Mohammadullah Ma'arife

Mohammadullah Ma'arife video nirmada

20/02/2025

النَفس تميلُ للمعَاصي ؛ والقلبُ يحنُ للتَوبة ؛
وبينَ هذا وذاك سَيأتي الموتُ فجأة ..!!
سلم يارب سلم
اللهم لا تقبضنا الا وانت راضٍ عنا

20/02/2025

১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারীতে যাদের আত্মত্যাগের ফলে অর্জিত আজকের এই বাংলা ভাষা।সকল শহীদদের প্রতি রইলো গভীর শ্রদ্ধাঞ্জলি।

19/02/2025

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِنُورِ وَجْهِ الله الْعَظِيمِ الَّذِي مَلأَ أَرْكَانَ عَرْشِ الله الْعَظِيمِ وَقَامَتْ بِهِ عَوَالِمُ الله الْعَظِيمِ أَنْ تُصَلِّيَ عَلَى مَوْلاَنَا مُحَمَّدٍ ذِي الْقَدْرِ الْعَظِيمِ وَعَلَى آلِ نَبِيِّ الله الْعَظِيمِ بِقَدْرِ عَظَمَةِ ذَاتِ الله الْعَظِيمِ فِي كُلِّ لَمْحَةٍ وَنَفَسٍ عَدَد مَا فِي عِلْمِ الله الْعَظِيمِ صَلاَةً دَائِمَةً بِدَوَامِ الله الْعَظِيمِ تَعْظِيماً لِحَقِّكَ يَا مَوْلاَنَا يَا مُحَمَّدُ يَا ذَا الْخُلُقِ الْعَظِيمِ وَسَلِّمْ عَلَيْهِ وَعَلَى آلِهِ مِثْلَ ذَلِكَ وَاجْمَعْ بَيْنِي وَبَيْنَهُ كَمَا جَمَعْتَ بَيْنَ الرُّوحِ وَالنَّفْسِ ظَاهِراً وَبَاطِناً يَقَظَةً وَمَنَاماً وَاجْعَلْهُ يَا رَبِّ رُوحاً لِذَاتِي مِنْ جَمِيعِ الْوُجُوهِ فِي الدُّنْيَا قَبْلَ الآخِرَةِ يَا عَظِيمُ.

17/02/2025

আল্লাহ তা'য়ালাই আমার জন্য যথেষ্ট এবং তিনিই হলেন উত্তম অভিভাবক।🌹
(আলে ইমরান ~১৭৩)

২০১৯ সালে এই খাল দিয়ে ১৯ হাজার জাহাজে ১২০ কোটি টন পণ্য পরিবহণ করা হয় যা ওই বছর সমুদ্রপথে বিশ্ব বাণিজ্যের প্রায় আট ভাগের ...
14/02/2025

২০১৯ সালে এই খাল দিয়ে ১৯ হাজার জাহাজে ১২০ কোটি টন পণ্য পরিবহণ করা হয় যা ওই বছর সমুদ্রপথে বিশ্ব বাণিজ্যের প্রায় আট ভাগের এক ভাগ। শুধু মধ্যপ্রাচ্যই নয়, দক্ষিণ এশিয়া ও চীনের বহু উৎপাদক প্রতিষ্ঠান তাদের পণ্যবাহী জাহাজ এই খাল দিয়ে ইউরোপে পাঠায়। আর মধ্যপ্রাচ্যের তেলবাহী জাহাজ ইউরোপে পাঠাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জলপথ। আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী— যুদ্ধ বা শান্তি— যে কোনো সময় যে কোনো দেশের জাহাজ সুয়েজ খাল ব্যবহার করতে পারবে।

10/02/2025

خريجون جامعة الأزهر الشريف،

05/02/2025

মা ক্যান্সারে আক্রান্ত হাসপাতালে চিকিৎসাধীন।
আমি শুধু ভাবছি আমাদের সোসাইটির কি পরিণতি- এগারো বছরের একটা বাচ্চা মেয়ে নিজের মাকে ক্যান্সারে ফেলে রেখে বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যেতে সাহস করে!

এখন যদি এই ১১ বছরের মেয়েটিকে বিয়ে দেওয়া হতো, তাহলে সুশীল সমাজের নৈতিকতা যেন হঠাৎ করেই জেগে উঠতো। ‘বাল্যবিবাহ! বাল্যবিবাহ!’ বলে তারা এমন চিৎকার করতো, যেন মানবতা আজই ধ্বংস হয়ে গেল!

কিন্তু আজ, যখন এই মেয়েটি যিনায় লিপ্ত হচ্ছে, তখন কেউ প্রতিবাদ করছে না! তখন তাদের মুখে কোনও ফেনা ওঠে না, কলম থমকে যায়, ক্যামেরার ফ্ল্যাশ বন্ধ হয়ে যায়!!

জামাত-শিবির ভাইয়েরা বাজে অভ্যাস বদলানো দরকারবিভিন্ন প্রতিষ্ঠান দখল ও নিজেদের লোক ছাড়া যত যোগ্য লোকই হোক— ‘তাকে বেইজ্জত ক...
03/02/2025

জামাত-শিবির ভাইয়েরা বাজে অভ্যাস বদলানো দরকার

বিভিন্ন প্রতিষ্ঠান দখল ও নিজেদের লোক ছাড়া যত যোগ্য লোকই হোক— ‘তাকে বেইজ্জত করে কিংবা কষ্ট দিয়ে ছাঁটাই করতে হবে’— এই সংস্কৃতি থেকে জামাত বের হতে পারবে বলে মনে হচ্ছে না।

চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আ..ও.য়া.মী আমলে নিয়োগপ্রাপ্ত (আমার চেনা ও জানা অত্যন্ত যোগ্য ৮ জনকে) কোনো যৌক্তিক কারণ দর্শানো এবং সঠিকভাবে যোগ্যতার ‍পুনর্বিবেচনা করা ছাড়াই অব্যাহতি দেওয়া হয়েছে। অথচ তারা তুমুল জনপ্রিয় ও শিক্ষার্থীবান্ধব এবং আদতেই যোগ্য মানুষ। যে কারণ দেখিয়েছে, সেটার চেয়েও বেশি গুরুতর অপরাধ মনে হয়- ‘তারা কওমি ব্যাকগ্রাউন্ডের’।

অথচ আবার আমার পরিচিত এমন লোকদেরও নিয়োগ দিয়েছে, যারা দুই লাইন ঠিক করে লিখতে গেলে তিন লাইন ভুল করে। এছাড়াও আরো যারা আগে থেকে আছেন, তাদের অনেককেও খুব ভালো করে চিনি। কিন্তু আইআইইউসি কর্তৃপক্ষ বা এক সংখ্যক জামাত-শিবির ভাইদের কাছে এটাই সাইন্স, এটাই নিয়ম।

আচ্ছা, তাদের সহকর্মীদের কি সামান্য লাজ-শরমও নেই? তারা এটার প্রতিবাদ জানাতে পারেন না?
কপি পোস্ট Muhammad Minhaj Uddin

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Mohammadullah Ma'arife posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share