ব্যর্থতা

ব্যর্থতা ছোট ছোট বিষয়ের ওপর বিশ্বাস রাখা উচিত!
(12)

20/11/2024

তাকে কখনো ক্ষমা করবো না, যার জন্য খাবারের সামনে বসেও কাঁদতে হয়েছে আমাকে!

18/11/2024

মানব কল্যাণ সংস্থা "ইনসাফ" এর উদ্যোগে আয়োজিত ইসলামি মাহফিল!

11/11/2024

আমি বোকা নই, চুপচাপ আছি বলে ভেবো না আমি কিছু জানিনা, বরং আমি সব কিছু জানি, শুধু চুপ থেকে মানুষের অভিনয়গুলো দেখি

08/11/2024

আজ যারা আপনাকে অবজ্ঞা করে, কাল যখন আপনি সাফল্য অর্জন করবেন, তারাই সবার আগে আপনার পাশে এসে দাঁড়াবে। তাই নিজের প্রতি বিশ্বাস রাখুন, কঠোর পরিশ্রম চালিয়ে যানসাফল্যই তাদের জন্য সেরা উত্তর।

07/11/2024

নিঃসন্দেহে যারা বাংলায় টাইপিং করে তারা অনেক ক্লাসিক এবং ম্যাচিওর হয়। আমি এটাকে স্মার্টনেস মনে করি।"

06/11/2024

বছর বদলানোর আগেই কতো মানুষ বদলে গেলো!

05/11/2024

যার পরিবারে সাপোর্ট করার মতো কেউ নাই। সেই বুঝে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রামটা কত কঠিন।

না আছে বিরিয়ানি,না আছে সিঙ্গারা,না আছে টাকার বান্ডিল,আছে শুধু অন্তরে আল্লাহর ভয় এবং রাসুলের আলোকিত দ্বীন।"নারায়ে তাকবীর ...
05/11/2024

না আছে বিরিয়ানি,না আছে সিঙ্গারা,না আছে টাকার বান্ডিল,আছে শুধু অন্তরে আল্লাহর ভয় এবং রাসুলের আলোকিত দ্বীন।
"নারায়ে তাকবীর আল্লাহ আকবার"

03/11/2024

দিনের পর দিন চলে যাচ্ছে,,, আর
কবরে যাওয়ার দিনটা
এগিয়ে আসছে,,,,,

30/10/2024

বাংলাদেশের অধিকাংশ মানুষ এতবছর জানতই না আমাদের ছাপাখানা বন্ধ রেখে ভারত হতে আমাদের পাঠ্য বই ছাপানো হত। কি চমৎকার দেশপ্রেম ছিল।

27/10/2024

বয়স টা আজও বেশি হয়নি, অথচ শরীর “মন” দুটোই কত ক্লান্ত!

20/10/2024

সামর্থ্য থাকলে বিয়ে চারটা করুন,না থাকলে একটাও কইরেন না,তবুও বেকার অবস্থায় বিয়ে কইরেন না।

19/10/2024

মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। সামান্য একটু স্বার্থে আঘা'ত লাগলেই মানুষ পূর্বের সব উপকারের কথা ভুলে যায়!

17/10/2024

কেমন জানি একটা ঘোরের মধ্যে আট'কা পইড়া গেছি। সুখ নাই, আবার দুঃখ বলতেও তো জীবনে কিছু দেখিনা। চারপাশে সবাই আছে, কিন্তু নিজেরে একা লাগে। বাঁ'চার কোনো কারণ খুঁইজা পাই না, আবার দুনিয়া থেকে চলে যাইতেও ভ'য় লাগে।

রাতের পর দিন আর দিনের পর রাত আসতেছে, সব দিন দেখি একই রকম কাটতেছে। মনে হইতেছে আজকের দিনটা কালকেও এমন-ই কাটাইছি। না, এমনে জীবন চলে না!

10/10/2024

মাঝে-মধ্যে আমার এমনটা হয়। ভাত খেতে বসছি কিন্তু মনে একটুও শান্তি নাই,জীবনে ঝড় বয়ে যাচ্ছে। প্লেট থেকে ভাত নিয়ে মুখে দিবো,সে শক্তি টাও পাচ্ছি না। ভাত খেতে গিয়ে টের পাই,আমি সব অস্পষ্ট দেখছি। আমার চোখে পানি! চোখে পানি নিয়েই ভাত খেতে থাকি। আমি জানি যে আমার কিছু করার নাইই। কষ্ট'টা চাইলেও কমাইতে পারি না কোনোভাবে!

মানুষ এর জীবনে এতো খারাপ সময় না আসুক!

10/10/2024

মাঝে মাঝে আয়নার সামনে গিয়ে আয়নার থাকা মানুষ টাকে বলি! এতো জঘন্য কপাল নিয়া না জন্মালেও পারতি!

08/10/2024

প্রতিদিন ভেতরে ভেতরে যেন দুমড়ে-মুচড়ে যাচ্ছি, নিজের অস্তিত্বটাকে আর অনুভব করতে পারছি না। চারপাশে স্বাভাবিক মনে হলেও ভেতরের যুদ্ধ থেমে নেই। ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছি, অথচ কেউ টের পাচ্ছে না। এ যেন এক অদৃশ্য ক্ষয়, যা সময়ের সাথে আরও গভীর হচ্ছে।

07/10/2024

অনেক ক্লান্তি! যেন হাজার বছর ধরে দৌড়াচ্ছি কিন্তু কিছুই অর্জন করতে পারিনি"""

Address

Nalitabari
Mymensingh
2110

Telephone

+8801569157331

Website

Alerts

Be the first to know and let us send you an email when ব্যর্থতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ব্যর্থতা:

Videos

Share


Other Digital creator in Mymensingh

Show All