Burhan techbd

Burhan techbd I am ready for growing your business magically. Because I am an expert digital marketer and search e

07/08/2024

চাকরি প্রত্যাশীদের জন্য জেনে রাখা ভালো!!
ডঃ মুহাম্মদ #ইউনূস এর জীবনবৃত্তান্ত:

জন্মঃ ২৮ জুন, ১৯৪০

অধ্যাপক ডঃ মুহাম্মদ ইউনূস বাংলাদেশী নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক। তিনি ক্ষুদ্রঋণ ধারণার প্রবর্তক। অধ্যাপক ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। মুহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি প্রথম বাংলাদেশী হিসেবে এই পুরস্কার লাভ করেন। ইউনূস বিশ্ব খাদ্য পুরস্কার সহ আরও জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন।

#পরিবার-Family

মুহাম্মদ ইউনূস ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম হাজী দুলা মিয়া সওদাগর, এবং মাতার নাম সুফিয়া খাতুন। মুহাম্মদ ইউনূসের সহধর্মিনী ডঃ আফরোজী ইউনুস। ব্যক্তিগত জীবনে মুহাম্মদ ইউনূস দুই কন্যার পিতা। মুহাম্মদ ইউনূসের ভাই মুহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ছোট ভাই মুহাম্মদ জাহাঙ্গীর একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব।

#শিক্ষা জীবন

তাঁর প্রথম বিদ্যালয় মহাজন ফকিরের স্কুল। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় মুহাম্মদ ইউনূস মেধা তালিকায় ১৬তম স্থান অধিকার করেন এবং চট্টগ্রাম কলেজে ভর্তি হন। সেখানে তিনি সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মকান্ডের সাথে নিজেকে যুক্ত করেন। কলেজে তিনি নাটকে অভিনয় করে প্রথম পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি সাহিত্য পত্রিকা সম্পাদনা এবং আজাদী পত্রিকায় কলাম লেখার কাজে যুক্ত ছিলেন। সপ্তম শ্রেণিতে পড়ার সময় তিনি বয়েজ স্কাউটসে যোগ দেন এবং বয়েজ স্কাউটসের পক্ষ থেকে মাত্র ১৫ বছর বয়সে যুক্তরাষ্ট্র, কানাডাসহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেন।

#কর্ম জীবন

১৯৫৭ সালে মুহাম্মদ ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সম্মান শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকেই বিএ এবং এমএ সম্পন্ন করেন। এরপর তিনি ব্যুরো অব ইকোনমিক্স -এ যোগ দেন গবেষণা সহকারী হিসাবে যোগদান করেন। পরবর্তীকালে ১৯৬২ সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক পদে যোগদান করেন। ১৯৬৫ সালে তিনি ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং পূর্ণ বৃত্তি নিয়ে ভেন্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র থেকে ১৯৬৯ সালে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন। ইউনূস বাংলাদেশে ফিরে আসার আগে ১৯৬৯ থেকে ১৯৭২ সাল পর্যন্ত মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মুহাম্মদ ইউনূস বাংলাদেশের পক্ষে বিদেশে জনমত গড়ে তোলা এবং মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদানের জন্য সাংগঠনিক কাজে নিয়োজিত ছিলেন। ১৯৭২ সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং ১৯৮৯ সাল পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন।
ইউনুস দারিদ্র্যতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন ১৯৭৪ সালে বাংলাদেশে সংঘটিত দুর্ভিক্ষের সময়। তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণে ঋণ দরিদ্র মানুষের জীবন মান উন্নয়নে অত্যন্ত কার্যকরী হতে পারে। সেই সময়ে তিনি গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন। ১৯৭৪ সালে মুহাম্মদ ইউনুস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করে।

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা

মুহাম্মদ ইউনূস ১৯৭৬ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন গরিব বাংলাদেশীদের মধ্যে ঋণ দেবার জন্য। তখন থেকে গ্রামীণ ব্যাংক ৫.৩ মিলিয়ন ঋণগ্রহীতার মধ্যে ৫.১ বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করে। ঋণের টাকা ফেরত নিশ্চিত করার জন্য গ্রামীণ ব্যাংক “সংহতি দল” পদ্ধতি ব্যবহার করে। একটি অনানুষ্ঠানিক ছোট দল একত্রে ঋণের জন্য আবেদন করে এবং এর সদস্যবৃন্দ একে অন্যের জামিনদার হিসেবে থাকে এবং একে অন্যের উন্নয়নে সাহায্য করে। ব্যাংকের পরিধি বাড়ার সাথে সাথে গরিবকে রক্ষা করার জন্য ব্যাংক অন্যান্য পদ্ধতিও প্রয়োগ করে। ক্ষুদ্রঋণের সাথে যোগ হয় গৃহঋণ, মৎস খামাড় এবং সেচ ঋণ প্রকল্প সহ অন্যান্য ব্যাংকিং ব্যবস্থা। গরিবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নত বিশ্ব এমন কি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য শিল্পোন্নত দেশসমূহকে গ্রামীণের এই মডেল ব্যবহার করতে উদ্বুদ্ধ হয়।

প্রকাশিত গ্রন্থসমূহ

Banker to the Poor:Micro-lending and The battle against World Proverty. (১৯৯৮)
Three Farmers of Jobra; Department of Economics, Chittagong University; (১৯৭৪)

#সম্মাননা

ডঃ ইউনুস পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৪৮টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। শান্তিতে নোবেলজয়ী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেশনাল গোল্ড মেডাল গ্রহণ করেছেন। দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধে অবদানের স্বীকৃতি হিসাবে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে এই সম্মাননা দেয়া হলো ইউনূসকে, যিনি এই পদক পাওয়া প্রথম বাংলাদেশি ও মুসলিম।
বিশ্বের সর্বোচ্চ সম্পদশালী দুই শতাধিক ব্যক্তির সম্মেলনে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়েছে। ২০১৩, ৫ মে বুধবার জাতিসংঘ ভবনে এ সম্মাননা জানানো হয়। জাতিসংঘে বিশ্বের সম্পদশালী ব্যক্তিদের এ সমাবেশের আয়োজন করে বিশ্ববিখ্যাত ফোর্বস ম্যাগাজিন। একজন সামাজিক উদ্যোক্তা হিসেবে ইউনূসকে এ ‘আজীবন সম্মাননা পুরস্কার’ প্রদান করা হয়।

অ্যাওয়ার্ড

প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড। (১৯৭৮)
রামোন ম্যাগসেসে পুরস্কার। (১৯৮৪)
কেন্দ্রীয় ব্যাংক অ্যাওয়ার্ড। (১৯৮৫)
স্বাধীনতা পুরস্কার (১৯৮৭)
আগা খান অ্যাওয়ার্ড। (১৯৮৯)
কেয়ার পুরস্কার। (১৯৯৩)
নোবেল পুরস্কার (শান্তি)। (২০০৬)
মানবহিতৈষণা পুরস্কার, যুক্তরাষ্ট্র। (১৯৯৩)
মুহাম্মদ সাহেবুদ্দিন বিজ্ঞান (সামাজিক অর্থনীতি) পুরস্কার,শ্রীলঙ্কা (১৯৯৩)
রিয়াল এডমিরাল এম এ খান স্মৃতি পদক,বাংলাদেশ (১৯৯৩)
বিশ্ব খাদ্য পুরস্কার,যুক্তরাষ্ট্র (১৯৯৪)
পিফার শান্তি পুরস্কার, যুক্তরাষ্ট্র (১৯৯৪)
ডঃ মুহাম্মাদ ইব্রাহিম স্মৃতি স্বর্ণ পদক, বাংলাদেশ (১৯৯৪)
ম্যাক্স সছমিধেইনি ফাউন্ডেশন ফ্রিডম পুরস্কার,সুইজারল্যান্ড (১৯৯৫)
ঢাকা মেট্রোপলিটন রোটারারি ক্লাব ফাউন্ডেশন পুরস্কার, বাংলাদেশ (১৯৯৫)
আন্তর্জাতিক সাইমন বলিভার পুরস্কার (১৯৯৬)
ভ্যানডারবিল্ট বিশ্ববিদ্যালয় বিশিষ্ট আলামনাই পুরস্কার, যুক্তরাষ্ট্র (১৯৯৬)
আন্তর্জাতিক একটিভিটিস্ট পুরস্কার, যুক্তরাষ্ট্র (১৯৯৭)
প্লানেটরি কনশিয়াশনেস বিজনেস ইনোভেশন পুরস্কার, জার্মানি (১৯৯৭)
হেল্প ফর সেলফ হেল্প পুরস্কার,নরওয়ে (১৯৯৭)
শান্তি মানব পুরস্কার (ম্যান ফর পিস এওয়ার্ড), ইতালি (১৯৯৭)
বিশ্ব ফোরাম পুরস্কার, যুক্তরাষ্ট্র (১৯৯৭)
ওয়ান ওয়ার্ল্ড ব্রডকাস্টিং ট্রাস্ট মিডিয়া পুরস্কার, যুক্তরাজ্য (১৯৯৮)বিশ্ব
দ্যা প্রিন্স অফ আউস্তুরিয়া এ্যাওয়ার্ড ফর কনকর্ড, স্পেন (১৯৯৮)
সিডনি শান্তি পুরস্কার, অস্ট্রেলিয়া (১৯৯৮)
অযাকি (গাকুডো) পুরস্কার, জাপান (১৯৯৮)
ইন্দিরা গান্ধী পুরস্কার, ইন্ডিয়া (১৯৯৮)
জাস্টটি অফ দ্যা ইয়ার পুরস্কার,ফ্রান্স (১৯৯৮) ( Les Justes D’or )
রোটারারি এ্যাওয়ার্ড ফর ওয়ার্ল্ড আন্ডারস্ট্যান্ডিং, যুক্তরাষ্ট্র (১৯৯৯)
গোল্ডেন পেগাসাস এ্যাওয়ার্ড, ইটালি (১৯৯৯)
রোমা এ্যাওয়ার্ড ফর পিস অ্যান্ড হিউম্যানিটারিয়ান, ইটালি (১৯৯৯)
রাথিন্দ্রা পুরস্কার, ইন্ডিয়া (১৯৯৮)
অমেগা এ্যাওয়ার্ড অফ এক্সিলেন্সি ফরব লাইফ টাইম এচিভমেন্ট, সুইজারল্যান্ড (২০০০)
এ্যাওয়ার্ড অফ দ্যা মেডেল অফ দ্যা প্রেসিডেন্সি,ইটালি (২০০০)
কিং হুসেইন হিউম্যানিটারিয়ান লিডারশীপ এ্যাওয়ার্ড, জর্ডান (২০০০)
আই ডি ই বি গোল্ড মেডেল এ্যাওয়ার্ড, বাংলাদেশ (২০০০)
আরতুসি পুরস্কার, ইটালি (২০০১)
গ্র্যান্ড প্রাইজ অফ দ্যা ফুকুওকা এশিয়ান কালচার পুরস্কার, জাপান (২০০১)
হো চি মীণ পুরস্কার, ভিয়েতনাম (২০০১)
আন্তর্জাতিক সহযোগিতা পুরস্কার ‘কাজা ডি গ্রানাডা’, স্পেন (২০০১)
নাভারা ইন্টারন্যাশনাল এইড এ্যাওয়ার্ড, স্পেন (২০০১)
মহাত্মা গান্ধী পুরস্কার, যুক্তরাষ্ট্র (২০০২)
বিশ্ব টেকনোলজি নেটওয়ার্ক পুরস্কার, যুক্তরাজ্য (২০০৩)
ভলভো পরিবেশ পুরস্কার, সুইডেন (২০০৩)
জাতীয় মেধা পুরস্কার, কলম্বিয়া (২০০৩)
দ্যা মেডেল অফ দ্যা পেইন্টার অসওয়াল্ড গুয়ায়াসামিন পুরস্কার, ফ্রান্স (২০০৩)
তেলিছিনকো পুরস্কার, স্পেন (২০০৪)
সিটি অফ অরভিতো পুরস্কার, ইটালি (২০০৪)
দ্যা ইকোনমিস্ট ইনোভেশন পুরস্কার, যুক্তরাষ্ট্র (২০০৪)
ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কাউন্সিল এ্যাওয়ার্ড, যুক্তরাষ্ট্র (২০০৪)
লিডারশীপ ইন সোশ্যাল অন্টাপ্রিনেয়ার এ্যাওয়ার্ড, যুক্তরাষ্ট্র (২০০৪)
প্রিমিও গ্যালিলীয় ২০০০ স্পেশাল প্রাইজ ফর পিস ২০০৪, ইটালি (২০০৪)
নিক্কেই এশিয়া পুরস্কার, জাপান (২০০৪)
গোল্ডেন ক্রস অফ দ্যা সিভিল অর্ডার অফ দ্যা সোশ্যাল সলিডারিটি,স্পেন (২০০৫)
ফ্রিডম এ্যাওয়ার্ড, যুক্তরাষ্ট্র (২০০৫)
বাংলাদেশ কম্পিউটার সোসাইটি গোল্ড মেডেল, বাংলাদেশ (২০০৫)
প্রাইজ ২ পন্টে, ইটালি (২০০৫)
ফাউন্ডেশন অফ জাস্টিস, স্পেন (২০০৫)
হার্ভার্ড ইউনিভার্সিটি নেউসতাদ এ্যাওয়ার্ড, যুক্তরাষ্ট্র (২০০৬)
গ্লোব সিটিজেন অফ দ্যা ইয়ার এ্যাওয়ার্ড,যুক্তরাষ্ট্র (২০০৬)
ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট স্বাধীনতা পুরস্কার, নেদারল্যান্ড (২০০৬)
ইতু বিশ্ব তথ্য সংগঠন পুরস্কার, সুইজারল্যান্ড (২০০৬)
সিউল শান্তি পুরস্কার, কোরিয়া (২০০৬)
কনভিভেঞ্চিয়া (উত্তম সহকারিতা) সেউতা পুরস্কার, স্পেন (২০০৬)
দুর্যোগ উপশম পুরস্কার, ইন্ডিয়া (২০০৬)
সেরা বাঙালী, ইন্ডিয়া (২০০৬)
গ্লোবাল ট্রেইলব্লেজার পুরস্কার, যুক্তরাষ্ট্র (২০০৭)
এ বি আই সি সি এ্যাওয়ার্ড ফর লিডারশীপ ইন গ্লোবাল ট্রেড, যুক্তরাষ্ট্র (২০০৭)
সামাজিক উদ্যোক্তা পুরস্কার, যুক্তরাষ্ট্র (২০০৭)
বিশ্ব উদ্যোগী নেতৃত্ব পুরস্কার, যুক্তরাষ্ট্র (২০০৭)
রেড ক্রস স্বর্ণ পদক, স্পেন (২০০৭)
রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম শত বার্ষিকী স্মারক, ইন্ডিয়া (২০০৭)
ই এফ আর বাণিজ্য সপ্তাহ পুরস্কার,নেদারল্যান্ড (২০০৭)
নিকলস চ্যান্সেলর পদক, যুক্তরাষ্ট্র (২০০৭)
ভিশন এ্যাওয়ার্ড, জার্মানি (২০০৭)
বাফি গ্লোবাল এচিভমেন্ট এ্যাওয়ার্ড, যুক্তরাষ্ট্র (২০০৭)
রুবিন মিউজিয়াম মানডালা এ্যাওয়ার্ড, যুক্তরাষ্ট্র (২০০৭)
সাকাল বর্ষ ব্যক্তিত্ব পুরস্কার, ইন্ডিয়া (২০০৭)
১ম আহপাডা গ্লোবাল পুরস্কার, ফিলিপাইন (২০০৭)
মেডেল অফ ওনার, ব্রাজিল (২০০৭)
জাতিসংঘ সাউথ- সাউথ সহযোগিতা পুরস্কার, যুক্তরাষ্ট্র (২০০৭)
প্রোজেক্ট উদ্যোগী পুরস্কার, যুক্তরাষ্ট্র (২০০৮)
আন্তর্জাতিক নারী স্বাস্থ্য মিশন পুরস্কার, নিউইয়র্ক (২০০৮)
কিতাকইয়ুশু পরিবেশ পুরস্কার, জাপান (২০০৮)
চ্যান্সেলর পদক, যুক্তরাষ্ট্র (২০০৮)
প্রেসিডেন্স পদক, যুক্তরাষ্ট্র (২০০৮)
মানব নিরাপত্তা পুরস্কার, যুক্তরাষ্ট্র (২০০৮)
বাৎসরিক উন্নয়ন পুরস্কার, অস্টিয়া (২০০৮)
মানবসেবা পুরস্কার, যুক্তরাষ্ট্র (২০০৮)
শিশু বন্ধু পুরস্কার,স্পেন (২০০৮)
এ জি আই আন্তর্জাতিক বিজ্ঞান পুরস্কার, জার্মানি (২০০৮)
করিনি আন্তর্জাতিক গ্রন্থ পুরস্কার, জার্মানি (২০০৮)
টু উয়িংস প্রাইজ,জার্মানি (২০০৮)
বিশ্ব মানবতাবাদী পুরস্কার, ক্যালিফোর্নিয়া (২০০৮)
ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কাউন্সিল এ্যাওয়ার্ড ,ক্যালিফোর্নিয়া (২০০৮)
এস্টরিল গ্লোবাল ইস্যু’স ডিসটিনগুইশড বুক প্রাইজ, পর্তুগাল (২০০৯)
এইসেনহওয়ের মেডেল ফর লিডারশীপ অ্যান্ড সার্ভিস, যুক্তরাষ্ট্র (২০০৯)
গোল্ডেন বিয়াটেক এ্যাওয়ার্ড, স্লোভাকিয়া (২০০৯)
গোল্ড মেডেল অফ ওনার এ্যাওয়ার্ড, যুক্তরাষ্ট্র (২০০৯)
প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম, যুক্তরাষ্ট্র (২০০৯)
পি আই সি এম ই টি এ্যাওয়ার্ড, পোর্টল্যান্ড (২০০৯)
বৈরুত লিডারশীপ এ্যাওয়ার্ড (২০০৯)
সোলারওয়ার্ল্ড আইন্সটাইন এ্যাওয়ার্ড (২০১০)
©সংগৃহীত।

09/07/2024

🎄বাঙালীদের কিছু চিরাচরিত অভ্যাস 🎄

০১. চা খাবে টোস্ট, বিস্কুট ডুবিয়ে।
০২. বেডের তলায় সারিসারি পুরনো পেপার ঢুকিয়ে রাখবে।
০৩. টয়লেটের ফ্লোরে পেশাব করে দেবে।
০৪. স্ত্রী ঘুমাবে দেয়ালের দিকটায় ঘেঁষে।
০৫. ঝাড়ু থাকবে দরজার পেছনে।
০৬. একজন ধনী হয়ে উঠলে, অন্যরা বলবে- নিশ্চয়ই সুদ/ঘুস/চুরির টাকা।
০৭. কেউ বুড়ো হতেই, অন্যরা অবাক হবে─ এখনো বাঁইচা আছে!
০৮. গোসল করলে, একে-একে জিজ্ঞেস করতে থাকবে─ কোথাও যাচ্ছ নাকি?
০৯. অতিথিদের জন্য থালাবাটি, কাপ, চামচ আলাদা করে তুলে রাখবে।
১০. মাংসের টুকরা গুনে রাখবে।
১১. এদের স্বাভাবিক মৃত্যু নেই, সব মৃত্যুতেই কারণ খুঁজবে, কারণ না-পেলে সমস্বরে বলবে─ সব আল্লার ইচ্ছা।
১২. এটিএম থেকে টাকা তুলে আবারও গুনবে, কারও উপরেই বিশ্বাস নেই।
১৩. কেউ সুন্দর মেয়ে বিয়ে করলেই, অন্যরা কানাঘুষা করবে─ চইদ্দ লম্বর মাইয়া। বাঙালি আজন্ম পরশ্রীকাতর।
১৪. মাছ, মাংসের বিশেষ কিছু অংশ স্বামীর জন্য আলাদা করে রাখবে, যেমন─ মাছের মাথা, মুরগির রান।
১৫. কাদায় হাঁটার সময় জুতো খুলে হাতে ঝোলাবে, তারপরও এঁকেবেঁকে চলবে যেন জুতোয় কাদা না-লাগে।
১৬. ঈদে,পূজায় নতুন কাপড় কিনবে, তারপর সারাবছর আফসোস করবে─ টাকাপয়সা নাই।
১৭. মাইক্রোফোন হাতে পেলে পয়লা একটা বিকট ফুঁ দিয়ে দেবে, তারপর আঙুল দিয়ে ঠুস করে একটা টোকা মারবে, ঠিক আছে কিনা পরীক্ষা-নিরীক্ষা। যদিও, যার হাত থেকে মাইক্রোফোনটি পেয়েছে, সে এতোক্ষণ ঠিকই কথা বলছিল ওটা দিয়ে।
১৮. অতিথি আসার সম্ভাবনা থাকলে পুরো ঘরবাড়ি, উঠান, এমনকি ছাদও, ঝাড়ু দিয়ে দিবে।
১৯. পান করা শেষে খালি বোতলটি সযত্নে রেখে দিবে, ভবিষ্যতে ব্যবহারের জন্য।

সংগৃহীত

07/07/2024

পোষা কুকুর মালিকের ছাগী বাড়িতে নিয়ে যাচ্ছে

12/05/2024

আলহামদুলিল্লাহ
আমার নবধারা কোচিং সেন্টার S.S.C-24
অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের সংখ্যা মোট 72 জন।
পাশ করেছে 71 জন।
ফেল করেছে 1জন।
(সকলেই মানবিক শাখার)
পাশের হার শতকরা 98.61
সকলকেই আমার কোচিং সেন্টার থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইলো।

12/05/2024

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে
১২ মে ২০২৪,
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আজ। রোববার (১২ মে) সকাল ১০টায় গণভবনে মাধ্যমিক ও সমমান পরীক্ষা ২০২৪ এর ফলাফল এবং ফলাফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে। এরপর সকাল ১১টায় স্ব স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ ১১টার পরে এসএসসি পরীক্ষা ২০২৪-এর ফলাফল শিট ডাউনলোড করা যাবে। শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর রেজাল্ট (www.educationboardresults.gov.bd Result) কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) এন্ট্রি করতে হবে। তাহলেই ওই শিক্ষাপ্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

এ ছাড়া এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। এসএমএসে ফলাফল পেতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। (উদাহরণ SSC Dha ROLL YEAR)। ফিরতি মেসেজেই শিক্ষার্থীরা ফলাফল পেয়ে যাবে।
উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। সারাদেশের ৩ হাজার ৭০০টি কেন্দ্রে ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী পরীক্ষা দেন এবার।

11/07/2022


সংগ্রহে রাখতে পারেন!
টপিক : বঙ্গবন্ধু
১.বঙ্গবন্ধু স্যাটেলাইট -2 উৎক্ষেপন করবে কোন দেশ
-রাশিয়া, 2023 সালে
২। বঙ্গবন্ধু দ্বীপের আয়তন ?
- মোট আয়তন ১০ বর্গ কি.মি । সক্রিয় ৭.৮৪ বর্গ কি.মি
২। মুজিব বর্ষের লোগোর ডিজাইনার
- সব্যসাচী হাজরা
৩। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর লোগো কনসেপ্ট ও ডিজাইন করেছেন =রামেন্দ্র মজুমদার ও প্রদীপ চক্রবর্তী।
৪। বঙ্গবন্ধু মানমন্দির
= ফরিদপুরের ভাঙ্গায় । ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা ও কর্কট ক্রান্তি রেখার মিলনস্থল
৫। বঙ্গবন্ধু ট্যানেল
= দৈর্ঘ-৩.৪ কি.মি প্রস্থ ১০ মিটার । চালু হবে ২০২২ সালে । সহায়তা করছে চীন
৬। বঙ্গবন্ধুর বায়োপিকের নাম
= 'বঙ্গবন্ধু । পরিচালক শ্যাম বেনেগালক
৭। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন এন্ড অ্যারো স্পেস বিশ্ববিদ্যালয় কোন জেলায় স্থাপিত হবে?
- লালমনিরহাট।
৮। বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি হবে
=গাজীপুরের কালিয়াকৈরে
৯। বঙ্গবন্ধুর সবচেয়ে বড় মুরাল নির্মিত হচ্ছে
= রাজশাহীতে
১০। বঙ্গবন্ধু শিল্পনগর
=দেশে নির্মাধীন ১০০টি অর্থনৈতিক অঞ্চলকে বঙ্গবন্ধু শিল্পনগর বলে। প্রায় ১৫ লক্ষাধিক লোকের কর্মসংস্থান হবে ।
১১। মুজিব বর্ষের কাউন্ট ডাউন শুরু
= ১০ জানুয়রি, ২০২০
১২। মুজিব বর্ষ
= ১৭ মার্চ, ২০২০ থেকে ১৬ ডিসেম্বর ২০২১
১৩। টুঙ্গিপাড়ার মিয়া ভাই চলচ্চিত্রটির পরিচালক
= সেলিম খান
১৪। বঙ্গবন্ধু পোস্টাল মিউজিয়াম কোথায় স্থাপিত হবে?
= খুলনা।
১৫। বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার কোথায় অবস্থিত ?
= নিউ দিল্লি
১৬। বঙ্গবন্ধু সাফারি পার্ক কোথায় অবস্থিত ?
=গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায়
১৭। ‘বঙ্গবন্ধু জাদুঘর’ স্মৃতি জাদুঘর
=এক সময়ের ধানমন্ডি-৩২ নম্বর রোডের ৬৭৭ নম্বর বাড়ি। যার পরিবর্তিত বর্তমান ঠিকানা ১০ নম্বর বাড়ি, রোড নম্বর-১১, ধানমন্ডি-ঢাকা।
১৮। ‘বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ কোথায় অবস্থিত
= কলকাতার ইসলামিয়া কলেজের বেকার হোস্টেলের ২৪নং কক্ষ ।
১৯।জাতিসংঘে বঙ্গবন্ধু বেঞ্চ
জাতিসংঘ সদর দপ্তরের উত্তর লনের বাগানে একটি বেঞ্চ উৎসর্গ করেন শেখ হাসিনা । ২১ সেপ্টম্বর , ২০২১।
২০। বঙ্গবন্ধুর বই
ক। অসমাপ্ত আত্মজীবনী বইটি সর্বশেষ মারাঠি ভাষায় অনূদিত হয়।
মারাঠি ভাষায় অনূদিত এই গ্রন্থটির নাম দেওয়া হয়েছে “অপূর্ণ আত্মকথা”। গ্রন্থটি বাংলা থেকে মারাঠি ভাষায় অনুবাদ করেছেন বিশিষ্ট লেখিকা, সাংবাদিক ও লোকমত পত্রিকার ফিচার সম্পাদক অপর্ণা ভেলনকার।এখন পর্যন্ত মোট ১৬ টি ভাষায় প্রকাশিত হয়
এবং অনূদিত হয় ১৫ টি ভাষায়।।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বইটি পাঠ্য বই হিসেবে পড়ানো হচ্ছে/ সিলেবাসে অন্তভুক্ত হয়েছে।
লেখার সময় কাল : ১৯৬৬-৬৯ । ঘটনা আছে : ১৯৫৫ ।
প্রকাশ কাল : ১৮ জুন , ২০১২ ।
খ) কাগারের রোজ নামচা
১৯৬৬-৬৮ সালের কারা স্মৃতি
গ) আমার দেখা নয়া চীন
১৯৫২ সালের ২-১২ অক্টোবর চীনের পিকিংএ এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক শান্তি সম্মেলনে পাকিস্তান দলের সদস্য হিসিবে যোগদান করতে যাওয়ার স্মৃতি রেখেন ১৯৫৪ সালে কারাগারে বসে ।
বইটি প্রকাশ করে : বাংলা একাডেমি
ঘ ) ৩০৫৩ দিন ।
জেলজীবনের ঘটনা নিয়ে। ২০১৮ সালে মোড়ক উন্মোচন হয় ।
২১। বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি –
সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়।
২২। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপাধিসমুহ:
ক। ৫ এপ্রিল ১৯৭১ সালে আমেরিকার প্রভাবশালী News Week ম্যাগাজিন বঙ্গবন্ধুকে "Poet of Politics " বা রাজনীতির কবি উপাধি দেয়।
খ। ২৩ মে ১৯৭৩ সালে বিশ্ব শান্তি পরিষদের মহাসচিব বঙ্গবন্ধুকে "বিশ্ববন্ধু " উপাধি দেয়।
গ। ২০০৪ সালে বঙ্গবন্ধুকে বিবিসি "হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি " উপাধি দেয়।
ঘ। বাংলাদেশের সংবিধানের ৪ (ক) অনুচ্ছেদে বঙ্গবন্ধুকে "জাতির পিতা" বলা হয়।( সংবিধানের ১৫তম সংশোধনী দ্বারা প্রতিস্থাপন)
ঙ।বঙ্গবন্ধু- ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯, তোফায়েল আহমদ;
চ।জাতির জনক- ৩ মার্চ ১৯৭১, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ পক্ষ থেকে আ. স. ম আব্দুর রব
১৯৭১ সালে বঙ্গবন্ধু যে উপাধিগুলো পানঃ................................................
ক।৩মার্চ পল্টন ময়দানে "স্বাধীন বাংলা ছাত্রসংগ্রাম পরিষদ" কর্তৃক আয়োজিত সমাবেশে ওনাকে জাতির জনক ও বাংলাদশের সর্বাধিনায়ক ঘোষণা করা হয়।
খ।এপ্রিল মাসে "নিউজ উইক" ম্যাগাজিন ওনাকে "Poet of Politics" (রাজনীতির কবি) বলে আখ্যায়িত করে।
গ।মুক্তিযুদ্ধের কমান্ডে ওনার উপাধি ছিল "সুপ্রিম কমান্ডার অব দি আর্মড ফোর্সেস"।
২৩। ১৯৭২ সালের ১০ অক্টোবর পৃথিবীর ১৪০টি দেশের শান্তি পরিষদের ২০০ প্রতিনিধির উপস্থিতিতে বিশ্ব শান্তি পরিষদ বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘জুলিও কুরি’ শান্তিপদক দেয়ার সর্বসম্মত সিদ্ধান্ত নেয়।
১৯৭৩ সালের ২৩ মে ঢাকায় আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিশ্ব শান্তি পরিষদের প্রতিনিধিরা যোগদান করেন। বাংলাদেশ জাতীয় সংসদের উন্মুক্ত প্লাজায় বিশ্ব শান্তি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে বিশ্ব শান্তি পরিষদের তৎকালীন মহাসচিব রমেশ চন্দ্র বঙ্গবন্ধুকে জুলিও কুরি পদক প্রদান করেন এবং বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শুধু বঙ্গবন্ধু নন, আজ থেকে তিনি বিশ্ববন্ধুও বটে।’
২৪। ৫। পাকিস্তানি কারাগার থেকে মুক্তি>৮জানু, ১৯৭২।
২৪। স্বদেশ প্রত্যাবর্তন >>> ১০জানুয়ারি ১৯৭২।
২৫।আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার > ২২ ফেব্রু ১৯৬৯।
২৬। বাঙালির মুক্তিসনদ বা বাঙালির ম্যাগনাকার্টা ৬দফা দাবি পেশ।> ৫-৬ফেব্রু ১৯৬৬।
২৬।ছয় দফা দিবস> ৭জুন । কারণ ১৯৬৬ এইদিনে সালে শেখ মুজিবকে গ্রেফতার করা হয় ও কারফিউ জারী করা হয়।
২৭।বাংলাদেশ -এর নামকরণ করেন> ৫ডি: ১৯৬৯।
২৮। আওয়ামী মুসলিম লীগ গঠন >> ২৩জুন ১৯৪৯।শেখ মুজিব যুগ্ন সম্পাদক।।মুসলিম শব্দটি বাদ দেয়া হয় ২২-২৩সেপ্টম্বর,১৯৫৫। । সম্পাদক হন ১৬নভে:১৯৫৩।
শেখ মুজিব আওয়ামী লীগের সভাপতি হন> ১৯৬৬।
২৯।বিশেষ ক্ষমতা তথা অস্থায়ী সংবিধান জারি করেন ১২ জানু, ১৯৭২।
৩০। বঙ্গবন্ধু পূর্ব বাংলাকে ‘বাংলাদেশ’ নামকরন করেন কত সালে?
উত্তর: ৫ ডিসেম্বর, ১৯৬৯
৩১। বঙ্গবন্ধুর ছেলে–মেয়ে কত জন? তাদের নাম কী?
উত্তর: ৫ জন। তিন ছেলে দুই মেয়ে। শেখ হাসিনা, শেখ কামাল, শেখ রেহানা, শেখ জামাল ও শেখ রাসেল
৩২। বাঙালি জাতির মুক্তির সনদ’ হিসেবে পরিচিত কোনটি?
উত্তর: ছয় দফা।
৩৩। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ছিল কত জন? বঙ্গবন্ধু কততম আসামী ছিলেন?
উত্তর: ৩৫ জন। বঙ্গবন্ধু ছিলেন ১ নং আসামী।
৩৪। আগরতলা ষড়যন্ত্র মামলা কী নামে দায়ের করা হয়েছিল?
উত্তর: রাষ্ট্রদ্রোহীতা বনাম শেখ মুজিব ও অন্যান্য।
৩৫। ১৯৪৯ সালের ২৩ জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখানে কী পদ পান?
উত্তর: যুগ্ম সম্পাদক।
৩৬। বঙ্গবন্ধু প্রথম নেতা হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা দেন কত সালে, কত তারিখে?
উত্তর: ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর।
৩৭। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা কোন ভাষায় দিয়েছিলেন?
= ইংরেজীতে
৩৮। বঙ্গবন্ধু কিসের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা দেন ?
= ওয়্যারলেস
৩৯। বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা বাংলাদেশের সকল স্থানে প্রচার করা হয় কিসের মাধ্যমে?
=ট্রান্সমিটার, টেলিগ্রাফ, টেলিপ্রিন্টারের মাধ্যমে
৪০। বাংলাদেশ ছাত্রলীগ কবে প্রতিষ্ঠিত হয়?
= ১৯৪৮ সালের ৪ ঠা জানুয়ারী
৪১। ৭মার্চের ভাষণ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেখে নিই
------
১৯৭১ সারের ৭ মার্চ রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভায় বঙ্গবন্ধুর ভাষণে ৪টি দাবি উল্লেখ করা হয়
ক.চলমান সামরিক আইন প্রত্যাহার
খ. সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়া
গ. গণহত্যার তদন্ত করা
ঘ. নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা।
ভাষণটির সময়সীমা :
১৮মিনিট ( সূত্র >> বিভিন্ন গাইড ও উইকিপিডিয়া
১৯মিনিট ( সূত্র > উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন > ড. মোজাম্মেল হক)
১৪.০৩ মিনিট ( ইউটিউব )
৭মার্চের ভাষণ মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ‘বজ্রকণ্ঠ’ নামে প্রচার করে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করত ।
এটি ৪৩টি ভাষায় অনুবাদের উদ্যোগ গ্রহণ করা হয় । ১২টি ভাষায় অনুবাদ করা হয়েছে
ভাষণটি
আন্তর্জাতিকভাবে বিশ্বসেরার তালিকায় স্থান করে নিয়েছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ।
ইংরেজিতে অনুদিত ভাষণের বইটির নাম ‘উই শ্যাল ফাইট অন দ্য বিচেস’- দ্য স্পিচেস দ্যাট ইন্সপায়ার্ড হিস্টরি [we shall figth on the beaches: the speeches that inspired history]’।
বইটির সঙ্কলক - জ্যাকব এফ ফিল্ড। খৃস্টপূর্ব ৪৩১ সাল থেকে ১৯৮৭ খ্রিস্টাব্দ পর্যন্ত সেরা
ভাষণ নিয়ে ২২৩ পৃষ্ঠার বই এটি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার উইনস্টন চার্চিলের ভাষণ থেকে নেয়া শিরোনামের এই সঙ্কলন গ্রন্থের শেষ ভাষণটি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রেগ্যানের ‘টিয়ারস ডাউন ওয়াল’।
/
বইটির ২০১ পৃষ্ঠায় ‘দ্য স্ট্রাগল দিস টাইম ইজ ট্য স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স’ শিরোনামে স্থান পেয়েছে বঙ্গবন্ধুর ভাষণ।
৪২।.জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে দুটি কালজয়ী গানের গীতিকার ও সুরকার
১।শোন একটি মুজিবরের থেকে ......
কথা: গৌরী প্রসন্ন মজুমদার
সুর: অংশুমান রায়
২।যদি রাত পোহালে শোনো যেত....
কথা : হাসান মতিউর রহমান
সুর ও কণ্ঠ : মলয় কুমার গাঙ্গুলী, সাবিনা ইয়াসমিন
৩। কবিতা : বঙ্গবন্ধু -অন্ন দাশ শঙ্কর রায়
যতকাল রবে পদ্মা যমুনা
গৌরী মেঘনা বহমান
ততকাল রবে কীর্তি তোমার
শেখ মুজিবুর রহমান।- অন্ন দাশ শঙ্কর রায়
৪৩।বঙ্গবন্ধু কতদিন জেল খাটেন ?
= মোট ৪৬৮২ । বৃটিশদের সময় ৭ দিন ও পাকিস্তান শাসনামলে ৪৬৭৫ দিন ।
৪৪।পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান হয় কবে?
=২৩ মার্চ, ১৯৫৬ সালে।
৪৫।পূর্ব পাকিস্তানের নাম " বাংলাদেশ " করা হয় কবে ?
= ৫ ডিসেম্বর , ১৯৬৯
৪৬।বঙ্গবন্ধু "বাংলাদেশ " নামটি নিয়েছিলেন
= রবীন্দ্রনাথের " বাংলাদেশের হৃদয় " নামক কবিতা থেকে । যা রবীন্দ্র সঙ্গীতও । আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি ......
৪৭। ১৫আগস্ট, ১৯৭৫ বঙ্গবন্ধু সহ মোট কতজনকে খুন করা হয় ?
=২২জন / সুত্র: শেখ মুজিব মার্ডার ইনকোয়ারি: প্রিলিমিনারি রিপোর্ট অব দ্য কমিশন অব ইনকোয়ারি
৪৮। বঙ্গবন্ধুর ঘাতক কে ?
= মেজর নূর
৪৯। বঙ্গবন্ধুর শরীরে কতটি গুলি পাওয়া যায়?
=১৮টি
৫০। বঙ্গবন্ধু হত্যামামলায় কতজনের ফাঁসির আদেশ দেয়া হয়?
= ১২জনের
৫১। বঙ্গবন্ধু হত্যা মামলার ফাঁসির আদেশ প্রাপ্ত কতজনের ফাঁসি কার্যকর করা হয়?
= ৫জনের
৫২। ১৪ বছর বয়সে বঙ্গবন্ধুর কোন রোগ হয়?
= বেরিবেরি
৫৩। ১১ সেপ্টেম্বর , ১৯৪৮ ফরিদপুরে কোন প্রথার বিরুদ্ধে আন্দোলন করার জন্য বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়?
=কর্ডন প্রথার
৫৪।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র
-- গন্তব্য ।গন্তব্য চলচ্চিত্রের মূল গল্পটি নেয়া হয়েছে সঞ্জীবন শিকদারের পথনাটক 'কই বলল' থেকে ।
গন্তব্য চলচ্চিত্রের পরিচালক -- অরণ্য পলাশ ।
৫৫। বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকান্ড নিয়ে নির্মিত কাহিনীচিত্র
-- ইতিহাসের কৃষ্ণপক্ষ ।
৫৬।'মহামানবের দেশে' নামক গল্প অবলম্বনে 'ইতিহাসের কৃষ্ণপক্ষ' কাহিনীচিত্রটি নির্মিত হয়েছে।
৫৭।বঙ্গবন্ধু "বাংলাদেশ " নামটি নিয়েছিলেন
= রবীন্দ্রনাথের " বাংলাদেশের হৃদয় " নামক কবিতা থেকে । যা রবীন্দ্র সঙ্গীতও । আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি ......
৫৮। ১৫আগস্ট, ১৯৭৫ বঙ্গবন্ধু সহ মোট কতজনকে খুন করা হয় ?
=২২জন / সুত্র: শেখ মুজিব মার্ডার ইনকোয়ারি: প্রিলিমিনারি রিপোর্ট অব দ্য কমিশন অব ইনকোয়ারি
৫৯।বঙ্গবন্ধু গোটা জীবনে কারাগারে ছিলেন কতদিন ?
= -- ৪৬৮২ দিন।
৬০।বঙ্গবন্ধুর নির্বাচিত ভাষণ নিয়ে রচিত গ্রন্থের নাম কী?
-- ওঙ্কায় সমগ্র ।
৬১,১.শেখ মুজিবুর রহমান কোথায় প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করেন?
উত্তরঃ ধানমন্ডিস্থ নিজ বাস ভবনে ২৩ মার্চ, ১৯৭১
৫৪। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপন
= ১২ মে , ২০১৮ ( বাংলাদেশি সময়)
বাংলাদেশে নিজস্ব স্যাটেলাইটের কততম দেশ?
উঃ ৫৭ তম
। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইটে ট্রান্সপন্ডার কয়টি?
উঃ ৪০ টি
। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট মহাকাশে অবস্থান করবে?
উঃ ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে
। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট তৈরি প্রাথমিক কাজ শুরু হয় কত সালে?
উঃ ২০১২ সালে
। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট তৈরির মূল কাজ শুরু হয় কত সালে?
উঃ ২০১৫ সালে
। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট তৈরি করে ফ্রান্সের?
উঃ থ্যালেস অ্যালেনিয়া স্পেস কোম্পানি
। এটি তৈরিতে মোট খরচ হয়েছে কত?
উঃ ২ হাজার ৯৬৭ কোটি টাকা
। এটি যে রকেটে পাঠানো হয়ছে তার নাম কি?
উঃ ফ্যালকন ৯, ব্লক ৫
। যে প্রতিষ্ঠান এটি মহাকাশে পাঠায়?
উঃ মার্কিন মহাকাশ সংস্থা স্পেসএক্স
। এটির ওজন কত?
উঃ ৩ হাজার ৫০০ কেজি
। মেয়াদ কত?
উঃ ১৫ বছর
। নিয়ন্ত্রন করবে কে?
উঃ থ্যালেস ও বিটিআরসি
। ৪০ টি ট্রান্সপন্ডারের মোট ফ্রিকোয়েন্সি ক্ষমতা কত?
উঃ ১ হাজার ৬০০ মেগাহার্টজ
। বর্তমান কক্ষপথ “ ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশটি “ বাংলাদেশ সরকার কিনে নেয়?
উঃ ২১৯ কোটি টাকায়, ২০১৩ সালে, রাশিয়ার ইন্টারস্পুটনিক এর কাছ থেকে।
বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মালিকানা ও দায়িত্ব লাভ করে - ০৯ নভেম্বর ২০১৮ (collected)

24/06/2022

ঐতিহ্যবাহী গ্রাম বাংলার 10 প্রকারের লাঠি খেলা।
না দেখলে মিস করবেন....

17/06/2022

ব্রেকিং নিউজ....
সিলেটে ভয়াবহ বন্যার কারণে সারা দেশে ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা স্থগিত...!
সূত্রঃ প্রথম আলো

03/04/2022

গেলো রাতে সম্পূর্ণ হলো ফিফা ওয়ার্ল্ডকাপ এর ড্র অনুষ্ঠান। ✅
২০২২ কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলের অবস্থান 'জি' গ্রুপে। 🔥

ব্রাজিলের প্রতিপক্ষ দল গুলো হলোঃ-
১।সুইজারল্যান্ড 🇨🇭
২।সার্বিয়া 🇷🇸
৩। ক্যামেরুন 🇨🇲

সার্বিয়া, সুইজারল্যান্ড, ক্যামেরুন এর বিপক্ষে ব্রাজিলের হেড টু হেড রেকর্ড দেখে নেওয়া যাকঃ- 👀

ব্রাজিল 🇧🇷 🆚 🇷🇸 সার্বিয়া
মুখোমুখি হয়েছে মোটঃ ২ বার।
ব্রাজিল জয়ঃ ২ টি
সার্বিয়াঃ ০
ব্রাজিল গোল করেছেঃ ৩ টি
সার্বিক গোল করেছেঃ ০

ব্রাজিল 🇧🇷 🆚 🇨🇭 সুইজারল্যান্ড
মুখোমুখি হয়েছে মোটঃ ৯ বার।
ব্রাজিল জয়ঃ ৩ টি
সুইজারল্যান্ড জয়ঃ ২ টি
ড্রঃ ৪ টি
ব্রাজিল গোল করেছেঃ ১২ টি
সুইজারল্যান্ড গোল করেছেঃ ৯ টি

ব্রাজিল 🇧🇷 🆚 🇨🇲 ক্যামেরুন
মুখোমুখি হয়েছে মোটঃ ৫ বার।
ব্রাজিল জয়ঃ ৪ টি
ক্যামেরুন জয়ঃ ১ টি
ব্রাজিল গোল করেছেঃ ১২ টি
ক্যামেরুন গোল করেছেঃ ২ টি

পরিসংখ্যানে সর্বদা ব্রাজিল এগিয়ে থাকবে! 😍🤟
গ্রুপ চ্যাম্পিয়ন হবো, ইনশাল্লাহ কাতার বিশ্বকাপে ভালো কিছু হবে। 🔥💪

শুভকামনা রইল প্রিয় দল ব্রাজিলের জন্য 🌹

🇧🇷🇧🇩

31/03/2022

😃জেনে রাখুন 😃
গ্রাম্য কিছু কুসংস্কার

" ব্যাঙ ডাকলে বৃষ্টি আসে মোরগ
ডাকলে ভোর,,
• কুকুর ডাকলে লেজ গুছিয়ে
ছিটকে পালায় চোর।
• পেঁচা ডাকলে অশুভ হয় শকুন
ডাকলে মরণ,,
• হঠাৎ কোন বিপদ নাকি কাকে
ডাকার কারণ।
• পাখি ডাকলে কুটুম আসে মিষ্টি
হাতে নিয়ে ,,
• বৃষ্টির মাঝে রোদ হাসিলে
শেয়াল মামার বিয়ে।
• সত্য-মিথ্যা যাচাই করি
টিকটিকির
টিক টিক ডাকে,,
• বউ পাগল হয় সেই ছেলেটার,
ঘাম থাকে যার নাকে।
• হঠাৎ করে চোখ কাঁপিলে দুঃখ
আসে বটে,,
• বসা নাকি যাবে না ঐ ঘরেরই
চৌকাটে।
• যাত্রা নাকি অশুভ হয় দেখলে
খালি কলস পথে,,
• কাড়িকাড়ি টাকা আসে
চুলকালে
ডান হাতে।
• ভাঙ্গা আয়নায় মুখ দেখিতে
মুরুব্বিদের মানা,,
• কুসংস্কারে আমরা আজও চোখ
থাকিতে কানা.....?
ধন্যবাদ

30/03/2022

বাংলাদেশের সকল দিবস জেনে রাখুন

০১। জাতীয় শিক্ষক দিবস- ১৯ জানুয়ারী
০২। জাতীয় পতাকা দিবস - ২ মার্চ
০৩। বিশ্ব নারী দিবস- ৮ মার্চ
০৪। শিশু দিবস- ১৭ মার্চ
০৫। বিশ্ব আবহাওয়া দিবস- ২৩ মার্চ
০৬। স্বাধীনতা দিবস- ২৬ মার্চ
০৭। বিশ্ব স্বাস্থ্য দিবস- ৭ এপ্রিল
০৮। মুজিবনগর দিবস- ১৭ এপ্রিল
০৯। বিশ্ব মেধা সম্পদ দিবস- ২৬ এপ্রিল
১০। মহান মে দিবস- ১ মে
১১। আন্তর্জাতিক শিশু দিবস- ৪ মে
১২। বিশ্ব মা দিবস- ১৩ মে
১৩। বিশ্ব পরিবার দিবস- ১৫ মে
১৪। বিশ্ব টেলিযোগাযোগ দিবস- ১৭ মে
১৫। নিরাপদ মাতৃত্ব দিবস- ২৮ মে
১৬। বিশ্ব তামাকমুক্ত দিবস- ৩১ মে
১৭। বিশ্ব পরিবেশ দিবস- ৫ জুন
১৮। ছয় দফা দিবস- ৭ জুন
১৯। বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস- ১২ জুন
২০। পলাশী দিবস- ২৩ জুন
২১। বিশ্ব সংগীত দিবস- ২১ জুন
২২। জন্ম নিবন্ধন দিবস- ৩ জুলাই
২৩। বিশ্ব সমবায় দিবস- ৭ জুলাই
২৪। মুসক দিবস- ১০ জুলাই
২৫। বিশ্ব জন সংখ্যা দিবস- ১১ জুলাই
২৬। ম্যান্ডেলা দিবস- ১৮ জুলাই
২৭। বিশ্ব বাঘ দিবস- ২৯ জুলাই
২৮। হিরোশিমা দিবস- ৬ আগস্ট
২৯। বিশ্ব যুব দিবস- ১২ আগস্ট
৩০। জাতীয় শোক দিবস- ১৫ আগস্ট
৩১। বিশ্ব স্বাক্ষরতা/ নিরক্ষরতা দিবস- ৮ সেপ্টেম্বর
৩২। জাতীয় আয়কর দিবস- ১৫ সেপ্টেম্বর
৩৩। মহান শিক্ষা দিবস- ১৭ সেপ্টেম্বর
৩৪। শিক্ষক দিবস- ৫ অক্টোবর
৩৫। বিশ্ব ডাক দিবস- ৯ অক্টোবর
৩৬। বিশ্ব খাদ্য দিবস- ১৬ অক্টোবর
৩৭। জাতীয় সড়ক নিরাপদ দিবস- ২২ অক্টোবর
৩৮। জেলহত্যা দিবস- ৩ নভেম্বর
৩৯। সংবিধান দিবস- ৪ নভেম্বর
৪০। সশস্ত্রবাহিনী দিবস- ২১ নভেম্বর
৪১। মুক্তিযুদ্ধা দিবস/ বিশ্ব এইডস দিবস- ১ ডিসেম্বর
৪২। রোকেয়া দিবস- ৯ ডিসেম্বর
৪৩। বিশ্ব মানবাধিকার দিবস- ১০ ডিসেম্বর
৪৪। শহীদ বুদ্ধিজীবী দিবস- ১৪ ডিসেম্বর
৪৫। বিজয় দিবস- ১৬ ডিসেম্বর
৪৬। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২১ ফেব্রুয়ারি
৪৭। সুন্দরবন দিবস - ১৪ ফেব্রুয়ারি
৪৮। জাতীয় আয়কর দিবস- ৩০ নভেম্বর
৪৯। মূসক দিবস- ১০ ডিসেম্বর
৫০। জাতীয় বিমা দিবস- ১মার্চ
৫১। জাতীয় গণহত্যা দিবস- ২৫মার্চ

পরবর্তী আপডেট ধারাবাহিক ভাবে পাওয়ার জন্য রিকোয়েস্ট বা ফলো করো।

29/03/2022

বিগত সালে প্রাইমারিতে আসা বাছায়কৃত....
#প্রাথমিক_শিক্ষক_নিয়োগ_পরীক্ষার প্রশ্নপত্র থেকে প্রশ্নোত্তর #পর্বঃ১

০১) "জীবনতরী"কত সালে যাত্রা শুরু করে?
®__১৯৯৯ সালে।
®মুন্সিগঞ্জের মাওয়া ফেরিঘাট থেকে।

০২) বৃত্তের যে কোন দুটি বিন্দুর সংযোজক রেখাংশ কে কী বলে?
®__জ্যা বলে

০৩) The word "Reproduction"is a__
®__noun

০৪)"গম্ভীর ধ্বনি"বাক্যসংকোচন কী?
®__মন্দ্র

০৫)কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক?
®__শুক্র গ্রহের

০৬)"বাগধারা"কোথায় আলোচিত হয়?
®__বাক্যতত্ত্বে

০৭)"মহা পৃথিবী"কার কাব্যগ্রন্থ?
®__জীবনানন্দ দাশের

০৮)"আরব বসন্ত বা রবিউল আরাবি"বলতে কী বুঝায়?
®__২০১০ সালের শেষের দিকে আরবে বিভিন্ন দেশের শুরু হওয়া আন্দোলন।

০৯)The book"Man and Superman"is
written?
®__বার্নাড'শ

১০)কবে থেকে দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়েছে?
®__১ জানু,১৯৯৩

১১)"উচাটান"এর বিপরীত অর্থ কী?
®__প্রশান্ত

১২)"আফতাব"শব্দের অর্থ কী?
®__অর্ক বা সূর্য

১৩)A person leaves his or her country to settle in another country.
®__Emigrant

১৪) বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন(BSEC)কত সালে প্রতিষ্ঠিত হয়?
®__১৯৯৩ সালে

১৫)কত সালে মার্কিন যুক্তরাষ্ট্র ২য় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে?
®__১৯৪১ সালের ১ডিসেম্বরে।

১৬) ঈষৎ পাংশুবর্ণ"এর বাক্য সংকোচন?
®__কয়রা
(ঈষৎ পাণ্ডুবর্ণ=ধূসর,
ঈষৎ রক্তবর্ণ=আরক্তিম

১৭) নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা, পুরে কি আশা"
পংক্তিটি কার?
®__রামনিধি গুপ্তের
(মোদের গরব,মোদের আশা-অতুল প্রসাদ

১৮)ঈশ্বরচন্দ্র কোন গ্রন্থে প্রথম যতি চিহ্নের সফল ব্যবহার করেন?
®__বেতালপঞ্চবিংশতি(১৯৪৭)

১৯)কোথায় বাংলাদেশ,ভারত ও মিয়ানমারের সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে?
®__রাঙামাটিতে

২০) কর্বুর" শব্দের অর্থ কী?
®__রাক্ষস
®__নোট→রমজান

২১) ভবন নির্মাণের সময় কী মেনে চলা উচিত?
®__বিল্ডিং কোড

২২)"১,৩,৬,১০,১৫,২১......ধারাটির একাদশতম পদ কত?
®__৬৬

২৩) বাকু"কোন দেশের রাজধানী?
®__আজারবাইজান

২৪)সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে?
®__রাজা ধর্মপাল

২৫)কোন সংখ্যার বর্গমূলের সাথে ২০ যোগ করলে ৫ এর বর্গ হবে?
®__২৫

২৬)"সন্ধি"ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
®__ধ্বনিতত্ত্বে

২৭) মিহির"এর প্রতিশব্দ কী?
®__সূর্য

২৮)গম্ভিরা"গানের উৎপত্তি কোথায়?
®__মালদহ

২৯)এশিয়ার সবচেয়ে ছোট দেশ "মালদ্বীপ"এর আয়তন কত?
®__২৯৮বর্গ.কি.মিটার

৩০)The verb 'succumb'means?
®__submit

08/02/2022

টাকা তুমি অনুষ্ঠানের প্রধান অতিথি।
টাকা তুমি গ্রামের জনদরদি।
টাকা তুমি বিশিষ্ট সমাজ সেবক।
টাকা তুমি গণমানুষের নেতা।
টাকা তুমি গরিবের বন্ধু।
টাকা তুমি মা-বাবার দায়িত্বশীল ছেলে।
টাকা তুমি শশুর বাড়ির আদরের জামাই।
টাকা তুমি শালা শালীর প্রিয় দুলাভাই।
টাকা তুমি আত্মীয় স্বজনের কাছে সবচেয়ে নামি দামি মানুষ।
টাকা তুমি বন্ধুর খুবই ঘনিষ্ঠ বন্ধু।
টাকা তুমি বউয়ের কাছে সেরা জামাই।
টাকা তুমি সন্তানের কাছে সেরা বাবা।
টাকা তুমি নাই কিছু নাই।
টাকা ছাড়া এই জীবন মূল্যহীন..!!

টাকার অভাব যখন আসে, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় ।
একজন পুরুষের আসল শক্তি হলো- তার কত টাকা আছে সেটা ।

তোমার যখন অনেক টাকা থাকবে, তখন তুমি ভুলে যাবে সবাই কে, আবার তোমার যখন টাকা থাকবে না, তখন সবাই ভুলে যাবে তুমি কে ।

অভিজ্ঞতার মূল্য দিতে না জানলে, টাকা ভালো কোন কিছু দিতে পারবে না ।
টাকার পিছনে না ছুটে, কর্মের পিছনে ছুটুন, কর্মই আপনাকে টাকা এনে দিবে ।

টাকা দিয়ে সব কিনে নেয়া যায়, কিন্তু সুখ কিনে নেয়া যায় না ।
আপনি অনেক টাকার মালিক হতে পারেন, কিন্তু সময় সীমিত ।

জীবনে সুখী হতে হলে, টাকার প্রয়োজন ।
টাকার কারনেই মানুষ হবে যায় অমানুষ ।
পৃথিবীতে ভালো থাকার জন্য টাকার দরকার,
আর পরকালে ভালো থাকার জন্য আমল দরকার ।

: Collected.
#ফলো_দিয়ে_সাথেই_থাকুন।
পোস্টঃ ভুল ত্রুটি,ক্ষমাপ্রার্থী।
ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন 👍
টাইমলাইনে রাখতে পারেন।
❤ ধন্যবাদ❤

21/01/2022

[][][] 🥰 Mi2🥰 [][][]

✪ কারো সাথে পরিচিত হলে- Hello, Nice to meet you.

✪ উৎসাহ দিতে - Good job/Well done – (সাবাশ!)

✪ কারো কথা বুঝতে পারলে - I see/ I understand/ I got it

✪ কারো কথা বুঝতে না পারলে - Sorry?

✪ গভীরভাবে দু:খ প্রকাশ - I'm extremely sorry, I regret – আমি অনুতপ্ত।

✪ অভিনন্দন জানাতে- Best wishes - (শুভ কামনা)

✪ ধন্যবাদ জানাতে - I am grateful to you – (আমি তোমার প্রতি কৃতজ্ঞ।)

✪ কেউ কুশল জিজ্ঞাসা করলে – I'm extremely well (আমি বেশ ভাল আছি)

✪ কারো দৃষ্টি আকর্ষণ করা- Excuse Me – শুনুন, Hey, got it? – এই, বুঝতে পেরেছো?
May I have your attention please- আপনি যদি একটু এদিকে নজর দেন।

✪ কাউকে অপেক্ষা করতে বললে - Just a moment/Hang on a moment- (একটু অপেক্ষা করুন)

✪ মতামত প্রকাশ করতে-
In my point of view– আমার দৃষ্টিকোণ থেকে,
As far as I'm concerned – আমার মনে হচ্ছে যে।

✪ বিদায় জানাতে- See you later- (পরে দেখা হবে)

✪ কারো নাম জানতে - Can I have your name? - (আমি কি তোমার নাম জানতে পারি?)

✪ প্রস্তাব দেওয়া- Would you like something to drink? - আপনি কি কিছু পান করবেন?

✪ হতাশা প্রকাশ করা - What a pity - কি দুঃখজনক।

✪ সাহায্য চাওয়া - Could you give me a hand? - তুমি কি আমাকে সাহায্য করতে পারবে?

✪ কারো খোঁজ/খবর নেওয়া - What’s up - কি ব্যপার?, What’s going on – কেমন চলছে?

✪ বিরক্তি প্রকাশ করা- How disgusting/How absurd! (কি বিরক্তিকর/হাস্যকর).
পড়াশেষে Done লিখুন

Address

Singdoi, Nandail
Mymensingh
2290

Telephone

+8801784711555

Website

Alerts

Be the first to know and let us send you an email when Burhan techbd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Burhan techbd:

Videos

Share