নটর ডেম নিসর্গ ও সাহিত্য ক্লাব

নটর ডেম নিসর্গ ও সাহিত্য ক্লাব এটা নটর ডেম কলেজ ময়মনসিংহ এর "নটর ডেম নিসর্গ ও সাহিত্য ক্লাব" এর অফিশিয়াল পেইজ। আপডেট জানতে পাশে থাকুন।

বই পড়ে লাভ কি?আপনার আশেপাশে অনেক মানুষ পাবেন যারা আপনাকে এই প্রশ্নটা করবে। আপনি কোনো তর্কে যাবেন না। কারণ যারা বই পড়ে না...
29/12/2024

বই পড়ে লাভ কি?

আপনার আশেপাশে অনেক মানুষ পাবেন যারা আপনাকে এই প্রশ্নটা করবে। আপনি কোনো তর্কে যাবেন না। কারণ যারা বই পড়ে না তারা জানেই না বই পড়ার মধ্যে কি আছে। তাদের আপনি একটি অংক ধরিয়ে দিবেন। বলবেন-

মনে করেন, আপনার কাছে ৫০০ টি বই আছে। প্রতিটি বই পড়তে আপনার সময় লাগলো গড়ে ৩ ঘন্টা। তাহলে ৫০০ টি বই পড়তে লাগলো ৫০০×৩ = ১৫০০ ঘন্টা। দিনের হিসেবে ১৫০০÷২৪ = ৬২.৫ দিন। মানে দুই মাস।

তাহলে আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন, আপনার জীবনে আপনি এই ২ মাস কারো কোনো ক্ষতি করেন নাই। কারো গীবত করেন নাই। কারো কিছু চুরি করেন নাই। কাউকে মারেন নাই। কারো জীবনের হুমকি হন নাই। এই যে আপনি কারো কোনো অপকার করলেন না। এটাই কিন্তু তার জন্য একটা উপকার।

লেখা ও ছবি : সংগ্রহীত

শুভ জন্মদিন!  শুভ জন্মদিন আমাদের নটর ডেম নিসর্গ ও সাহিত্য ক্লাবের সাবেক সভাপতি, শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। আপনার কাজের প্...
21/12/2024

শুভ জন্মদিন!
শুভ জন্মদিন আমাদের নটর ডেম নিসর্গ ও সাহিত্য ক্লাবের সাবেক সভাপতি, শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। আপনার কাজের প্রতি নিবেদিত প্রাণ আমাদের জুনিয়রদের উৎসাহিত করতো।

শুভ হোক আপনার পথ চলা।🤍
Shezan Mahmud

16/12/2024

১৬ ই ডিসেম্বর
মহান বিজয় দিবস।
১৯৭১ সালের মহান মুক্তিযোদ্ধে শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

শুভ জন্মদিন বাংলাদেশ 🫡🇧🇩
16/12/2024

শুভ জন্মদিন বাংলাদেশ 🫡🇧🇩

"নিউট্রন বোমা বোঝ, মানুষ বোঝ না।"চলে গেলেন প্রেম,দ্রোহের কবি হেলাল হাফিজ।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
13/12/2024

"নিউট্রন বোমা বোঝ, মানুষ বোঝ না।"

চলে গেলেন প্রেম,দ্রোহের কবি হেলাল হাফিজ।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

08/12/2024

কবিতার নাম : সুপ্ত সৌন্দর্যের সমীহ
লেখক : Shariful Islam Rayhan

হে অগাধ পৃথিবীর
নীল স্নিগ্ধতার একরাশ মুগ্ধতা
তুমি কি সেই?
যার জন্য মোর জনম জনমের অপেক্ষা।
নাকি অমাবস্যার চাঁদ।?
যাকে ধরা যায়না চোয়া যায়না
নির্বাসিত অন্তিমের পথে..
গন্তব্য আমার দিগন্তের শেষের সুপ্রভাতে।
হবে কি কখনো?
উদ্বাস্তুর মতো ধেয়ে চলার সমাপ্তি।
হৃদয়ে মোর যাতনা
এইযে মোর আমৃত্যু সাধনা.!

07/12/2024

কবি কাজী নজরুল ইসলামকে অবশেষে জাতীয় কবির মর্যাদা দিয়ে গেজেট জারির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।

এতদিন মুখে মুখে প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দেয়া হলেও এর কোনো দালিলিক ভিত্তি ছিল না।

বিজ্ঞাপ্তি:
03/12/2024

বিজ্ঞাপ্তি:

বিজ্ঞপ্তি:-
27/11/2024

বিজ্ঞপ্তি:-

বিজ্ঞপ্তি :
26/11/2024

বিজ্ঞপ্তি :

আমি 'লীলাবতী' হয়ে এক 'রজনী' শেষে 'বৃষ্টি বিলাসে' পৌঁছালাম। 'হিমু' আমাকে 'নবনী'র কথা বলতে বলতে 'তেতুল বনে জোছনা' উপভোগ ক...
13/11/2024

আমি 'লীলাবতী' হয়ে এক 'রজনী' শেষে 'বৃষ্টি বিলাসে' পৌঁছালাম। 'হিমু' আমাকে 'নবনী'র কথা বলতে বলতে 'তেতুল বনে জোছনা' উপভোগ করাতে নিয়ে গেলো। 'নন্দিত নরকে' 'নুহাশ এবং আলাদিনের আশ্চর্য চেরাগ' দেখে 'পিপলী বেগম' 'তন্দ্রাবিলাসে' চলে গেলেন। 'বৃষ্টি ও মেঘমালা'র মন খারাপ কারণ 'আজ চিত্রার বিয়ে'। 'ইস্টিশনে' 'কুটু মিয়া' 'দিনের শেষে' 'মিসির আলিকে' দেখলেন। 'রঙপেন্সিল' আর 'কাঠপেন্সিল' হাতে তিনি 'দেয়ালে' লিখলেন 'বাদশাহ নামদার'। 'রোদনভরা এ বসন্তে'র স্নিগ্ধ প্রহরে 'আসমানিরা তিন বোনের' এক 'নীল মানুষের' সাথে দেখাতে 'আপনারে আমি খুঁজিয়া বেড়াই' বলে চোখাচোখি হলো। 'নক্ষত্রের রাতে' পয়সা নামের মেয়েটি 'উড়ালপঙ্খি' হতে চায়। 'প্রথম প্রহরে' 'আমি আর কয়েকটি প্রজাপতি' 'গৌরিপুর জংশনে' পৌঁছালাম। 'ছেলেটা' 'আমার ছেলেবেলার' হৃদয়ের কাছাকাছি থাকা বন্ধু 'সৌরভ'। 'তোমাদের জন্য ভালোবাসায়' গিয়ে 'তিন বিচিত্র' 'মানবীর' সাথে আলাপচারিতার শেষে 'ফিহা সমীকরণ' না মিলাতে 'সানাউল্লাহর মহা বিপদ'। 'দাঁড়কাকের সংসার বা মাঝে মাঝে তব দেখা পাই' 'দূরে কোথায়' অপেক্ষার 'নিশিকাব্য' লিখতে বসেছে। 'এই আমি' 'জনম জনম' অপেক্ষার 'মাতাল হাওয়ায়' ভেসে 'দরজার ওপারে' দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে ভেবে নিলাম 'আজ আমি কোথাও যাবো না'। 'অরণ্য' 'কাক ও কাঠগোলাপ' হাতে 'একা একা' 'দারুচিনি দ্বীপে' এসে বললো 'আজ দুপুরে তোমার নিয়ন্ত্রণ' 'মৃন্ময়ী'। 'দিঘির জলে কার ছায়া গো' 'ওখানে কে কথা কয়'! 'ইরিনা'। 'মীরার গ্রামের বাড়িতে' 'অনন্ত নক্ষত্র বীথির' রুপালি মাঠে আমি 'নীল হাতি' দেখেছিলাম। 'হলুদ পরী' 'তোমাকে' দেখতে আজ 'নীল অপরাজিতার' মতো লাগছে। 'সেই মেয়েটি' 'জলকন্যা' হয়ে 'জলপদ্ম' হাতে 'আয়নাঘরে' এসে থমকে দাঁড়ালো। 'যদিও সন্ধ্যা' নেমেছে সে 'তিথির নীল তোয়ালে' হাতে 'প্রিয় পদরেখা' বরাবর এগিয়ে গেলো। 'কৃষ্ণপক্ষে' সেজে ওঠা 'বাসরে' হিমুর জন্য একটা মেয়ে 'সাজঘরে' বসে 'অপেক্ষা' নামক শব্দটাকেও তুচ্ছ করলো। 'রুপা' আর কখনো 'শুভ্রর' সাথে কথা বললো না।

গল্প: হুমায়ূন আহমেদের স্মৃতির মধ্যাহ্ন ❤️
লেখা: নৌশিন সাঈদা।

হুমায়ূন আহমেদের ৭৩টি বইয়ের নাম উল্লেখ করে লিখা একটি অনুগল্প।

ছবি সংগ্রহীত

আমাদের একজন জাদুকর ছিল, শুভ জন্মদিন জাদুকর। ❤️
13/11/2024

আমাদের একজন জাদুকর ছিল, শুভ জন্মদিন জাদুকর। ❤️

প্রিয় হুমায়ূন আহমেদ স্যার 🌸শুভ জন্মদিন। 'দরজার ওপাশে' দাঁড়িয়ে এই 'নক্ষত্রের রাত্রে' আজও আপনাকে ঠিক আগের মতই দেখতে পাচ্ছি...
13/11/2024

প্রিয় হুমায়ূন আহমেদ স্যার 🌸

শুভ জন্মদিন। 'দরজার ওপাশে' দাঁড়িয়ে এই 'নক্ষত্রের রাত্রে' আজও আপনাকে ঠিক আগের মতই দেখতে পাচ্ছি। আজ হয়তো 'সবাই গেছে বনে' তবু 'আজ আমি কোথাও যাবো না', জানি 'মিসির আলি' আর 'হিমু' ও তাদের নিজ নিজ গন্তব্যেহীন পথে এগিয়ে চলেছে, আর এই গতি থামবে না কখনওই। আপনি যার শুরু করেছেন তার কোন শেষ নেই।

তার চেয়ে বরং কোন এক দুপুরে আপনাকে 'নিমন্ত্রন' জানাবো 'ময়ূরাক্ষীর তীরে' বসে 'নীলপদ্ম থিওরি' নিয়ে বিষদ আলোচনা করবার জন্য।

ভালো থাকবেন।

লেখা - সংগ্রহীত

১লা নভেম্বর,আজ বিভূতিভূষণের মৃত্যু বার্ষিকী।
01/11/2024

১লা নভেম্বর,আজ বিভূতিভূষণের মৃত্যু বার্ষিকী।

05/10/2024
The beauty of Notre Dame College Mymensingh 🤍
05/10/2024

The beauty of Notre Dame College Mymensingh 🤍

Address

বাড়েরা, ময়মনসিংহ
Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when নটর ডেম নিসর্গ ও সাহিত্য ক্লাব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category