নটর ডেম নিসর্গ ও সাহিত্য ক্লাব

নটর ডেম নিসর্গ ও সাহিত্য ক্লাব Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নটর ডেম নিসর্গ ও সাহিত্য ক্লাব, Media, বাড়েরা, ময়মনসিংহ, Mymensingh.
(1)

সবচেয়ে বড় অভাগা হলেন কবি কাজী নজরুল ইসলাম। তার চার বছরের শিশু বুলবুল যে রাতে মা/ রা গিয়ে ছিল, সে রাতে তার পকেটে একটা ...
27/02/2024

সবচেয়ে বড় অভাগা হলেন কবি কাজী নজরুল ইসলাম। তার চার বছরের শিশু বুলবুল যে রাতে মা/ রা গিয়ে ছিল, সে রাতে তার পকেটে একটা কানাকড়িও ছিল না।

অথচ কাফন,দাফন,গাড়িতে করে দেহ নেওয়া ও গোরস্থানে জমি কেনার জন্য দরকার ১৫০ টাকা, সে সময়ের ১৫০ টাকা মানে অনেক টাকা। এত টাকা কোথায় পাবে। বিভিন্ন লাইব্রেরীতে লোক পাঠানো হল। না, টাকার তেমন ব্যবস্থা হয়নি। শুধুমাত্র ডি. এম লাইব্রেরি দিয়েছিল ৩৫ টাকা। আরো অনেক টাকা বাকি। টাকা আবশ্যক।

ঘরে দেহ রেখে কবি গেলেন এক প্রকাশকের কাছে। প্রকাশক শর্ত দিল- এই মুহূর্তে কবিতা লিখে দিতে হবে। তারপর টাকা..

কবি মনের নীরব কান্না, যাতনা লিখে দিলেন কবিতায়.....

"ঘুমিয়ে গেছে শান্ত হয়ে
আমার গানের বুলবুলি
করুন চোখে চেয়ে আছে
সাঁঝের ঝরা ফুলগুলি"...

একজন সন্তান হারা পিতার কি নিদারুণ কষ্ট 🙂

collected

একুশে ফেব্রুয়ারি আমাদের জাতিসত্তার মেরুদণ্ড।” – কাজী নজরুল ইসলাম“আমার ভাষা আমার জীবন, আমার ভাষা আমার অস্তিত্ব।” – শহীদ ...
21/02/2024

একুশে ফেব্রুয়ারি আমাদের জাতিসত্তার মেরুদণ্ড।” – কাজী নজরুল ইসলাম

“আমার ভাষা আমার জীবন, আমার ভাষা আমার অস্তিত্ব।” – শহীদ সালাম

রক্ত দিয়ে কেনা আমার বর্ণমালা।
বাংলার দামাল মুক্তি সেনারা অকাতরে প্রাণ দিয়ে ছিনিয়ে এনেছে আমাদের ভাষার অধিকার।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা এবং মহান সৃষ্টি কর্তার কাছে তাঁদের আত্মার মাগফরাত কামনা করি।

☀️E ছাড়া☀️একবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রসিকতা করে মাইকেল মধূসুদন দত্তকে বললেন - মাইকেল, তুমি কি ইংরেজি বর্ণমালার E কে বর...
19/02/2024

☀️E ছাড়া☀️

একবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রসিকতা করে মাইকেল মধূসুদন দত্তকে বললেন - মাইকেল, তুমি কি ইংরেজি বর্ণমালার E কে বর্জন করে একটি পূর্ণ অনুচ্ছেদ লিখতে পারবে..?

মধূসুদন সহাস্যে বললেন :

I doubt I can. It’s a major part of many many words. Omitting it is as hard as making muffins without flour. It’s as hard as spitting without saliva, napping without a pillow, driving a train without tracks, sailing to Russia without a boat, washing your hands without soap. And, anyway, what would I gain? An award? A cash bonus? Bragging rights? Why should I strain my brain? It’s not worth doing.

[লক্ষ করুন, কোনো শব্দে E নেই।]

অনুচ্ছেদটির অর্থ :

আমার সন্দেহ আমি পারবো কি না। এটা অনেক শব্দের প্রধান অংশ। এটা ময়দা ছাড়া পিঠা বানানোর মতোই কঠিন। লালা ছাড়া থু থু মারার মতো, বালিশ ছাড়া ঘুমানোর মতো, রেললাইন ছাড়া রেলগাড়ি চালানোর মতো, নৌকা ছাড়া রাশিয়া যাত্রা করার মতো, সাবান ছাড়া হাত ধোয়ার মতো কঠিন। যাইহোক, এটা করতে পারলে আমি কী পাবো? কোনো পুরষ্কার? কোনো টাকা? কোনো অধিকার? তো অযথা কেন আমার মস্তিষ্ককে চাপ দেবো? এটা কোনো কাজের কাজ নয়।

মেধার চর্চা আজকাল নেই,
চারদিকে পরচর্চা!
Collected-----------------

এক মায়ের গর্ভেই বাংলার অর্ধেক সাহিত্য!!💥💫
17/02/2024

এক মায়ের গর্ভেই বাংলার অর্ধেক সাহিত্য!!💥💫

শুভ্র গেছে বনে                  - হুমায়ুন আহমেদ
09/02/2024

শুভ্র গেছে বনে
- হুমায়ুন আহমেদ

শুভেচ্ছা ও প্রানঢালা অভিনন্দন!! আজকে "বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ " অনুষ্ঠানে নটর ডেম নিসর্গ ও সাহিত্য ক্লাব এর সেরা...
06/02/2024

শুভেচ্ছা ও প্রানঢালা অভিনন্দন!!
আজকে "বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ " অনুষ্ঠানে নটর ডেম নিসর্গ ও সাহিত্য ক্লাব এর সেরা সদস্য ২০২৪ নির্বাচিত হয় প্রাক্তন সভাপতি Shezan Mahmud কে ফুলেল শুভেচ্ছা 🥳💐

সকলকে জানাচ্ছি মহান বিজয় দিবসের শুভেচ্ছা। ❤️এই বিজয়কে কেন্দ্র করে নটরডেম নিসর্গ ও সাহিত্য ক্লাবের ক্ষুদ্র প্রচেষ্টা ‘ন...
16/12/2023

সকলকে জানাচ্ছি মহান বিজয় দিবসের শুভেচ্ছা। ❤️
এই বিজয়কে কেন্দ্র করে নটরডেম নিসর্গ ও সাহিত্য ক্লাবের ক্ষুদ্র প্রচেষ্টা ‘নিসর্গের পাতায় বিজয়’ দেয়ালিকার উদ্বোধনে বক্তব্য রেখেছেন, অধ্যক্ষ ড. ফাদার থাদেউস হেমব্রম , ফাদার গ্রেসি রোজারিও ও ক্লাবের সভাপতি সেজান মাহমুদ। আজ মহান বিজয় দিবসে দেয়ালিকাটি উদ্বোধনের মাধ্যমে সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো।✨

নদী? আমারে নেবে মোর সাথে! ✨কবি:মহিবুল ইসলাম ফাহিমকলেজ রোল - 4251003
28/11/2023

নদী? আমারে নেবে মোর সাথে! ✨

কবি:
মহিবুল ইসলাম ফাহিম
কলেজ রোল - 4251003

তবুও এলো না আলো!✨কবি:ইহদাতে আজাদ আবেশকলেজ রোল:1252080
27/11/2023

তবুও এলো না আলো!✨
কবি:
ইহদাতে আজাদ আবেশ
কলেজ রোল:1252080

23/11/2023
প্রস্তুত তো?
15/11/2023

প্রস্তুত তো?

তরুণ প্রজন্মকে সাহিত্য ও সংস্কৃতির সেই স্বাদ গ্রহণে ও সংস্কৃতিমনা গড়ে তুলতে ইয়ুথ ম্যাসেঞ্জারের আয়োজন 'প্রথম জাতীয় বাংলা সাহিত্য ও সংস্কৃতি অলিম্পিয়াড ২০২৩।

আমাদের এই আয়োজনে নটর ডেম নিসর্গ ও সাহিত্য ক্লাব যুক্ত হয়েছে ক্লাব পার্টনার হিসেবে। অসংখ্য ধন্যবাদ আয়োজনে সঙ্গী হওয়ার জন্য।

মোট ৭টি সেগমেন্টে সাজানো হয়েছে এবারের আসর। সেগমেন্ট গুলো হলো
▫️বাংলা সাহিত্য অলিম্পিয়াড
▫️বাংলা সংস্কৃতি অলিম্পিয়াড
▫️কবিতা আবৃত্তি
▫️কবিতা লিখন
▫️গল্প লিখন
▫️উপস্থিত বক্তৃতা
▫️দেয়াল পত্রিকা

◾️ক্যাটেগরি
▫️প্রাথমিক (প্রথম থেকে পঞ্চম শ্রেণী)
▫️মাধ্যমিক (ষষ্ঠ থেকে দশম শ্রেণী)
▫️উচ্চ মাধ্যমিক (একাদশ ও দ্বাদশ শ্রেণীর)
▫️বিশ্ববিদ্যালয়

🔺️ আয়োজনের অনলাইন বাছাই পর্ব অনুষ্ঠিত হবে ১৩ ও ১৪ ডিসেম্বর 🔻

◾️প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রত্যেক প্রতিযোগীকে ১০০ টাকা হারে রেজিস্ট্রেশন ফি প্রদান করতে হবে।

◾️অংশগ্রহণের নিয়মাবলী
▫️প্রথমে প্রতিযোগীকে নির্ধারিত নম্বরে রেজিস্ট্রেশন ফি 'সেন্ড মানি' করতে হবে।
বিকাশ - ০১৬৪৩২৫১৪২৯
নগদ- ০১৮১৪০২১৩১৬
▫️ফি পরিশোধের পর নিম্নে দেওয়া রেজিস্ট্রেশন ফরমটি পূরণ করতে হবে।
▫️ফরম পূরণের ৪৮ ঘণ্টার মধ্যে কনফারমেশন মেইলে অংশগ্রহণ এর নিয়মাবলী বিস্তারিত জানানো হবে।

◾️রেজিস্ট্রেশন ফর্ম- https://shorturl.at/sOWY0

◾️ইভেন্ট লিংক- https://shorturl.at/GRSVX

আইল শারদ ঋতু নির্মল আকাশে ।দোলাএ চামর কেশ কুসুম বিকাশে ।।নবীন খঞ্জন দেখি বড়হি কৌতুক ।উপজিত যামিনী দম্পতি মনে সুখ ।। কবিত...
14/09/2023

আইল শারদ ঋতু নির্মল আকাশে ।
দোলাএ চামর কেশ কুসুম বিকাশে ।।
নবীন খঞ্জন দেখি বড়হি কৌতুক ।
উপজিত যামিনী দম্পতি মনে সুখ ।।

কবিতার নাম : ঋতু বর্ণন
লেখক : আলাওল (১৬০৭-১৬৮০)

নটর ডেম নিসর্গ ও সাহিত্য ক্লাব কতৃক আয়োজিত 'অসমাপ্ত আত্মজীবনী' এর ওপর কুইজ এ অংশগ্রহণকারী সকলকেই অভিনন্দন ।  উক্ত কুইজে ...
22/08/2023

নটর ডেম নিসর্গ ও সাহিত্য ক্লাব কতৃক আয়োজিত 'অসমাপ্ত আত্মজীবনী' এর ওপর কুইজ এ অংশগ্রহণকারী সকলকেই অভিনন্দন । উক্ত কুইজে অনশগ্রহন কারীদের মধ্যে মেধা তালিকায় স্থান অধিকার করেছে -
প্রথম : খালিদ হাসান (1243067)
দ্বিতীয় : তপময় দত্ত (1248010)
তৃতীয় : রেদোয়ান হোসেন খান (1241140)

10/08/2023

🍁🍁🍁🍁🍁এই সেই মার্চ🍁🍁🍁🍁🍁
------------মোঃ মাজাহারুল ইসলাম----------

নব দিগন্তে ফুটিলো ফুল
হৃদয়ে লাগিলো দোলা,
কন্ঠে কন্ঠে বজ্র অগ্নি
জ্বালারে আগুন জ্বালা।
চারিদিকে জ্বলিলো হৃদ লন্ঠন
নত করিবো না শির,
ভয় কি মোদের, সাথে আছে এক
অনলে গড়া বীর।
জ্বলন্ত রৌদ, ক্লান্ত বিকাল
চারিদিকে শিখা ঢল,
শ্রেষ্ঠ বীরের আগমনে সব
মনেতে জাগিবে বল।
নিশার স্বপনে,স্বান্ত মাতা
মুছিতে,মুছিতে জল,
কখন আসিবে, কাঙ্খিত বীর
নেভাবে হৃদ অনল।
অবশেষে বীর,পায়ে হেঁটে দৃঢ়
দাড়ালো শক্ত মঞ্চ,
কথাতে কথাতে বজ্র শিখায়
পাগল করিলো গঞ্জ।
এই সেই মার্চ
বীরের সৃত্বি,
লিখে গেছে কবি গুণ
বীরের ভাষায় শত্রু তদের
রক্ষা নাই রে শোন!
এই সেই মার্চ, কালো রাতে
ঘুমন্ত কত খুন,
ইতিহাস ঘোড়ালে ভেসে উঠে সব
ইয়াহিয়ার যত গুণ।
মার্চের রাতের ভয়াবহতায়
বাঙ্গালী রুখেনি তব,
বাঙ্গালীর বুকের আগুনে জ্বলে
পোড়ে হয়েছিস ক্ষত!
কত মার্চ গেলো
কত সাল গেলো,
ভুলিনি তব সৃত্বি-
মার্চ আসিলেই বুকেতে জাগে
শহীদ ভাইদের সৃত্বি।
কত কাল গেলো,কত কবি গেলো
লেখা হলো কত গান,
সর্বকালেই মার্চের সৃত্বি
রহিবে আবহমান।
Re-post: 07-03-2023

আমাদের ছোট নদী                     -- রবীন্দ্রনাথ ঠাকুর--আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। প...
26/07/2023

আমাদের ছোট নদী

-- রবীন্দ্রনাথ ঠাকুর--

আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে
বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে।
পার হয়ে যায় গোরু, পার হয় গাড়ি,
দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি।

চিক্ চিক্ করে বালি, কোথা নাই কাদা,
একধারে কাশবন ফুলে ফুলে সাদা।
কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক,
রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক।

পাবন সময় ঘন ঘন গরজিত।নির্ভয়ে বরিষে জল চৌদিকে পূরিত ৷৷ঘোর শব্দে কৈলাসে মল্লার রাগ গাএ ।দাদুরী শিখীনি রব অতি মন ভাএ ॥কীট...
23/07/2023

পাবন সময় ঘন ঘন গরজিত।
নির্ভয়ে বরিষে জল চৌদিকে পূরিত ৷৷
ঘোর শব্দে কৈলাসে মল্লার রাগ গাএ ।
দাদুরী শিখীনি রব অতি মন ভাএ ॥
কীটকুল রব পুনি ঝঙ্কারে ঝঙ্কারে ।
শুনিতে যুবক চিত্ত হরষিত ডরে ৷

কবিতার নাম : ঋতু বর্ণন
লেখক : আলাওল (১৬০৭-১৬৮০)

 # নটর ডেম নিসর্গ ও সাহিত্য ক্লাব আয়োজিত “সাহিত্য সফর - ২০২৩”।[সকলেই যাইতে পারবে।] # স্থানঃ শ্রীমঙ্গল  # সম্ভাব্য তারিখঃ...
22/06/2023

# নটর ডেম নিসর্গ ও সাহিত্য ক্লাব আয়োজিত “সাহিত্য সফর - ২০২৩”।
[সকলেই যাইতে পারবে।]

# স্থানঃ শ্রীমঙ্গল
# সম্ভাব্য তারিখঃ ২০/০৭/২০২৩ (রাত) হতে ২২/০৭/২০২৩ (রাত)
# সফরকাল: ৩ দিন ২ রাত
# সম্ভাব্য ফি: ২৫০০±টাকা

বিস্তারিত জানতে,

সেজান মাহমুদ,
01601018240

তানজিম ইসলাম মুন
01857850684

Address

বাড়েরা, ময়মনসিংহ
Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when নটর ডেম নিসর্গ ও সাহিত্য ক্লাব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Media in Mymensingh

Show All