27/12/2025
বার্ষিক ফলাফল প্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫
চট্টগ্রামের ব্রাইট মডেল স্কুল এন্ড কলেজে ২৭ ডিসেম্বর সকাল ৯টায় অনুষ্ঠিত হলো বার্ষিক ফল প্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মুহাম্মদ একরামুল হক, বি.সি.এস (সাধারণ শিক্ষা), উপ-পরিচালক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রাম।
সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মুহাম্মদ শফিউল কাদের।
অনুষ্ঠান উদ্বোধন করেন জনাব কামাল হোসাইন, সভাপতি, ব্রাইট মডেল স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
• জনাব মাহমুদুল করিম, ক্লাস কোঅর্ডিনেটর ও উপপ্রধান (বাংলা বিভাগ), প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল, চট্টগ্রাম।
• জনাব হাজী নুর মোহাম্মদ, সহ-সভাপতি, ব্রাইট মডেল স্কুল পরিচালনা পর্ষদ।
• জনাব বেজাউল করিম চৌধুরী, সিনিয়র শিক্ষক (গণিত), কলেজিয়েট স্কুল।
ফল প্রকাশের আগে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিক্ষার্থীরা পরিবেশন করে কবিতা আবৃত্তি, নৃত্য ও গান, যা দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মনজুর আলম এবং শ্রাবন্তী দাশ।
অতিথিরা শিক্ষার্থীদের প্রতিভা ও সৃজনশীলতা প্রশংসা করেন এবং তাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানান।
অনুষ্ঠানের শেষপর্বে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যেখানে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়।