
29/12/2024
বই পড়ে লাভ কি?
আপনার আশেপাশে অনেক মানুষ পাবেন যারা আপনাকে এই প্রশ্নটা করবে। আপনি কোনো তর্কে যাবেন না। কারণ যারা বই পড়ে না তারা জানেই না বই পড়ার মধ্যে কি আছে। তাদের আপনি একটি অংক ধরিয়ে দিবেন। বলবেন-
মনে করেন, আপনার কাছে ৫০০ টি বই আছে। প্রতিটি বই পড়তে আপনার সময় লাগলো গড়ে ৩ ঘন্টা। তাহলে ৫০০ টি বই পড়তে লাগলো ৫০০×৩ = ১৫০০ ঘন্টা। দিনের হিসেবে ১৫০০÷২৪ = ৬২.৫ দিন। মানে দুই মাস।
তাহলে আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন, আপনার জীবনে আপনি এই ২ মাস কারো কোনো ক্ষতি করেন নাই। কারো গীবত করেন নাই। কারো কিছু চুরি করেন নাই। কাউকে মারেন নাই। কারো জীবনের হুমকি হন নাই। এই যে আপনি কারো কোনো অপকার করলেন না। এটাই কিন্তু তার জন্য একটা উপকার।
লেখা ও ছবি : সংগ্রহীত