Kera Bera

Kera Bera Nothing Is Impossible

08/09/2024

ক্ষমা দিবসেও যাদের ক্ষমা করতে পারতেছি না, তাদেরকে জানাই- 'দুঃখিত'।

জাতীয় সংগীত বদলানোর ঝামেলায় আমি নাই ভাই, মানচিত্র বদলাইতে হইলে ডাক দিয়েন🥱
04/09/2024

জাতীয় সংগীত বদলানোর ঝামেলায় আমি নাই ভাই, মানচিত্র বদলাইতে হইলে ডাক দিয়েন🥱

30/08/2024

দেখুন নেট বন্ধ থাকা অবস্থায় কি হয়েছে🥲

এতোদিন কনফিউজড ছিলাম, যে দেশ কিভাবে স্বাধীন হলো, নামাইলো সরকার, সরকার নামার সাথে সাথে দেশ স্বাধীন হয় কি ভাবে?আজকে সেন মন...
25/08/2024

এতোদিন কনফিউজড ছিলাম, যে দেশ কিভাবে স্বাধীন হলো, নামাইলো সরকার, সরকার নামার সাথে সাথে দেশ স্বাধীন হয় কি ভাবে?
আজকে সেন মনে হইলো দেশ স্বাধীন হইছে, তাই পতাকাতেও পরিবর্তন আসছে,
সবুজের বুক এখন লাল না শুধু, সবুজের চার পাস এখন হলুদ

23/08/2024

সিলেটে বন্যার পরিস্থিতি

তামিম:- এই দেখো আসিফ এইখানে বসে আমাকে নিয়ে সাকিব হাসাহাসি করছে🐸
19/08/2024

তামিম:- এই দেখো আসিফ এইখানে বসে আমাকে নিয়ে সাকিব হাসাহাসি করছে🐸

18/08/2024

ঐ ম্যাডাম দেশ শাসনের জন্যে দেশে ফেরত আসেননি, এসেছিলেন পিতৃহত্যার প্রতিশোধ নিতে ।

২য় বার ফেরত আসলে একই কারণে ফেরত আসবেন : প্রতিশোধ নেয়ার জন্যে ।

কিন্তু এবার আসবে তার সিংহাসন সরাতে যারা দায়ী তাদের প্রতি প্রতিশোধ নিতে ; Be careful.

গভীর শোক প্রকাশ করছি। ধানমন্ডি ৩২ নাম্বারে শোক জানাতে গিয়ে, বিবস্ত্র হয়ে, লাঞ্ছিত হওয়া ভদ্রলোক ক্ষোভে, অপমানে, ঘৃণায় হার...
16/08/2024

গভীর শোক প্রকাশ করছি।
ধানমন্ডি ৩২ নাম্বারে শোক জানাতে গিয়ে, বিবস্ত্র হয়ে, লাঞ্ছিত হওয়া ভদ্রলোক ক্ষোভে, অপমানে, ঘৃণায় হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

15/08/2024

ভয়ানক আগষ্ট!
বাবার পতন ১৫ আগষ্ট, মেয়ের পতন ৫ আগষ্ট।
১৫ × ৫ = ৭৫ সাল!
৭৫ + ১ দফা = ৭৬ (মেয়ের বয়স)।

15/08/2024

জীবন হওয়া উচিৎ
শেখ রেহানার মত,
খাবেন-দাবেন ভোগ করবেন কিন্তু আপনার বিরুদ্ধে কোন অভিযোগ থাকবে না! 😅

13/08/2024

কোর/বানির সময় গরুর গো*শত সকলেই মেপেছেন। জানেন কালকে ফি/লি/স্তি/নে মানু'ষের গো*শত মাপা হয়েছে ⁉️

কালকে তাবিই'ন নামক স্কুলে ফজরের নামাজ পড়ার সময়ে মুসল্লীদের উপরে দ খ ল দার ই/জ*রা য়েলির বোম্বিংয়ে ১০০ উপরে নামাজরত মুসল্লী মা*রা যায়। তাদের অবস্থা এমন হয়েছিল যে লা **শ শনাক্ত করা যাচ্ছিলো না।
প্রতি ৭০ কেজি মাংস মেপে একজন মৃ ত মানুষ হিসাবে দা*ফন করা হয়েছে!

😭😭😭😭

কেনিয়ার হয়ে দৌড়চ্ছিলেন আবেল মুতাই। খুব ভাল দৌড়চ্ছিল, সবাইকে পিছনে ফেলে প্রায় পৌঁছে গেছেন শেষ ল্যাপে।তার পেছন পেছনই ধেয়ে ...
12/08/2024

কেনিয়ার হয়ে দৌড়চ্ছিলেন আবেল মুতাই। খুব ভাল দৌড়চ্ছিল, সবাইকে পিছনে ফেলে প্রায় পৌঁছে গেছেন শেষ ল্যাপে।

তার পেছন পেছনই ধেয়ে আসছেন স্প্যানিশ অ্যাথলেট ইভান ফার্নান্ডেজ।

শেষ সীমানার অল্প একটু আগে পৌঁছে বিভ্রান্ত হয়ে পড়লেন আবেল মুতাই, তিনি ফিনিশিং লাইন বুঝতে না পেরে ভাবলেন তিনি জিতে গেছেন আর দৌড়ের গতি কমিয়ে দিলেন।

তার পেছনে থাকা স্প্যানিশ অ্যাথলেট ইভান ফার্নান্ডেজ আন্দাজ করে ফেললেন আবেল মুতাইয়ের কনফিউশানের ব্যাপারটা, আর সাথে সাথেই স্প্যানিশ ভাষায় চিৎকার করে আবেলকে বলতে শুরু করলেন, "দৌড় শেষ হয়নি, তুমি দৌড়তে থাকো।"

আবেল স্প্যানিশ ভাষা না বুঝে আরো বিভ্রান্ত হয়ে পড়ে। ইভান বুঝতে পারে আর কোনো উপায় নেই... সে আবেলের কাছাকাছি এসে একরকম ধাক্কা মেরে ভিক্ট্রি লাইন পার করে জিতিয়ে দেয় আবেল মুতাইকে...!

দৌড় শেষ হবার পর সাংবাদিকরা ঘিরে ধরে ইভানকে। প্রশ্ন একটাই, তুমি এইরকম কেন করলে..?

ইভান ফার্নান্ডেজ বললেন, "আমি একটি সামাজিক পৃথিবী চাই যেখানে আমরা সবাই সবাইকে সাহায্য করব।"

সাংবাদিকরা সন্তুষ্ট হয় না এই জবাবে, আবার প্রশ্ন করে, "কিন্তু তুমি না জিতে ওকে জিতিয়ে দিলে কেন..?"

ইভান ফার্নান্ডেজ বললেন, "জয়টা আমার প্রাপ্য ছিল না, যার প্রাপ্য ছিলো আমি তাকে সাহায্য করেছি মাত্র। আর এমন জয় দিয়ে কি পাবো, একটা মেডেল...?
যেখানে নৈতিকতা থাকবে না... আমার মা আমাকে সে শিক্ষা দেয়নি....।"

এই কাহিনীটা পড়ে এক অন্যরকম অনুভুতি হলো... আমাদের পরিবার-সমাজ, আমাদের শিক্ষা-সংস্কৃতি শুধুমাত্র আমাদেরকে জিততেই শেখাচ্ছে, কাউকে জেতাতে শেখায়নি কখনো।

আমাদের শুধু জেতা প্রয়োজন, সফল হওয়া প্রয়োজন। সেটা যেভাবেই হোক যে কোন মাধ্যমেই হোক। কাউকে জেতানোর মধ্যেও জিতে যাওয়া থাকতে পারে। কাউকে সাহায্য করার মধ্যেও সফলতা থাকতে পারে।

এ এক আশ্চর্য মানুষ, সুন্দর সমাজ গড়ার কারিগর ইভান ফার্নান্ডেজ। তোমাকে স্যালুট 💞💞

প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন 🙏🙏 পেজটি প্রথম দেখলে একটা ফলো দিয়ে পরবর্তী প্রতিবেদন লিখতে উৎসাহিত করবেন 💞💞 ধন্যবাদ 🙏




😂😂😂
12/08/2024

😂😂😂

10/08/2024

জানি না কতটুকু সত্য

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা,
কর্মীদের নির্দেশ দিচ্ছেন ১৫ আগস্টের, বিস্তারিত ভিডিওতে

#আওয়ামিলী #ছাত্রলীগ #যুবলীগ #কোটা #আন্দোলন #ছাত্র াংলা #আসিফ #মাহতাব #আসিফমাহতাব

10/08/2024
08/08/2024

আমাকে প্রয়োজন মনে না করলে বলেন, আমি চলে যাবো। কিন্তু যেহেতু আমাকে ডেকেছেন তাহলে আমার কথা শুনতে হবে।

- ড. মুহাম্মদ ইউনূস

08/08/2024

এই সুযোগে আমারে নিয়ে পা'লা'ই যান। আমার বাপ মামলাও করতে পারবে না।পু'লি'শও নাই যে খুঁজবে আমাদের😄

"সাত কোটি বাঙালিরে  হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালি করে মানুষ করনি..!"- রবীন্দ্রনাথ ঠাকুর।          আজ ২২ শে শ্রাবণ, কবিগুর...
08/08/2024

"সাত কোটি বাঙালিরে হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালি করে মানুষ করনি..!"- রবীন্দ্রনাথ ঠাকুর।
আজ ২২ শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস। গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় কিছু দৃশ্য দেখে আমার মত অনেকেরই হয়তো চোখ অশ্রু পূর্ন হয়েছে..। রবীন্দ্রনাথ ঠাকুর কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনো পোষ্ট দেখলেই আমি একটা কথা লিখি, " সবার রবীন্দ্রনাথ, সবার জন্য রবীন্দ্রনাথ।"
এখন বুঝতে পারছি সবার রবীন্দ্রনাথ হতে পারে.. কিন্তু সবার জন্য রবীন্দ্রনাথ নয় ।
- 🙏😢🙏

স্বাধীনতার উপহার
07/08/2024

স্বাধীনতার উপহার

07/08/2024

আর যাই করেন কাজী অফিস কেউ ভাঙ্গিবেন না প্লিজ, আমি এখনো অবিবাহিত! 🥺

07/08/2024

ফ্যামেলির সাথে TV দেখতে বসলেই 😑😵😶

সালা/র😫😫
👉নায়ক নায়িকার চু/ম্মা চু/ম্মি বেড়ে যায়🤧😬😅

07/07/2024

Just Chill 🥰🥰

Address

Mymensingh Baghara

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kera Bera posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Mymensingh Baghara

Show All