Md Rahim2.0

Md Rahim2.0 practice English... today

যাই হোক না কেন আমার শেখা প্রয়োজন।No matter what, I need to learn.যাই হোক না কেন আমার লেখা প্রয়োজন।No matter what, I need...
31/12/2024

যাই হোক না কেন আমার শেখা প্রয়োজন।
No matter what, I need to learn.
যাই হোক না কেন আমার লেখা প্রয়োজন।
No matter what, I need to write.
যাই হোক না কেন আমার জানা প্রয়োজন।
No matter what ,I need to know.
যাই হোক না কেন আমার আসা প্রয়োজন।
No matter what, I need to come.
যাই হোক না কেন আমার জানানো প্রয়োজন।
No matter what , I need to inform.
যাই হোক না কেন আমার বলা প্রয়োজন।
No matter what , I need to say.
যাই হোক না কেন আমার শেখানো প্রয়োজন।
No matter what I need to teach.
যাই হোক না কেন বাংলাদেশের জয় প্রয়োজন।
No matter what, Bangladesh needs to win

Business Account

30/12/2024

তাই আর দেরি না করে এখনি আপনার পছন্দের অফারটি বেঁচে নিন।

It was I who…. (আমি-ই…..)i) It was I who paid the bill. (আমিই বিল শোধ করেছিলাম)ii) It was I who helped you most. (আমিই ত...
25/12/2024

It was I who…. (আমি-ই…..)
i) It was I who paid the bill. (আমিই বিল শোধ করেছিলাম)

ii) It was I who helped you most. (আমিই তোমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছিলাম)

iii) It was I who stood first in the exam. (আমিই পরীক্ষায় প্রথম হয়েছিলাম)

iv) It was I who took care of you. (আমিই তোমার যত্ন নিয়েছিলাম)

v) It was I who challenged the system. (আমিই সিস্টেমকে চ্যালেচঞ্জ করেছিলাম)

vi) It was I who changed her behavior.

vii) It was I who dared to go there alone.

viii) It was I who never feared enemy.

ix) It was I who was always beside yon.

x) It was I who did most for you.

একজন সাদাসিধে মানুষএই সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া৷ কোন চাকচিক্য নাই, হাইপ নাই, নেগেটিভিটি নাই,...
23/12/2024

একজন সাদাসিধে মানুষ

এই সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া৷ কোন চাকচিক্য নাই, হাইপ নাই, নেগেটিভিটি নাই, সবচেয়ে সুন্দর ও সুস্থ বিনোদন কন্টেন্ট উনিই বানায়৷ এবং দেশের সব শ্রেণীর মানুষ তার ভিডিও দেখে আনন্দ পায় বলে বিশ্বাস করি। রিপন আবার নতুন করে ফুড ও ট্রাভেল নিয়েও ভিডিও বানানো শুরু করছে। আমি বেশ এনজয় করি। এটাই বাস্তব ,হাহাহাহা ❤️

সহজে ইংরেজি শিখি
04/07/2024

সহজে ইংরেজি শিখি

23/05/2024
25/04/2024

স্বর্ণের অক্ষরে লিখার মত কথাটা।
আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন।🔻

একবার শায়খুল হাদিস মুফতি তাকি উসমানী কে জিজ্ঞাসা করা হল, জীবনের সারকথা কী?

তিনি উত্তরে ২০টি সুক্ষ্ম বিষয়ের কথা তুলে ধরেন:
১. সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় কর।

২. চেষ্টা কর সারা জীবনে কেউ যেন তোমার অভিযোগ অন্য কারো কাছে না করে। আল্লাহর কাছে কখনই না।

৩. বংশীয় লোকদের সাথে কখনো প্রতিদ্বন্দ্বিতা করো না। ক্ষতি হলে মেনে নিও, তবে বিরোধিতা করো না। পরে ভালো ফল পাবে।

৪. কোথাও এ কথা বলো না যে, আমি আলেম। আমার সাথে অনুগ্রহ করেন। এটি কখনই কাম্য নয়। চেষ্টা কর দ্বীনদারী হয়ে চলার।

৫. সর্বোত্তম দস্তরখান হল নিজ ঘরের দস্তরখান। যে রিজিক পাবে তাই রাজার হালে খাবে।

৬. আল্লাহ ব্যতীত অন্য কারো থেকে আশা করো না।

৭. প্রত্যেক আগামী দিনে পরিশ্রম বৃদ্ধি কর।

৮. বিত্তশালী ও অহংকারী ব্যক্তি থেকে দূরে থাকাই শ্রেয়।

৯. প্রতিদিন সকালে কিছু দান খয়রাত কর। আর সন্ধ্যায় এস্তেগফার পাঠ করার অভ্যাস কর।

১০. নিজের কথার মাঝে মিষ্টতা তৈরি কর।

১১. উচ্চস্বরে কথা বলো না। এমনকি ছোট বাচ্চাদের সাথেও নয়।

১২. যে জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা হচ্ছে সে জায়গাকে মনেপ্রাণে ভালোবাসো। যেমন সম্মান করবে তেমন রিজিক বৃদ্ধি পাবে।

১৩. চেষ্টা কর সারা জীবনে সফল মানুষদের সাথে ওঠাবসা করবে। একদিন তুমিও তাঁদের অন্তর্ভুক্ত হবে।

১৪. প্রত্যেক সেক্টরের যোগ্য ব্যক্তিদের সম্মান কর। তার সামনে আদবের সাথে আসা উচিত। হোক সে যে কোন ময়দানের।

১৫. পিতা মাতা, শিক্ষক ও আত্মীয় স্বজনদের সাথে যেমন উত্তম আচরণ করবে তেমন রিজিক বৃদ্ধি পাবে।

১৬. সব কাজে মধ্যমপন্থা গ্রহণ কর।

১৭. জন সাধারণের সাথে সম্পর্ক রেখ। তাদের থেকে অনেক কিছু শেখা যায়।

১৮. একজনের অভিযোগ অন্যের কাছে না করা। অভিযোগকারীকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অপছন্দ করতেন।

১৯. সব কথা ইতিবাচকভাবে উপস্থাপন কর। এর দ্বারা অনেক সমস্যার সমাধান হয়।

২০. বড়দের বৈঠকে চুপ থেক।
(সংরক্ষিত)

Address

Mymensingh
2420

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Rahim2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Rahim2.0:

Videos

Share