![মাঝেমধ্যে মনে হয় জীবন টা আসলে Ripon Mia র মতো অতি সাধারণ হলেই ভালো হতো! মন চাচ্ছে চিটাগাং চলে যাচ্ছে,মন চাচ্ছে চা দোকানে...](https://img4.medioq.com/652/931/563458366529318.jpg)
28/12/2024
মাঝেমধ্যে মনে হয় জীবন টা আসলে Ripon Mia র মতো অতি সাধারণ হলেই ভালো হতো! মন চাচ্ছে চিটাগাং চলে যাচ্ছে,মন চাচ্ছে চা দোকানে গিয়ে চা খাচ্ছে, মুক্তাগাছির মন্ডা খেয়ে চলে আসতেছে, যা মন চাচ্ছে,ঠিক সেটাই করতেছে!
তার লাইফে চাকচিক্য নাই কিন্তু তবুও মনে হয় আসলে এই রকম জীবনযাপন ই আমরা চাই! একদম যা মন চাচ্ছে,সেটাই করতে পারতেছে!
রিপন মিয়ার ভিডিও আপনি সবার সামনে দেখতে পারবেন, সে আপনাকে খুশি করার জন্য ভিডিও বানাবে না,নিজের ইনকামের জন্য ও বানাবে না, বিজনেস এর জন্য ও না। সিম্পল লাইফ,যা ভাল্লাগে,একদম সেটাই!
রিপন মাঝেমধ্যে এমন সব ভিডিও বানায়,শুধু এটাই ভাবি 'এই জিনিস মাথায় আসলো কেমনে?' কোনো ফেইক এক্সপ্রেশন নাই,শুধুই নিখাদ বিনোদন ❤️
সবশেষে রিপনের কাছে একটাই রিকোয়েস্ট, 'এটাই বাস্তব, হা হা হা' না বলে যেনো আবার আগের মতো 'আইলাভিউ' বলে! এটাই সবচেয়ে বেশি মানায়!❤️