কেয়ারিং হাজব্যান্ড

কেয়ারিং হাজব্যান্ড 🔥

স্ত্রীর দেখাশোনা করা💕একটি পরিবারের উন্নতি এতে নিহিত আছে যে- প্রত্যেক স্বামী তার স্ত্রীর প্রতি যত্নবান হবে তেমনিভাবে স্ত্...
29/11/2024

স্ত্রীর দেখাশোনা করা💕

একটি পরিবারের উন্নতি এতে নিহিত আছে যে- প্রত্যেক স্বামী তার স্ত্রীর প্রতি যত্নবান হবে তেমনিভাবে স্ত্রীও তার স্বামীর প্রতি দায়িত্ব ও

কর্তব্য পালন করবে; যেটাকে ইসলামেও অনেক মর্যাদা দেওয়া হয়েছে এবং

এটাই হলো একজন মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে গুরত্বপূর্ণ
দায়িত্ব।

একজন বিবাহিত পুরুষকে জানতে হবে কীভাবে আচরণ করলে তার স্ত্রীর চরিত্র ফেরেশতাতুল্য হয়ে উঠে।

স্ত্রীর আশা-আকাঙ্ক্ষা ও বৈধ চাহিদা অনুযায়ী স্বামীকে তার জীবন গড়ে তুলতে হবে।

একমাত্র ভদ্র আচরণ ও ব্যবহার দ্বারা সে স্ত্রীকে তার দিকে আকৃষ্ট করতে পারে। পাশাপাশি তার ঘর-সংসারের প্রতিও আগ্রহী করে তুলতে পারে।

এই বিষয়টি আরও ব্যাখ্যা করা প্রয়োজন; যা
পরবর্তীতে এই বইয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হবে ।

স্ত্রীকে ভালোবাসুন💞নারীরা হলো কোমল হৃদয়ের অধিকারী ও অত্যন্ত সংবেদনশীল ।ভালোবাসা ও মায়া-মমতাতেই তার অস্তিত্ব।সে অন্যের ...
27/11/2024

স্ত্রীকে ভালোবাসুন💞

নারীরা হলো কোমল হৃদয়ের অধিকারী
ও অত্যন্ত সংবেদনশীল ।

ভালোবাসা ও মায়া-মমতাতেই তার অস্তিত্ব।
সে অন্যের নিকট ভালোবাসা কামনা করে।

সে অন্যের নিকট গ্রহণযোগ্যতা পেতে প্রচুর
পরিমাণে ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকে।

এই প্রবণতা তার মাঝে এতো বেশি থাকে যে-
সে উপলব্ধি করে কেউ তাকে ভালোবাসে না,

অতঃপর সে নিজেকে ব্যর্থ মনে করে।
সে হতাশ ও বিমর্ষ হয়ে পড়ে ।

কাজেই এটা সর্বজনবিদিত যে- একজন সফল মানুষের সুখী বৈবাহিক

জীবনের রহস্য স্ত্রীর প্রতি ভালোবাসার প্রকাশের মধ্যে নিহিত।

স্ত্রীকে যেভাবে ভালবাসবেন 🥰🥰১| নাম নয় বরং সুন্দর সিফাতে ডাকবেন যেমনঃ ( রূপসী, রোদ্রময়ী,কামিনী, সুহাসীনি, সুভাগিনী,  লজ্...
28/01/2024

স্ত্রীকে যেভাবে ভালবাসবেন 🥰🥰

১| নাম নয় বরং সুন্দর সিফাতে ডাকবেন যেমনঃ ( রূপসী, রোদ্রময়ী,কামিনী, সুহাসীনি, সুভাগিনী, লজ্জাবতী, কলিজা, পাগলী, ইত্যাদি।

২| কোনো ভুল করলে আদর করে কাছে ডেকে নিয়ে চোখে চোখ রেখে ভালোবাসার সহিত বুঝিয়ে দিবেন 👉নারী ভালোবাসার পাগল👈

৩| রান্নার সময় পিছন থেকে জরিয়ে ধরে মুসকি হাসি দিয়ে তার কাজে সহযোগিতা করবেন।

৪| তার মনের কথা গুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং তার সাথে হাসবেন।

৫ |তার শাড়ী পরিয়ে দিবেন,চুলে বেনি করে দিবেন নিজ হাতে, মাথায় বকুল ফুল গুঁজে দিবেন, এবং জোসনা রাতে তাকে নিয়ে বেলকনিতে অথবা ছাঁদের নির্জন স্থানে দাড়িয়ে চাঁদ দেখবেন ( অবশ্যই তখন তাকে পিছন থেকে জরিয়ে ধরে কানের কাছে গিয়ে বলবেন ঐ চাঁদ থেকেও তুমি অসম্ভব সুন্দরী 😌), সাথে এককাপ চা রাখবেন। তিনি চায়ের কাপে যেখানে ঠোঁট লাগিয়ে চুমুক দিবে আপনিও সেখানে ঠোঁট লাগিয়ে চুমুক দিয়ে তার ঠোঁটের উষ্ণতা ভোগ করবেন 😌।

৬ | প্রতিদিন নামাজে যাওয়ার আগে তার কপালে আপনার ভালোবাসার পরশ একে দিবেন।

তাহলে পরকীয়া মুক্ত সুন্দর সংসার হবে। 🥰
ইনশাআল্লাহ!!

ফিতনার দরজা কোমলতা দিয়ে বন্ধ করা যায় না;প্রবল ধাক্কা দিতে হয়। ”- শাইখ আতিক উল্লাহ হাফিজাহুল্লাহ
10/01/2024

ফিতনার দরজা কোমলতা দিয়ে বন্ধ করা যায় না;
প্রবল ধাক্কা দিতে হয়। ”
- শাইখ আতিক উল্লাহ হাফিজাহুল্লাহ

নারী! সত্যিই আপনি রানী।১৭৬ আয়াত বিশিষ্ট একটি বড় সূরা আছে শুধু নারীর নামে, সূরা নিসা!হ্যা, পৃথিবীর সকল নবী ছিলেন পুরুষ। ক...
22/02/2023

নারী! সত্যিই আপনি রানী।

১৭৬ আয়াত বিশিষ্ট একটি বড় সূরা আছে শুধু নারীর নামে, সূরা নিসা!
হ্যা, পৃথিবীর সকল নবী ছিলেন পুরুষ। কিন্তু সকল নবীর মা-ই তো নারী।
বাবা ছাড়া যে নবী জন্মেছেন, তিনিও কিন্তু মা ছাড়া জন্মাননি!
পৃথিবীর প্রথম পুরুষ আদম। তিনি গন্ধযুক্ত কর্দমাক্ত মাটি থেকে তৈরি। আর প্রথম নারী হাওয়া৷ তিনি সৃষ্ট হলেন পূতপবিত্র নবীর দেহ থেকে। পাজড়ের হাড় থেকে। [ বুখারী ৫১৮৫]

নারী!
আপনার ব্যাপারে বিশ্ব জাহানের প্রতিপালক নিজেই পুরুষদের আদেশ করছেন, "তোমরা নারীদের সাথে কোমল আচরণ করো।"
লোকে বলবে, কেন? তাদের সাথে কোমল আচরণ করব কেন? তাদের তো এই সমস্যা, ঐ সমস্যা! প্রভু নারীদের পক্ষ হয়ে বলছেন, "তাদের কোনো দিক তোমাদের খারাপ লাগলে সবুর করো। ধৈর্য ধরো। দেখবে অতি দ্রুতই এর উত্তম প্রতিদান পেয়ে যাবে।" [সূরা নিসা ১৯]

প্রিয় নবীরও একই ভাষ্য। "কোনো মুমিন পুরুষ কোনো মুমিনা নারীকে ঘৃণা করতে পারে না। তাদের চরিত্রের কোনো দিক তোমাদের কষ্ট দিলেও এমন কিছু দিকও তো আছে, যা তোমাদের অনেক সুখ দেয়?"
[ মুসলিম ১৪৬৯]

"যে ঘরে প্রথম সন্তান কন্যা হয়, সে ঘরে আল্লাহর রহমত বর্ষিত হয়।"
[ আল মাকাসিদুল হাসানাহ ১/৬৭৭]

যখন একেএকে একটি, দুইটি, তিনটি ছেলে জন্ম নেয়, তখনো কোনো সুসংবাদ নেই। কিন্তু যখন কারো দুইটি কন্যা সন্তান জন্ম নেয়, তখন ফেরেস্তাগণ বলেন, তাদের পিতার জন্য দুইটি জান্নাত৷ যখন তিনটি কন্যা হয়, তখন তারা বলে তিনটি জান্নাত! [ তিরমিযি ১৯১৬]

সুবহানাল্লাহ! নারী! সত্যিই আপনি প্রতিটি পিতার কাছে জান্নাত৷ দুনিয়াতেও জান্নাত৷ আখেরাতেও জান্নাত৷
পুরুষ কামাই করে। সংসারের ঘানি টানে। সন্তানদের তিলতিল করে গড়ে তোলে। এসবই কেবল সাদাকাহ। কিন্তু এক মা যখন একটি সন্তান যাস্ট জন্ম দেয়- নবী বলেন, "তোমার পদতলে তার জান্নাত।" [ মুখতাসারুল মাকাসিদঃ ৩৪৮, সহিহ]

সাহাবী এসে বলছেন, "ইয়া রাসূলাল্লাহ! আমি কাকে বেশি গুরুত্ব দিব?
প্রিয় নবীঃ তোমার মাকে।
সাহাবীঃ তারপর কার সাথে?
প্রিয় নবীঃ তোমার মাকে।
সাহাবীঃ তারপর?
প্রিয় নবীঃ তোমার মাকে।
সাহাবীঃ তারপর?
প্রিয় নবীঃ হুম। এবার তোমার বাবাকে।"
[ তিরমিযি ১৮৯৭]
এখানেও নারী পুরুষের উপরে৷ তিনগুন উপরে!
জান্নাতের সর্বোচ্চ স্থানে কারা থাকবে জানেন! সে-ই থাকবে যার চরিত্র সবচে ভালো। কে চরিত্রবান, এটার স্বীকৃতি দিবে কে? নারী? হ্যা, নারী। নবীজি ﷺ বলেছেন, "সে-ই সর্বত্তোম চরিত্রের অধিকারী, যে তার স্ত্রীর কাছে উত্তম

প্রিয় তুমি আমার আশে পাশে ছিলে🔰কিন্তু তখন তোমার প্রতি আমার কোনো ফিলিংসছিলো না!?কিন্তু এখন তুমি নেই তোমাকে প্রতিনিয়ত মিস...
26/01/2023

প্রিয় তুমি আমার আশে পাশে ছিলে🔰
কিন্তু তখন তোমার প্রতি আমার কোনো ফিলিংস

ছিলো না!?
কিন্তু এখন তুমি নেই তোমাকে প্রতিনিয়ত মিস করি

আমি যদি তোমাদের বাসায় বিচার না দিতাম😔
তাহলে হয়তো তুমি আমার‌ই হতে?

আমার একটা ভুলের জন্য?এখন মনে হচ্ছে তোমাকে আর আমি পাবো না🥺

Miss ❣️

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয় বিড়াল অপবিত্র (প্রাণী) নয়। এরা তোমাদের আশেপাশে ঘুরাফেরাকারী ...
15/10/2022

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয় বিড়াল অপবিত্র (প্রাণী) নয়।

এরা তোমাদের আশেপাশে ঘুরাফেরাকারী ও তোমাদের সংশ্রবে আশ্রিত প্রাণী।” (সহীহ হাদিস)

🔥🥰
10/09/2022

🔥🥰

🤍
03/09/2022

🤍

🥰
02/09/2022

🥰

30/08/2022

ছোট পোশাক নারীকে মর্ডান বানায় না,
মুলত পণ্য বানায়

রাসুলুল্লাহ (ﷺ) তো উপস্থিত নেই। তাহলে তো এই স্ট্যাটাস লিখতেও হতোনা। তোমার জীবনে অন্তত একজন মা অথবা একজন স্ত্রী অথবা একজন...
23/08/2022

রাসুলুল্লাহ (ﷺ) তো উপস্থিত নেই। তাহলে তো এই স্ট্যাটাস লিখতেও হতোনা।

তোমার জীবনে অন্তত একজন মা অথবা একজন স্ত্রী অথবা একজন দ্বীনি ভাই এমন কেউ থাকা উচিৎ যে,

দিনভর ক্লান্তি নিয়ে, অনেক জমানো কান্না নিয়ে ইন্ট্রোভার্ট তুমি, মন খারাপের সময় গুলোতে প্রশান্তি পেতে যাদের কাছে যাবে। যে তোমাকে বুঝবে, যে তোমাকে শুনবে, যে তোমাকে স্বান্তনা দিবে।

সারাদিন ব্যস্ততায় তার কথা মনে না পরলেও, ঠিক তোমার মন খারাপ হয়ে গেলেই, যার ব্যাপারে তোমার মনে পরবে। তুমি বিপদে পরলেই যার কথা মনে পরবে। কেউ তোমাকে কষ্ট দিলেই যার কথা তোমার মনে পরবে। সেখানে ছুটে যেতে চাইবে। ক্রন্দনরত অবস্থায় যেয়ে বেশ কিছু সময় কাটিয়ে হাসতে হাসতে ফিরবে।

সত্যি বলছি - এমন কেউ হিসেবে সব থেকে গ্রহনযোগ্য তোমার স্ত্রী।
যাদের স্ত্রী নেই, তাদের ক্ষেত্রে মা।
আর যখন মা বা স্ত্রী নেই, বা থেকেও নাই, সেজন্য সব থেকে সুন্দর যে নিঃস্বার্থ সম্পর্ক তা হলো দ্বীনের ভিত্তিতে যে সম্পর্ক - অর্থাৎ তোমার দ্বীনি ভাই।

দ্বীনি ভাইদের সম্পর্ক টা এমন যেখানে কোন গিভ এন্ড টেইক পলিসি নেই, একদম নিঃস্বার্থ।

তোমার মা তোমাকে ভালবাসে, কারণ তিনি তোমার গর্ভধারিনী মা।
তোমার স্ত্রী তোমাকে ভালবাসে, কারণ তুমি তার পরিপূরক, আর সে তোমার।

কিন্তু দ্বীনি ভাই এর সম্পর্ক টা দেখো, না তোমরা আপন মায়ের ঔরসজাত, আর না কোন ব্যবসায়িক স্বার্থ আছে। শুধু এক আল্লাহ এর জন্য যে ভালবাসা, যে বন্ধন।

তবুও পরিশেষে আবারও বলি, স্ত্রীর থেকে উত্তম বন্ধু নেই, স্ত্রী যদি শুধু তোমাকে ভালবাসতে হয় বলে ভালবাসে এমন গতানুগতিক না হয়ে, বরং আল্লাহ'র জন্য তোমাকে ভালবাসে, সত্যি বলছি তার থেকে উত্তম বন্ধু নেই। তোমার আর কাউকে লাগবে না।

যার কাছে যে সুকুন পায়, তার কাছে তার ঠাই হোক - এটাই দুয়া।

13/08/2022

প্রেমের টানে আমিও একদিন ছুটে যাবো,
- প্রিয় নবীজির দেশে!🌸💖

- ইন শা আল্লাহ.!☺🌻

08/07/2022

▪️দীনদারিতা ছাড়া টাকা কিংবা সৌন্দর্য দেখতে গেলে
- জীবনটা জ্বলে যাবে, জ্বলে যাবে

একজন স্ত্রীর চাহিদা তখনই বেড়ে যায় যখন স্বামীর সাথে তার দুরত্ব বেড়ে যায়।তখন সে গহনা, শাড়ি, দামী জিনিস এসবের প্রতি ভালোলাগ...
22/06/2022

একজন স্ত্রীর চাহিদা তখনই বেড়ে যায় যখন স্বামীর সাথে তার দুরত্ব বেড়ে যায়।তখন সে গহনা, শাড়ি, দামী জিনিস এসবের প্রতি ভালোলাগা খুঁজে পায়।

-স্ত্রী হলো মাটির মতো আর ভালোবাসা হলো পানি,
আপনি দুটোকে একসাথে মিশিয়ে ইচ্ছে মত আকৃতি দিতে পারবেন।

-আপনার স্ত্রী কখনোই আপনার কাছে লক্ষ্য টাকা দামের জিনিস চাইবে না, যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে রাস্তার পাশে ৩০টাকা দামের ফুচকা খান।

-"আপনার স্ত্রী কখনোই আপনাকে বলবে না, আমাকে দামী গাড়ী কিনে দাও, যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে হুট খোলা রিকশায় এই শহরটা একটু ঘুরে বেড়ান।

-"পুরো সংসারের কাজ করার পরেও আপনার স্ত্রী বলবে না আমার কষ্ট হচ্ছে,
যদি আপনি আপনার স্ত্রীর কে ভালোবেসে কপালে একটা চুমু খান, তার কাজে একটু হাত বাড়ান এবং বলেন সারাদিন অনেক করেছো।

-ভালোবাসা তো শুধু দামী জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে না,

-মাঝে মধ্যে ভালবাসা ১৫টাকা দামের গোলাপ আর রাস্তার পাশে বিক্রি হওয়া ৩০টাকা দামের কাচের চুড়ির মধ্যেও লুকিয়ে থাকে,

-কেয়ার থাকলে সংসার যুদ্ধ ক্ষেত্র না হয়ে,হবে স্বর্গ.....

তাই নিজের স্ত্রীকে উত্তম ভালবাসাটা দিন।

15/04/2022

🔰

😕
07/04/2022

😕

Address

1787
Mymensingh
2200

Website

Alerts

Be the first to know and let us send you an email when কেয়ারিং হাজব্যান্ড posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কেয়ারিং হাজব্যান্ড:

Videos

Share