Mir Akib Hassan 0.2

Mir Akib Hassan 0.2 �অহংকার আর হিংসা ত্যাগ করো,
কারণ তুমি এই পৃথিবীতে ক্ষণস্থায়ী অতিথি,,
চিরস্থায়ী নয়।�

রিয়েক্ট কমেন্ট চাই না শুধু শেয়ার চাই,আপনারা যদি উনার মত দৃষ্টি প্রতিবন্ধী না হয়ে থাকেন  তাহলে পোস্ট টা শেয়ার করবেন।আমরা ...
05/01/2025

রিয়েক্ট কমেন্ট চাই না
শুধু শেয়ার চাই,
আপনারা যদি উনার মত দৃষ্টি প্রতিবন্ধী না হয়ে থাকেন তাহলে পোস্ট টা শেয়ার করবেন।

আমরা যারা সুস্থ আছি ভালো আছি, আমরা এই পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতেছি, চোখে দেখতেসি,
যে একদম চোখে দেখেনা, পৃথিবীটা দেখার জন্য তার মনে কত টা আকাঙ্ক্ষা হাহাকার একবার ভেবে দেখেন। দৃষ্টিশক্তি ছাড়া জীবন কত টা কঠিন, কত টা মূল্যহীন ভাবা যায়।

দীর্ঘ ৭/৮ বছর ধরে দৃষ্টিশক্তিহীন সহায় সম্বলহীন নিতান্তই অসহায় অন্ধ একজন মানুষ যখন শুনে তার চিকিৎসা হবে, সে পৃথিবীর আলো দেখতে পারবে, তখন সে মানুষ টা কত টা খুশি হয় কল্পনা করা যায় না।

দেশ বরেণ্য আলেম (হযরত মাওলানা মুফতী মাহবূবুল্লাহ কাসেমী) প্রিয় হুজুরের মাধ্যমে এই অন্ধ মায়ের চিকিৎসার ব্যবস্থা করতেছি, বাকি টা আল্লাহর ইচ্ছা যদি আল্লাহ রহমত করেন তাহলে উনি দীর্ঘ ৮ বছর পর আবার চোখে দেখতে পারবেন।
সবাই উনার জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ যেন উনার দৃষ্টিশক্তিহীন ফিরিয়ে দেন।

উনি অন্ধ হওয়ার পর উনার স্বামী উনাকে ছেড়ে চলে গেছে। মানুষের থেকে সাহায্য নিয়ে খেয়ে না খেয়ে খুবই কষ্ট করে উনি দিন পার করে।
কেউ উনাকে সাহায্য কর‍তে চাইলে আমার ইনবক্সে যোগাযোগ করবেন।
আর যারা এই পোস্টটা দেখবেন আপনারা যদি অন্ধ না হয়ে থাকেন তাহলে অবশ্যই পোস্ট টা শেয়ার, শেয়ার করতে টাকা লাগে না, শেয়ার করার মাধ্যমেই লাখ লাখ মানুষের কাছে এই পোস্ট টা পৌঁছানো সম্ভব।

উনার ঠিকানা - নেত্রকোনা জেলা, দূর্গাপুর উপজেলা, বাকলজোরা ইউনিয়ন, পাইকপাড়া গ্রাম। সরাসরি কেউ উনার সাথে যোগাযোগ করতে চাইলে আমার ইনবক্সে মেসেজ দিবেন

আজ ২০২৫ সালের বছরের প্রথম দিন,জীবন থেকে একটি বছর চলে গেল,,গত ২০২৪ সালে আমাদের মাঝে কত মানুষ ছিল,  আজ অনেকেই নাই,  চলে গে...
01/01/2025

আজ ২০২৫ সালের বছরের প্রথম দিন,
জীবন থেকে একটি বছর চলে গেল,,
গত ২০২৪ সালে আমাদের মাঝে কত মানুষ ছিল, আজ অনেকেই নাই, চলে গেছে পৃথিবী ছেড়ে। তাদের হায়াত ফুরিয়ে গেছে,,
২০২৫ সালে আসার সৌভাগ্য তাদের হয়নি।
আমাদেরকে আল্লাহ 2025 সালে এনে পৌঁছে দিয়েছেন। তার জন্য আমরা সেই রবের শুকরিয়া আদায় করি
💚🥀আলহামদুলিল্লাহ💚🥀

আমরা সবাই সবার জন্য দোয়া করি,
এই নতুন বছর যেন আমাদের ভালো কাটে।
আল্লাহ যেন আমাদের সকলের হায়াত বাড়িয়ে দেন। আমীন

নিঃসঙ্গতায় কষ্ট নেই বরং শান্তিই আছে কারণ এখানে কাউকে প্রমাণ করতে হয় না যে আমি কত টা সত্য
29/12/2024

নিঃসঙ্গতায় কষ্ট নেই বরং শান্তিই আছে
কারণ এখানে কাউকে প্রমাণ করতে হয় না যে আমি কত টা সত্য

27/12/2024

২০০ টাকার পেয়াজ এখন ৭০ টাকা , ৪০০ টাকার কাচা মরিচ ৫০ টাকা কেজি। ১০০ টাকার লাউ ২০ টাকা।
শীতকাল তুমি দীর্ঘজীবী হও

এই বছরের শেষ প্রান্তে এসে বসে ভাবি, কত কিছু পেলাম, কত কিছু হারালাম। সময়ের এই স্রোতে কিছু মানুষ এসেছে জীবনে, আবার কিছু মা...
24/12/2024

এই বছরের শেষ প্রান্তে এসে বসে ভাবি, কত কিছু পেলাম, কত কিছু হারালাম। সময়ের এই স্রোতে কিছু মানুষ এসেছে জীবনে, আবার কিছু মানুষ হারিয়ে গেছে। কিছু স্মৃতি রঙিন হয়েছে, কিছু স্মৃতি কষ্টের ছায়ায় ঢাকা পড়েছে।

বছরের শুরুতে কত স্বপ্ন দেখেছিলাম, কত পরিকল্পনা করেছিলাম। কিছু বাস্তব হয়েছে, কিছু আবার অসম্পূর্ণ রয়ে গেছে। তবু, প্রতিটা দিন আমাকে নতুন কিছু শিখিয়েছে। জীবন কখনো কঠিন ছিল, কখনো সহজ। কিন্তু প্রতিটা মুহূর্তই ছিল আমার নিজের।

হারানোর কষ্ট যেমন আমাকে শিখিয়েছে শক্ত থাকতে, তেমনি প্রাপ্তির আনন্দ আমাকে শিখিয়েছে কৃতজ্ঞ হতে। কিছু সম্পর্ক গাঢ় হয়েছে, কিছু দূরে সরে গেছে। তবুও জীবনের প্রতি এই কৃতজ্ঞতা রয়ে গেছে যে, আমি বেঁচে আছি, শিখছি, আর সামনের দিনের জন্য প্রস্তুত হচ্ছি।

আমার কাছে এই বছর ছিল যেমনটা হোক না কেন, এটা আমার গল্পের অংশ হয়ে থাকবে। আগামী বছর আরও ভালো হবে এই আশায় আমি নতুন সূচনার অপেক্ষায় আছি। যেটুকু হারিয়েছি, তার জায়গায় নতুন কিছু পাব, যেটুকু পেয়েছি, তা মনে রাখব চিরকাল।

শেষ প্রান্তে দাঁড়িয়ে বছরের প্রতিটা মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ, কারণ এটাই তো জীবন—হারানো আর পাওয়ার এক অনন্য সমীকরণ।

আজকের তারিখ  12- 12-  2412+12= 24Alhamdulliah 🥰
12/12/2024

আজকের তারিখ 12- 12- 24

12+12= 24

Alhamdulliah 🥰

27-11-2021 এবং 27-11-2024 3 বছর আগে এবং 3 বছর পরে একই জায়গায় ছবিযায়গাটার একটু পরিবর্তন হয়েছে কিন্তু আমার কোন পরিবর্তন ...
03/12/2024

27-11-2021 এবং 27-11-2024
3 বছর আগে এবং 3 বছর পরে একই জায়গায় ছবি
যায়গাটার একটু পরিবর্তন হয়েছে
কিন্তু আমার কোন পরিবর্তন হলো না একই রকম আছি🙂😒

21/11/2024

এ ছোট ছেলেটাকে নিয়ে তার বাবা-মা আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিল,
তারা ওখান থেকে আসার পথে বাড়িতে না এসে তারা যেখানে ধানের জমি লাগিয়েছে সেখানে ছেলেকে রাস্তায় দাড় করে রেখে
বাবা মা দুজনে ধান ক্ষেত দেখতে যায়,
আত্মীয়র বাসা থেকে তারা কিছু টাকা ঋণ করে নিয়ে আসছে, সেই টাকার ব্যাগ টা ছেলের হাতে রেখে তার বাবা মা দুজনে ধান ক্ষেতের দিকে যায়, অন্য গ্রামের কয়েক টা দুষ্টু প্রকৃতির ছেলে এসে খেলনা পিস্তল দিয়ে ভয় দেখিয়ে ব্যাগ থেকে টাকা নিয়ে যায়

19/11/2024

কত জানাযার পড়েছি নামাজ
দিয়েছি কত দাফন😢🥹

এভাবেই সবাই কে একদিন চলে যেতে হবে
মায়ার এই পৃথিবী ছেড়ে

16/11/2024

বিনাদোষে কত কথা শুনলো..!
হুদাই কত তিরস্কার সহ্য করলো।
কত মানুষের ঘৃণার পাত্র হইলো.😢
মা কে ও হারাইলো আবার মায়ের খুনের মিথ্যা অপবাদ ও পেলো আহা মেনে নেওয়া যায় না😢🥹

ছেলে তার মা কে খু*ন করেছে নিউজ টা দেখার পর থেকে আমার কেন জানি বিশ্বাস হয়নি ঘটনাটা
আমার বারবারই মনে হয়েছে এখানে কোন কাহিনী আছে,,
একটা ছেলে যতই খারাপ হোক এভাবে তার আপন মা কে মেরে ফেলবে না।
এ ঘটনায় আমার যেহেতু সন্দেহ ছিল তাই আগে আমি কিছু লিখিনি,
আমি মনে মনে ভেবেছিলাম
হয়তো এখানে অন্য কোন ঘটনা আছে।
আমার ভাবনাটাই সত্যি হয়েছে।

05/11/2024

সকাল বেলা হঠাৎ তাদের দোকানটা সামনে পড়ল
কাঁঠাল পাতার টাকা, সেই ছোটবেলার স্মৃতি

04/11/2024

ধান ক্ষেতে খোলা মাঠে কালিম পাখির বাসা

03/11/2024

সাপ টা অতিরিক্ত মাছ খেয়ে আর নড়াচড়া করতে পারে না,
তাই শুকনায় বসে বিশ্রাম নিতেসে।
এটা কি সাপ কেউ চিনেন

02/11/2024

ছোটবেলায় এমন ছোট ডোবায় বা পুকুরে এভাবে কে কে মাছ ধরতেন?
যেহেতু আমি গ্রামে থাকি তাই আমি বড় হয়েও এভাবে ছোট ডোবায় বা পাগারে এভাবে মাছ ধরি
অনেক ভালো লাগে

02/10/2024

বন্ধু জঙ্গলে যাইতেছে কি করতে জানিনা
আমি পিছন থেকে লুকিয়ে ভিডিও করলাম

29/09/2024

তুমি যে আমার চোখের আলো
ভালোবাসারই গান

প্রিয় শিল্পী এন্ড্রু কিশোর+সাবিনা ইয়াসমিন

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mir Akib Hassan 0.2 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share