24/11/2022
আমরা অনেকেই শুধু অন্যের সফলতা দেখি কিন্তু এই সফলতার পেছনে তার যে কত শ্রম আর ত্যাগ আছে সেটা নিয়ে ভাবি না।
আসলে দক্ষতা থাকলে সেখানে সফলতা সুনিশ্চিত কিন্তু আমরা দক্ষতা নিয়ে কাজ করি না; দক্ষতা অর্জনের জন্য যে চেষ্টা, পরিশ্রম আর অধ্যবসায়ের প্রয়োজন সেটা আমরা মোটেও করতে চাই না। আমরা মনে মনে শুধু স্বপ্ন দেখি যে একদিন আমি সফলতায় পৌছাবো কিন্তু সফলতার সেই কঠিন রাস্তাকে সব সময় এড়িয়ে চলি।
যে কোনও সেক্টরেই সফল হতে গেলে সে ব্যাপারে দক্ষ হতে হবে, আর দক্ষ হতে গেলে সেই ব্যাপারে পর্যাপ্ত জ্ঞানার্জন এবং সেটার পেছনে পর্যাপ্ত পরিশ্রম আর অধ্যবসায় বিনিয়োগ করতে হবে।
আপনি বিনিয়োগ করবেন না কিন্তু সেখান থেকে ভাল ফল আশা করবেন, তা তো হবার নয়; অতএব ভবিষ্যৎ চিন্তায় আজ থেকেই লেগে পড়ুন।
শুভকামনা।