FARUK MIAH

FARUK MIAH সৃষ্টিকর্তাকে দোষারোপ করার আগে নিজের কর্মের প্রতি দৃষ্টিপাত করা উচিত!

“একটা মেয়ে তার 🤵🏻Boy Friend কে জিজ্ঞেসকরেছিলোঃ👰🏻--আচ্ছা অন্য কারো সাথে আমার বিয়েহয়ে গেলে তুমি  কি করবে?🤵🏻--ছেলেটা উত্...
23/12/2024

“একটা মেয়ে তার 🤵🏻Boy Friend কে জিজ্ঞেস
করেছিলোঃ
👰🏻--আচ্ছা অন্য কারো সাথে আমার বিয়ে
হয়ে গেলে তুমি কি করবে?
🤵🏻--ছেলেটা উত্তর দিলো, ভুলে যাবো
🤵🏻ছেলেটার উত্তর শুনে 👰🏻মেয়েটি রাগে
অন্যদিকে মুখ ঘোরালো।
🤵🏻ছেলেটি আবার বললো:
--সবচেয়ে বড় কথা
। আমি যত দ্রুত তোমাকে ভুলে
যাবো। তার চেয়েও বেশি দ্রুত
তুমি আমাকে ভুলে যাবে।
👰🏻প্রেমিকা প্রশ্ন করলোঃ
--কি রকম?
🤵🏻ছেলেটি বলতে শুরু করলঃ
"মনে করো বিয়ের প্রথম তিনদিন তুমি এক
ধরনের ঘোরের মধ্যে থাকবে। শরীরে
গয়নার ভার, মুখে মেকআপ এর প্রলেপ,
চারিদিক থেকে ক্যামেরার ফ্লাশ,
মানুষের ভিড়। তুমি চাইলেও তখন আমার
কথা মনে করতে পারবে না। ''আর আমি তখন
তোমার বিয়ের খবর পেয়ে হয়তো কোন বন্ধুর
সাথে উল্টাপাল্টা কিছু খেয়ে পরে
থাকবো। আর একটু পর পর তোমাকে
হৃদয়হীনা বলে
গালি দিবো। আবার পরক্ষনেই পুরাতন
স্মৃতির কথা মনে করে বন্ধুকে জড়িয়ে ধরে
কাঁদবো। "বিয়ের পরের দিন তোমার আরো
ব্যস্ত সময় কাটবে। আর প্রথম সপ্তাহে ' স্বামী আর মিষ্টির
প্যাকেট, এই দুটো হাতে নিয়ে তুমি
বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরে
বেড়াবে।
আমার কথা তখন তোমার হঠাৎ হঠাৎ মনে
হবে। এই যে যেমন স্বামীর হাত ধরার সময়, এক
সাথে গাড়িতে চড়ার সময়। আর আমি তখন
ছন্নছাড়া হয়ে ঘুরে বেড়াব। আর বন্ধুদের
বলবো, বুঝলি দোস্ত, জীবনে প্রেম
ভালোবাসা কিছুই নাই সব মিথ্যা। "পরের মাসে
তুমি হানিমুনে যাবে, নতুন বাড়ি পাবে,
শপিং, ম্যাচিং,শত প্লান, আর স্বামীর
সাথে হালকা মিষ্টি ঝগড়া। তখন তুমি
বিরাট সুখে,
হয়তো আমার কথা মনে হলে ভাববে, আমার
সাথে বিয়ে না হয়েই বোধ হয়
ভালোই হয়েছে। আমি ততদিনে বাপ, মা,
বন্ধুর ঝাড়ি খেয়ে
মোটামুটি সোজা হয়ে গিয়েছি।
ঠিক করেছি কিছু একটা কাজ করতে হবে,
তোমার চেয়ে একটা সুন্দরী মেয়ে বিয়ে
করে
তোমাকে দেখিয়ে দিতে হবে।
সবাইকে বলবো, তোমাকে ভুলে গেছি।
কিন্তু তখনও মাঝরাতে তোমার
এসএমএস গুলো বের করে পড়বো আর
দীর্ঘ একটা শ্বাস ছাড়বো। "পরের দুই বছর পর তুমি
আর কারো প্রেমিকা কিংবা
নতুন বউ নেই। মা হয়ে গিয়েছো।
পুরাতন প্রেমিকের স্মৃতি, স্বামীর আহ্লাদ,ভালোবাসা
এসবের চেয়েও বাচ্চার ডায়াপার,হামের টিকা
এসব নিয়ে বেশি চিন্তিত থাকবে।
অর্থাৎ তখন আমি তোমার জীবন থেকে
মোটামুটি পারমানেন্টলি ডিলিট হয়ে
যাবো। এদিকে ততদিনে আমিও একটা কাজ পেয়ে গেছি।
বিয়ের কথা চলছে। মেয়েও পছন্দ হয়েছে।
আমি এখন ভীষণ ব্যাস্ত।
এবার সত্যিই আমি তোমাকে ভুলে
গিয়েছি।শুধু রাস্তা ঘাটে কোন প্রেমিক প্রেমিকা দেখলে
তোমার কথা খুব মনে পড়বে। কিন্তু তখন আর
দীর্ঘশ্বাসটাও আসবে না।
এতদূর পর্যন্ত বলার পর ছেলেটি দেখলো
প্রেমিকা ছলছল চোখ নিয়ে
ছেলেটির দিকে তাকিয়ে আছে।মুখে কোন কথা নেই। ছেলেটি ও চুপচাপ।
👰🏻একটু পর প্রেমিকা বললোঃ
"তবে কি সেখানেই সব শেষ?
🤵🏻ছেলেটি বলল, না।
কোন এক মন খারাপের রাতে তোমার
স্বামী নাক ডেকে ঘুমাবে। আর আমার বউও ব্যস্ত
থাকবে নিজের ঘুমের রাজ্যে।শুধু তোমার আর আমার চোখে ঘুম থাকবেনা। সেদিন অতীত আমাদের দুজনকে নিঃশ্বদে কাঁদাবে। সৃষ্টিকর্তা ব্যাতীত সে কান্নার কথা কেউ জানবে না,কেউ না
👰🏻মেয়েটা তার বয়ফ্রেন্ডকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগল
পরিশেষে মেয়েটা এটাই বলল যে
পরিস্থিতির কাছে মানুষ আজ অনেক অসহায় !!!!!
🥀💔😞

22/12/2024

অর্থের প্রতি নারীর লোভ,আর সাদা চামড়ার প্রতি পুরুষের লোভ, দুটোই ভয়ংকর। 610

20/09/2024

মানুষের জীবনে অপশন হয়ে থাকবেন না। মনে রাখবেন, অপশন হয়ে থাকার চেয়ে একা বাঁচা অনেক ভালো!610

13/06/2024

লোকে যাই বলুক, যাই অনুভব করুক, নিজের কাছে আমি অনন্য।- আহমদ ছফা 610

06/05/2024

হাহাহা !!! আমার ইচ্ছা আর তুমার জিদ, জিতে গেছি দু-জনেই, মাঝখান হতে হারিয়ে গেছে সুন্দর একটি ভালোবাসা। 610

28/04/2024

পৃথিবীতে যখন এসেছি,জীবনের খেলাটা খেলতে হবে ভালো করেই,
বেঁচে যখন আছি, বাঁচতে হবে বাঁচার মতই।
কিপ প্লেইং.........610

21/04/2024

থেমে তো কিছুই থাকবেনা! শুধু মনে থাকবে কিছু মানুষের ব্যবহার আর কথার আঘাত 😊 610

18/04/2024

এক সুমুদ্র ভালোবাসার পরেও যার অন্যের প্রতি থাকে জোক,
সে যেই হোক সেই মানুষটা আমার না হোক।610

11/04/2024

আমার ম্যাসেনজার,ফেসবুক,ইমু,ওয়াটাসঅ্যাপ চালু থাকা সত্যেও একটা লোকও ইদ মোবারক মেসেজ দিলো না,দিন আমারও আসবো ইনশাআল্লাহ!!!610

09/04/2024

আমার চোখে ইদ,,,,

রহমতের ১০ দিন তরমুজ,খেজুর সহ নিত্যপণ্য ব্যাসায়ীর।
মাগফিরাতের ১০ দিন কাপড় আর জুতা ব্যবসায়ীর।
নাজাতের ১০ দিন পরিবহণ ব্যবসায়ীর।
আমি দর্শক মাত্র।

31/03/2024

“ নারীদের ডিকশনারিতে সন্তুষ্টি বলে কোনো শব্দ নেই ”।..........সুনীল গঙ্গোপাধ্যায়610

30/03/2024

ইব্রাহীম (আঃ) এর যুগে জম্ম হলেই ভালো হতো বড় ছেলে হিসাবে একবার কোরবানি হয়েই জান্নাতে থাকতাম।
যদিও এখন প্রতিদিন কোরবানি হতে হচ্ছে। 610

29/03/2024

কতো নক্ষত্রের রাত পেরিয়ে তোমায় পেলাম,
মোহের মত জ্বলজ্বলে স্মৃতি-
এভাবেই বুঝি পাওয়ার ছিলো?
এটাই বুঝি নিয়তি?

___ জীবনানন্দ দাশ 610

26/03/2024

মেয়েরা পুরুষের হৃদয় এক নিমিষেই চিনে নিতে পারে, এটি বিধাতার দেয়া শক্তি। অথচ আশ্চর্যের ব্যাপার ওরা নিজেদের হৃদয় নিজেরা চিনতে পারে না। নিজেদের সম্মান নিজেরা কমায়।

—শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 610

22/03/2024

যে যত বেশি প্রতিশ্রুতি দেয়,
সে তত বড় মিথ্যাবাদী।610

20/03/2024

সুখ মানে যা চাই তা পাওয়া নয়, সুখ মানে যা আছে তা উপভোগ করা। বিশ্বের সবচেয়ে বেশি সম্পদ আছে বিল গেটসের , কিন্তু বিশ্বের সবচেয়ে বড় পুরস্কার নোবেল পদক তো আর তার নাই৷ আবার বিশ্বের সবচেয়ে বড় নোবেল পদক যাদের আছে, তাদের তো আবার বিল গেটসের মত সম্পদ নাই। সুখ মানে সবকিছুই আমার হওয়া নয়৷ 'আমার অনেক কিছুই হবে না' এটা মেনে নিতে পারাটাই সুখ৷ যার বিশ্ববিদ্যালয় দেয়ার ক্ষমতা আছে তার হয়তো বিশ্ববিদ্যালয়ে পড়ানোর ক্ষমতা নাই। আবার যার বিশ্ববিদ্যালয়ে পড়ানোর ক্ষমতা আছে তার হয়তো বিশ্ববিদ্যালয় দেয়ার সামর্থ্য নাই। সবার সব থাকবে না। এটা মেনে নিতে পারাই সুখ। সুখ মানে সব আমার হওয়া নয়, সুখ মানে যা আছে তা নিয়ে কৃতজ্ঞ থাকা।610

Address


Telephone

+8801718277867

Website

Alerts

Be the first to know and let us send you an email when FARUK MIAH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share