Muradnagar Titas TV

Muradnagar Titas TV গোজব নয়, সত্য প্রকাশ করাই আমাদের লক্ষ্য

গোজব নয় সত্য প্রকাশ করাই আমাদের মূল উদ্দেশ্য |
আপনার আশেপাশে ঘটে যাওয়া অপরাধ গুলোর তথ্য দিয়ে সংবাদ প্রচারে ও আইনের আওতাভুক্ত করতে সাহায্য করুন, সংবাদদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে |
প্রয়োজনে: 01314-632878-01875-488535,
017 1632 1952

15/05/2023
15/05/2023

সৌদিতে এক সপ্তাহে ১১ হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তার।
বিস্তারিত প্রথম কমেন্টে....

15/05/2023

বাশের মুলি দিয়ে ঘরের অসাধারণ সিলিং (কার),
যারা বিভিন্ন ডিজাইনের সিলিং করতে চান আজই যোগাযোগ করতে পারেন, সিলিং কারিগর মোঃ নজরুল ইসলাম মালু, কুমিল্লা মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর কাঠালিয়া কান্দা,

মোবাইল 01714247159,,01740542708

"মোখা" দেখতে সৈকতে একদল বোকাদের  ভিড়, সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর!
14/05/2023

"মোখা" দেখতে সৈকতে একদল বোকাদের ভিড়, সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর!

বাংলাদেশ এবং মিয়ানমার দিয়ে রোববার উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় মোখা। অতি প্রবল এই ঝড়ের ঝাপটা বাংলাদেশ অংশে মূলত গেছে কক্...
14/05/2023

বাংলাদেশ এবং মিয়ানমার দিয়ে রোববার উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় মোখা। অতি প্রবল এই ঝড়ের ঝাপটা বাংলাদেশ অংশে মূলত গেছে কক্সবাজারের টেকনাফ ও সেন্ট মার্টিন দ্বীপের উপর দিয়ে। সেখানে ঘরবাড়ি,গাছপালা ও বিদ্যুতের খুঁটিসহ বিভিন্ন অবকাঠামো উড়ে গেছে।

https://thenrbtimes.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%80%e0%a...
14/05/2023

https://thenrbtimes.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be/

হাফেজ নজরুল, মুরাদনগর (কুমিল্লা) : কুমিল্লার মুরাদনগরে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও মুরাদনগর উপজে...

ঐতিহ্যবাহী রামচন্দ্রপুর রামকান্ত বহুমুখী উচ্চবিদ্যালয়ের ১৯৯১ ব্যাচের অন্যতম মেধাবী ছাত্র ও ঢাকা কলেজের সহযোগী অধ্যাপক (র...
14/05/2023

ঐতিহ্যবাহী রামচন্দ্রপুর রামকান্ত বহুমুখী উচ্চবিদ্যালয়ের ১৯৯১ ব্যাচের অন্যতম মেধাবী ছাত্র ও ঢাকা কলেজের সহযোগী অধ্যাপক (রসায়ন) বাবু নকুল চন্দ্র পাল এর স্ট্রোক জনিত কারনে পরলোক গমন করায় রামচন্দ্রপুর রামকান্ত বহুমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষা পরিবার শোকাহত! আমরা তার বিদেহী আত্মার সদগতি কামনা করি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।

প্রচুর শেয়ার করুন প্রচুর শেয়ার করুন।আজ বিকালে ঢাকা - চট্টগ্রাম মহা সড়কের সাইনবোর্ড এলাকায় 'তামিরুল মিল্লাত মহিলা মাদরাসা...
13/05/2023

প্রচুর শেয়ার করুন প্রচুর শেয়ার করুন।

আজ বিকালে ঢাকা - চট্টগ্রাম মহা সড়কের সাইনবোর্ড এলাকায় 'তামিরুল মিল্লাত মহিলা মাদরাসা সংলগ্ন বিশ্বরোড পারাপার হওয়ার সময় গাড়ি ধাক্কায় রক্ত*ক্ষরণ হয়ে সেখানেই শাহাদাত বরণ করে। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার লাশ এখন সাইনবোর্ড মিতালি মার্কেট সংলগ্ন " প্রো একটিভ মেডিকেল কলেজের মর্গে আছে।
সঙ্গে তার কোন আই ডি কার্ড বা পরিচয় পত্র পাওয়া যায়নি।
কেউ চিনে থাকলে দ্রুত যোগাযোগ করুন।
পোস্ট টি শেয়ার করার অনুরোধ।
বেশি সম্ভব জানা গেছে বাড়ি কুমিল্লা তিতাস।
তিতাসের কেউ থাকলে শেয়ার করুন।

01828-496642

হোমনা থেকে অপহরন হওয়া বাচ্চাকে উদ্ধার ও অপহরনকারী মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।আজ দুপুরে বাচ্চাটির মায়ের সরলতার সুযোগ নি...
13/05/2023

হোমনা থেকে অপহরন হওয়া বাচ্চাকে উদ্ধার ও অপহরনকারী মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ দুপুরে বাচ্চাটির মায়ের সরলতার সুযোগ নিয়ে হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে কৌশলে বাচ্চাটি নিয়ে পালিয়ে যায় অপহরনকারী মহিলা।

বিষয়টি জানিয়ে হোমনা থানায় একটি লিখিত অভিযোগ দিলে, হোমনা থানা পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহন করে এবং প্রযুক্তির সহায়তা নিয়ে বাচ্চাটিকে চট্রগ্রাম এলাকা থেকে উদ্ধার ও অপহরনকারী নারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

ফেসবুক বন্ধুরা অপহরনের সংবাদটি দ্রুত ছড়িয়ে দিয়ে বাচ্চাটিকে উদ্ধারে সহায়তা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা।

'প্রথম ছবিতে মায়ের কোলে শিশুটি'

শিশুটি উদ্ধারে সহযোগিতা করুন--------------------------------------হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কিছুক্ষণ আগে ছবি...
13/05/2023

শিশুটি উদ্ধারে সহযোগিতা করুন
--------------------------------------
হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কিছুক্ষণ আগে ছবির এই শিশুটিকে চুরি করে পালিয়ে গেছে এক মহিলা।

পুলিশের তথ্যমতে মহিলাটি মুরাদনগর উপজেলার ভেতর দিয়ে পালাচ্ছে।

হালকা পাতলা গড়ণ খয়েরি রঙের বোরকা পরা খাটো প্রকৃতির এই মহিলাকে কেউ দেখতে পেলে অতিসত্বর হোমনা থানা ও নিকটস্থ যে কোন থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

12/05/2023

ঘূর্ণিঝড় "মোখার" কারণে চট্টগ্রাম, কুমিল্লা ও বরিশাল শিক্ষাবোর্ডের রবিবারের এসএসসি পরীক্ষা স্থগিত।

12/05/2023

বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। এটি ক্রমশ বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে। কক্সবাজার, চট্টগ্রাম, পায়রা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। তবে মোংলা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আলহামদুলিল্লাহ, মানবিক সংগঠন হাসির ফেরিওয়ালা পরিবারের পক্ষ থেকে রামচন্দ্রপুরের আহত  সিএনজি চালক আশ্রাফ আলীর হাতে   চিকিৎ...
12/05/2023

আলহামদুলিল্লাহ, মানবিক সংগঠন
হাসির ফেরিওয়ালা পরিবারের
পক্ষ থেকে রামচন্দ্রপুরের আহত সিএনজি চালক আশ্রাফ আলীর হাতে চিকিৎসার জন্য ১০ হাজার টাকা তুলে দেন। আল্লাহ তায়ালা তাদের এ দানকে কবুল করুন। আমিন

"আমরা শিক্ষকদের কাছে হাদিস পড়তে চাই" শিরোনামে মাওলানা মুহাম্মাদ মামুনুল হক সহ কারাবন্দী আলেমদের মুক্তির দাবীতে জাতীয় প্র...
12/05/2023

"আমরা শিক্ষকদের কাছে হাদিস পড়তে চাই" শিরোনামে মাওলানা মুহাম্মাদ মামুনুল হক সহ কারাবন্দী আলেমদের মুক্তির দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত।

অভিনন্দনসারাদেশের মধ্য ১ লা মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত ক্লুলেস মামলার রহস্য উদঘাটন এবং অস্ত্র, গুলি, মাদকদ্রব্য উদ্ধার...
12/05/2023

অভিনন্দন

সারাদেশের মধ্য ১ লা মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত ক্লুলেস মামলার রহস্য উদঘাটন এবং অস্ত্র, গুলি, মাদকদ্রব্য উদ্ধারসহ ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ২৪ টি পুরস্কার অর্জন করে কুমিল্লা জেলা পুলিশ। এর মধ্যে ৩ টি পুরস্কার অর্জন করায় হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সহ তার টিমকে শুভেচ্ছা ও অভিনন্দন।

গৃহ শিক্ষক সাইদুলের হাতে শিক্ষার্থী খুন, আইসিইউতে আহত মা!!হোমনা উপজেলা প্রতিনিধি:ঢাকা গাজীপুর নিজ বাসায় ঢুকে গলা কেটে এক...
11/05/2023

গৃহ শিক্ষক সাইদুলের হাতে শিক্ষার্থী খুন, আইসিইউতে আহত মা!!

হোমনা উপজেলা প্রতিনিধি:

ঢাকা গাজীপুর নিজ বাসায় ঢুকে গলা কেটে এক কলেজ ছাত্রী রাবেয়া আক্তার (২১)কে হত্যা করে তাদেরই গৃহ শিক্ষক সাইদুল ইসলাম (২৫)। ঘটনাটি ঘটেছে গাজীপুরের সালনা এলাকায় গত সোমবার রাতে।

নিহতের পরিবারের দেশের বাড়ি কুমিল্লা জেলার হোমনা উপজেলার হোমনা পৌর সভার শ্রীমদ্দি চরেগাও গ্রাম ৬ নং ওয়ার্ডে। বর্তমানে পরিবার পরিজন নিয়ে ঢাকা গাজীপুরে বসবাস করছেন।

নিহত শিক্ষার্থী রাবেয়া আক্তার গাজীপুরের দক্ষিণ সালনা এলাকার আবদুর রউফের মেয়ে। নিহত রাবেয়া ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। ঘটনার সময় ছুরিকাঘাতে আহত হয়েছেন রাবেয়ার মা ইনসুরেত নেছা (৫০), বোন হাবিবা (১৮), খাদিজা (১৫) ও জান্নাত (১৩)।

এ সময় বাধা দিলে ওই ছাত্রীর মা ও তিন বোনকে কুপিয়ে জখম করে খুনি। আহত মা বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)তে চিকিৎসাধীন।

খুনি সাইদুল ইসলাম ময়মনসিংহের মুক্তাগাছা থানার মহেশতারা গ্রামের ফজলুর রহমানের ছেলে।

অভিযুক্ত সাইফুল ইসলাম গাজীপুর দক্ষিণ সালনা এলাকার একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন। পাশাপাশি একটি মসজিদে নামাজ পড়ান এবং নিহতের বাড়িতে গৃহ শিক্ষক হিসেবে আরবি পড়ান।

সাইদুল ইসলামের বিরুদ্ধে গাজীপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা। উক্ত ঘটনার পর থেকে আসামি গৃহ শিক্ষক সাইদুল ইসলাম পলাতক রয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, কুমিল্লার হোমনার শ্রীমদ্দি এলাকার বাসিন্দা আবদুর রউফ সালনা বাজারে একটি শোরুমে চাকরি করেন। সেখানেই সপরিবার বসবাস করেন।

ছোট দুই মেয়েকে কোরআন শিক্ষার জন্য সাইদুল ইসলামকে গৃহ শিক্ষক হিসেবে নিয়োগ করেন আবদুর রউফ।

কিছু দিন পর সাইদুল রাবেয়াকে বিয়ে করার জন্য তাঁর পরিবারের কাছে প্রস্তাব দিলে তার পরিবার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

এর পরও সাইদুল রাবেয়াকে বিভিন্নভাবে বিয়ে করার জন্য জোরজবস্তি করেন।
তাতেও ক্ষান্ত হননি একপর্যায়ে রাগে এবং ক্ষোভে প্রতিহিংসাত্মক হয়ে সাইদুল হঠাৎ বাসায় ডুকে এলো পাথারিভাবে ছুরিকাঘাত করেন রাবেয়াকে । তাঁর চিৎকার শুনে মা বোন অন্য রুম থেকে আসলে তাদেরকেও আঘাতের পর আঘাত করেন।

মামলা সূত্রে জানা যায়, সাইদুল সোমবার রাত সাড়ে আটটার দিকে বাসায় প্রবেশ করে রাবেয়াকে ছুরি দিয়ে মাথা, গলা, হাত ও পায়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। তাঁর চিৎকারে মা ও দুই বোন দৌড়ে রাবেয়া আক্তারের ঘরে গিয়ে দেখেন, সাইদুল ছুরি দিয়ে তখনো রাবেয়াকে ছুরিকাঘাত করছেন। এ সময় বাধা দিলে ছুরি দিয়ে তিনি অন্যদেরও আঘাত করে পালিয়ে যান সাইদুল।

রাবেয়ার বাবা আবদুর রউফ বলেন, সাইদুল আমাদের গৃহশিক্ষক ছিল। ছোট দুই মেয়েকে সে কোরআন পড়াত। সে আমার বড় মেয়েকে বিয়ে করার প্রস্তাব দিলে আমরা সরাসরি না করে দিই। যার কারণেই সে বাড়িতে ঢুকে আমার বড় মেয়েকে কুপিয়ে হত্যা করে এবং আমার স্ত্রী ও মেজো মেয়েকেও জখম করে।

গুরুতর অবস্থায় রাবেয়াকে স্থানীয় ব্যক্তিরা শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতেই কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

আশঙ্কাজনক হওয়ায় তার মাকে রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়।
আহত ছোট বোনদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

রাবেয়াদের প্রতিবেশী মাহমুদুল হক সাংবাদিকদের বলেন,‘গত সোমবার রাতে হঠাৎ চিৎকার শুনে তাঁদের ঘরের দিকে দৌড়ে গেলে দেখতে পাই তাদের গৃহ শিক্ষক সাইদুল দৌড়ে পালিয়ে যাচ্ছে। পরে গুরুতর অবস্থায় রাবেয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এ ঘটনায় রক্তাক্ত ছুরি উদ্ধার করেছে পুলিশ। গাজীপুর সদর থানার ওসি জিয়াউল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তাক্ত ছুরিটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহত ছাত্রীর বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। আসামি সাইদুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিহতের লাশ আজ বুধবার কুমিল্লা হোমনায় তার নিজ বাড়ি চরেরগাও পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

https://www.dailynewsbd.online/2023/05/blog-post_91.html
10/05/2023

https://www.dailynewsbd.online/2023/05/blog-post_91.html

হাফেজ নজরুল : সৌদি আরবে নিহত সফিকুল হাসানের লাশ নিজ গ্রাম কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্...

মেয়েটিকে দাউদকান্দি পাওয়া গেছে। পরিচয় পাওয়া জন্য শেয়ার দিন।মেয়েটির নাম উন্মে হানী, পিতা, শাহজালাল, মাতা, নূরনাহার মুরাদন...
10/05/2023

মেয়েটিকে দাউদকান্দি পাওয়া গেছে।
পরিচয় পাওয়া জন্য শেয়ার দিন।
মেয়েটির নাম উন্মে হানী, পিতা, শাহজালাল, মাতা, নূরনাহার মুরাদনগর এই টুকু বলতে পারে।
মেয়েটি দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা এর হেফাজতে রয়েছে।
যদি কেউ পরিচয় জানেন, অবশ্যই দাউদকান্দি মডেল থানার যোগাযোগ করার জন্য অনুরোধ রহিলে। মোবাইল : 01320-114126.
মুরাদনগর উপজেলা

হত্যায় ব্যবহৃত ৩টি অস্ত্রের যোগানতাদা দেবিদ্বারের শীর্ষ দুই নেতার ঘনিষ্ট আত্মীয় মাজহারুল ইসলাম সৈকত..মাথা থেকে হিজাব সরে...
10/05/2023

হত্যায় ব্যবহৃত ৩টি অস্ত্রের যোগানতাদা দেবিদ্বারের শীর্ষ দুই নেতার ঘনিষ্ট আত্মীয় মাজহারুল ইসলাম সৈকত..
মাথা থেকে হিজাব সরে যাওয়া আরিফ হচ্ছে মুল পরিকল্পনা কারী ও অর্থের যোগানদাতা..
সুজনের মাছের প্রজক্টে বসে দ্বিতীয় দফায় দেলোয়ারের সাথে পরিকল্পনা করে খুনি আরিফ। সন্ধ্যার (৩০ এপ্রিল) মধ্যেই জামালকে হত্যা করা হবে। বিনিময়ে দেলোয়ারের পরিবারকে ভরণ পোষণের দায়িত্বও নেয়।
পরিকল্পনা অনুযায়ী গৌরীপুর পাওয়ার হাউসে বসে তিন খুনি আরিফ, কালা মনির ও দেলোয়ার হোসেন দেলো অপেক্ষা করে এবং আরিফ ও কালা মনির মোবাইল ফোনে কালা মনিরের ভাই রবিউলের কাছ থেকে জামাল হোসেনের অবস্থান জেনে নেয়।
এরপর একটি সিএনজিতে করে ঘটনাস্থলে যাও এবং তাৎক্ষণিক কালা মনির জামালকে লাত্থি দিয়ে ফেলে দেয় এবং গুলি করে। এরপর আরিফ ও দেলোয়ার আরো দু'টি গুলি করে স্বদর্পে পালিয়ে যায়..

এদিকে তিতাসের গাজীপুরের ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ গার্লস কলেজের আইসিটি শিক্ষক মো. শহিদুল ইসলাম সাদ্দাম ৪০হাজার টাকার বিনিময়ে অভিযুক্ত তিন আসামীকে নিরাপদে পলায়নে সহযোগিতা করে। প্রথমে নোয়াখালী ও হোমনা দিয়ে নরসিংদীর হয়ে, ঢাকা পৌছে দেয়।

10/05/2023

গরম আর লোডসেডিং যেন একে অপরের পরম বন্ধু!

10/05/2023

কমিটির ২৫ তম সভা শেষে অধ্যাপক আব্দুল মজিদ কলেজের ২৫ বছর পূর্তি রজতজয়ন্তী অনুষ্ঠানের তারিখ আগামি ৩ ফেব্রুয়ারী ২০২৪ সালে দেয়া হলো।

09/05/2023

কুমিল্লা তিতাস বাতাকান্দি বাজারে রাস্তা আটকিয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক রৌশন আলী এর বিরুদ্ধে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ।

ঐতিহ্যের খোঁজে---মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর বাজার  হয়ে শ্রীকাইল ইউনিয়ন এর স্বল্পা উত্তর  পেন্নই চুলুরিয়া,বরিয়াচাড়া,...
09/05/2023

ঐতিহ্যের খোঁজে---
মুরাদনগর উপজেলার
রামচন্দ্রপুর বাজার হয়ে শ্রীকাইল ইউনিয়ন এর
স্বল্পা উত্তর পেন্নই
চুলুরিয়া,বরিয়াচাড়া, রোয়াচালা, ধনপতিখোলা হয়ে আধিপত্য ছিলো এই নদীটির, প্রায় অর্ধশত গ্রামের বিতর দিয়ে বয়ে গেছে এর শাখা প্রশাখা,
এই নদীটা এখন কচুরি পানার কারণে মৃতপ্রায়😢😢
একসময় এই নদী দিয়ে প্রায় অর্ধশত গ্রামের লোকজনের চলাচল ছিল😊
নৌকা ট্রলার অনবরত দিনরাত আসা-যাওয়া করতো।।।
এই নদী কি আর কোনদিন আগের রূপে ফিরে আসবেনা??

কোন এক সময় আমি ট্রলার নিয়ে যাচ্ছিলাম আমার সেই স্মৃতির অ্যালবাম থেকে এই ছবিটা পোস্ট করলাম

রামচন্দ্রপুর পোস্ট অফিসের জরাজীর্ণ অবস্থা, যে কোন মুহূর্তে ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা, নতুন বিল্ডিং করা জরুরি।
09/05/2023

রামচন্দ্রপুর পোস্ট অফিসের জরাজীর্ণ অবস্থা, যে কোন মুহূর্তে ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা, নতুন বিল্ডিং করা জরুরি।

সিটিজেন চার্ট প্রতিটি ইউনিয়ন পরিষদের অফিসের বাহিরে লাগিয়ে দেওয়া জরুরি, আপনার ইউনিয়ন এর খবর কি? আমাদের কে জানান, কোন ক...
09/05/2023

সিটিজেন চার্ট প্রতিটি ইউনিয়ন পরিষদের অফিসের বাহিরে লাগিয়ে দেওয়া জরুরি, আপনার ইউনিয়ন এর খবর কি? আমাদের কে জানান, কোন কোন কাগজে কত টাকা দিতে হয় ইনবক্সে জানাতে পারেন।

সাংবাদিক জাহাঙ্গীর আলম  ইমরুল কে নিয়ে রাশেদ মিয়া নামের এক যুবককের আবেগঘন পোস্ট। আসুন সত্যিটা জানি। সাংবাদিক ইমরুলের সততা...
07/05/2023

সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল কে নিয়ে রাশেদ মিয়া নামের এক যুবককের আবেগঘন পোস্ট।

আসুন সত্যিটা জানি।

সাংবাদিক ইমরুলের সততা এবং প্রতিদানে মিথ্যাচার....
প্রিয় ফেইসবুক এর বন্ধুরা সবাইকে সালাম ও ঈদ পরবর্তী শুভেচ্ছা।

আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম।

আমি সাধারণত ফেসবুকে কোন কিছু পোস্ট করি না। দেখি কিন্তু লিখি না। তবে, আজ কিছু লিখার ইচ্ছে হলো, কি লিখবো? কেন লিখবো?
হ্যা, বলছি।

ছবির এই মানুষটির নাম জাহাঙ্গীর আলম ইমরুল। বেশ কিছুদিন যাবত এই ছবিটির ব্যক্তিটিকে নিয়ে মিথ্যে অপবাদ দিচ্ছে কিছু স্বার্থান্বেষী মানুষ। আজকের এই দিনে সত্যিটা প্রকাশ না করলে আমি আল্লাহর কাছে দায়ী থাকবো, এমনকি একটি মিথ্যার কাছে পরাজয় বরণ করতে হবে।

সত্যিটা হলো- গত (২০২২) রমজানে আমাদের রাজাবাড়ী গ্রামের পূর্ব পাড়ার জামে মসজিদে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায় একটি মহল। এর পর এই মহলটিই এলাকায় চরম মিথ্যাচার ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে। এরা নিজের স্বার্থে মাদ্রাসা, মসজিদ ও ঈদগাহকে পূঁজী করে, একটি বছর ধরে শতভাগ মিথ্যার উপর ভর করে, ইসলাম ধর্মীয় অনুভূতির উপর আঘাত দিয়ে যাচ্ছেই।

এই অনাকাঙ্থিত ঘটনায় জাহাঙ্গীল আলম ইমরুল একেবারেই নিরপেক্ষ থাকার পরও যখন এই মহল্লার নীরিহ মানুষের উপর অবর্ণনীয় মিথ্যাচার শুরু হলো। অত্যাচার শুরু হলো। তথন শুধুমাত্র এই মিথ্যের প্রতিবাদ করায় এবং পূর্ব পাড়ার অসহায় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই এই মানুষটির অপরাধ।

সে পেশায় একজন সাংবাদিক। তার অনেক প্রতিবেদন দেশ শেরা হয়েছে। ২০২২ সালেও মাছরাঙা টিভিতে তার একটি প্রতিবেদন দেশ সেরা স্বীকৃতি লাভ করে।

অথচ তার সাংবাদিকতার দৃষ্টি থেকে নিজ গ্রামের, নিজপাড়ার অসহায় মানুষের পাশে দাঁড়ানোই ছিলো তার অপরাধ । এই অপরাধেই তাকে দালাল চক্রের রশানলে পরতে হয়েছে!

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যেমন বঙ্গবন্ধুর পক্ষে ছিল নিরস্ত্র বাঙালি, আর অপরদিকে ছিলো সুসজ্জিত পাকিস্তানি হানাদার বাহিনী। ঠিক তেমনি জাহাঙ্গীর আলম ইমরুলের যাদেরকে সমর্থন দিয়েছিল পাশে দাঁড়িয়ে, তারা ছিল অসহায়, দরিদ্র, সমাজের অবহেলিত জনগণ। যারা নিজেদের অত্যাচারের কথাটিও মুখ ফুটে বলার সাহস করতে পারত না! তাদের পাশে থেকে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র মোকাবেলায় করাই ছিল তার অপরাধ।

তার ধৈর্য এবং সে সাহসিকতার সাথে সব মোকাবেলা করে, আজ যখন সমাজের মানুষের কাছে প্রিয় হয়ে উঠেছে, তখনই এক শ্রেণীর দালাল ফেসবুকে অপপ্রচার চালিয়ে রেখেছে!

এটা প্রতিবাদ করার মতো কেউ নাই। অথচ এত দুর্বল নিরীহ মানুষ নিয়েই তার যুদ্ধ! এই যুদ্ধকে একাত্তরের হানাদার বাহিনীর বর্বরতার সাথে তুলনা করা যায়।

বঙ্গবন্ধু যেমন একক নেতৃত্বে দেশ স্বাধীন করেছিল, তেমনি জাহাঙ্গীর আলম ইমরুল ও তার বলিষ্ঠ নেতৃত্বে পূর্বপাড়া স্বাধীন হয়েছে।আমরা তার দীর্ঘায়ু সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। আর নিন্দুকের নিন্দা হতে আল্লাহ তাকে বাঁচিয়ে রাখুক।

রাজাবাড়ী পূর্বপাড়া বাসী তাকে সব সময় তাদের পাশে চায়। আমরা আশা করব পূর্বের নেই সকল সব সময় অসহায় মানুষের পাশে থেকে মানব সেবা করে যাবে। শুধু আইনী ভাবে পাশে দাঁড়ায় ব্যপারটা এমন নয়, অসুখ বিসুখে মানুষকে হাসপাতালে পাঠানো থেকে শুরু করে যাবতীয় সুযােগসুবিধা প্রদানে সার্বক্ষণিক ভাবে লেগে থাকা, অসহায়দের মাঝে আর্থ, খাবার, পোশাক বিতরণের বিভিন্ন উদ্যেগ নিয়ে এতে মহল্লার যুবসমাজ ও বিত্তশালীদের সম্পৃৃক্ত করা সহ কোন ভালো কাজটায় তাকে পাওয়া যায় না, আজ এটিই বলার সময় এসেছে।

এই ঈদেও তার উদ্যেগে আমাদের ঈদগাহের সবাই এক রকমের ঈদের পাঞ্জাবী পড়ে আমরা ঈদের নামাজ আদায় করেছি। যা সারা দেশের জন্যে দৃষ্টান্তস্বরূপ। এসব পাঞ্জাবী কারো দানের নয়।

এযাবৎ কালে আমার দেখা যারা তার উপকার গ্রহণ করেছেন তারা যদি অকৃতজ্ঞ হয়ে মিথ্যাচার করে, কিংবা মিথ্যার দলে থাকে তাহলে বলবো এরা মানুষ নামের কলঙ্ক!

যারা তাকে চাঁদাবাজ অর্থলোভী দালাল বলছেন তাদেরকে আহ্বান করব- আসেন দেখে যান রাজাবাড়ি পূর্বপাড়া, মসজিদের পরিবেশটা একটু দেখে যান, কি ছিল, আর কি হয়েছে।

সত্যিটা জানুন। তারপর মন্তব্য করুন। আমরা কেউ আইনের ঊর্ধে নই।

মো: রাশেদ মিয়া।
রাজাবাড়ী, মুরাদনগর, কুমিল্লা
০২ মে ২০২৩

হোমনায় মিনি বাসের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যুহোমনা (কুমিল্লা) সংবাদদাতাকুমিল্লার হোমনায় নিউ একতা মিনি বাসের ধাক্কায় প্...
07/05/2023

হোমনায় মিনি বাসের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার হোমনায় নিউ একতা মিনি বাসের ধাক্কায় প্রাণ গেলো স্কুল শিক্ষক মো. মাওলা হোসেন (৩৩) নামের এক সিএনজি যাত্রীর।
রবিবার দুপুর ১টার দিকে জেলার হোমনা-গৌরীপুর আঞ্চলিক সড়কের সিনাইয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুল শিক্ষক মো. মাওলা হোসেন আসাদপুর ইউনিয়নের ঘনিয়ারচর গ্রামের মো. আবদুস সালামের ছেলে ও ঘনিয়ারচর দক্ষিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের মামা মো: রফিকুল ইসলাম জানান, মাওলা হোসেন দুপুর ১টার দিকে সিএনজি যোগে গৌরীপুর থেকে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা কুমিল্লাগামী নিউ একতা বাস সার্ভিসের একটি মিনি বাস সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ওই স্কুল শিক্ষকসহ চালক আহত হয়।
এসময় স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করেন। পরে বিকাল সাড়ে ৩ টার দিকে চিকিৎসারত অবস্থায় সেখানে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে হোমনা থানা অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, বাসের ধাক্কায় একজন স্কুল শিক্ষকের মৃত্যুর খবর শুনেছি। আমরা দুর্ঘটনা কবলিত সিএনজিটি উদ্ধার করেছি এবং বাসটি সনাক্তের চেষ্টা চলছে। তবে নিহতের পরিবার থেকে কোন অভিযোগ পাইনি।

আলহামদুলিল্লাহ'' তেমুরিয়া খাদিজাতুল কোবরা (রা) মহিলা মাদ্রাসায়উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে নতুন শিক্ষা বর্ষের দরসের ( ক্ল...
07/05/2023

আলহামদুলিল্লাহ'' তেমুরিয়া খাদিজাতুল কোবরা (রা) মহিলা মাদ্রাসায়
উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে
নতুন শিক্ষা বর্ষের দরসের ( ক্লাস )
আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। উক্ত অনুষ্ঠানে বুখারী ও অন্যান্য কিতাবের সবক প্রদান করেন পীরজ্বী হুজুর রহঃ প্রতিষ্ঠান রহমতপুর মাদরাসার স্বনামধন্য শাইখু্ল হাদিস আল্লামা তাজুল ইসলাম সাহেব আর উপস্থিত ছিলেন মারকাজুল কুরআন মাদ্রাসার স্বনামধন্য মুহতামীম হাফেজ মাওলানা ইউনুস সাহেব আরো উপস্থিত ছিলেন বালুয়া কান্দি মাদ্রাসার স্বনামধন্য শাইখুল হাদিস মুফতি হাফিজ উদ্দিন সাহেব আরো উপস্থিত ছিলেন তেমুরিয়া হাফিজিয়া মাদরাসার মুহতামীম মুফতী ইফতেখার সাহেব আর উপস্থিত ছিলেন চাপিতলা ভুইয়া বাড়ি মাদ্রাসার মুহতামীম মাওলানা তরিকুল ইসলাম দিনাজপুরী সাহেব আরো উপস্থিত ছিলেন
তেমুরিয়া খাদিজাতুল কোবরা (রা) মহিলা মাদ্রাসা শিক্ষকবৃন্দ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ গণ আল্লাহ তায়ালা এই দ্বীনি খেদমত কে কবুল করুন আমিন

হাটহাজারীতে A- রক্তদাতা এগিয়ে আসুন 🙏💁রোগীর সমস্যা: রক্তশূন্যতা 🔴রক্তের গ্রুপ:A negative 🔵হিমোগ্লোবিন :8.4💉রক্তের পরিমাণ...
07/05/2023

হাটহাজারীতে A- রক্তদাতা এগিয়ে আসুন 🙏

💁রোগীর সমস্যা: রক্তশূন্যতা
🔴রক্তের গ্রুপ:A negative
🔵হিমোগ্লোবিন :8.4
💉রক্তের পরিমাণ: ১ব্যাগ
📆রক্তদানের তারিখ:6.5.2023
রক্তদানের সময়:- রাত ৮টার মধ্যে
🏥রক্তদানের স্থান: হাটহাজারী আধুনিক হাসপাতাল
☎যোগাযোগ:01891517124

Address

Muradnagar
3541

Alerts

Be the first to know and let us send you an email when Muradnagar Titas TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muradnagar Titas TV:

Videos

Share