IgnorE

IgnorE Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from IgnorE, Digital creator, Mymensingh.

11/01/2025

-"ব্যক্তিত্বহীন নারীরা সোস্যাল মিডিয়ায় ‘ছবি’ আপলোড দেয়!

13/07/2024

পুরুষের এক চোখে পরিবার,
অন্য চোখে ক্যারিয়ার,
তৃতীয় কোন চোখ নেই নিজেকে দেখিবার!

পুরুষ বাঁচে অন্যের জন্য...
কখনো পুরুষ সফল হতে চায়, মা-বাবার জন্য!
কখনো খেটে মরে, স্ত্রী-সন্তাদের জন্য!
আর যখন নিজের জন্য বাঁচতে চায়,
তখন আর সময় থাকে না!!

10/07/2024

বয়স আদৌ বেশি হয়নি, অথচ শরীর-মন দুটোই কত ক্লান্ত!

24/05/2024

হয় যদি বদনাম হোক আরো
আমি তো এখন আর নই কারো🌼

21/05/2024

সে বিচ্ছেদ চেনে,বিরহ জানে, প্রাচীন চেনে, পুড়ে যেতে জানে, সে ফুলের মতো প্রচণ্ড ভালোবাসতে জানে।🖤

14/05/2024

- আপনার পরিবার জানে না যে আপনি আপনার দৈনন্দিন জীবনে বা আপনার চাকরি/ব্যবসায় কতটা অসুবিধা এবং চাপের মধ্য দিয়ে যান।

- এবং আপনার বস/কাজ জানে না আপনার জীবন এবং আপনার বাড়ির পরিস্থিতি কেমন।

- আপনার বন্ধু, প্রিয়জন এবং প্রিয়জনরা আপনার উপরে থাকা নতুন এবং পুরানো দায়িত্বগুলির আকার বুঝতে পারবে না।

- আপনার সঙ্গী সর্বদা আপনার কাছ থেকে ভালবাসা ও সমর্থনের জন্য অপেক্ষা করছে এবং আপনি যে চাপের মধ্য দিয়ে যাচ্ছেন তার সাথে যতই কথা বলুন এবং ব্যাখ্যা করুন না কেন তা তিনি কখনই বুঝতে পারবেন না।

সর্বশেষে, আপনি ছাড়া কেউ আপনাকে বুজতে পারে না.. আপনি কিসের মধ্য দিয়ে যাচ্ছেন তা কেউ বুঝবে না এবং প্রশংসাও করবে না।

এই জন্যই জীবন রহস্যময় এবং সুন্দর।

তাই চালিয়ে যান.. সংগ্রাম করেন.. এবং বাঁচেন..

17/03/2024

সেহরিতে দেওয়া মায়ের হাতের খাবার আপনি হাজার ডলার/রিয়াল/পাউন্ড/ইয়েনে ও কিনতে পারবেন না!

28/02/2024

যদি রাণী হতে চাও তবে রাজাকে তার রাজ্য গড়ার আগমুহূর্ত পর্যন্ত পাশে থেকে যাও!🙂🖤

next day after criticism… super trucking 2
03/01/2024

next day after criticism… super trucking 2

Lesson of the year 2023 : “Family is everything..”🤍
15/12/2023

Lesson of the year 2023 :

“Family is everything..”🤍

15/12/2023

দুনিয়ার সব কষ্ট একদিকে,আর ফোন নষ্ট হ‌ওয়ার কষ্ট একদিকে।পরেরটা বেশি ভারী।

13/12/2023

কবে যে একটা শান্তির ঘুম ঘুমাইছি কোনো চিন্তা ছাড়া,
আমার মনে নাই ।

11/12/2023

একদিন সুদিন আসিয়া দেখিবে আমি নাই।🌻

Dream position..🥹🥵
10/12/2023

Dream position..🥹🥵

29/11/2023

চারিদিকে শুধু ভিঁজা মাডি.!
দুনিয়াডা বুঝি কবর.🙂

28/11/2023

এক পুরুষের স্পর্শ পেলে অন্য পুরুষকে ভুলে যাওয়া নারীর ধর্ম! নারী প্রথম পুরুষের স্পর্শ ভুলে না। আমার ঠোঁটের কলঙ্ক তোমার ঠোঁটে রেখে দিলে, তুমি আর ঘূনাক্ষরেও আমার হবেনা। গত শীতেই চোখ রাঙিয়ে তুমি অন্যের হয়ে গেছো। শীতের চাদর বদলানোর মতো যাদের প্রেমিক বদলানোর স্বভাব, তাদের লায়লী মজনুর প্রেম কাহিনী শুনিয়ে লাভ নেই। নষ্টামি মনের মধ্যে থাকলে বোরকা পড়েও নষ্টামি করবেই। নষ্টা রা কান্না বুঝে না, আবেগ তাদের কাছে পানির মতো সস্তা ।

আবেগ দিয়ে দুই চার লাইন কবিতা হলেও সংসার হয় না। তুমি আমার প্রেমিকা বলার আগে তুমি আমার বন্ধু বলতে শিখো। যার সাথে সম্পর্কে আছো তাকে বুঝাও,
-পৃথিবীতে নিয়তি নামে একটা খেলা আছে। নিয়তি যদি তোমাকে আমাকে এক না করে, বন্ধুত্ব বাঁচিয়ে রেখো।
'তোমাকে ছাড়া বাঁচতে পারবো না', কখনো বলো না। তাকে শেখাও, বুঝাও, নিয়তি না চাইলে তোমাকে আমাকে একাই থাকতে হবে। অন্যের খাঁচায় বন্দি হয়ে হলেও তুমি সুখে থাকবে। তুমি সুখে থাকলে আমার মুখে হাসি থাকবে। আমার মনে শান্তি থাকবে ।

কালবৈশাখী ঝড়ে ঘর ভেঙে গেলে দেখবেন, ভিঁটেমাটি থাকে। সেই ভিঁটেমাটি আঁকড়ে ধরে আবার নতুন করে ঘর সাজিয়ে নিন। সম্পর্কের ক্ষেত্রে একই, বিচ্ছেদ হয়ে গেলেও সম্মান হারাতে দিয়েন না। সম্মান টুকু আঁকড়ে ধরে বেঁচে থাকুন।মানুষ মরে গেলেও ভালোবাসা মরে না ।

কখনোই কারো উপর সম্পূর্ণ নির্ভরশীল হবেন না। প্রিয় একটা সময় প্রিয় থাকে না। বৃষ্টিতে একাই ভিজতে হবে
সবসময় কেউ একজন মাথার উপর ছাতা ধরবে না ।
জ্বর চুমু তে সেরে উঠেনা, এন্টিবায়োটিক লাগে প্রিয়।

- কাজল পারভে

27/11/2023

পুরুষের সাথে কেউ কোনোদিন মেয়ে বিয়ে দেয়নি!!
দিয়েছে তার সাফল্য বা সামর্থ্যের কাছে। যেমন: পাত্র কি করে??
বেতন কত!!

21/11/2023

Address

Mymensingh

Telephone

+8801933217139

Website

Alerts

Be the first to know and let us send you an email when IgnorE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to IgnorE:

Share