MD.Muntashir Mahmud

MD.Muntashir Mahmud Social media agency

03/05/2023
26/08/2022
হেলিয়া ভেঞ্চুরি এরেটর• অরজিনাল হেলিয়া ব্র্যান্ডের এরেটরগুলো আপনার পুকুরের ব্যবহার করে মাছ চাষে দ্রুত লাভবান হতে পারেন।...
26/08/2022

হেলিয়া ভেঞ্চুরি এরেটর
• অরজিনাল হেলিয়া ব্র্যান্ডের এরেটরগুলো আপনার পুকুরের ব্যবহার করে মাছ চাষে দ্রুত লাভবান হতে পারেন।
• বিশ্বখ্যাত হেলিয়া ব্র্যান্ড এরেটর গুলো খুব কম বিদ্যুৎ খরচ করে। এবং সহজে নষ্ট হয় না।
• অরজিনাল তামার কয়েল এর এরেটর গুলো খুব সহজেই পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন প্রদান করে।
সাথে সাথে স্রোত ও সৃষ্টি করে। অর্থাৎ একই সাথে দুই কাজ।
• পুকুরের আকৃতির উপর নির্ভর করে এরেটর লাগাতে হয়। আপনার পুকুর যদি ১০ থেকে ৩০ শতাংশ হয় তাহলে পুকুরের দুই পাশে দুইটি লাগালেই যথেষ্ট।

• পুকুরে যদি পর্যাপ্ত পরিমাণ স্রোত না থাকে তাহলে মাছ এক্সারসাইজ করার সুযোগ পাবে না। আমরা জানি মাছের প্রকৃতি হল স্রোতের বিপরীত দিকে চলা। যার ফলে মাছের পরিশ্রম হয় এবং ক্ষুদা লাগে। তখন খাবার খেলে মাছের শরীর গঠনে কাজে লাগে এবং মাছের গ্রোথ ঠিক থাকে।
যেখানে মাছের ওজন ৪ কেজি হওয়ার কথা অক্সিজেনের অভাবে সেখানে এক কেজি হয়ে খিচ লেগে থাকে। প্রখ্যান্তরে মাছ অক্সিজেনের অভাবে উপরে ভেসে আসে এবং খাবি খেতে থাকে। কিছুদিন পর মাসের শরীরে লালচে দাগ দেখা যায়, ফুলকা পচ া ও পাকনা প্রচার রোগ দেখা দেয়। এক সময় যাকে যাকে মারা যায়। তখন সহজে নিয়ন্ত্রণে আনা যায় না।

• সুতরাং ভালো ব্র্যান্ডের এরেটর ব্যবহার করলে অক্সিজেন এবং স্রোত দুটো সৃষ্টি করে। যার ফলে মাছের গ্রোথ বৃদ্ধি হয় এবং রোগবালাই হয়না বললেই চলে।
• এরেটর টি পুকুরে সেট করা খুব সহজ।জাস্ট আপনি পুকুরের মে অংশে সেট করতে চান সেখানে দুটি বাঁশ আড়াআড়ি ভাবে মাটিতে পুঁতে দিয়ে একটি চেংগির মতো তৈরি করে মাঝখানে শক্ত করে বেঁধে দিতে হবে যাতে নড়াচড়া না করতে পারে।পাম্পটি মাটির নিচেই থাকবে সব সময়।এরপর বিদ্যুতিক সংযোগ দিলেই ইনসাল্লাহ ছরেটর কাজ শুরু করে দিবে।
• অতএব পুকুরে এরেটর বাবদ যদি কিছু টাকা খরচ হয়েও থা পরবর্তিতে তা আপনি সুদে আসলে ফেরত পাবেন। অর্থাৎ আপনার ৫০০০০০ থেকে ১০০০০০ টাকা অতিরিক্ত লাভ হবে।
হেলিয়া ভেন্চুরি এরেটর এর সুবিধা :
১.অন্য এরেটর এর তুলনায় বিদ্যুৎ খরচ কম
২.অন্য এরেটর এর তুলনায় বেশি অক্সিজেন সরবরাহ করতে সক্ষম।
৩. বেশি স্রোত সৃষ্টি করতে পারে।
৪.খুব সহজেই যে কেউ সেটিং করতে পারে।
৫. অত্যন্ত সহজলভ্য অর্থাৎ দাম এর তুলনায় বেশি কর্মদক্ষতা রয়েছে।
Hailea erator pump for pond
Price :
Hailea bf- 250 watt- 250 216L/M - 12900 Tk
Hailea bf- 370 watt- 300 250L/M - 13900 Tk
Hailea bf- 450 watt- 370 399L/M - 14900 Tk

অর্ডার করার নিয়ম: ০১৯৫২৯৫১০৪৭ উক্ত নাম্বারে কল দিবেন অথবা ইনবক্সে যোগাযোগ করুন।

Refreshment
17/02/2022

Refreshment

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD.Muntashir Mahmud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD.Muntashir Mahmud:

Videos

Share