Learn With Nahid

Learn With Nahid Know about yourself. Never hurt someone if you can't help them.
(1)

11/01/2025

আমরা যারা ফ্রন্টএন্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি বা ফিগমা ডিজাইন নিয়ে কাজ করি, তাদের জন্য আজকের ভিডিওটি স্পেশাল। আজকের এই ভিডিওতে আমরা শিখবো কীভাবে একটি ফ্রি অ্যাকাউন্টকে প্রো অ্যাকাউন্টে কনভার্ট করা যায়।

19/12/2024

আপনার ওয়েবসাইটে ডার্ক এবং লাইট মোড যুক্ত করতে চান? এই ভিডিওটি আপনার জন্য আদর্শ। ধাপে ধাপে গাইডলাইন অনুসরণ করে আপনি সহজেই শিখে নিতে পারবেন কিভাবে ডার্ক এবং লাইট মোড তৈরি করবেন এবং কীভাবে তা ব্যবহারকারীদের জন্য আরও আকর্ষণীয় ও কার্যকরী করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখলে, আপনি রঙ থিম পরিবর্তনের পুরো প্রক্রিয়াটি স্পষ্টভাবে বুঝে যাবেন। তাহলে আর দেরি কেন? পুরো ভিডিওটি দেখে আপনার ওয়েবসাইটকে আরও প্রফেশনাল ও ব্যবহারবান্ধব করুন!

থিমফরেস্ট নিয়ে আমাদের মধ্যে কৌতুহলের শেষ নেই। অনেকেই চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়। তার প্রধান কারন হচ্ছে সঠিক গাইডল...
02/11/2024

থিমফরেস্ট নিয়ে আমাদের মধ্যে কৌতুহলের শেষ নেই। অনেকেই চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়। তার প্রধান কারন হচ্ছে সঠিক গাইডলাইন। আমি এমন অনেকের সাথে কথা বলে দেখেছি যারা অলরেডি হাজার হাজার টাকা খরচ করে ফেলেছেন, কিন্তু একটাও এইচটিএমএল থিম এপ্রোভড করতে পারেনি। যারা থিমফরেস্ট নিয়ে লং টাইম কাজ করতে চাচ্ছেন তাদের জন্যে এই কোর্স টা হবে সফলতার হাতিয়ার ইনশাআল্লাহ। যদি আপনি পার্সোনাল ভাবে কাজ করতে চান, অথবা টিম নিয়েও কাজ করতে চান, অথবা অলরেডি সফটওয়্যার কম্পানি আছে কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট এও কাজ করে একটা পেসিব ইনকাম এর ব্যবস্থা করতে চান অথবা থিমফরেস্ট বেসড ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট এর কাজ শিখে লোকাল মার্কেট এ জব করতে চান তাদের জন্যে এই কোর্স টি হবে বেষ্ট অপশন। অলরেডি আমাদের একটা লাইভ ব্যাচ চলতেছে যেখানে প্রায় ৩০ জনের মতো স্টুডেন্ট। আপনি চাইলে এই ব্যাচ এ এড হয়ে শিখে নিতে পারেন থিমফরেস্ট এর আধ্যপান্ত। তবে যাদের লাইভ ক্লাস করার সময় হয়না তারা চাইলে আমাদের এই লার্ন উইথ নাহিদ প্লাতফর্মের মাধ্যমে অনলাইন এ রেকর্ডেড কোর্স এ এনরোল করেও শিখে নিতে পারবেন থিমফরেস্ট এর বিস্তারিত।
https://learnwithnahid.com/ (আমাদের রেকর্ডেড কোর্স এর কাজ চলমান খুব দ্রুত কোর্স লাইভ এ দেওয়া হবে ইনশাআল্লাহ।)
থাকছে লাইফটাইম ফ্রি সাপোর্ট। যেখানে ফেসবুক গ্রুপ অথবা গুগল মিট এর মাধ্যমে সাপোর্ট দেওয়া হবে ইনশাআল্লাহ। বিস্তারিত জানতে এখনি যোগাযোগ করুন।

আলহামদুলিল্লাহ্‌ নতুন প্রোফাইল, সাথে নতুন এইচটিএমএল, প্রথম সেল।এরকম সাকসেস গুলোই কাজ করতে আরো বেশি উৎসাহিত করে 🙂ডলার দেখ...
30/10/2024

আলহামদুলিল্লাহ্‌ নতুন প্রোফাইল, সাথে নতুন এইচটিএমএল, প্রথম সেল।
এরকম সাকসেস গুলোই কাজ করতে আরো বেশি উৎসাহিত করে 🙂
ডলার দেখলেই মন ভরে যায়। কম বেশি বিষয় না।
https://themeforest.net/item/netwise-it-solutions-technology-html-template/54776599

আলহামদুলিল্লাহ নতুন প্রোফাইল এর প্রথম HTML Template এপ্রোভড। 🙂অনেকেই মনে করেন GSAP Animation ব্যবহার করলে সফট রিজেক্ট আস...
21/10/2024

আলহামদুলিল্লাহ নতুন প্রোফাইল এর প্রথম HTML Template
এপ্রোভড। 🙂
অনেকেই মনে করেন GSAP Animation ব্যবহার করলে সফট রিজেক্ট আসে এটা একদম ই ভুল ধারনা। একদম নতুন প্রোফাইল এর প্রথম HTML Template এটা । যেখানে GSAP Animation ব্যবহার করা হয়েছে। টেমপ্লেট ডিজাইন থেকে শুরু করে ডকুমেন্টশন সহ ফাইল আপলুড পর্যন্ত সব কিছুই আমি নিজেই করেছি।
এইচটিএমএল থিম ডেভেলপমেন্ট সহ থিমফরেস্ট এ থিম এপ্রোভড পর্যন্ত সমস্ত কিছু হাতে কলমে শিখতে চাইলে আমাদের থেকে শিখতে পারবেন ইনশাআল্লাহ

Netwise – IT Solutions & Technology HTML Template Discover Netwise – IT Solutions & Technology HTML Template, crafted for IT businesses, software development, and tech startups. This templat...

নিউ প্রোফাইল এ প্রথম প্রডাক্ট  সেল আলহামদুলিল্লাহ।সাহস করে শুধু কাজ করা শুরু করতে হবে। আসতে আসতেই সফলতা আসবে ইনশাআল্লাহ।
12/10/2024

নিউ প্রোফাইল এ প্রথম প্রডাক্ট সেল আলহামদুলিল্লাহ।
সাহস করে শুধু কাজ করা শুরু করতে হবে। আসতে আসতেই সফলতা আসবে ইনশাআল্লাহ।

10/10/2024

Front-end Development with themeforest কোর্স এর এইচটিএমএল এর উপর কমপ্লিট একটা ক্লাস হলো। সামনে আরো ভাল কিছু অপেক্ষা করছে সবার জন্যে ইনশাআল্লাহ। থিমফরেস্ট এর উপরে কমপ্লিট গাইডলাইন তো থাকছেই। 🙂

আলহামদুলিল্লাহ্‌, সবার জন্য শুভকামনা।এই সুযোগ দ্বিতীয়বার আর কখনো আসবে কিনা জানি না। তবে যারা এই সুযোগটা কাজে লাগিয়েছেন...
04/10/2024

আলহামদুলিল্লাহ্‌, সবার জন্য শুভকামনা।

এই সুযোগ দ্বিতীয়বার আর কখনো আসবে কিনা জানি না। তবে যারা এই সুযোগটা কাজে লাগিয়েছেন, তাদের জন্য ইনশাআল্লাহ্‌ অনেক ভালো কিছু হবে। প্রতিটি টপিক হাতে ধরে শিখানোর পাশাপাশি থিমফরেস্ট নিয়ে বিস্তর আলোচনা থাকছে। প্রত্যেকের জন্য রয়েছে লাইফটাইম সাপোর্ট। যেখানে ২০ জন নিয়ে আমাদের ব্যাচ শুরু করার কথা ছিল, সেখানে যেন কেউ এই সুযোগ মিস না করে, তাই আমরা আরও কিছু মানুষকে এই ব্যাচে যোগ দেওয়ার সুযোগ দিয়েছি। যেন তারাও এই কোর্সের মাধ্যমে নিজেদের ক্যারিয়ারে এগিয়ে থাকতে পারেন।

আপনি মিস করেননি তো?

আমাদের অরিয়েন্টেশন ক্লাস এর ভিডিও লিঙ্ক।
https://www.facebook.com/nahidraj22/videos/1654288318470423/

01/10/2024

আলহামদুলিল্লাহ সবার উপস্থিতির মধ্যে দিয়ে শেষ হলো আমাদের অনিয়েন্টেশন ক্লাস।

আলহামদুলিল্লাহ্‌।ফাইনাললি আজকের অরিয়েন্টেশন ক্লাসের মধ্যে দিয়ে আমাদের Front-end Development with Themeforest কোর্স শুরু ...
01/10/2024

আলহামদুলিল্লাহ্‌।
ফাইনাললি আজকের অরিয়েন্টেশন ক্লাসের মধ্যে দিয়ে আমাদের Front-end Development with Themeforest কোর্স শুরু হতে যাচ্ছে। ক্লাসের সময় 9.00 PM. সবার জন্যে শুভ কামনা।

Front-end Development with Themeforest A to Zওয়েবসাইটে এনিমেশন ব্যবহার করতে কার না ভালো লাগে! তবে সেটা যদি হয় GSAP Anim...
30/09/2024

Front-end Development with Themeforest A to Z

ওয়েবসাইটে এনিমেশন ব্যবহার করতে কার না ভালো লাগে! তবে সেটা যদি হয় GSAP Animation, তাহলে তো কোনো কথাই নেই। বর্তমান সময়ে জাভাস্ক্রিপ্ট এনিমেশন লাইব্রেরির মধ্যে সবচেয়ে ডিমান্ডিং একটি লাইব্রেরি হচ্ছে GSAP। একই সাথে, বিশ্বজুড়ে বিভিন্ন মার্কেটপ্লেসের মধ্যে জনপ্রিয় একটি হচ্ছে থিমফরেস্ট। আর এই থিমফরেস্ট নিয়ে মানুষের মধ্যে কৌতূহলের শেষ নেই। অনেকেই থিমফরেস্ট নিয়ে কাজ করতে চাইলেও সাহস করে শুরু করতে পারে না। তার প্রধান কারণ হলো সঠিক গাইডলাইন।

তাই আমি আপনাদেরকে শিখাবো থিমফরেস্টে থিম আপলোড করার সবকিছু। আমাদের শুরু হবে বেসিক HTML দিয়ে। এরপর ধাপে ধাপে CSS, Bootstrap, Tailwind CSS, JavaScript, jQuery, Sass, এবং ইন্টারেক্টিভ ওয়েবসাইট তৈরি করার জন্য GSAP Animation শেখানো হবে। একটি কমপ্লিট ওয়েবসাইট তৈরি করার পরে আমরা পুরো ওয়েবসাইটটিতে GSAP Animation ব্যবহার করবো। কেমন হবে তখন ওয়েবসাইটটি দেখতে? রিসেন্টলি আমার ডেভেলপ করা এবং অ্যাপ্রুভড হওয়া একটি থিম দেখে আসুন থিমফরেস্ট থেকে:

https://themeforest.net/item/digiso-digital-business-agency-branding-html-5-template/54392925?fbclid=IwY2xjawFnmLtleHRuA2FlbQIxMAABHVA7CPithz6nFAbedtWY18AzPERLqa59JsOQOoD8RTzY4-Yw-AwnaDIXjQ_aem_iPvM8p0QIQZMLWpMJmClvA

এরপর আমরা সম্পূর্ণ থিমটিকে তৈরি করবো থিমফরেস্টে আপলোড করার জন্য। ইমেজ প্লেসহোল্ডার ব্যবহার করে পুরো মেইন ফাইলটি রেডি করার পরে আমাদের কাজ হবে থিমটির জন্য একটি ডকুমেন্টেশন তৈরি করা। আর এর সব প্রসেস আমি আপনাদের দেখাবো। PHP ব্যবহার করে কিভাবে ওয়ার্কিং কন্টাক্ট ফর্ম তৈরি করবেন, তাও শিখাবো হাতে-কলমে। শুধু তাই নয়, আমার কাছে থাকা প্রয়োজনীয় সব রিসোর্সও পেয়ে যাবেন, যা পরবর্তীতে আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন।

jQuery-এর প্রয়োজনীয় সব প্লাগইন শিখবো, যেমন slick slider, swiper slider, Odometer js, Typed js, Magnific popup js, আরও অনেক কিছু। আর সাথে GSAP Animation তো থাকছেই। থিমের সব কাজ শেষ করার পর আমরা থিমফরেস্টে অ্যাকাউন্ট তৈরি করে থিম আপলোডের সব প্রসেস শিখবো।

চলুন দেখি, আমাদের এই কোর্সে কি কি প্রজেক্ট থাকছে। সর্বমোট ১০টিরও বেশি প্রজেক্ট করবো আমরা, তার মধ্যে ২টি থিমফরেস্টের জন্য:

১. https://www.figma.com/design/HkI8pI7EwpER3poHgYJxUB/SteelCity-Development---Themeforest-Project?node-id=4424-16994&t=NqSnC0luzVPFLPpR-1

২. https://www.figma.com/design/yJ4fhBjMRI6Byd23ig5rPX/bentofolio-figma---Themeforest-Project?node-id=0-1&t=mXITYZxPw7tdipPT-1

দুইটি থিমই থিমফরেস্টে অ্যাপ্রুভড হয়েছে। চাইলে দেখে আসতে পারেন:

১. https://themeforest.net/item/bentofolio-personal-portfolio-html-template/51631114?srsltid=AfmBOoqOAVGKqONGyLZx5Mi-q3-bGIUaeYVZugwvoKigPh96mD4oSgjE

২. https://themeforest.net/item/steelcity-construction-html-template/48900404?srsltid=AfmBOorWhW9JSos-_JyZmaBkUzc058UazC2nyfo7SIR-t5yugiaCwL24

কোর্সের মেয়াদ: ৫-৬ মাস, সপ্তাহে ২টি ক্লাস হবে।
ক্লাসের সময়: রাত ৯টা থেকে ১০.৩০/১১টা পর্যন্ত (প্রতি ক্লাস ১.৫ থেকে ২ ঘণ্টা)।
ক্লাস শুরু: ১ অক্টোবর ২০২৪ রাত ৯টা।
সিট সংখ্যা: ২০ জন (বাকি আছে আর মাত্র ৫টি সিট)।

কোর্সের ব্যাপারে আরও বিস্তারিত জানতে পারেন এই ওয়েবসাইটে:
https://nahidraj.github.io/nahid/courses.html

আমি ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি কেউ এই কোর্সটি সম্পূর্ণ করতে পারেন, তবে তিনি মার্কেটপ্লেসসহ যেকোনো কোম্পানিতে চাকরির জন্য উপযুক্ত হবেন। এটাই আপনার স্কিলকে অন্যদের থেকে আরও একধাপ এগিয়ে নেওয়ার সুযোগ। তাই দেরি না করে আজই ভর্তি নিশ্চিত করুন।

Nahid - Front-end Developer

Front-end Development with Themeforest A to Z.ওয়েবসাইটে এনিমেশন ব্যবহার করতে কার না ভালো লাগে! তবে সেটা যদি হয় GSAP Ani...
30/09/2024

Front-end Development with Themeforest A to Z.

ওয়েবসাইটে এনিমেশন ব্যবহার করতে কার না ভালো লাগে! তবে সেটা যদি হয় GSAP Animation, তাহলে তো কোনো কথাই নেই। বর্তমান সময়ে জাভাস্ক্রিপ্ট এনিমেশন লাইব্রেরির মধ্যে সবচেয়ে ডিমান্ডিং একটি লাইব্রেরি হচ্ছে GSAP। একই সাথে, বিশ্বজুড়ে বিভিন্ন মার্কেটপ্লেসের মধ্যে জনপ্রিয় একটি হচ্ছে থিমফরেস্ট। আর এই থিমফরেস্ট নিয়ে মানুষের মধ্যে কৌতূহলের শেষ নেই। অনেকেই থিমফরেস্ট নিয়ে কাজ করতে চাইলেও সাহস করে শুরু করতে পারে না। তার প্রধান কারণ হলো সঠিক গাইডলাইন।

তাই আমি আপনাদেরকে শিখাবো থিমফরেস্টে থিম আপলোড করার সবকিছু। আমাদের শুরু হবে বেসিক HTML দিয়ে। এরপর ধাপে ধাপে CSS, Bootstrap, Tailwind CSS, JavaScript, jQuery, Sass, এবং ইন্টারেক্টিভ ওয়েবসাইট তৈরি করার জন্য GSAP Animation শেখানো হবে। একটি কমপ্লিট ওয়েবসাইট তৈরি করার পরে আমরা পুরো ওয়েবসাইটটিতে GSAP Animation ব্যবহার করবো। কেমন হবে তখন ওয়েবসাইটটি দেখতে? রিসেন্টলি আমার ডেভেলপ করা এবং অ্যাপ্রুভড হওয়া একটি থিম দেখে আসুন থিমফরেস্ট থেকে:

Digiso - Digital Business Agency Branding HTML 5 Template

এরপর আমরা সম্পূর্ণ থিমটিকে তৈরি করবো থিমফরেস্টে আপলোড করার জন্য। ইমেজ প্লেসহোল্ডার ব্যবহার করে পুরো মেইন ফাইলটি রেডি করার পরে আমাদের কাজ হবে থিমটির জন্য একটি ডকুমেন্টেশন তৈরি করা। আর এর সব প্রসেস আমি আপনাদের দেখাবো। PHP ব্যবহার করে কিভাবে ওয়ার্কিং কন্টাক্ট ফর্ম তৈরি করবেন, তাও শিখাবো হাতে-কলমে। শুধু তাই নয়, আমার কাছে থাকা প্রয়োজনীয় সব রিসোর্সও পেয়ে যাবেন, যা পরবর্তীতে আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন।

jQuery-এর প্রয়োজনীয় সব প্লাগইন শিখবো, যেমন slick slider, swiper slider, Odometer js, Typed js, Magnific popup js, আরও অনেক কিছু। আর সাথে GSAP Animation তো থাকছেই। থিমের সব কাজ শেষ করার পর আমরা থিমফরেস্টে অ্যাকাউন্ট তৈরি করে থিম আপলোডের সব প্রসেস শিখবো।

চলুন দেখি, আমাদের এই কোর্সে কি কি প্রজেক্ট থাকছে। সর্বমোট ১০টিরও বেশি প্রজেক্ট করবো আমরা, তার মধ্যে ২টি থিমফরেস্টের জন্য: ১. SteelCity Development - Themeforest Project ২. Bentofolio Figma - Themeforest Project

দুইটি থিমই থিমফরেস্টে অ্যাপ্রুভড হয়েছে। চাইলে দেখে আসতে পারেন: ১. Bentofolio Personal Portfolio HTML Template ২. SteelCity Construction HTML Template

কোর্সের মেয়াদ: ৫-৬ মাস, সপ্তাহে ২টি ক্লাস হবে।
ক্লাসের সময়: রাত ৯টা থেকে ১০.৩০/১১টা পর্যন্ত (প্রতি ক্লাস ১.৫ থেকে ২ ঘণ্টা)।
অরিয়েন্টেশন: ১ অক্টোবর ২০২৪ রাত ৯টা।
সিট সংখ্যা: ২০ জন (বাকি আছে আর মাত্র ৫টি সিট)।

কোর্সের ব্যাপারে আরও বিস্তারিত জানতে পারেন এই ওয়েবসাইটে:
Course Details

আমি ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি কেউ এই কোর্সটি সম্পূর্ণ করতে পারেন, তবে তিনি মার্কেটপ্লেসসহ যেকোনো কোম্পানিতে চাকরির জন্য উপযুক্ত হবেন। এটাই আপনার স্কিলকে অন্যদের থেকে আরও একধাপ এগিয়ে নেওয়ার সুযোগ। তাই দেরি না করে আজই ভর্তি নিশ্চিত করুন।

যারা থিমফরেস্ট নিয়ে কাজ শিখতে চাচ্ছেন কিন্তু পরিপূর্ণ গাইডলাইন পাচ্ছেন না। এটা হবে তাদের জন্যে বেষ্ট সুযোগ ইনশাআল্লাহ।Co...
15/09/2024

যারা থিমফরেস্ট নিয়ে কাজ শিখতে চাচ্ছেন কিন্তু পরিপূর্ণ গাইডলাইন পাচ্ছেন না। এটা হবে তাদের জন্যে বেষ্ট সুযোগ ইনশাআল্লাহ।

Complete Front-End Web Development Live Course with Themeforest A to Z

এই কোর্সে আমরা শুরু করবো ব্যসিক HTML দিয়ে। ধারাবাহিকভাবে আমরা CSS, Javascript, Bootstrap, jQuery এবং SASS শিখবো। কোর্সটি Beginner Friendly হওয়ায় আপনি খুব সহজেই সব কিছু শিখতে পারবেন।

আমি নাহিদ, গত ৪ বছর ধরে কাজ করছি Front-End Web Developer হিসেবে। এই কোর্সে এখন পর্যন্ত আমি যা কিছু শিখেছি তার বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করবো প্রায় ৬ মাস ধরে। পুরো কোর্সটি শেষ করার পর আপনি Themeforest এবং Local Marketplace সব জায়গাতেই কাজ করার উপযুক্ত হয়ে উঠবেন।

এই কোর্সে একদম স্ক্র্যাচ থেকে আমরা দুইটি বড় প্রোজেক্ট করবো। যেখানে HTML, CSS, Javascript, jQuery—প্রত্যেকটা ক্ষেত্রেই Themeforest এর Standard Maintain করে কাজ করা হবে। এছাড়াও থাকবে প্র্যাকটিসের জন্য অনেকগুলো প্রোজেক্ট। মেইন ফাইল সাজানো, ইমেজ প্লেসহোল্ডার করা, ডকুমেন্টেশন তৈরি করা এমনকি Working Contact Form তৈরি করা সব কিছুই আমরা শিখে নিবো এই কোর্সে। থাকবে Themeforest Account তৈরি করা থেকে শুরু করে থিম আপলোড করা পর্যন্ত সম্পূর্ণ গাইডলাইন।

এটি একটি জব-রেডি কোর্স, যেখানে আপনি পাবেন লাইফটাইম ফ্রি সাপোর্ট।

কি কি প্রজেক্ট করবো তা দেখে আসতে পারেন কমেন্ট এ দেওয়া ওয়েবসাইট লিঙ্ক থেকে।

কোর্স ডিউরেশন: ৫-৬ মাস
ক্লাস প্রতি সপ্তাহে: ২টি (১.৫-২ ঘণ্টা)
ক্লাসের সময়: ৯.১৫ - ১১.১৫ (শুক্রবার ও মঙ্গলবার)
কোর্স শুরু: ১ অক্টোবর
যোগাযোগ: ভর্তি নিশ্চিত করতে ফোন করুন 01740-008006

Address

Phulpur
Mymensingh
2250

Alerts

Be the first to know and let us send you an email when Learn With Nahid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Learn With Nahid:

Videos

Share