11/07/2022
সংগ্রহে রাখতে পারেন!
টপিক : বঙ্গবন্ধু
১.বঙ্গবন্ধু স্যাটেলাইট -2 উৎক্ষেপন করবে কোন দেশ
-রাশিয়া, 2023 সালে
২। বঙ্গবন্ধু দ্বীপের আয়তন ?
- মোট আয়তন ১০ বর্গ কি.মি । সক্রিয় ৭.৮৪ বর্গ কি.মি
২। মুজিব বর্ষের লোগোর ডিজাইনার
- সব্যসাচী হাজরা
৩। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর লোগো কনসেপ্ট ও ডিজাইন করেছেন =রামেন্দ্র মজুমদার ও প্রদীপ চক্রবর্তী।
৪। বঙ্গবন্ধু মানমন্দির
= ফরিদপুরের ভাঙ্গায় । ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা ও কর্কট ক্রান্তি রেখার মিলনস্থল
৫। বঙ্গবন্ধু ট্যানেল
= দৈর্ঘ-৩.৪ কি.মি প্রস্থ ১০ মিটার । চালু হবে ২০২২ সালে । সহায়তা করছে চীন
৬। বঙ্গবন্ধুর বায়োপিকের নাম
= 'বঙ্গবন্ধু । পরিচালক শ্যাম বেনেগালক
৭। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন এন্ড অ্যারো স্পেস বিশ্ববিদ্যালয় কোন জেলায় স্থাপিত হবে?
- লালমনিরহাট।
৮। বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি হবে
=গাজীপুরের কালিয়াকৈরে
৯। বঙ্গবন্ধুর সবচেয়ে বড় মুরাল নির্মিত হচ্ছে
= রাজশাহীতে
১০। বঙ্গবন্ধু শিল্পনগর
=দেশে নির্মাধীন ১০০টি অর্থনৈতিক অঞ্চলকে বঙ্গবন্ধু শিল্পনগর বলে। প্রায় ১৫ লক্ষাধিক লোকের কর্মসংস্থান হবে ।
১১। মুজিব বর্ষের কাউন্ট ডাউন শুরু
= ১০ জানুয়রি, ২০২০
১২। মুজিব বর্ষ
= ১৭ মার্চ, ২০২০ থেকে ১৬ ডিসেম্বর ২০২১
১৩। টুঙ্গিপাড়ার মিয়া ভাই চলচ্চিত্রটির পরিচালক
= সেলিম খান
১৪। বঙ্গবন্ধু পোস্টাল মিউজিয়াম কোথায় স্থাপিত হবে?
= খুলনা।
১৫। বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার কোথায় অবস্থিত ?
= নিউ দিল্লি
১৬। বঙ্গবন্ধু সাফারি পার্ক কোথায় অবস্থিত ?
=গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায়
১৭। ‘বঙ্গবন্ধু জাদুঘর’ স্মৃতি জাদুঘর
=এক সময়ের ধানমন্ডি-৩২ নম্বর রোডের ৬৭৭ নম্বর বাড়ি। যার পরিবর্তিত বর্তমান ঠিকানা ১০ নম্বর বাড়ি, রোড নম্বর-১১, ধানমন্ডি-ঢাকা।
১৮। ‘বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ কোথায় অবস্থিত
= কলকাতার ইসলামিয়া কলেজের বেকার হোস্টেলের ২৪নং কক্ষ ।
১৯।জাতিসংঘে বঙ্গবন্ধু বেঞ্চ
জাতিসংঘ সদর দপ্তরের উত্তর লনের বাগানে একটি বেঞ্চ উৎসর্গ করেন শেখ হাসিনা । ২১ সেপ্টম্বর , ২০২১।
২০। বঙ্গবন্ধুর বই
ক। অসমাপ্ত আত্মজীবনী বইটি সর্বশেষ মারাঠি ভাষায় অনূদিত হয়।
মারাঠি ভাষায় অনূদিত এই গ্রন্থটির নাম দেওয়া হয়েছে “অপূর্ণ আত্মকথা”। গ্রন্থটি বাংলা থেকে মারাঠি ভাষায় অনুবাদ করেছেন বিশিষ্ট লেখিকা, সাংবাদিক ও লোকমত পত্রিকার ফিচার সম্পাদক অপর্ণা ভেলনকার।এখন পর্যন্ত মোট ১৬ টি ভাষায় প্রকাশিত হয়
এবং অনূদিত হয় ১৫ টি ভাষায়।।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বইটি পাঠ্য বই হিসেবে পড়ানো হচ্ছে/ সিলেবাসে অন্তভুক্ত হয়েছে।
লেখার সময় কাল : ১৯৬৬-৬৯ । ঘটনা আছে : ১৯৫৫ ।
প্রকাশ কাল : ১৮ জুন , ২০১২ ।
খ) কাগারের রোজ নামচা
১৯৬৬-৬৮ সালের কারা স্মৃতি
গ) আমার দেখা নয়া চীন
১৯৫২ সালের ২-১২ অক্টোবর চীনের পিকিংএ এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক শান্তি সম্মেলনে পাকিস্তান দলের সদস্য হিসিবে যোগদান করতে যাওয়ার স্মৃতি রেখেন ১৯৫৪ সালে কারাগারে বসে ।
বইটি প্রকাশ করে : বাংলা একাডেমি
ঘ ) ৩০৫৩ দিন ।
জেলজীবনের ঘটনা নিয়ে। ২০১৮ সালে মোড়ক উন্মোচন হয় ।
২১। বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি –
সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়।
২২। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপাধিসমুহ:
ক। ৫ এপ্রিল ১৯৭১ সালে আমেরিকার প্রভাবশালী News Week ম্যাগাজিন বঙ্গবন্ধুকে "Poet of Politics " বা রাজনীতির কবি উপাধি দেয়।
খ। ২৩ মে ১৯৭৩ সালে বিশ্ব শান্তি পরিষদের মহাসচিব বঙ্গবন্ধুকে "বিশ্ববন্ধু " উপাধি দেয়।
গ। ২০০৪ সালে বঙ্গবন্ধুকে বিবিসি "হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি " উপাধি দেয়।
ঘ। বাংলাদেশের সংবিধানের ৪ (ক) অনুচ্ছেদে বঙ্গবন্ধুকে "জাতির পিতা" বলা হয়।( সংবিধানের ১৫তম সংশোধনী দ্বারা প্রতিস্থাপন)
ঙ।বঙ্গবন্ধু- ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯, তোফায়েল আহমদ;
চ।জাতির জনক- ৩ মার্চ ১৯৭১, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ পক্ষ থেকে আ. স. ম আব্দুর রব
১৯৭১ সালে বঙ্গবন্ধু যে উপাধিগুলো পানঃ................................................
ক।৩মার্চ পল্টন ময়দানে "স্বাধীন বাংলা ছাত্রসংগ্রাম পরিষদ" কর্তৃক আয়োজিত সমাবেশে ওনাকে জাতির জনক ও বাংলাদশের সর্বাধিনায়ক ঘোষণা করা হয়।
খ।এপ্রিল মাসে "নিউজ উইক" ম্যাগাজিন ওনাকে "Poet of Politics" (রাজনীতির কবি) বলে আখ্যায়িত করে।
গ।মুক্তিযুদ্ধের কমান্ডে ওনার উপাধি ছিল "সুপ্রিম কমান্ডার অব দি আর্মড ফোর্সেস"।
২৩। ১৯৭২ সালের ১০ অক্টোবর পৃথিবীর ১৪০টি দেশের শান্তি পরিষদের ২০০ প্রতিনিধির উপস্থিতিতে বিশ্ব শান্তি পরিষদ বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘জুলিও কুরি’ শান্তিপদক দেয়ার সর্বসম্মত সিদ্ধান্ত নেয়।
১৯৭৩ সালের ২৩ মে ঢাকায় আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিশ্ব শান্তি পরিষদের প্রতিনিধিরা যোগদান করেন। বাংলাদেশ জাতীয় সংসদের উন্মুক্ত প্লাজায় বিশ্ব শান্তি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে বিশ্ব শান্তি পরিষদের তৎকালীন মহাসচিব রমেশ চন্দ্র বঙ্গবন্ধুকে জুলিও কুরি পদক প্রদান করেন এবং বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শুধু বঙ্গবন্ধু নন, আজ থেকে তিনি বিশ্ববন্ধুও বটে।’
২৪। ৫। পাকিস্তানি কারাগার থেকে মুক্তি>৮জানু, ১৯৭২।
২৪। স্বদেশ প্রত্যাবর্তন >>> ১০জানুয়ারি ১৯৭২।
২৫।আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার > ২২ ফেব্রু ১৯৬৯।
২৬। বাঙালির মুক্তিসনদ বা বাঙালির ম্যাগনাকার্টা ৬দফা দাবি পেশ।> ৫-৬ফেব্রু ১৯৬৬।
২৬।ছয় দফা দিবস> ৭জুন । কারণ ১৯৬৬ এইদিনে সালে শেখ মুজিবকে গ্রেফতার করা হয় ও কারফিউ জারী করা হয়।
২৭।বাংলাদেশ -এর নামকরণ করেন> ৫ডি: ১৯৬৯।
২৮। আওয়ামী মুসলিম লীগ গঠন >> ২৩জুন ১৯৪৯।শেখ মুজিব যুগ্ন সম্পাদক।।মুসলিম শব্দটি বাদ দেয়া হয় ২২-২৩সেপ্টম্বর,১৯৫৫। । সম্পাদক হন ১৬নভে:১৯৫৩।
শেখ মুজিব আওয়ামী লীগের সভাপতি হন> ১৯৬৬।
২৯।বিশেষ ক্ষমতা তথা অস্থায়ী সংবিধান জারি করেন ১২ জানু, ১৯৭২।
৩০। বঙ্গবন্ধু পূর্ব বাংলাকে ‘বাংলাদেশ’ নামকরন করেন কত সালে?
উত্তর: ৫ ডিসেম্বর, ১৯৬৯
৩১। বঙ্গবন্ধুর ছেলে–মেয়ে কত জন? তাদের নাম কী?
উত্তর: ৫ জন। তিন ছেলে দুই মেয়ে। শেখ হাসিনা, শেখ কামাল, শেখ রেহানা, শেখ জামাল ও শেখ রাসেল
৩২। বাঙালি জাতির মুক্তির সনদ’ হিসেবে পরিচিত কোনটি?
উত্তর: ছয় দফা।
৩৩। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ছিল কত জন? বঙ্গবন্ধু কততম আসামী ছিলেন?
উত্তর: ৩৫ জন। বঙ্গবন্ধু ছিলেন ১ নং আসামী।
৩৪। আগরতলা ষড়যন্ত্র মামলা কী নামে দায়ের করা হয়েছিল?
উত্তর: রাষ্ট্রদ্রোহীতা বনাম শেখ মুজিব ও অন্যান্য।
৩৫। ১৯৪৯ সালের ২৩ জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখানে কী পদ পান?
উত্তর: যুগ্ম সম্পাদক।
৩৬। বঙ্গবন্ধু প্রথম নেতা হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা দেন কত সালে, কত তারিখে?
উত্তর: ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর।
৩৭। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা কোন ভাষায় দিয়েছিলেন?
= ইংরেজীতে
৩৮। বঙ্গবন্ধু কিসের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা দেন ?
= ওয়্যারলেস
৩৯। বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা বাংলাদেশের সকল স্থানে প্রচার করা হয় কিসের মাধ্যমে?
=ট্রান্সমিটার, টেলিগ্রাফ, টেলিপ্রিন্টারের মাধ্যমে
৪০। বাংলাদেশ ছাত্রলীগ কবে প্রতিষ্ঠিত হয়?
= ১৯৪৮ সালের ৪ ঠা জানুয়ারী
৪১। ৭মার্চের ভাষণ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেখে নিই
------
১৯৭১ সারের ৭ মার্চ রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভায় বঙ্গবন্ধুর ভাষণে ৪টি দাবি উল্লেখ করা হয়
ক.চলমান সামরিক আইন প্রত্যাহার
খ. সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়া
গ. গণহত্যার তদন্ত করা
ঘ. নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা।
ভাষণটির সময়সীমা :
১৮মিনিট ( সূত্র >> বিভিন্ন গাইড ও উইকিপিডিয়া
১৯মিনিট ( সূত্র > উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন > ড. মোজাম্মেল হক)
১৪.০৩ মিনিট ( ইউটিউব )
৭মার্চের ভাষণ মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ‘বজ্রকণ্ঠ’ নামে প্রচার করে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করত ।
এটি ৪৩টি ভাষায় অনুবাদের উদ্যোগ গ্রহণ করা হয় । ১২টি ভাষায় অনুবাদ করা হয়েছে
ভাষণটি
আন্তর্জাতিকভাবে বিশ্বসেরার তালিকায় স্থান করে নিয়েছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ।
ইংরেজিতে অনুদিত ভাষণের বইটির নাম ‘উই শ্যাল ফাইট অন দ্য বিচেস’- দ্য স্পিচেস দ্যাট ইন্সপায়ার্ড হিস্টরি [we shall figth on the beaches: the speeches that inspired history]’।
বইটির সঙ্কলক - জ্যাকব এফ ফিল্ড। খৃস্টপূর্ব ৪৩১ সাল থেকে ১৯৮৭ খ্রিস্টাব্দ পর্যন্ত সেরা
ভাষণ নিয়ে ২২৩ পৃষ্ঠার বই এটি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার উইনস্টন চার্চিলের ভাষণ থেকে নেয়া শিরোনামের এই সঙ্কলন গ্রন্থের শেষ ভাষণটি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রেগ্যানের ‘টিয়ারস ডাউন ওয়াল’।
/
বইটির ২০১ পৃষ্ঠায় ‘দ্য স্ট্রাগল দিস টাইম ইজ ট্য স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স’ শিরোনামে স্থান পেয়েছে বঙ্গবন্ধুর ভাষণ।
৪২।.জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে দুটি কালজয়ী গানের গীতিকার ও সুরকার
১।শোন একটি মুজিবরের থেকে ......
কথা: গৌরী প্রসন্ন মজুমদার
সুর: অংশুমান রায়
২।যদি রাত পোহালে শোনো যেত....
কথা : হাসান মতিউর রহমান
সুর ও কণ্ঠ : মলয় কুমার গাঙ্গুলী, সাবিনা ইয়াসমিন
৩। কবিতা : বঙ্গবন্ধু -অন্ন দাশ শঙ্কর রায়
যতকাল রবে পদ্মা যমুনা
গৌরী মেঘনা বহমান
ততকাল রবে কীর্তি তোমার
শেখ মুজিবুর রহমান।- অন্ন দাশ শঙ্কর রায়
৪৩।বঙ্গবন্ধু কতদিন জেল খাটেন ?
= মোট ৪৬৮২ । বৃটিশদের সময় ৭ দিন ও পাকিস্তান শাসনামলে ৪৬৭৫ দিন ।
৪৪।পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান হয় কবে?
=২৩ মার্চ, ১৯৫৬ সালে।
৪৫।পূর্ব পাকিস্তানের নাম " বাংলাদেশ " করা হয় কবে ?
= ৫ ডিসেম্বর , ১৯৬৯
৪৬।বঙ্গবন্ধু "বাংলাদেশ " নামটি নিয়েছিলেন
= রবীন্দ্রনাথের " বাংলাদেশের হৃদয় " নামক কবিতা থেকে । যা রবীন্দ্র সঙ্গীতও । আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি ......
৪৭। ১৫আগস্ট, ১৯৭৫ বঙ্গবন্ধু সহ মোট কতজনকে খুন করা হয় ?
=২২জন / সুত্র: শেখ মুজিব মার্ডার ইনকোয়ারি: প্রিলিমিনারি রিপোর্ট অব দ্য কমিশন অব ইনকোয়ারি
৪৮। বঙ্গবন্ধুর ঘাতক কে ?
= মেজর নূর
৪৯। বঙ্গবন্ধুর শরীরে কতটি গুলি পাওয়া যায়?
=১৮টি
৫০। বঙ্গবন্ধু হত্যামামলায় কতজনের ফাঁসির আদেশ দেয়া হয়?
= ১২জনের
৫১। বঙ্গবন্ধু হত্যা মামলার ফাঁসির আদেশ প্রাপ্ত কতজনের ফাঁসি কার্যকর করা হয়?
= ৫জনের
৫২। ১৪ বছর বয়সে বঙ্গবন্ধুর কোন রোগ হয়?
= বেরিবেরি
৫৩। ১১ সেপ্টেম্বর , ১৯৪৮ ফরিদপুরে কোন প্রথার বিরুদ্ধে আন্দোলন করার জন্য বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়?
=কর্ডন প্রথার
৫৪।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র
-- গন্তব্য ।গন্তব্য চলচ্চিত্রের মূল গল্পটি নেয়া হয়েছে সঞ্জীবন শিকদারের পথনাটক 'কই বলল' থেকে ।
গন্তব্য চলচ্চিত্রের পরিচালক -- অরণ্য পলাশ ।
৫৫। বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকান্ড নিয়ে নির্মিত কাহিনীচিত্র
-- ইতিহাসের কৃষ্ণপক্ষ ।
৫৬।'মহামানবের দেশে' নামক গল্প অবলম্বনে 'ইতিহাসের কৃষ্ণপক্ষ' কাহিনীচিত্রটি নির্মিত হয়েছে।
৫৭।বঙ্গবন্ধু "বাংলাদেশ " নামটি নিয়েছিলেন
= রবীন্দ্রনাথের " বাংলাদেশের হৃদয় " নামক কবিতা থেকে । যা রবীন্দ্র সঙ্গীতও । আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি ......
৫৮। ১৫আগস্ট, ১৯৭৫ বঙ্গবন্ধু সহ মোট কতজনকে খুন করা হয় ?
=২২জন / সুত্র: শেখ মুজিব মার্ডার ইনকোয়ারি: প্রিলিমিনারি রিপোর্ট অব দ্য কমিশন অব ইনকোয়ারি
৫৯।বঙ্গবন্ধু গোটা জীবনে কারাগারে ছিলেন কতদিন ?
= -- ৪৬৮২ দিন।
৬০।বঙ্গবন্ধুর নির্বাচিত ভাষণ নিয়ে রচিত গ্রন্থের নাম কী?
-- ওঙ্কায় সমগ্র ।
৬১,১.শেখ মুজিবুর রহমান কোথায় প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করেন?
উত্তরঃ ধানমন্ডিস্থ নিজ বাস ভবনে ২৩ মার্চ, ১৯৭১
৫৪। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপন
= ১২ মে , ২০১৮ ( বাংলাদেশি সময়)
বাংলাদেশে নিজস্ব স্যাটেলাইটের কততম দেশ?
উঃ ৫৭ তম
। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইটে ট্রান্সপন্ডার কয়টি?
উঃ ৪০ টি
। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট মহাকাশে অবস্থান করবে?
উঃ ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে
। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট তৈরি প্রাথমিক কাজ শুরু হয় কত সালে?
উঃ ২০১২ সালে
। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট তৈরির মূল কাজ শুরু হয় কত সালে?
উঃ ২০১৫ সালে
। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট তৈরি করে ফ্রান্সের?
উঃ থ্যালেস অ্যালেনিয়া স্পেস কোম্পানি
। এটি তৈরিতে মোট খরচ হয়েছে কত?
উঃ ২ হাজার ৯৬৭ কোটি টাকা
। এটি যে রকেটে পাঠানো হয়ছে তার নাম কি?
উঃ ফ্যালকন ৯, ব্লক ৫
। যে প্রতিষ্ঠান এটি মহাকাশে পাঠায়?
উঃ মার্কিন মহাকাশ সংস্থা স্পেসএক্স
। এটির ওজন কত?
উঃ ৩ হাজার ৫০০ কেজি
। মেয়াদ কত?
উঃ ১৫ বছর
। নিয়ন্ত্রন করবে কে?
উঃ থ্যালেস ও বিটিআরসি
। ৪০ টি ট্রান্সপন্ডারের মোট ফ্রিকোয়েন্সি ক্ষমতা কত?
উঃ ১ হাজার ৬০০ মেগাহার্টজ
। বর্তমান কক্ষপথ “ ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশটি “ বাংলাদেশ সরকার কিনে নেয়?
উঃ ২১৯ কোটি টাকায়, ২০১৩ সালে, রাশিয়ার ইন্টারস্পুটনিক এর কাছ থেকে।
বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মালিকানা ও দায়িত্ব লাভ করে - ০৯ নভেম্বর ২০১৮ (collected)