে খুইয়ে ফেলে, ভালো থাকার অভিনয়ের জগৎ থেকে।

Juned Al Rehman

এই দুইটারে যদি না চেনেন তাহলে আপনার বাসায় টিভি ছিলো না! 🥹😌😁
29/04/2024

এই দুইটারে যদি না চেনেন তাহলে আপনার বাসায় টিভি ছিলো না! 🥹😌😁

বোরকা পরে ওড়না রে একটু ঘুরাই প্যাচাইয়া নিয়া মার্কেট গেলে 🙂দোকানের পোলা গুলা ডাকে "এইযে আন্টি কি নিবেন কন"🐸বোরকার সাথে হি...
28/04/2024

বোরকা পরে ওড়না রে একটু ঘুরাই প্যাচাইয়া নিয়া মার্কেট গেলে 🙂

দোকানের পোলা গুলা ডাকে "এইযে আন্টি কি নিবেন কন"🐸

বোরকার সাথে হিজাব টা নিকাবের মত নিলে সেই একই দকানের পোলা গুলা "এই ভাবি দেখেন না কি লাগবে "

একই বোরকার সাথে ৪ তলা হিজাব বাইন্ধা গেলে অই একই দোকানের পোলা ডাকবে, "হ্যালো আপু ইসকুজমি; 🧕

28/04/2024

ভিলেনের হাজারো গু*লি যেমন নায়কের গায়ে লাগে না! তেমনি ঘরের সিলিং ফ্যানের হাওয়াও আমার গায়ে লাগে না!🙂

সাবধান....এই গরমে যেখানে সেখানে লেবুর শরবত, লাচ্ছি মাচ্ছি খাবেন না।
27/04/2024

সাবধান....
এই গরমে যেখানে সেখানে লেবুর শরবত, লাচ্ছি মাচ্ছি খাবেন না।

26/04/2024

এত এত Hair style এর দুনিয়ায় আমি এখন একটা স্টাইলই পারি, সেটা হলো একমাত্র "খোপা"! 🙂

26/04/2024

শীতকালের বকেয়া গোসলগুলো এখন পরিশোধ করতাসি+ফ্রিতে হট শাওয়ার নিচ্ছি 🙂

24/04/2024
22/04/2024

গরমের জ্বালায় গোসলে গেলাম।গিয়ে দেখি পানি আরো দ্বিগুন গরম।
গরম পানি দিয়ে গোসল করে দুনিয়া টা অনেক ঠান্ডা লাগছে☺️

22/04/2024

গাছ কেটে নগর গড়লাম। সেই নগরে ফ্লাইওভার বানালাম। ফ্লাইওভারের পিলারে গাছ আঁকালাম। তারপর লিখে দিলাম, 'গাছ লাগান, পরিবেশ বাঁচান।'

মানুষ কে দুই ভাবে বোকা বানানো যায়একটি হলো ছবিতে আর.....See more
20/04/2024

মানুষ কে দুই ভাবে বোকা বানানো যায়
একটি হলো ছবিতে আর.....See more

19/04/2024

90's kid হলে তোমার অবশ্যই মনে থাকবে 🫠🫡😎

ব্রেকিং নিউজ- আলহামদুলিল্লাহ্।ইতিহাসে সর্বপ্রথম ই স রা য়ে লে হা*ম*লা চালালো ই'রান!
14/04/2024

ব্রেকিং নিউজ-
আলহামদুলিল্লাহ্।
ইতিহাসে সর্বপ্রথম ই স রা য়ে লে হা*ম*লা চালালো ই'রান!

সবার হাতের মেহেদি ডিজাইন দেক্তে চাই 🙂
14/04/2024

সবার হাতের মেহেদি ডিজাইন দেক্তে চাই 🙂

10/04/2024

"﷽𝐀𝐬𝐬𝐚𝐥𝐚𝐦𝐮_𝐚𝐥𝐚𝐢𝐤𝐮𝐦﷽"
تقبل اللہ منا ومنکم
-তাক্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা! ঈদ মোবারাক 🌙🌙

এখনকার বাচ্চারা জানেই না আগে আমাদের কী কী কারণে পেটানো হতো -১. মাইর খাবার পরে কাঁদলে২. মাইর খাবার পর না কাঁদলে ৩. না-মার...
05/04/2024

এখনকার বাচ্চারা জানেই না আগে আমাদের কী কী কারণে পেটানো হতো -

১. মাইর খাবার পরে কাঁদলে
২. মাইর খাবার পর না কাঁদলে
৩. না-মারা সত্ত্বেও কান্নাকাটি করলে
৪. খেলা নিয়ে বেশি মেতে থাকলে
৫. খেলতে গিয়ে মাইর খেয়ে আসলে বা কাউকে মারার নালিশ আসলে
৬. বড়দের আড্ডায় ঢুকলে
৭. বড়দের কথার উত্তর না-দিলে
৮. বড়দের কথায় ত্যাড়া উত্তর দিলে
৯. অনেকদিন মাইর না-খেয়ে থাকলে
১০. কেউ উপদেশ দেওয়ার সময় গুনগুন করে গান করলে
১১. বাড়িতে অতিথি এলে বা কারও বাড়ি গিয়ে সালাম না করলে
১২. অতিথি এলে তাকে খাবারের প্লেট দিতে যাওয়ার সময় প্লেট থেকে খাবার মুখে দিয়ে ধরা পড়লে
১৩. অতিথিরা খাওয়ার সময় খাবারের দিকে হাঁ করে তাকিয়ে থাকলে
১৪. অতিথি বাড়ি চলে যাওয়ার সময় তার সাথে যাওয়ার বায়না ধরলে
১৫. খেতে না-চাইলে
১৬. সন্ধে নামার আগে বাড়ি না-ফিরলে
১৭. প্রতিবেশীর বাড়িতে গিয়ে খেয়ে চলে এলে
১৮. জেদ দেখালে
১৯. কারও সাথে মারামারি করে হেরে এলে
২০. কাউকে বেশ করে পিটিয়ে এলে
২১. স্লো মোশনে খেলে
২২. ফাস্ট ফরোয়ার্ড স্কেলে খেলে
২৩. সকালে ঘুম থেকে উঠতে না চাইলে
২৪. রাতে ঘুমোতে না-চাইলে
২৫. শীতকালে গোসল করতে না চাইলে
২৬. গ্রীষ্মকালে বেশিক্ষন গোসল করলে
২৭. অন্যের গাছ থেকে আম, পেয়ারা পেড়ে খেলে
২৮. স্কুলে টিচারদের কাছে মার খেয়েছি খবর পেলে
২৯. জোরে উচ্চারণ করে না পড়ে চুপচাপ বসে পড়ার ভান ধরলে বা বিড়বিড় করে পড়লে
৩০. পড়ার বইয়ের মধ্যে গল্পের বই রেখে পড়ছি ধরা পড়ে গেলে
৩১. পরীক্ষার আগে টিভি দেখলে
৩২. দুধ খেতে না চাইলে
৩৩. আচার চুরি করে খেলে
৩৪. উষ্ঠা খেয়ে পড়ে গেলে উঠিয়ে আবার মারা হতো
৩৫. কারও বাসায় বেড়াতে গিয়ে নিজের বাসা মনে করে লন্ডভন্ড করলে
৩৬ স্কুলের সামনের কোনো দোকান থেকে বাকিতে কিছু খেলে বা খেলনা কিনলে।

Address

Mymensingh

Telephone

+8801778614895

Website

Alerts

Be the first to know and let us send you an email when Smrity Afuu-স্মৃতি আফু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Smrity Afuu-স্মৃতি আফু:

Share