AB Azizul Haque

AB Azizul Haque Alhamdulillah because I was born in a Muslim family

24/05/2024

খারাপ খেলার
একটা লিমিট থাকা
দরকার 🇧🇩🏏

12/05/2024

নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘাঁড়ে দোষ চাপিয়ে দেয়
তাদের সাথে তর্ক করে জেতা যায়না কখনো
কারন তারা মিথ্যা কে যুক্তি দিয়ে সুন্দর করে সাজিয়ে ফেলে ।

12/05/2024

নাটক করে সারাজীবন কারো কাছে ভালো থাকা যায় না মুখোশ একদিন ঠিকই খুলে যায় অপেক্ষা শুধু সময়ের। 🤔

With Ridoy The Sailor – I just got recognized as one of their top fans! 🎉
12/05/2024

With Ridoy The Sailor – I just got recognized as one of their top fans! 🎉

20/04/2024

রাজধানীর তীব্র এ-ই গরমে
হীট অফিসার
এখন কোথায়

20/04/2024

আপনার যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকুন সুখী থাকুন নিজেকে হালকা ভাবুন একটু বিনয়ী হোন।এবং কঠিন পরিশ্রম করুন যতো টুকু সম্ভব নিজেক সততার সাথে ঘুটিয়ে নিন এবং হালাল রিজিক খাওয়ার চেষ্টা করুন

Azizul.....

19/04/2024

আজকাল সমাজে চলাটা খুবই কষ্টকর। আপনার কর্ম আপার চলাফেরা নিয়ে হাসাহাসি অবহেলা আরো কতো কি যা বলে শেষ করা যাবে না
সবার সাথে সমাজে নিজেকে মানিয়ে নেওয়া অনেক কষ্টের
যা আজ কাল প্রতিনিয়ত দেখতে পাচ্ছি বা অনুধাবন করছি।

সমাজের কিছু নিয়মনীতি গুলো দূর্বল পরিবারের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়। আর তা তারা মেনেও নেয়।
আর এগুলোর হুকুম দাতা হলো পূর্বপুরুষদের রক্তে কিছু ঝামেলা ছিল তাদের অনুসারী এই স্বভাব গুলো তারা ছাড়তে পারে না। সমাজের মানুষ তাদেরকে কে ভয় পায় এটা তাদের ধারনা। কথা হচ্ছে এসব করে কখো সাধারন মানুষের প্রিয় হওয়া যায় না নিজের তাকাব্বরি বল প্রয়োগ করে ক্ষমতাবানদের সাথে উঠাবসা করে নিজের স্বার্থ হাসিল করে।

একদিন এর প্রতিধান দুনিয়া আখেরাতে দিতে হবেই হবে।
মানির মান জুতা দিয়া পিটালেও যায় না 🤭
এসব ছেচরাদের সামাজিক ক্ষেত্রে মাঝে মাঝে কথা বলতে হয় তা না হলে উল্টাপাল্টা নিয়মকানুন তৈরি করে ফেলে।
যতো টুকু সম্ভব সামাজিকতা মেনে এদের থেকে দূরে থাকা মঙ্গল। কারো সাথে টেক্কা দেওয়া দরকার নাই

Azizul....

18/04/2024

জীবনে চলতে হলে খুব সাবধানে পা ফেলতে হয় কারন কিছু লোক উতপেতে বসে থাকে হোঁচট খেলেই হাসাহাসি শুরু করে দেয়
Azizul....

17/04/2024

হাজারো সহি হাদিস কে যয়ীফ হাদিস বলা এবং হাদিস অস্বীকার করে দুর্বল বলে চালিয়ে দেওয়ার নাম হলো আহালে হাদিস
একটা আছে ইন্ডিয়ার প্রোডাক্ট ওর মুখের ভাষা যে এত জঘন্য

17/04/2024

আপনি যদি কারো মন জয় করতে পারেন তার পছন্দ অপছন্দ জিনিস গুলো জানতে পারেন। তার স্বভাব রুচিবোধ বুঝতে পারেন তাহলে তার কাছে আপনি ভালো মানুষ হিসেবে থাকার জায়গা করে নিতে পারেন সেটা হতে পারে আপনার ভালোবার মানুষ বা অন্য কোন ক্ষেত্রে। 🤭

মাটির এই দেহ নিয়ে অহংকার আমাদের মানায় না।
দুচোখ বন্ধ হলেই সব অন্ধকার। যাকে আপন ভাবো সেও বেশিক্ষন পাশে থাকবে না চলে যাবে। 😴

তাই যতোদিন বাঁচবে সততার সাথে চলবে জীবন যাপন করবে। কারন আমাদের মতো নিন্মবিত্তের একটাই অহংকার সততাকে আকঁড়ে ধরা 🫶

আর হিংসাকে দূরে ছুরে ফেলা। 🥰

16/04/2024

একাকিত্ব একটা ভয়ংকর জিনিস যা এক সময় কারো সঙ্গতাই ভালো লাগেনা 🥴
যদিও এটা কারো অনেক উপকারও হয়।

16/04/2024

আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।

Address

Mymensingh Baghara

Website

Alerts

Be the first to know and let us send you an email when AB Azizul Haque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AB Azizul Haque:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Mymensingh Baghara

Show All

You may also like